What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (1 Viewer)

Meg thom thom kore
Ei gantar lyric ta den

এটা তো লিরিক্স এর থ্রেড না, মামা। তবুও যদি কখনো এই গানটা এখানে আপলোড করি, আমি সাথে লিরিক্সটাও দিয়ে দেবার চেস্টা করবো, মামা।
ধন্যবাদ !
 
শিল্পীঃ মোহাম্মদ আলী সিদ্দিকী
ছায়াছবিঃ দ্বীপ নিভে নাই
পরিচালকঃ নারায়ন ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী
গীতিকারঃ ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির/ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা

মুক্তির সালঃ ১৯৭০


ওই দূর, দূর দূরান্তে....


ঐ দূর দূর-দূরান্তে,
দিন-দিনান্তে, নীল-নীলান্তে,
কিছু জানতে না জানতে
শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়।
সেই মন মন-মনান্তে,
বন-বনান্তে, যুগ-যুগান্তে,
কিছু শুনতে না শুনতে
পান্ত পান্ত স্বাদ অপান্ত হতে চায়।।
দু’চোখে দিল শুধু যন্ত্রণা
কেন যে করে তবু মন্ত্রনা
যাবে সে যাবে চলে
দু’পায়ে সবই দোলে
পিছু কি দেবে না সান্ত্বনা।
থেকে থেকে দেখে দেখে
ফেলে ফেলে রেখে রেখে
মায়ামৃগ পিছু ডেকে যায়,
ডেকে যায়, ডেকে যায়।।
আমারে করে গেল বঞ্চনা
শ্রবণে দিল কত গঞ্জনা
সে গেল হেসে হেসে
আমি যে ভাবি বসে
আর তো দেবে না লাঞ্ছনা।
পলে পলে দিনে দিনে
ক্ষণে ক্ষণে তিলে তিলে
সারাবেলা তারে দিন যায়,

দিন যায়, দিন যায়।।
Darun gan ta amr khub valo lage
 
শিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ
ছায়াছবিঃ নীল আকাশের নীচে

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ নারায়ন ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী

মুক্তির সালঃ ১৯৬৯


নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা...

QZqtiTH.jpg


নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা।
এই সবুজের শ্যামল মায়ায়
দৃষ্টি পড়েছে ঢাকা।।
শনশন বাতাসের শুঞ্জন
হলো চঞ্চল করে এই মন।
আহা…ও হো হো…আহা হা হা ও হো…
ডাক দিয়ে যায়, কার দুটি চোখ
স্বপ্ন কাজল মাখা।।
ঝুরুঝুরু বকুলের গন্ধে
এই মৌমাছি দোলে একি ছন্দে
আহা…ও হো হো…আহা হা হা ও হো…
বউ কথা কও, ডাকে কেন

বউ কি দেবে দেখা।।
 
Last edited:
পুরনো বাংলা ছায়াছবির গান

আবহমান কাল থেকে গান মানুষের মনকে উৎফুল্ল করতে সাহায্য করে আসছে। যখন কোনো কিছুই ভালো লাগে না, কোনো কথাই বলতে বা শুনতে মন চায় না, তখন মনের মতো একটা গান মনকে চাঙ্গা করে তুলে। নিজের অজান্তেই মন ভালো হয়ে যায়। এই কারনেই অনেকে গানকে মনের খোরাক হিসাবে বিবেচনা করেন। গানের সেই সূর দিনে দিনে পরিবর্তন হয়ে আজ গানের আবেদন এক ভীন্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। গান শুনে এখন উৎফুল্ল না, উত্তেজিতও হয়ে উঠতে হয়। তরুণরা যে কারনে উত্তেজিত হয়, তার বিপরীত কারনে উত্তেজিত হয় বুড়োরা। আজকালকার মেটাল আর রক শুনে যেখানে তরুণরা উত্তেজনায় লাফালাফি করে, ঠিক ঐ গানের অতিরিক্ত শব্দ আর বাদ্যে বুড়োরা রাগ আর গোস্বার উত্তেজনায় নিজেদের অসহায় মনে করেন।
তাইতো অনেকের কাছেই "ওল্ড ইজ গোল্ড" এখন বেশ কাংখিত একটা নাম। পুরনো দিনের এমন অনেক গানই আছে, যেটা শুধু মনের উপর ভালো লাগার প্রলেপই দেয় না, বরং একটু বয়স্ক অনেকেই সে গানের সুরে নিজেকে তার হারিয়ে যাওয়া দিনে খুঁজে পান। নিজেকে অতীতের দিনে নিয়ে গিয়ে মনের শান্তি অনুভব করেন।
একটা সময় বাংলাদেশের চলচ্চিত্র নির্মান হতো গানের উপর ভিত্তি করে। গানের সূরের উপর ওই ছবির ব্যবসায়িক সফলতা ব্যার্থতা নির্ভর করতো। শ্রুতিমধুর সেই সকল গান এতো ভালো মানের ছিলো যে, এখনো এমন অনেক গান আছে যা শুনলে থমকে দাঁড়াতে হয়। বাংলা ছায়াছবির সেই সব গানের সাথে ছবির কাহিনীর একটা সামঞ্জস্যতা থাকার প্রেক্ষিতে গানগুল নিজের অজান্তেই মনের পর্দায় গেঁথে যেতো।

আজ আপনাদের জন্য সেই পুরনো দিনের কিছু জনপ্রিয় গান নিয়ে এই থ্রেডে হাজির হলাম। থ্রেডটি পর্যায়ক্রমে আপডেটের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আপনাদের ভালো লাগলেই আমার এই প্রচেষ্ঠা সার্থক ভেবে নেবো...
Valo hoyche gan ta..amar valo lage

Onek sundor lage gan gulo...
শিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ
ছায়াছবিঃ নীল আকাশের নীচে
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ নারায়ন ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী

মুক্তির সালঃ ১৯৬৯


নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা...

nil-akasher-niche-02.jpg


নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা।
এই সবুজের শ্যামল মায়ায়
দৃষ্টি পড়েছে ঢাকা।।
শনশন বাতাসের শুঞ্জন
হলো চঞ্চল করে এই মন।
আহা…ও হো হো…আহা হা হা ও হো…
ডাক দিয়ে যায়, কার দুটি চোখ
স্বপ্ন কাজল মাখা।।
ঝুরুঝুরু বকুলের গন্ধে
এই মৌমাছি দোলে একি ছন্দে
আহা…ও হো হো…আহা হা হা ও হো…
বউ কথা কও, ডাকে কেন

বউ কি দেবে দেখা।।
 
শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ বদলা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ আজিম
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা

মুক্তির সালঃ ১৯৭৮


আজ রাতে তোমার এই মেহফিলে...
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ নিশান
গীতিকারঃ দেওয়ান নজরুল
সুরকারঃ মনসুর আহমেদ
পরিচালকঃ ইবনে মিজান
শ্রেষ্ঠাংশেঃ জাভেদ, ববিতা

মুক্তির সালঃ ১৯৮৩


ও রাজা এই রাতে সবই যে তোমার...

X6MZlsq.jpg
 
ও সাথীরে যেওনা দূরে চলে আমার অনেক পছন্দের একটি গান আশা করি গানটি দিবেন।
 

Users who are viewing this thread

Back
Top