What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (2 Viewers)

Beautiful thread! Thank you.

Apni hoyto ekhan theke kichu reference nite paren


This is not my channel, I don't know the owner, I just love their collection.

সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ, মামা।
তবে আমি আমার মতো করেই এই থ্রেডটাকে সাজাতে চাই। ওখানে যে সকল রেফারেন্স দেয়া আছে, আর যে গানের ক্ষেত্রে দেয়া আছে দুটোর একটার ক্ষেত্রেও এই মুহুর্তে আমার প্রয়োজন নেই। তথাপিও গুরুত্বপূর্ণ লিঙ্ক শেয়ারের জন্য আবারো আপনাকে ধন্যবাদ, মামা।
 
শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ রাজিয়া সুলতানা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
পরিচালকঃ ফখরুল হাসান বৈরাগী
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, রোজিনা।

মুক্তির সালঃ ১৯৮৫


এতো দিন পরে, পেয়েছি তোমারে...

Biprsv4.jpg
 
পুরনো বাংলা ছায়াছবির গান

আবহমান কাল থেকে গান মানুষের মনকে উৎফুল্ল করতে সাহায্য করে আসছে। যখন কোনো কিছুই ভালো লাগে না, কোনো কথাই বলতে বা শুনতে মন চায় না, তখন মনের মতো একটা গান মনকে চাঙ্গা করে তুলে। নিজের অজান্তেই মন ভালো হয়ে যায়। এই কারনেই অনেকে গানকে মনের খোরাক হিসাবে বিবেচনা করেন। গানের সেই সূর দিনে দিনে পরিবর্তন হয়ে আজ গানের আবেদন এক ভীন্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। গান শুনে এখন উৎফুল্ল না, উত্তেজিতও হয়ে উঠতে হয়। তরুণরা যে কারনে উত্তেজিত হয়, তার বিপরীত কারনে উত্তেজিত হয় বুড়োরা। আজকালকার মেটাল আর রক শুনে যেখানে তরুণরা উত্তেজনায় লাফালাফি করে, ঠিক ঐ গানের অতিরিক্ত শব্দ আর বাদ্যে বুড়োরা রাগ আর গোস্বার উত্তেজনায় নিজেদের অসহায় মনে করেন।
তাইতো অনেকের কাছেই "ওল্ড ইজ গোল্ড" এখন বেশ কাংখিত একটা নাম। পুরনো দিনের এমন অনেক গানই আছে, যেটা শুধু মনের উপর ভালো লাগার প্রলেপই দেয় না, বরং একটু বয়স্ক অনেকেই সে গানের সুরে নিজেকে তার হারিয়ে যাওয়া দিনে খুঁজে পান। নিজেকে অতীতের দিনে নিয়ে গিয়ে মনের শান্তি অনুভব করেন।
একটা সময় বাংলাদেশের চলচ্চিত্র নির্মান হতো গানের উপর ভিত্তি করে। গানের সূরের উপর ওই ছবির ব্যবসায়িক সফলতা ব্যার্থতা নির্ভর করতো। শ্রুতিমধুর সেই সকল গান এতো ভালো মানের ছিলো যে, এখনো এমন অনেক গান আছে যা শুনলে থমকে দাঁড়াতে হয়। বাংলা ছায়াছবির সেই সব গানের সাথে ছবির কাহিনীর একটা সামঞ্জস্যতা থাকার প্রেক্ষিতে গানগুল নিজের অজান্তেই মনের পর্দায় গেঁথে যেতো।

আজ আপনাদের জন্য সেই পুরনো দিনের কিছু জনপ্রিয় গান নিয়ে এই থ্রেডে হাজির হলাম। থ্রেডটি পর্যায়ক্রমে আপডেটের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আপনাদের ভালো লাগলেই আমার এই প্রচেষ্ঠা সার্থক ভেবে নেবো...
Meg thom thom kore
Ei gantar lyric ta den
 
Dhonnobad, jotoi natun gan suni na keno, purano diner ganer modhdhe jeno ekti avijatto aache

ঠিক তাই, মামা। পুরাতন গানগুলো আমাদের বয়েসীদের জন্য তো বটেই এমনকি অনেক তরুণদেরও মনে দোলা দিয়ে যায় !
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মামা।
 
Vai please aro share koren, ei music gula asolei golden time er kotha mone koraia dey.

আপনাদের এই মন্তব্য আমাকে থ্রেডটি চালিয়ে নিতে বরাবরই উৎসাহ যোগাচ্ছে...
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মামা।
 

Users who are viewing this thread

Back
Top