What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ফুল পরিচিতি সমগ্র (4 Viewers)

ফুলের নাম : রক্তদ্রোণ

4pVcNnYh.jpg


অন্যান্য নাম : লাল দন্ডকলস, লাল দ্রোণপুষ্পী, লাল দেবদ্রোণী, লাল দিব্যপুষ্পী ইত্যাদি।
ইংরেজি নাম : Honeyweed, Chinese Motherwort, Little marijuana
বৈজ্ঞানিক নাম : Leonurus japonicus

ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৪/২/২০১৭ ইং
 
ফুলের নাম : রক্তদ্রোণ

qcoqI4Sh.jpg


অন্যান্য নাম : লাল দন্ডকলস, লাল দ্রোণপুষ্পী, লাল দেবদ্রোণী, লাল দিব্যপুষ্পী ইত্যাদি।
ইংরেজি নাম : Honeyweed, Chinese Motherwort, Little marijuana
বৈজ্ঞানিক নাম : Leonurus japonicus

ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৪/২/২০১৭ ইং
 
ফুলের নাম : চন্দ্রপ্রভা

p8Q607jh.jpg


অন্যান্য নাম : হলদে চন্দ্রপ্রভা, সোনাপাতি ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Tecoma stans
ইংরেজি নাম : Yellow bells, Yellow trumpet, Yellow-Elder

ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৮/০৩/২০১৭ ইং

 
ফুলের নাম : রাধাচূড়া

r4zkL7Jh.jpg


অন্যান্য নাম : রত্নগণ্ডি, সিদ্ধেশ্বর, গুলেটুর।
ইংরেজি ও কমন নাম : Poinciana, Peacock flower, Red bird of paradise, Mexican bird of paradise, Dwarf poinciana, Pride of Barbados ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Caesalpinia pulcherrima

ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৫/০৩/২০১৭ ইং

রাধাচূড়া বার্বাডোস এর জাতীয় ফুল
 
Thanks মামা (y)
অনেক কটা নতুন ফুল চিনলাম এখানে:love:
One Question: ছবিগুলো ত আপনার তোলা মামা, আপনার হাত দারুণ। আপনি কি ফটোগ্রাফার বা সাংবাদিক নাকি সখের বসে তোলা!!!:geek:
 
Thanks মামা (y)
অনেক কটা নতুন ফুল চিনলাম এখানে:love:
One Question: ছবিগুলো ত আপনার তোলা মামা, আপনার হাত দারুণ। আপনি কি ফটোগ্রাফার বা সাংবাদিক নাকি সখের বসে তোলা!!!:geek:

ফটোগ্রাফার বা সাংবাদিক নই, শুধুই ক্লিকবাজ। বেরানোর স্মৃতি ধরে রাখার জন্যই মূলত ক্যামেরা ব্যবহার করি। প্রকৃতি আর ফুলের প্রতি আলাদা আকর্ষণ আছে বলে ওদেরও ছবি তোলা হয়। এই।

Awesome photography and spectacular thread
মন্তব্যের জন্য ধন্যবাদ।
 

Users who are viewing this thread

Back
Top