What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ফুল পরিচিতি সমগ্র (6 Viewers)

ফুলের নাম : ড্যানডেলিওন, Dandelion

XKQN9CWh.jpg


বৈজ্ঞানিক নাম : Taraxacum
ইংরেজি নাম : Dandelion
ছবি তোলার স্থান : আরু ভ্যালী, পেহেলগাম, কাশ্মির, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/৫/২০১৫ ইং

 
ফুলের নাম : বাগানবিলাস

0deP3zqh.jpg


ইংরেজী নাম : Bougainvillea, Puti Tai Nobiu
বৈজ্ঞানিক নাম : Bougainvillea Spectabilis
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৫/০৩/২০১৭ ইং

বাংলা বাগানবিলাস নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া।
বাগানবিলাস Guam এর জাতীয় ফুল।

 
ফুলের নাম : রক্তকাঞ্চন

i4lqKIvh.jpg


ইংরেজী নাম : Orchid Tree, Varigated Bauhinia ইত্যাদি
বৈজ্ঞানিক নাম : Bauhinia variegata
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ইং


কাঞ্চন ফুল হংকং এর জাতীয় ফুল।

 
ফুলের নাম : দুই শিমুল

IXiB6r8h.jpg


ছবি তোলার স্থান : দিল্লী, ভারত।

ছবি তোলার তারিখ : ১৫/০৩/২০১৪ ইং

দিল্লী শহরের প্রাণকেন্দ্রে পাশাপাশি দুটি শিমুল গাছে ফুল ফুটেছিলো। একটিতে লাল শিমুল, অন্যটির রং কিছুটা কমলা রঙ্গের। চলন্ত গাড়ি থেকে ক্লিক করেছিলাম।

 
ফুলের নাম : শিবঝুল, শিবজটা

NmaTThOh.jpg


ইংরেজী নাম : Red Hot Cattail, Chenile Plant ইত্যাদি
বৈজ্ঞানিক নাম : Acalypha hispida
ছবি তোলার স্থান : বলদা গার্ডেন, টিকাটুলি, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/৩/২০১৭ ইং



 
ফুলের নাম : শিবঝুল, শিবজটা

9ws6YnYh.jpg


ইংরেজী নাম : Red Hot Cattail, Chenile Plant ইত্যাদি
বৈজ্ঞানিক নাম : Acalypha hispida
ছবি তোলার স্থান : বলদা গার্ডেন, টিকাটুলি, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/৩/২০১৭ ইং

 
ফুলের নাম : শ্বেতপদ্ম

gbi2mqWh.jpg


বৈজ্ঞানিক নাম :
অন্যান্য নাম : পুণ্ডরীক
ছবি তোলার স্থান : ইছাপুর ইউনিয়ন, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৯/৫/২০১৭ ইং

 

Users who are viewing this thread

Back
Top