Kolir kesto
Banned
""একএিশ""
আমি এতোক্ষণ একটা কথাও বলিনি,মাসিমার কথা শুনে শুধু ভেবেই চলেছি,সত্যিই মেয়েটা কতো কষ্ট করেছে,নিজের কষ্ট মুখ বুঝে সহ্য করেছে। সব পছন্দ অপছন্দ,ইচ্ছা,আনন্দ বিসর্জন দিয়ে এই সংসারটা গড়েছে। অথচ আমি বাপের রেখে যাওয়া টাকা দিয়ে নেশা আর বাজে কাজ করে বেড়িয়েছি। আমাকে চুপ করে থাকতে দেখে মাসিমা বললো,কি ভাবছো বাবা,,!
মাসিমার কথায় চিন্তায় ছেদ পরলো,আমি বসা থেকে উঠে মাসিমার সামনে গিয়ে উনার হাত চেপে ধরলাম,মাসিমা প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পরলো তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বললো,কি হলো বাবা? আমার চোখটা একটু ভিজে উঠেছে আমি ভাসা ভাসা চোখে মাসিমাকে বললাম,আমি একটা জিনিস চাইবো, দিবেন আমাকে ? মাসিমা আমার হাত ছাড়িয়ে নিয়ে আমার মাথায় হাত দিয়ে বললেন,এমা এভাবে বলছো কেন ?বলো কি চাই সাধ্য থাকলে অবশ্যই দিবো! আমি বললাম আমার পরশপাথর চাই! পরশপাথর !!মাসিমা অস্পষ্ট সুরে বললো,পরশপাথর সে তো গল্পে শুনেছি ! সেটা কোথায় পাবো? আমি মাসিমাকে বললাম হা মাসিমা পরশপাথর বা philosopher’s stone হচ্ছে একধরনের কাল্পনিক পাথর যার সংস্পর্শে আসলে মানুষ অমরত্ব লাভ করে। সাধারণত পৌরাণিক কাহিনীগুলোতে পরশপাথরের উল্লেখ থাকে। সেই প্রাচীন কাল থেকেই মানুষ অমরত্ব লাভ করার বাসনায় বিভোর ছিল। বিভোর ছিল বলেই পৌরাণিক কাহিনীগুলোর জন্ম হয়েছে। আসলে মাসিমা পরশপাথর বলে কোন বস্তু নেই ,আর থাকবেই বা কি করে পরশপাথর তো একটা গুন বাচক জিনিস।সেটা চোখে দেখা যায়না,অনুভব করতে হয়।আর সেটা আমাদের আশে পাশেই থাকে ।
আপনিই তো একটু আগে বললেন ঋতুর জন্য আপনার গর্ব হয় ওই মেয়ের ছোঁয়াতেই আজ আপনার সংসার এমনকি আপনিও ভালো আছেন? তাছাড়া আমার জীবন ঋতু আসার আগে ছিলো এক নরকের মত।হয়ত কিছুটা ওর কাছে শুনে থাকবেন!ওর ছোঁয়াতেই আমি নতুন জীবন পেয়েছি,ওর ছোঁয়াতেই আমার মরিচা ধরা দেহ মন স্বর্ণের মতো উজ্জ্বল হয়েছে। তাহলে এটাই কি পরশপাথার না ??? হয়ত পৌরাণিক লেখকরা ঋতুর মত মানুষের কথাই বার বার বলে গেছে। অথচ আমরা লোভী মানুষেরা ওটাকে একটা পাথর ভেবে সেটা খুঁজে চলেছি। দেবেন আমাকে ওই পরশপাথরটা ??
মাসিমা হতবাক হয়ে এতোক্ষণ আমার কথা শুনছিলো।এবার আমার সারা মুখে হাত বুলিয়ে দিয়ে বললো,আমার মেয়ে পরশপাথর কিনা জানিনা,কিন্তু ও যে সত্যিকার অর্থে তোমাকে খাঁটি সোনা বানিয়ে দিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। এবার আমি মরেও শান্তি পাবো।তোমার হাতে ঋতুকে দিতে পারলে আমার আর কোন চিন্তা নেই। মাসিমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা। তবুও মৃদু হেসে ঢং করে বললাম ,না গো বৌমা তোমায় এতো সহজে মরতে দিচ্ছিনা,এতো সহজে মরলে আমাদের ছেলের কি হবে! আমার কথা শুনে মাসিমাও হেসে ফেললো।
এতোক্ষণ খেয়াল করিনি যে শুধু আমি আর মাসিমা না আরো একজন আমাদের কথা শুনছে দরজার আড়ালে দাঁড়িয়ে। আমার সাথে চোখাচুখি হতেই আড়াল থেকে বেড়িয়ে এলো চোখ দুটো জবা ফুলের মত হয়ে আছে বোঝাই যাচ্ছে এতোক্ষণ ধরে সব কথা শুনছিলো আর কাঁদছিলো।
বিকালের দিকে মাসীমাকে প্রনাম করে বিদায় নিলাম দুজনে। বাসে আসতে আসতে সারা রাস্তা ঋতু আমার কাঁধে মাথা দিয়ে চুপচাপ পরম শান্তিতে শুয়ে ছিল।খুলনায় এসে আবার সেই ব্যস্ততা ঋতুর চাকরি, আমার চাকরি,এর মাঝে আমার এম এস সি এর পরিক্ষা চলে এলো পড়াশোনারও একটু চাপ বেরে গেল, ঋতু তিন বেলা ফোন দিয়ে খবর নিতো।মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বাইরে ডেকে রান্না করা খাবার দিয়ে যেত।সব মিলিয়ে প্রায় পনেরো দিন খুব ধকল গেলো। এর মাঝে মিঠু জানালো আগামী সপ্তাহের সোমবার ওর বিয়ে।বিয়েতে আমাদের দু জনকেই নিমন্ত্রণ করা হলো।
বিয়ের দিন দুজনে আলাদা ভাবে গিয়েছিলাম।শালা ভালোই মাল পেয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে এসে শুয়ে পরলাম কিন্তু ঘুম আসছেনা।শালা মিঠু আমার আগে বিয়ে করে নিলো। ইশশ কি মজাই না করছে এতো রাতে!ঋতুর কথা মনে পরলো.. ফোন হাতে নিয়ে দেখি রাত ১ টা বাজে এতো রাতে ফোন দিবো কিনা ভাবছি। তারপর মনের ইচ্ছার জয় হলো কল দিলাম ঋতুকে,,,!
ও হ্যালো বলতেই,আমি বললাম,,,,,,
-কি করছো?
-এতো রাতে কি করে মানুষ ঘুমাচ্ছি ! তুমি এখনো ঘুমাওনি কেন ?
-এমনি ঘুম আসছেনা !
-ওমা কেন শরীর খারাপ লাগছে??ঋতুর গলায় উদ্বেগ!
-না আবার হা!
-মানে কি ঠিক করে বলো?!
-কি বলবো মিঠুর বিয়ে হয়ে গেল,এতো রাতে শালা কি মজাটাই না করছে।ধুর ভালো লাগেনা আর আমার!
-ঋতু বললো ওহ! এই ব্যাপার!? তো তোমার কি তুমি ঘুমাও!সারা রাত না ঘুমিয়ে ভাবলে হবে?
-আমি বিরক্ত হয়ে বললাম ধুর তোমাকে বলা আর বট গাছের সাথে বলা এক কথা।
-ঋতু বললো এ বাবা রাগছো কেন ?শোন না একটা কথা রাখবে আমার প্লিজ!
-আমি ভাবলাম কোন একটা সুযোগ আসতে পারে।তাই বললাম হা হা বলো!
-ঋতু বললো,আগে প্রমিস করো রাখবে আমার তিনটে কথা!?
-আমি বললাম আচ্ছা বলো!
-শোন তাহলে প্রথম কথা হলো আমি ফোন রাখার পর কাল সকালের আগ পর্যন্ত তুমি ফোনে হাত দিতে পারবে না।
আমি সাথে সাথে প্রতিবাদ করলাম এ আবার কি কথা। ঋতু বললো তুমি কিন্তু প্রমিস করেছো! অগ্রত আমি বললাম আচ্ছা বাকি গুলা বলো।
-ঋতু বললো আমার দ্বিতীয় কথা হলো,তুমি সকালের আগ পর্যন্ত বাথরুমে যেতে পারবেনা। আর তৃতীয় কথা হলো খাওয়া বাদে তুমি সকাল পর্যন্ত জল স্পর্শ করতে পারবেনা!
সো গুড নাইট সোনা,,,তাড়াতাড়ি ঘুমিয়ে পরো,,বলে খিল খিল করে হাসতে হাসতে ফোন রেখে দিলো!! আমি বললাম এই শোন কেন করবো এসব। ফোন রেখো না এসব....!! কিন্তু কে শোনে কার কথা। ওর কথা রাখতে আর ফোনও দিতে পারলাম না। কিন্তু শর্ত গুলা কি জন্য ছিলো!!!!????
আমি এতোক্ষণ একটা কথাও বলিনি,মাসিমার কথা শুনে শুধু ভেবেই চলেছি,সত্যিই মেয়েটা কতো কষ্ট করেছে,নিজের কষ্ট মুখ বুঝে সহ্য করেছে। সব পছন্দ অপছন্দ,ইচ্ছা,আনন্দ বিসর্জন দিয়ে এই সংসারটা গড়েছে। অথচ আমি বাপের রেখে যাওয়া টাকা দিয়ে নেশা আর বাজে কাজ করে বেড়িয়েছি। আমাকে চুপ করে থাকতে দেখে মাসিমা বললো,কি ভাবছো বাবা,,!
মাসিমার কথায় চিন্তায় ছেদ পরলো,আমি বসা থেকে উঠে মাসিমার সামনে গিয়ে উনার হাত চেপে ধরলাম,মাসিমা প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পরলো তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বললো,কি হলো বাবা? আমার চোখটা একটু ভিজে উঠেছে আমি ভাসা ভাসা চোখে মাসিমাকে বললাম,আমি একটা জিনিস চাইবো, দিবেন আমাকে ? মাসিমা আমার হাত ছাড়িয়ে নিয়ে আমার মাথায় হাত দিয়ে বললেন,এমা এভাবে বলছো কেন ?বলো কি চাই সাধ্য থাকলে অবশ্যই দিবো! আমি বললাম আমার পরশপাথর চাই! পরশপাথর !!মাসিমা অস্পষ্ট সুরে বললো,পরশপাথর সে তো গল্পে শুনেছি ! সেটা কোথায় পাবো? আমি মাসিমাকে বললাম হা মাসিমা পরশপাথর বা philosopher’s stone হচ্ছে একধরনের কাল্পনিক পাথর যার সংস্পর্শে আসলে মানুষ অমরত্ব লাভ করে। সাধারণত পৌরাণিক কাহিনীগুলোতে পরশপাথরের উল্লেখ থাকে। সেই প্রাচীন কাল থেকেই মানুষ অমরত্ব লাভ করার বাসনায় বিভোর ছিল। বিভোর ছিল বলেই পৌরাণিক কাহিনীগুলোর জন্ম হয়েছে। আসলে মাসিমা পরশপাথর বলে কোন বস্তু নেই ,আর থাকবেই বা কি করে পরশপাথর তো একটা গুন বাচক জিনিস।সেটা চোখে দেখা যায়না,অনুভব করতে হয়।আর সেটা আমাদের আশে পাশেই থাকে ।
আপনিই তো একটু আগে বললেন ঋতুর জন্য আপনার গর্ব হয় ওই মেয়ের ছোঁয়াতেই আজ আপনার সংসার এমনকি আপনিও ভালো আছেন? তাছাড়া আমার জীবন ঋতু আসার আগে ছিলো এক নরকের মত।হয়ত কিছুটা ওর কাছে শুনে থাকবেন!ওর ছোঁয়াতেই আমি নতুন জীবন পেয়েছি,ওর ছোঁয়াতেই আমার মরিচা ধরা দেহ মন স্বর্ণের মতো উজ্জ্বল হয়েছে। তাহলে এটাই কি পরশপাথার না ??? হয়ত পৌরাণিক লেখকরা ঋতুর মত মানুষের কথাই বার বার বলে গেছে। অথচ আমরা লোভী মানুষেরা ওটাকে একটা পাথর ভেবে সেটা খুঁজে চলেছি। দেবেন আমাকে ওই পরশপাথরটা ??
মাসিমা হতবাক হয়ে এতোক্ষণ আমার কথা শুনছিলো।এবার আমার সারা মুখে হাত বুলিয়ে দিয়ে বললো,আমার মেয়ে পরশপাথর কিনা জানিনা,কিন্তু ও যে সত্যিকার অর্থে তোমাকে খাঁটি সোনা বানিয়ে দিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। এবার আমি মরেও শান্তি পাবো।তোমার হাতে ঋতুকে দিতে পারলে আমার আর কোন চিন্তা নেই। মাসিমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা। তবুও মৃদু হেসে ঢং করে বললাম ,না গো বৌমা তোমায় এতো সহজে মরতে দিচ্ছিনা,এতো সহজে মরলে আমাদের ছেলের কি হবে! আমার কথা শুনে মাসিমাও হেসে ফেললো।
এতোক্ষণ খেয়াল করিনি যে শুধু আমি আর মাসিমা না আরো একজন আমাদের কথা শুনছে দরজার আড়ালে দাঁড়িয়ে। আমার সাথে চোখাচুখি হতেই আড়াল থেকে বেড়িয়ে এলো চোখ দুটো জবা ফুলের মত হয়ে আছে বোঝাই যাচ্ছে এতোক্ষণ ধরে সব কথা শুনছিলো আর কাঁদছিলো।
বিকালের দিকে মাসীমাকে প্রনাম করে বিদায় নিলাম দুজনে। বাসে আসতে আসতে সারা রাস্তা ঋতু আমার কাঁধে মাথা দিয়ে চুপচাপ পরম শান্তিতে শুয়ে ছিল।খুলনায় এসে আবার সেই ব্যস্ততা ঋতুর চাকরি, আমার চাকরি,এর মাঝে আমার এম এস সি এর পরিক্ষা চলে এলো পড়াশোনারও একটু চাপ বেরে গেল, ঋতু তিন বেলা ফোন দিয়ে খবর নিতো।মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বাইরে ডেকে রান্না করা খাবার দিয়ে যেত।সব মিলিয়ে প্রায় পনেরো দিন খুব ধকল গেলো। এর মাঝে মিঠু জানালো আগামী সপ্তাহের সোমবার ওর বিয়ে।বিয়েতে আমাদের দু জনকেই নিমন্ত্রণ করা হলো।
বিয়ের দিন দুজনে আলাদা ভাবে গিয়েছিলাম।শালা ভালোই মাল পেয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে এসে শুয়ে পরলাম কিন্তু ঘুম আসছেনা।শালা মিঠু আমার আগে বিয়ে করে নিলো। ইশশ কি মজাই না করছে এতো রাতে!ঋতুর কথা মনে পরলো.. ফোন হাতে নিয়ে দেখি রাত ১ টা বাজে এতো রাতে ফোন দিবো কিনা ভাবছি। তারপর মনের ইচ্ছার জয় হলো কল দিলাম ঋতুকে,,,!
ও হ্যালো বলতেই,আমি বললাম,,,,,,
-কি করছো?
-এতো রাতে কি করে মানুষ ঘুমাচ্ছি ! তুমি এখনো ঘুমাওনি কেন ?
-এমনি ঘুম আসছেনা !
-ওমা কেন শরীর খারাপ লাগছে??ঋতুর গলায় উদ্বেগ!
-না আবার হা!
-মানে কি ঠিক করে বলো?!
-কি বলবো মিঠুর বিয়ে হয়ে গেল,এতো রাতে শালা কি মজাটাই না করছে।ধুর ভালো লাগেনা আর আমার!
-ঋতু বললো ওহ! এই ব্যাপার!? তো তোমার কি তুমি ঘুমাও!সারা রাত না ঘুমিয়ে ভাবলে হবে?
-আমি বিরক্ত হয়ে বললাম ধুর তোমাকে বলা আর বট গাছের সাথে বলা এক কথা।
-ঋতু বললো এ বাবা রাগছো কেন ?শোন না একটা কথা রাখবে আমার প্লিজ!
-আমি ভাবলাম কোন একটা সুযোগ আসতে পারে।তাই বললাম হা হা বলো!
-ঋতু বললো,আগে প্রমিস করো রাখবে আমার তিনটে কথা!?
-আমি বললাম আচ্ছা বলো!
-শোন তাহলে প্রথম কথা হলো আমি ফোন রাখার পর কাল সকালের আগ পর্যন্ত তুমি ফোনে হাত দিতে পারবে না।
আমি সাথে সাথে প্রতিবাদ করলাম এ আবার কি কথা। ঋতু বললো তুমি কিন্তু প্রমিস করেছো! অগ্রত আমি বললাম আচ্ছা বাকি গুলা বলো।
-ঋতু বললো আমার দ্বিতীয় কথা হলো,তুমি সকালের আগ পর্যন্ত বাথরুমে যেতে পারবেনা। আর তৃতীয় কথা হলো খাওয়া বাদে তুমি সকাল পর্যন্ত জল স্পর্শ করতে পারবেনা!
সো গুড নাইট সোনা,,,তাড়াতাড়ি ঘুমিয়ে পরো,,বলে খিল খিল করে হাসতে হাসতে ফোন রেখে দিলো!! আমি বললাম এই শোন কেন করবো এসব। ফোন রেখো না এসব....!! কিন্তু কে শোনে কার কথা। ওর কথা রাখতে আর ফোনও দিতে পারলাম না। কিন্তু শর্ত গুলা কি জন্য ছিলো!!!!????