What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

পরশপাথর / কলির কেষ্ট (2 Viewers)

just 1 ta word e use korbo"osadharon"..onekdin por balo kono lekha porlam..natun sobkisu maniye nite 1tu samay lage mama..plz amader jonno 1tu maniye nin..dhonnobad osadharon 1ta golpo share korar jonno.
ধন্যবাদ !! চেষ্টা করবো
 
excellent plot...& wonderful style of writing....improvement needed. plz keep sharing some more...expect some better ...anyways thanks a lot
পাঠক খুশিতো আমিও খুশি। কিন্তু বেশি কিছু আশা করে বসেননা দাদা। আমি বড় কোন লেখক নই। সখ হয়েছে তাই লিখতে বসেছি!
ধন্যবাদ সাথে থাকার জন্য
 
"" চব্বিস""



ফোনের শব্দে অতীত থেকে বাস্তবে ফিরে এলাম মিঠু ফোন করেছে,কি ব্যাপার ভাই ম্যাডামের সাথে যা করার তুই করছিস ঠিক আছে তাই বলে আমাকে নিয়ে কেন টানা হ্যাছড়া করছিস?‌আমি বললাম কেন ? এ কথা‌ বলছিস কেন ? মিঠু বললো না ম্যাডাম একটু আগে দোকানে এসেছিল কেনা কাটা শেষে যাবার সময় বললো আপনি তো আবিরের সবচেয়ে ভাল বন্ধু তাই না?আমি বললাম হা আমরা সেই ছোট বেলার বন্ধু! কেন ম্যাডাম কোন সমস্যা ? উনি বললেন না দাদা কোন সমস্যা না তবে কিছু মনে না করলে একটা কথা বলি। আমি বললাম না না মনে করবো কেন বলুন! উনি বললেন আমি তো ওকে পিটিয়ে ঠিকই মানুষ করে ফেলবো, আপনিও ভালো হয়ে যান। এই বলেই চলে গেল। তুই বল ভাই তোর প্রেমিকাদের সাথে আমার কিসের এতো শএুতা। আমি মিঠুর কথা শুনে হেঁসে বললাম, ভাই রে আমিই আছি খুব দৌড়ের উপর তুই একটু সাবধানে থাকিস।



পরদিন ছুটির দিন... সেই সকাল থেকে বারান্দায় বসে আছি ঋতুকে দেখবো বলে কিন্তু মহারানীর দেখা নাই , নিজের উপরেই রাগ হচ্ছে ফোন নাম্বার টাও নেওয়া হয়নি। আরে এখন তো প্রোপোজের আগেই নাম্বার নিতে হয়। আর আমি কিনা এখনো ফোন নাম্বারটাই নেইনি। এভাবে সকাল গেল দুপুর গেল,বিকালেও দেখা পেলাম না। ভাবছি শরীর খারাপ করলো না তো!? যাবো নাকি ও বাসায়, কিন্তু ও বাসায় গিয়ে কি বলবো। ধুর বাঁড়া কিছুই ভালো লাগছে না।



সকাল সকাল ঘুমিয়ে পরলাম, খুব সকালে উঠে ওকে কলেজ‌ যাবার পথে ধরতে হবে। সকালে যখন ঘুম ভাংলো তখন অনেক বেলা হয়ে গেছে,এখন আর বের হয়ে লাভ নেই ঋতু এতোক্ষণে কলেজ চলে গেছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে খাবার খেয়ে মিঠুর ওখানে গেলাম, দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম ঘড়ি দেখলাম ২ টা বাজে ঋতুর আসার সময় হয়ে গেছে,জোড় পায়ে মোড়ের রাস্তার দিকে গেলাম, রাস্তার পাশে দোকানে বসে সিগারেট টানছি তখন দেখলাম ঋতু রিক্সা থেকে নামলো, আমি সিগারেট ফেলে এগিয়ে গেলাম,,,আমি বললাম,,,

-কি ব্যাপার কাল কোথায় ছিলে?

-কোথায় থাকবো ! বাসায় , কেন কি হয়েছে?

-কই একবারও তো বারান্দায় এলে না কাল!

-আশ্চর্য! আমার বাসা আমি বারান্দায় আসবো

কি আসবো না সেটা আমার ইচ্ছা।

-সব তোমার ইচ্ছাতে হবে? আমি সারাদিন তোমাকে দেখার জন্য বারান্দায় বসে ছিলাম।

-জানি!

-তুমি জানো ! তাহলে এলে না কেন?

-তুমি ডাকতে পারতে !

-কিভাবে ডাকবো ?

-কেন ফোন করে!

-আমার কাছে কি নাম্বার আছে?

-তো আমি কি করবো! চাইছো কখনো? একটা মেয়ে কি যেচে বলবে,আমার নম্বরটা নাও। কাল তোমার উপর রাগ হয়েছিলো খুব তাই আসিনি।কোন কাজের কাজ পারো না। শুধু পারো রাস্তায় পিছন পিছন ঘুরতে,আর ছাই পাশ গিলতে।



আমি বললাম সরি গো বড় ভুল হয়ে গেছে,আর হবেনা,ঋতু বললো আর হবেনা মানে তুমি কি আরো মেয়ের নাম্বার জোগার করবা যে আর ভুল হবেনা বলছো। আমি অবস্থা বেগতিক দেখে কান ধরে বললাম আমি লজ্জিত মহারানি এবারের মত মাফ করো।



ঋতু বললো আর কান ধরতে হবেনা,কাল তোমার কলেজের সব পেপারস গুলো গুছিয়ে রেখো। আমি বললাম কেন ? ও বললো MSc এর এডমিশন সার্কুলার দিয়েছে। পরশু গিয়ে ভর্তি হয়ে আসবা। আমি উঠে বললাম ধুর এই বয়সে আবার পড়াশোনা,ওসব আমি পারবো না। ঋতু বললো ও আচ্ছা ঠিক আছে পারতে হবেনা,আমি গেলাম।



আমি বললাম গেলাম মানে ! নম্বরটা দিয়ে যাও,ঋতু বললো কিছুই হবেনা, না নম্বর না বারান্দায় আসা না রাস্তায় দেখা,পরশু দিন ভর্তি হয়ে ভর্তির কাগজ নিয়ে মোড়ে আমার জন্য ওয়েট করবা।তখন সব ভেবে দেখবো। আর যদি পেপারস বাদে দাঁড়িয়ে থাকো,তাহলে ওখান থেকে সোজা খালিশপুর পুলিশ ষ্টেশন আর তোমার কাছে নেশার দ্রব্য থাকে আর তুমি নেশা করে প্রতিদিন এখানে দাঁড়িয়ে আমাকে ইভটিজিং করো,এই বলে কমপ্লেইন করে আসবো। বুঝতেই পারছো একটা সরকারি কলেজের ম্যাডাম রেপুটেশন একটু হলেও আছে। সো কাজটা করো সোনা,তোমার কিছু হলে আবার আমারই খারাপ লাগবে। হাজার হোক পাশাপাশি থাকি।এই বলেই ঋতু হন হন পায়ে চলে গেল।



আমি তো ওর কথা শুনে অবাক, এ কার পাল্লায় পরলাম রে বাবা,একি প্রেম করছি নাকি রাজ আদেশ পালন করছি।ওখানে আর না দাড়িয়ে আবার মিঠুর দোকানে গেলাম,মিঠু আমার চোখ মুখ দেখে বললো ,কিরে কি হয়েছে। আমি ওকে সব বললাম। মিঠু সব শুনে সে কি হাসি ,বন্ধু এতো দিনে চিপায় পরছো তুমি।ওহ ম্যাডাম যা দিচ্ছেনা। আমি ধমকে উঠলাম ধুর শালা আমি মরছি নিজের জ্বালায় বেয়াই এসে দাঁত কেলায়
 
"" পঁচিশ""



বাসায় ফিরে এলাম..ধুর কিছুই ভালো লাগছেনা।বার বার বারান্দায় যাচ্ছি না ঋতুর দেখা নাই। ভাবছি ধুর কাল দেখা করে একটু কড়া হবো। একটা মেয়ে যা বলবে তাই করতে হবে নাকি।তখন মনে পরলো কাল তো শুক্রবার ছুটির দিন,উফ এ মেয়ে দেখছি সব আঁটঘাট বেধে লেগেছে।তাছাড়া ও তো আমার খারাপের জন্য কিছু বলেনি। ঋতু নিজের কথা মতো বারান্দায় আর আসেনি। আমি ও উপায় না দেখে সব কাগজ রেডি করি। শনিবার দিন ওর কথা মতো কলেজ গিয়ে সব কাজ সেরে‌ ওর জন্য মোড়ের রাস্তায় দাঁড়িয়ে থাকি। ঋতু আসলো আমি ওর হাতে ভর্তির কাগজ দিতে গেলাম ,ও বললো ও নিয়ে আমি কি করবো। আমি বললাম সেদিন যে খুব বড় বড় কথা বলছিলে।ও বললো সেই জন্যই তো আজ তুমি কাজটা করেছো,আমি বললাম তুমি কাগজটা দেখবে না জানলে এতো প্যারা নিতাম না।আমি কিছু বলে ম্যানেজ করে নিতাম।ঋতু দৃঢ়তার সাথে বললো পারতে না।আমি বললাম কেন ? ঋতু কিছুক্ষণ চুপ থেকে বললো আমি যাকে ভালবাসি সে কখনো‌ মিথ্যা বলতেই শেখেনি!



তারপর ঋতু আমাকে ওর ছাতার নিচে আসতে বললো,আমি ছাতার নিচে গিয়ে ওর কোমড়ে হাত দিতে গেলেই ও বললো একদম শয়তানি করবেনা। সোজা হয়ে থাকো,আমিও অগ্রত তাই করলাম,এবার ঋতু চারপাশে কি যেন দেখলো তারপর হঠাৎ করে আমার গালে ওর নরম ঠোঁট দিয়ে একটা ছোট্ট চুমু একে দিল।



আমি তো অবাক ও এটা করবে ভাবিনি,এমনি যে রাগি ব্যবহার আর অভিভাবক গিরী দেখায়। তাছাড়া এই রাস্তার মাঝে। উফপ ওর ঠোঁটা যখন আমার গাল স্পর্শ করলো মনে হলো ,কোন রসালো রসগোল্লা বাউন্স করে গেল আমার গালের উপর। ওর দেখাদেখি আমিও একটা কিস করতে গেলাম তখন আমাকে ধাক্কা দিয়ে ছাতার নিচ থেকে বের করে দিলো,আমি বললাম কি হলো তুমি দিলে আর আমি দিলেই দোষ, ঋতু বললো ওকে আর দিবো না।আমি বললাম আরে না না আমি কি তাই বলেছি, যাও আমি দিচ্ছিনা। বলে মেকি রাগ দেখালাম। ঋতু বললো ওমন ন্যাকা ন্যাকা রাগ করে লাভ নেই স্যার।তুমি আমার কথা শুনেছো তাই একটা উপহার দিলাম।আমি বললাম তাহলে এখন থেকে সব কথা শুনলেই দিবে?জি না স্যার সব সময় না। দুজনে পাশাপাশি হাঁটছি,আমি বললাম ভাবতেই পারছিনা,তুমি এতো ফার্স্ট হবে।



ঋতু বললো দেখ আবির আমি যেমনই হইনা কেন আমিও একটা মেয়ে আর অন্য সব মেয়ের মত আমার শরীর চায় অনেক কিছু কিন্তু অসৎ ভাবে সেই চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভবনা। তাই নিজেকে গুটিয়ে রাখি। এরপর দুজনের নাম্বার আদান প্রদান হলো। কথায় কথায় ঋতু না বাবার মৃত্যু বার্ষিকীর কথা জানতে চাইলো,আমি বললাম ওসব আমি করিনা,ও বললো কেন ? আমি বললাম অভিমানে কেন এক সাথে চলে গেল আমায় ছেড়ে, আমার কথা একটুও ভাবলো না। এ কথা বলতে বলতে আমার চোখের কোণ ভিজে উঠলো। ঋতু আমাকে সান্ত্বনা দিয়ে বললো, দেখ জন্ম মৃত্যুতে তো কারো হাত নেই।কিন্তু তোমার উচিৎ ছিলো পুএ হিসেবে অন্তত তাদের উদ্দেশ্যে একটু ছোট করে হলেও তাদের বছরকী টা পালন করা। আচ্ছা উনাদের মৃত্যু বার্ষিকী কবে ? আমি বললাম ২৫ শ্রাবণ,ও বললো ওমা এতো সামনেই আর কিছুদিন বাকি।



তারপর দুজনে যার যার বাসায় ফিরে এলাম, এরপর থেকে বারান্দায় বসে রাতে দুজনে দুজনের দিকে তাকিয়ে ফোনে কথা বলা। কিন্তু কি জানেন, ওর শুধু জ্ঞান এটা করো ওটা করো এটা ভালো না ওটা ভালো, আমি ও আপন মনে ওর কথা শুনে যেতাম। কিন্তু ও কখনো মৌয়ের মত এটা চাই ওটা চাই করেনি। ঋতু এক সময় বললো আমাকে তোমার বাসায় নিয়ে যাবেনা ? আমি বললাম সেটাতো আমারও ইচ্ছা করে কিন্তু কিভাবে, আমি একা থাকি তোমার একটা সম্মান আছে তাছাড়া কেউ দেখে নিলে কত বাজে কথা বলবে তোমার নামে। ঋতু বললো আসলে তোমার বাসাটার ভিতর দেখার খুব ইচ্ছা তুমি কিভাবে থাকো, কি করো, এসব আর কি।



আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আসতে পারি, কে কি বললো আর কে কি দেখলো তাতে আমার কিছু যায় আসেনা। ও বললো না আমি সেটা চাই না,ওকে সমস্যা নাই, আমি ঠিক দেখে নিবো। আচ্ছা শোন একটা লোক নিয়ে তার সাথে করে পুরো বাসাটা একটু পরিস্কার করে নিও তো, পারলে কালকের ভিতর.. আমি বললাম কেন ও বললো দরকার আছে যেটা বলছি সেটা করো তোমার অতো শুনে কাজ নাই। এখন ঘুমিয়ে পরো,,,শুভ রাএী,,,!
 
"" ছাব্বিস""



পরদিন ঘুম ভাংলো ফোনের শব্দে, স্ক্রিনে তাকিয়ে দেখি ঋতু কল করেছে।রিসিভ করতেই ঋতু বললো কোথায় তুমি? আমি বললাম রুমে মাএ ঘুম থেকে উঠলাম। বাহ বাহ নবাবজাদার মত এতো বেলা করে উঠলে চলবে। কয়টা বাজে দেখছো? আমি বললাম সকালে উঠে কি করবো কাজ নাই কাম নাই। ও বললো নাই তো খোঁজ, আজ থেকে তোমার নতুন কাজ চাকরি খোঁজা বুঝেছো ? উফফ হে ভগবান সকাল থেকেই শুরু, ঋতু বললো কি কিছু বললে? আমি বললাম না না কিছু না।আচ্ছা সকালে ফোন দিয়ে একটু আদর করবা তা না কি জ্ঞান দিচ্ছো। তুমি কি গো। ও বললো এই যে স্যার আমি তোমার গার্লফ্রেন্ড না যে ফোন দিয়ে চুমাচুমি শুরু করে দিবো।এখন যেটা বলছি মন দিয়ে শোন, আমার আজ একটা ক্লাস নেবার ছিলো,সেটা নেওয়া হয়ে গেছে,আমি এখন কলেজ থেকে বের হবো। তুমি আমার জন্য বৈকালি সিনেমা হলের ওখানে ওয়েট করো।আমি বললাম মানে কি ? আমি এখনো বেড থেকেই উঠিনি,তোমার ওখানে আসতে বড়ো জোর ১০ মিনিট লাগবে। তাহলে অতো তাড়াতাড়ি আমি কিভাবে যাবো? ঋতু বললো ওতো কিছু জানিনা না,যেটা বললাম সেটাই,তোমাকে তো আর আমি দুপুর পর্যন্ত ঘুমাতে বলিনি। বলেই ফোন রেখে দিলো।



উফ এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না দ্রুত উঠে ফ্রেশ হলাম, ক্ষুধায় পেটে ছুচো ডাকছে কিন্তু খাবার সময় নাই ওর কলেজের ওখান থেকে আসতে বড় জোর দশ মিনিট লাগবে। দেরি হলে আবার কুরুক্ষেএ বেধে যাবে। তাড়াতাড়ি করে রাস্তায় এলাম তারপর দৌড়ে মোড়ের রাস্তার দোকান থেকে মিঠু একবার ডাকলো পরে আসবো বলে হাত নাড়ালাম, তারপর এক অটো ডেকে বললাম খুব তাড়া কোন প্যাসেঞ্জার নিয়েন না।বৈকালি মোড় চলেন। ১১ মিনিটে এসে পৌছালাম, যাক এক মিনিট তেমন কোন লেট না অটোর ভাড়া মিটিয়ে চারিদিকে তাকিয়ে ঋতুকে খুজতেছি। না ঋতু নাই!কি ব্যাপার এখনো আসেনি। কল করলাম ওর ফোনে নো এন্সার আরো কয়েকবার করলাম একই রেজাল্ট। কি করবো ক্ষুধাও লাগছে কিন্তু কিই বা খাবো,ধুর ভালো লাগেনা একটা দোকানে গিয়ে এক গ্লাস জল খেয়ে একটা সিগারেট জ্বালালাম, কিন্তু ঋতুর দেখা নাই। পাক্কা ৩০ মিনিট পর ঋতু এলো।আমাকে দেখে বললো একটা রিক্সা ডাকো। আমি বললাম আগে বলো দেরি কেন? ও বললো ওমা তোমার মত ঘুমালে কি আর আমার চলে ক্লাস ছিলো না। আমি বললাম তুমি যে বললে ক্লাস শেষ এখুনি বের হবা। তোমার আসার আগে এখানে থাকতে বললে!? তাই তোমার আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে না খেয়েই দৌড়ের উপর এসেছি। ঋতু মুখ ভেংচে বললো আহ,,হা বেচারা! আমি যখন তোমায় কল দিই তখন ক্লাস নিতে ঢুকছি। আর বের হয়েই এখানে। আমি বললাম তাহলে মিথ্যা বললে কেন ? ওর সোজা উত্তর ইচ্ছা হয়েছে তাই... সকাল সকাল দৌড়ানো ভালো। আমি বললাম ও তাই। কি মেয়ে তুমি আমি তোমার জন্য এতো কষ্ট করে না খেয়ে এলাম আর তুমি এই কথা বলছো। অন্য মেয়ে হলে বলত ওকে বাবু চলো তোমায় নাস্তা করাই, তুমি না খেয়ে কেন এলে।কত আদর করতো বুঝেছো। আবার ও সেই সোজাসুজি উত্তর ঠিক আছে অন্য মেয়ের কাছে যাও,,এই রিক্সা বলে হাঁক পারলো।



আমি বললাম ওকে দরকার নাই আমার খাওয়ার বলো এখন কোথায় যাবে।ও বললো আগে রিক্সা ডাকো আমি রিক্সা ডাকলাম,ও রিক্সাওয়ালা কে বললো শিববাড়ি চলুন। আমি বললাম শিববাড়ি কেন ? কাজ আছে ! আমি বললাম কি কাজ?ঋতু বললো গেলেই বুঝতে পারবে। আমি বললাম আচ্ছা ঋতু আমি যে খেয়ে আসিনি কিন্তু ক্ষুধা লাগছে আমার তোমার খারাপ লাগছেনা। ঋতু বললো ওরে বাবা রে এখনো সেই খাওয়া নিয়ে পরে আছো। তো শোন দুপুর ১ টার আগে তুমি খাবার পাবে না। কারণ এগারোটা সকালের নাস্তার সময় না। তাই ঠিক দুপুরে একবারে দুপুরের খাবার খাবে। আমি বললাম তোমার মনে তো দেখছি আমার প্রতি দয়া মায়া বলে কিছুই নেই।



এবার ঋতু বললো তুমি কখনো হাসপাতালে ভর্তি রোগীর সাথে থেকেছো? আমি বললাম হা থেকেছি তো!তো কি হয়েছে? ঋতু বললো অনেক সময় রোগী জল খেতে চায় কিন্তু ডাঃ রা দেয় না বা দিতে বারণ করে। একজন জল চাচ্ছে আর আমরা দিচ্ছিনা এটা কিন্তু খুব খারাপ, তবুও কেন দেইনা কারণ সেই সময় জলটা রোগীর জন্য ভালো না। এমনি অনেক সময় জল খাবার পর পরই রোগী মারাও যায়..অথচ জল না খেয়েও রোগী কিন্তু দিব্যি ভালো হয়ে যাচ্ছে।সো জল দিলো না বলে কি ডাঃ খারাপ হয়ে গেল!? আজ তোমাকে একটু টাইট দিলাম দেখবা নেস্ট টাইম তোমার সব ঠিক হয়ে গেছে।



আমি কিছুই আর বলিনি বুঝতে পারছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব পাল্টে দিবে। কি জানি কবে শালা নিজের চৌদ্দ গুষ্টির নামই পাল্টে দেয়..রিক্সা থামার ঝাকুনিতে চিন্তায় ছেদ ঘটলো।ভাড়া মিটালাম আমিই তারপর ঋতু আমাকে শিব বাড়ির ওখানে এক কিছু ব্রাহ্মণ অধুষিত এলাকার দিকে নিয়ে গেল।আমি বললাম এবার তো বলো কোথায় যাচ্ছি?ও বললো ঠাকুর মহাশয়ের কাছে। আমি বললাম আমরা বিয়ে করছি এটা আগে বলবে না! এবার ঋতু কট মটিয়ে আমার দিকে তাকালো।আর বললো তোমার কি বুদ্ধি বলে কিছু নেই আমার বিয়ের ঠাকুর আমি হয়ে ঠিক করতে আসবো! আমি বললাম তাহলে ঠাকুর মহাশয়ের কাছে কি।উফ একটু চুপ থাকো না বাবা! এবার ঋতু একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো জিতেন্দ্র ঠাকুরের বাড়ি কোনটা? মেয়েটা হাতের ইশারায় দেখিয়ে দিলো। উনার বাড়িতে গিয়ে ঋতু যা বললো আমি হতবাক,ও বললো আসলে ঠাকুর মহাশয় আমার শশুর মহাশয় আর শাশুরী মা একসাথেই পরলোক গমন করেছে কয়েক বছর আগে,তাই উনাদের আত্মার শান্তি কামনায় আমরা একটু উনাদের মৃত্যু বার্ষিকী করতে চাই এই ধরুন একটু আপনার নিয়মে পূজা অর্চনা, ছোট করে একটু নাম কীর্তন আর পাড়ার বয়োজেষ্ঠ্যদের একটু নিরামিষ ভোজন। তো সেই জন্য আপনার কাছে আসা। আপনি দয়া করে আমাদের কাজটা নিন আর পুজার জন্য কি লাগবে একটা ফর্দ করে দিন। তারপর ঠাকুরের কাছ থেকে সব কাজ শেষে বের হয়ে এলাম রাস্তায়।



সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, আমার দু চোখে জল এসে গেছে ঋতুর দিকে তাকাতে পারছিনা। ঋতু সেটা খেয়াল করাতে বললো এমা বোকা ছেলে কাঁদছো কেন!? এতো বুড়োধারি কাঁদলে লোকে কি বলবে। আমি বললাম তুমি কে গো ? কেন করছো এতো ? এটাই কি ভালোবাসা ? আমার যে ভালবাসার সংজ্ঞাটা নতুন করে জানতে হবে! ঋতু আমার চোখের জল মুছে দিয়ে বললো,,,,



আমি বিপদে তোমার বুদ্ধি!

কর্মে তোমার শক্তি!

সাফল্যে তোমার ধৈর্য্য !



হাসলে তোমার বন্ধু সম!

কাঁদলে তোমার মাত্রী!

শয়নে তোমার সুখ নিদ্রা!

জাগিলে মনে প্রশান্তি!
 
"" সাতাশ""



সে সময় ঋতু কে খুব শক্ত করে জরিয়ে ধরতে ইচ্ছা করছিলো।আমি বললাম তোমায় একটু জরিয়ে ধরবো।ও বললো এমা না এই রাস্তার মাঝে! বড্ড সাহস হয়ে যাচ্ছে তোমার,সব সময় বাহানা খোঁজ তাই না।সবুর করেন স্যার সবুরে মেওয়া ফলে।অগ্রত্য আর কিছু করার নাই। এবার ঋতু আমাকে রিক্সা ডাকতে বললো,আমরা রিক্সায় উঠলাম,ঋতু বললো তোমার তো ক্ষুধা লাগছে কিছু খেয়ে নিবা ? সত্যি বলতে এতো ভালো লাগার ভিতর আমার ক্ষুধার কথা মনেই নাই। আমি বললাম না না চলো বাসায় যাই তারপর স্নান করে একবারে খাবো। ঋতু বললো এই উপলক্ষ্যেই তোমাকে বাসা পরিষ্কার করতে বলেছি,আর শোন এই ফর্দটা নাও এগুলো কিনে ফেলো, আর পাড়ার যাদের নেমতন্ত করবে সেগুলাও করে ফেলো। আর একটা কীর্তনের দল দেখো ,খুব বড় পরিসর না ছোট করে হলেই হবে । তারপর নানা কথায়, হাতের উপর‌ হাত রেখে পাশাপাশি বসে দুজন বাসায় ফিরলাম।



বাসায় এসে ওয়াশরুমে ঢুকলাম,অনেক সময় ধরে স্নান করে বের হয়ে রেডি হয়ে হোটেলের উদ্দেশ্যে বের হবো তখন দেখি কে যেন দরজা নক করছে,খুলে দেখি মিঠু দাঁড়িয়ে আছে হাতে একটা টিফিন ক্যারিয়ার,আমি বললাম কিরে তুই এখন!হাতে ওটা কি? মিঠু ভিতরে ঢুকতে ঢুকতে একটু রহস্য করে বললো আহ হা কি প্রেম, কানু না খেয়ে থাকলে রাই কি আর ঘরে বসে থাকতে পারে। বন্ধু তোমার হোটেল পার্ট চুকতে আর বেশি দেরি নেই। আমি বললাম কি বালের প্যাচাল শুরু করলি কি ওতে,তাড়াতাড়ি বল এমনিতে ক্ষুধা লাগছে। মিঠু বললো ধীরে বৎস্য ধীরে,নাও গো সখা রাই পাঠিয়েছে,! রাই! রাই কে?এবার মিঠু বললো ওরে শালা ম্যাডাম দিয়ে গেল, এখন খুলে দেখ কি আছে!



ঋতু দিয়েছে এটা শুনে আমি তাড়াতাড়ি টিফিন ক্যারিয়ারটা খুললাম,উফফ সাথে সাথে পুরো ঘরে একটা সুগন্ধি ছড়িয়ে গেল, কতো দিন এ গন্ধ পাইনি। ক্যারিয়ারটায় মোট চারটে বাটি, দুটাতে ভাত,আর একটাতে মুরগীর মাংস ভুনা আর একটাতে পুঁইশাকের নরম আঁগা ভাজি তার উপর দু পিছ টাটকা ভাজা ইলিশ মাছ। মিঠু তো দেখেই বললো ভাই তুই একা এতো খেতে পারবিনা ,আমিও খাই কি বলিস!? আমি হেসে বললাম আচ্ছা ঠিক আছে তুই প্লেট নিয়ে আয় আমি একটু ফোন করে নিই তাকে। মিঠু সব রেডি করতে লাগলো,আমি ঋতুকে ফোন দিলাম,প্রায় রিং হবার সাথে সাথেই কল ধরলো,,!

-হুম বলো

-থ্যাংকস ম্যাডাম!

-থ্যাংকস কেন ?

-ওগুলা পাঠাবার জন্য!

-নিজের লোককে কেউ থ্যাংকস দেয় জানা ছিল না!

-আবার রাগ করছো। ওকে বাবা সব কথা উইথড্র করে নিলাম। তো এতো তাড়াতাড়ি করলে কি করে?

-আরে সব তো এখন করিনি মাংস আর ভাজিটা সকালে রান্না করে রাখছিলাম,এখন জাষ্ট গরম করেছি আর দু পিছ মাছ ভেজেছি।আর ভাতটা নামিয়েছি।আসলে তুমি তো ভাব সব সময় তোমাকে শাসনই করি। তুমি সকাল থেকে না খেয়ে ছিলে আমার কতো খারাপ লাগছে তুমি জানো!? সারা দিন পর আবার ওই হোটেলের পঁচা খাবার খাবে,তাই মিঠুদা কে দিয়ে পাঠালাম,তুমি পাশের বাসায় থাকলেও যাবার উপায় নেই। যাই হোক খেয়ে নেও!

আমি বললাম তুমি খেয়েছো,ও বললো আরে বাবা না এসেই তো রান্না করলাম না হলে তোমাকে কিভাবে পাঠাতাম,এখন এই একটু বাসার কাজ করলাম এবার স্নান সেরে খাবো!



সত্যি আমার আর কিছু বলার ছিলো না শুধু বললাম, ভালবাসি তোমায় অনেক ঋতু,,,,,,

ঋতু বললো হয়েছে আর ঘুষ দিতে হবে না এখন খেতে বসো,রাখছি আমি।বলে রেখে দিলো। ফোন রেখে এসে দেখি মিঠু খাবার সাজিয়ে বসে আছে। আমাকে দেখে বললো তোর না হয় ক্ষুধা লাগেনি,তাই শালা গল্প মারাচ্ছিস,আর আমি এতো সুন্দর খাবার সামনে নিয়ে বসে আছি।নে শুরু কর।



দুজন খেতে বসলাম ওহ কত দিন পর বাড়ির খাবার খাচ্ছি। মিঠু ও চেঁটে পুটে খাচ্ছে,মিঠু বললো যাই বলিস ভাই তোর বৌয়ের রান্নার হাত কিন্তু দারুন,আর দেরি করিসনা ভাই তাড়াতাড়ি সাত পাঁকটা ঘুরে নে।আমি বললাম সে কি আর আমার ইচ্ছায় দেখি তোর বৌদির কবে দয়া হয় আমার উপর। তো তোর কাছে গিয়ে কি বললো? মিঠু বললো আরে আমি দোকানে বসে আছি তখন ম্যাডাম গেলো,হাতে একটা ব্যাগ আমাকে বললো দাদা একটা কাজ করে দিবেন ?আমি বললাম হা হা বলুন ,দিবো না কেন।তখন বললো এটা একটু আপনার বন্ধুর কাছে পৌছে দিবেন একটু তাড়াতাড়ি, এরপর এই এলাম আর বাকি কাহিনী তো তুই ম্যাডামের মুখেই শুনলি। সত্যি রে আবির তুই খুব লাকী। এমন বৌ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিও হুম সূচক মাথা নেড়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম,মিঠু একটু বসে বিদায় নিলো। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে ভাবছি,মৌ আর ঋতুর মধ্যকার পার্থক্য গুলা,,আপন মনে হেঁসে মৌকে ধন্যবাদ দিলাম মনে মনে। সত্যি মৌ তুমি না চলে গেলে ঋতু কে আমার পাওয়াই হতনা।
 
"" আটাশ""



পরদিন মিঠুকে সাথে নিয়ে কীর্তনের দল, রান্নার লোক ঠিক করে এলাম, ওকে সাথে নিয়ে বাবুর্চির ফর্দ ও ঠাকুরের ফর্দের সব কিনে আনলাম। সকাল থেকে এতো ব্যস্ত যে ঋতুকে ফোন করাই হয়নি। তাই ওকে ফোন দিলাম টুকিটাকি কাজের কথা হলো,ও বললো পাড়ার বয়োজ্যেষ্ঠদের বলে আসতে,আমিও ওর কথা মত সবার বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এলাম,মিঠুদের বাড়ি যেতেই মাসিমা আর আগের দিনের মত ব্যবহার করলো না, বাবা বাবা বলে বসতে বললো,মিঠু তখন দোকানে,আমি মেসো মহাশয়ের সাথে কথা বলছি,তখন মাসিমা দেখি গরম গরম পিঠা নিয়ে আসলো,আমি বললাম একি আবার এসব আনতে গেলেন কেন? মাসিমা বললো এই একটু আগে ভাজলাম মিঠুর জন্য রাখা ছিলো,তার থেকে তোমাকে কয়টা দিলাম।তো বাবা সেদিনের কথায় কিছু মনে করো না,বোঝোই তো মায়ের মন ছেলেটার জন্য চিন্তা হতো,কেউ না জানুক আমি জানি ও যে দোকানে বসছে,সংসারে মন দিছে তা তোমার জন্যই।



আমি বললাম না মাসিমা আমি কিছু মনে করিনি,আমার মা থাকলেও কি আমার এমন দশা চোখে দেখতো।বলতে গিয়ে গলাটা ধরে এলো,মাসিমা বললো ওসব বাদ দাও,খারাপ লাগলে এই মায়ের কাছে এসো। তারপর আমি মেসো কে কাজের কথা বললাম,মেসো শুনে খুশি হলো,বললো তা বাবা এতো দিনে এই কাজের কথা মনে হলো, কি করে মেসো কে বলি আগে যে আমার ঋতু ছিলো না। আমি বললাম আসলে মেসো মা বাবার উপর খুব অভিমান হোত, তাই আর কিছু করি নি। কিন্তু ছেলে হিসাবে তো আমার এটুকু করাটা কর্তব্য। মেসো আমার পিঠে হাত বুলিয়ে বললেন,হা বাবা অভিমান তো হবেই,কিন্তু কি করবা বলো জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে এখানে কারো হাত নেই।যাক ভালোয় ভালোয় কাজ মিটলেই ভাল,আমি খুব খুশি হয়েছি। আমিও খুশি মনে মিঠুদের বাড়ি থেকে বিদায় নিলাম।



বাসায় এসে ঋতু কে ফোনে সব বললাম,ও শুনে বললো যাক‌ ভালো করছো সব কাজ শেষ। তো রাধুনী আর কীর্তনের দলের টাকা দিয়েছো আমি বললাম ,না হাত খালি ব্যাংক থেকে তুলে দিবো। ঋতু বললো ব্যাংক থেকে তুলতে হবে না,কাল সকালে পাড়ার মোড়ের রাস্তায় ৮ টায় এসে আমার কাছ থেকে নিয়ে যেয়ো।আমি বললাম আরে না না টাকার সমস্যা নাই,আমি ব্যাংক থেকে তুলে নিবো।আর তোমার কাছ থেকে নেওয়াটা কেমন দেখায়। এবার ঋতু রেগে গিয়ে বললো ওরে আমার নবাবজাদা রে এক পয়সা ইনকামের মুরদ নাই, বাপ রেখে গেছে বসে বসে খাচ্ছে,আবার বাবু গিরি দেখাচ্ছে যেটা বললাম সেটা করবা, আর আসার সময় বাসার ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসবা,না হলে দেখা হলে এক থাপ্পর দিয়ে হাত গুলা ফেলে দিবো। কি বুঝা গেল ? আমি বললাম হুম,,ও বললো কি হুম ভালো করে বলো হা বুঝতে পারছি! আমি ও অগ্রত বললাম হা বুঝতে পারছি।আমি বললাম একটা কথা বলবো? ঋতু বললো কথা বলবা তা জিজ্ঞেস করছো কেন ? ভদ্র সাজতেছো, এই শোন তুমি অতো ভদ্রনা!কি বলবা বলো। আমি বললাম তুমি চাবি কি করবা ? ঋতু রে রে করে উঠলো ও চাবি চাইলাম আর কৈফিয়ত! বাসায় মেয়ে ঢুকলে জাত যাবে ? কেন মৌকে আনার সময় কি ওকে ছেলে ভেবে আনতে!? অবস্থা বেগতিক দেখে বললাম আরে না না,আমি তো এমনি বলছি রাগ করছো কেন!? হইছে আর ঢং করতে হবে না। এখন বলো চাকরির কি খবর ?





আমি বললাম চাকরি ! এতো ঝামেলার ভিতর তুমি চাকরি কই পাইলা?ও বললো কেন খাইতে বসে বুঝি খাবার বেরে নেওয়া যায় না!?সবই করতে হবে। সো নো এক্সকিউস! আমি বললাম আচ্ছা একটু কি মিষ্টি করে কথা বলতে পারোনা?ও বললো কি বললে তুমি আমি তিতা করে কথা বলি,আচ্ছা ফোন রাখো যে মেয়ে মিষ্টি করে কথা বলে তার সাথে কথা বলো।ধুর আমি কি তাই বললাম মানে একটু আদর করে রোমান্টিক কথা,। ঋতু বললো ও আচ্ছা রোমান্টিক তাই না খুব ভালো,তাড়াতাড়ি কাজের কাজ করো,জীবনে অনেক রোমন্টিক হয়েছো,এবার একবারে বিয়ের পরে।এখন ভালো ছেলের মত ঘুমাও, কাল সকাল ৮ টা মোড়ের মাথায়,,চাবি,,, থাপ্পর,,,,!! শুভ রাএী! বলে ফোন রাখলো,আমি বেজার মুখ করে ঘুমাতে গেলাম। কি মেয়ের পাল্লায় পড়েছি,কাল একবার ওজনটা মাপতে হবে ,আমি নিশ্চিত ১০ কেজি কমে গেছি।



"" সব জিনিস সব সময় চোখে দেখা যায়না,কিংবা বলে বোঝানো যায়না। আবির যদি জানতো তখন ঋতু কি করছে।,,



চলুন না আবিরের চোখ ফাঁকি দিয়ে ঋতুর ঘরে ঢু মারি,,,,!

আবিবের ফোন রাখার পর আমাদের গল্পের নায়িকা তখন বাতি নিভিয়ে, কোল বালিশটাকে আবির ভেবে,তার উপর কয়েকটা নরম ঠোঁটের চুমুর বৃষ্টি বর্ষণ করলো। ঠিক কতো গুলা সেটা জানিনা,বাতি নেভানো তাই দেখতে পারিনি,তারপর কোলবালিশ টাকে আবির ভেবে নিজের বুকের পাজরের সাথে শক্ত করে চেপে ধরে তার স্বপ্নের রাজকুমারের সাথে কল্পনার জগতে পাড়ি দিতে দিতে সুখো নিদ্রার কোলে ঢুলে পরলো।
 
"" উনএিশ""



পরদিন সকাল ৮টায় মোড়ের রাস্তায় পৌছালাম,আগে থেকেই ঋতু দাঁড়িয়ে ছিলো,আমাকে দেখে বললো চোখে তো দেখছি এখনো ঘুম লেগে আছে।বেচারা! তো দাও চাঁবি দাও,আমি চাবি দিলাম আর ঋতু একটা সাদা খাম আমার হাতে দিলো আমি জানি এতে কি আছে। কিন্তু বেশি কিছু বললাম না,কি থেকে কি বলবো আবার রাগ হবে মহারাণীর। আমাকে বললো যাও নাস্তা করে বাকি কাজ সেরে ফেলো আর তো দুটো দিন। আমি এখন যাচ্ছি না হলে দেরি হয়ে যাবে। বলে চলে গেল,আমি কিছুক্ষণ ওর চলে যাওয়া পথের দিকে চেয়ে তাকলাম‌ যতোক্ষণ একে দেখা যায়। তারপর হোটেল থেকে নাস্তা করে,বাসায় এসে ঋতুর দেওয়া খামটা খুলে দেখলাম অনেক গুলো টাকা গুনে দেখি কুঁড়ি হাজার,এতো টাকা থাকবে ভাবিনি, উনাকে তো আর বলতেও পারবোনা এতো দিছো কেন। আবার একটা ঘুম দিলাম,তারপর দুপুরের পর মিঠুকে সাথে নিয়ে বের হলাম,বাকি সব কাজ সেরে যখন বাসায় পৌছালাম তখন বিকাল পাঁচটা,ঘরে ঢুকতেই সুন্দর এক গন্ধ নাকে এসে লাগলো,চারিদিকে সুন্দর সুবাস ছড়িয়ে আছে,তারপর চোখ গেল ড্রইংরুমের দেয়ালে যেখানে অভিমানে মা বাবার ছবি দুটো উল্টে রেখেছিলাম,এখন আর ছবি দুটা উল্টানো নেই সোজা করে রাখা আর চকচক করছে কেউ মাএ পরিস্কার করেছে,আর ছবি দুটাতে শোভা পাচ্ছে তাজা রজনীগন্ধা আর গাঁদা ফুলের মালা!



আমি কিছুক্ষণ হতভম্বের মত দাঁড়িয়ে থেকে দ্রুত নিজের রুমে গেলাম,রুমটা যেন চেনাই যাচ্ছেনা,সব কিছু সাজানো গোছানো,আর রুমের রজনীগন্ধা ফুলের সুভাসে যেন এক স্বর্গে বিরাজ করছি।ড্রেসিং টেবিলের উপর ফুলদানিতে সুন্দর করে সাজানো এক থোকা রজনীগন্ধা,আমি আরো অবাক হচ্ছি কে করলো এগুলা,ফুলদানির পাশে ছোট্ট একটা সাদা কাগজ‌ ওটা হাতে নিয়ে দেখলাম‌ একটা ছোট চিরকুট,সেটা কোন প্রেমপত্র না!আমার ওয়ার্নিং লেটার, কয়েকটা লাইনে লেখা,মা বাবার ছবিটা যেন প্রতিদিন এমন থাকে, আর রুমে যেন সিগারেটের খোলা পরে না থাকে। যদি আর কোনদিন এমন দেখি তো তোমার খবর আছে।

"ইতি ঋতু,,



আপনারাই বলুন এটা কোন চিরকুট!এটা সোজা কথায় যমরাজের থ্রেড।এখন বুঝতে পারলাম কেন চাবি নিছিলো।এই মেয়েটা কি আমার জীবনটাকে সাজানোর দিব্যি নিছে ,কি জানি !

দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে এলো,ঋতু কেউ আসতে বলা আছে ,সেদিনই হঠাৎ ঋতু ফোন করে বললো সরি গো আমি থাকতে পারবো না,আমাকে এখনি যশোর যেতে হবে!আমি বললাম কেন কি হয়েছে? ও বললো‌ মায়ের শরীরটা খারাপ সকালেই জানতে পারলাম,প্লিজ কিছু মনে করো না। সত্যি একটু খারাপ তো লাগছে আমার কিন্তু এক মায়ের অনুষ্ঠানে থেকে অন্য মাকে অবহেলা করলে তো চলবে না। আমি বললাম ঠিক আছে সমস্যা নাই সাবধানে যেও,আর পৌছে কল করো।



তারপর মিঠু,আরো পাড়ার কিছু মানুষের সাহায্য সব কাজ ঠিকঠাক মিটলো,অনুষ্ঠান ছিল সন্ধ্যা থেকে তাই শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল।মাঝে একবার ঋতু ফোন করেছিল ও ভালো‌ ভাবে পৌছে গেছে মাসিমা কেমন আছে বলতে বলল এখন মোটামুটি ভালো আসলে প্রেসারটা বেড়ে গেছিলো হঠাৎ করে আর শরীরে হালকা জ্বরও আছে। ডাঃ বললো দু দিন ফুল রেষ্ট আর ঠিক মত ঔষুধ আর খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। আমি কলেজে কল করে ছুটি নিয়েছি আমি চার দিন পর ফিরবো।



আমি বললাম চারদিন! এই চারদিন তোমার সাথে দেখা হবে না।আমি বললাম মা কে আমাদের কথা কিছু বলেছো?ঋতু বললো হা একটু টাচ দিছি,মায়ের কথা হলো আমি নাকি যাকে পছন্দ করবো সে নাকি খারাপ হতেই পারেনা। তাই মায়ের বিশেষ কোন অমত নেই কিন্তু মা তো আর জানে না তুমি আস্ত একটা শয়তান।হা,,হা! কি আমি শয়তান ঠিক আছে এবার এসো আমার শয়তানি তোমায় দেখাবো।



ঋতু চারদিন পর ফিরে এলো,আমার ও মাঝে মাঝে কলেজ যেতে হচ্ছে ,এমনিতে না গেলেও‌ সমস্যা নাই কিন্তু মহারানিকে কে বোঝাবে, ওর জোড়াজুড়িতে আমার সব থেকে অপছন্দের কাজ চাকরি সেটা খুজতে শুরু করলাম,কিন্তু ঋতুকে বললাম আমি কিন্তু খুলনা ছেড়ে যাবো না। অবশ্যই ঋতু সে সময় আর না করেনি বরং বুদ্ধি দিয়ে হেল্প করলো। ও বললো দেখো তুমি যেহেতু ভালো‌ ভার্সিটি থেকে পাশ করেছো তাই তোমার দেশের ভালো যে কোন আই টি কোম্পানিতে হবার চান্স আছে কিন্তু খুলনাতে তো তেমন বেশি কোম্পানি নেই। তাছাড়া তোমার যখন অন্যের বকাবকি ভালো লাগেনা তাহলে তোমার জন্য টিচারি জবই বেটার ,তুমি কোন প্রাইভেট কলেজ এ চেষ্টা করতে পারো।



ঋতুর কথা মত অনেক খোজাখুজির পর হাতে একটা সার্কুলার পেলাম,Northern University of Business and Technology Khulna এর তারপর নিজের ভাগ্য আর মেধার জোরে Computer Department এর জুনিয়র চীফ ইন্সট্রাক্টরের চাকরি পেলাম,এম এস সি টা কমপ্লিট থাকলে ভালো হতো বাট উনারা তেমন সমস্যা করেনি,এই Engineering লেবেলটা এই জন্যই ভালো অল্পতেও অনেক পাওয়া যায়। ঋতু কে ফোনে না বলে পরেরদিন দেখা করে চাকরির কথাটা বলতেই প্রায় লাফিয়ে উঠলো উফ সত্যি দারুন জব ,দুজনই মাষ্টার ভালোই জমবে,কি বলো!ও বললো তো কি খাওয়াচ্ছো বলো !? আমি বললাম কি খাবে বলো ? ও চারপাশে‌ দেখে বললো ওকে তাহলে ঝালমুড়ি! আমি সত্যি অবাক হলাম একটা মেয়ে,সে আমার প্রেমিকা,হয়ত দুদিন পর বিয়ে হবে, তাছাড়া যে জবটা পেয়েছি কম করে হলেও সব মিলিয়ে তিরিশ হাজার টাকা তো সেলারি‌ পাবোই। অথচ ছোট বাচ্চা মেয়ের মত বললো ঝালমুড়ি খাবো ! আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ছিলাম,এবার ঋতু বললো কি ব্যাপার খাওয়াবে না? আমি মৃদু ঘাড় নেড়ে একটু দুরে দাঁড়িয়ে থাকা ঝালমুড়ি ওয়ালাকে ডেকে দশ টাকার করে দুজন নিলাম,মাএ কুঁড়ি টাকায় প্রেমিকা খুশি। না এটা গল্পনা এমনটাই ঘটেছে আমার সাথে। তারপর দুজনের ঠোঙ্গা অদল বদল করতে করতে খাওয়া শেষ করে,ঋতু বললো চলো বাসার দিকে যাই বলে রিক্সা ডাকতে বললো, রিক্সা ডেকে দুজনে উঠলাম।



আমি তখনো ওর কথাই ভেবে চলেছি, আমার কাছে কি ওর কিছুই চাওয়ার নাই,এ কেমন মেয়ে।মৌ তো এটা দাও সেটা দাও করে পাগল করতো। আর যখন তখন শরীর গরম করতেও দ্বিধা করতো না আর এর শরীর তো দুরের কথা ভালো করে হাতটাও ধরতে পারিনি।এবার ঋতু বললো কি ভাবছো অতো? আমি বললাম না কিছুনা! ঋতু বললো আচ্ছা আবির রাস্তাঘাটে তো অনেক খোলামেলা মেয়েকে দেখ তাই না।সত্যি আমি দেখি কিন্তু স্বীকার করতে ভয় করছে,ঋতু বললো আরে ভয় নেই এটা সত্যি তো ? আমি বললাম হুম! ও বললো আমি সব সময় পোশাক দিয়ে শরীর ঢেকে রাখি বলে কিন্তু আমার শরীরের কোন কিছু কিন্তু ওদের থেকে কম নেই!তেমনি অন্য মেয়েদের মত আমার ও দামি রেষ্টুরেন্টে যেতে ইচ্ছে করে কিন্তু কেন জানিনা ওসব খেতে ভালো লাগেনা। বরং ঝালমুড়িটাই ভালো লাগে। আসলে দামি রেষ্টুরেন্টে পার্টি দেবার জন্য যাওয়া যেতে পারে, পিক তুলে নেটে আপলোড দিয়ে নিজের দাম বাড়ানোর‌ জন্য যাওয়া যেতে পারে, কিন্তু ভালবেসে তোমার সাথে তৃপ্তি করে আমার এই ঝালমুড়িই খেতে ভালো লাগে,এখানে টাকাটা কোন ব্যাপার না,,,,,,!



আমি স্তম্ভিত !!!!!!!!
 
"" এিশ""



দিনগুলো সব রুপকথার গল্পের মত কাঁটছে, ঋতুর শাসন,ভালবাসা,সত্যি আমার কপালে এতো সুখ লেখা ছিলো ভাবিনি কখনও। ছুটির দিনে মিঠুর দোকানে বসে আড্ডা দিচ্ছি, তখন মিঠু বললো ভাই বাবা মা মেয়ে দেখেছে আমার জন্য।উনাদের পছন্দ হয়তো আগামী সপ্তাহে দিনক্ষণ ঠিক করতে যাবে,আমি বললাম মেয়ে কি করে ও বললো মেয়ে মাধ্যমিক পাশ করে আর পড়াশোনা করেনি,বাড়ির অবস্থা খুব একটা ভালো না। ও তা তুই দেখিস নি মেয়েকে ? ও বললো এমনিতে দেখিনি কিন্তু ছবিতে দেখেছি, চেহারা মোটামুটি দারুন ফিগার,আমি হেসে বললাম শালা তোর যতো চিন্তা ফিগার নিয়ে। তারপর আড্ডা শেষ করে বাড়ি পথে হাঁটা দিলাম,যা মিঠুরও বিয়ে হয়ে যাচ্ছে,আমাদের যে কবে হবে, বাড়ি এসে পৌছাতেই ঋতুর ফোন এলো,,,

-কি করো ??

-এই তো মিঠুর ওখানে ছিলাম মাএ বাসায় আসলাম।

-শোন একদিন ছুটি নিতে পারবে?

-আমি বললাম কেন ?

-দরকার আছে,আগে পারবে কিনা বলো?পারলে কালই নিয়ে নেও!

-আমি বললাম আচ্ছা সমস্যা নাই। এখন বলো কেন?

-কাল আমি বাড়ি যাবো তুমি আমার সাথে যাবে মাকে তো সব বলেছিলাম,কাল রাতে মা কল করে বললো তোমাকে দেখতে চায়। বয়স হচ্ছে কখন কি হয়ে যায় তাই উনার যতো চিন্তা।

-আমি বললাম সত্যি মা দেখতে চেয়েছে আমাকে।কিন্তু আমার না খুব টেনশন হচ্ছে!



ঋতু বললো আরে কিসের টেনশন আমি আছি না,যথারীতি পরেদিন সকালে রওনা দিলাম,ঋতু আজ একটা সাদা কালারের শাড়ি পরেছে,দেখতে একদম সাদা পরীর মত লাগছে। দুই ঘন্টা লাগলো যশোরে ওদের বাসায় পৌছাতে,দরজায় নক করতে ঋতুর মা দরজা খুললো ভদ্র মহিলার বেশ বয়স হয়েছে অথবা অতীতের অভাব আর অসুস্থতার জন্য বয়সটা বেড়ে যেতে পারে। আসার সময় কিছু ফল আর মিষ্টি কিনে এনেছিলাম, যদিও ঋতু মানা করছিলো,কিন্তু আমি বললাম প্রথমবার শশুর বাড়ি যাচ্ছি খালি হাতে গেলে আমার মান থাকে !? ও আর মানা করেনি। প্যাকেট গুলা ঋতুর হাতে দিয়ে হবু শাশুরীর পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন,বেঁচে থাকো বাবা!



তারপর শুরু হয়ে গেল হবু নতুন জামাইয়ের আদর আপ্যায়ণ, ফল, হরেক রকম মিষ্টি, লেবুর শরবত। আহ কতো দিন এভাবে এসব খাওয়া হয়নি।আমাকে নাস্তা দিয়ে মাসিমা বললো সব গুছিয়ে খাবা কিন্তু বাবা, লজ্জা করো না। আমি বললাম এতো কিছু করার কি দরকার ছিলো আপনার এই অসুস্থ্য শরীর নিয়ে,মাসিমা বললো এ আর এমন কি বাবা প্রথম বার আমাদের বাড়িতে এলে,বলে উনি রান্না ঘরের দিকে চলে গেলেন।এতোক্ষণ পর ঋতু কথা বললো,উম্ম ঢং..যেন মাসিমার জন্য কত দরদ, নাও এবার চুপচাপ খেয়ে নাও ওতো ফিল্মি হতে হবে না। উফফ মেয়েটা আবার আমার পিছে লাগলো,,একটা বড় নিশ্বাস নিয়ে বললাম তুমি একপিছ মিষ্টি নাও না,ও বললো না বাবা ওসব এখন খাবো না। তুমি খাও আমি একটু মায়ের কাছ থেকে ঠান্ডা শরবত খেয়ে আসি,বলেই ও চলে যেতে গেল।



আমি সাথে সাথে ওর হাতটা টেনে ধরলাম,ও ঢ্যাব ঢ্যাব চোখে আমার দিকে তাকালো, আর ইশারায় বললো কি হলো?আমি বললাম শরবত এখানেও তো আছে এখান থেকে খাও না! এবার ঋতু হাতটা ছাড়িয়ে নিয়ে বললো,ওটা মা তোমাকে দিয়েছে।আমি বললাম অতো আমি খেতে পারবো না,তুমি একটু খাও বাকিটা না হয় আমি খাবো। ঋতু এবার কপট ঢং করে বললো বাবা! খুব রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে।কি ব্যাপার আসার সময় তো টেনশনে ঘামছিলে।



আমি বললাম তুমি তো আমার কিছুই শোন না শুধু শাসন করো। প্লিজ না বলো না একটু,,,,!!

ঋতু আবার বসে পরে বললো ঠিক আছে পাঠার হাঁড়ি কাঠে তোলার আগে শেষ ইচ্ছাটা না হয় পূরণ করি,বলে শরবতের গ্লাসটা নিয়ে একটু চুমুক দিলো। তারপর আমাকে দিয়ে বললো নাও,খাও এবার আবার বলো না যেন,মিষ্টি বেশি হয়ে গেছে।বলেই ভিতরের ঘরে চলে গেল।যে জায়গায় ঠোঁট লাগিয়ে ও শরবতটা খেলো, আমিও সেখানে ঠোঁট লাগিয়ে ওর রেখে যাওয়া বাকি শরবত টুকু খেয়ে নিলাম, সত্যি ঋতু ঠিকই বলেছে একটু যেন বেশিই মিষ্টি লাগছে!



এবার একটু আমি বাড়িটার ভিতরটা লক্ষ্য করলাম,বাড়িটা একটু পুরাতন,সবে মাএ দুইটা রুম,একটা রান্নার ঘর,আর ছোট করে একটু বসার জায়গা যেখানে এখন আমি বসে আছি। কিন্তু সবকিছু পরিপাটি করে সাজানো গোছানো আসলে মা থাকলে সব কিছু এমনিতেই সেজে উঠে।



বিকালে রওনা দিবো তাই একটু তাড়াতাড়িই দুপুরের খাবার খেতে দেওয়া হলো।খাবার টেবিলে বসে দেখি সে এক এলাহী কান্ড,কলার মোচার ঘন্ট,ছোট মাছের ঝাল চচ্চড়ি,রুই মাছের মাথা,দেশি মুরগী ভুনা,কচি পাঠার ঝোল, টক দই,সবশেষে বড় বড় চার পিচ রসগোল্লা, মাসিমা বললেন আস্তে আস্তে খাও বাবা,আমি খাবো কি দেখেই পেট ভরে গেছে,ঋতু বললো আমি বসবো না মাসিমা বললো তুই পরে খাবি। ঋতু কপট রাগ দেখিয়ে চোখ বড় করে আমার দিকে তাকালো,আমি বললাম মাসিমা এতো কেন যোগার করেছেন ?আমি কি আর আসবো না,আপনারাও বসুন না , মাসিমা বললেন না বাবা আমরা পরেই খাই,তুমি বরং শুরু করো।



আমি আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে খেতে শুরু করলাম।দারুন হয়েছে মোচার ঘন্টটা ঠিক যেন মায়ের হাতের রান্না,আসলে মা সব সময়ই মা,কত দিন পর বাড়ির রান্না খাবার খাচ্ছি,আমি মোচার ঘন্ট তৃপ্তি করে খাচ্ছি দেখে মাসিমা বললো আর একটু দেব বাবা ? আমি বললাম না মাসিমা এই তো অনেক হয়ে গেছে।আমার খাওয়া শেষ হবার আগ পর্যন্ত ঋতু আর এখানে আসেনি। আমি খাওয়া শেষ করে বসে আছি,কিন্তু ঋতুর দেখা নাই,একটু পর মাসিমা এলো।



মাসিমা বললো দেখ বাবা তোমাকে যে জন্য এখানে আসতে বলা সে সম্পর্কে কিছুই বলা হলোনা।মাসিমার কথা শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম,মাসিমা শুরু করলেন,আসলে বাবা সব মা ই চায় মেয়ে ভালো ঘরে বিয়ে হোক সুখে থাকুক,তোমার পরিবার সম্পর্কে সব ওর কাছ থেকে শুনেছি সেগুলা বলে আর তোমায় কষ্ট দিতে চাইনা।সবই অদৃষ্ট! ঋতু যখন তোমাকে পছন্দ করেছে সেখানে আমার অমতের কিছু নেই।কারণ আমি জানি ও কখনো ভুল করতে পারে না। ওর বাবা যখন মারা যায় ও তখন সবে ১২ ক্লাস পাশ করলো,ওর বাবা ছোট একটা কাগজের ফ্যাক্টারিতে কাজ করতো তাই এই বাড়িটা ছাড়া বেশি কিছু রেখে যেতে পারেনি, মেয়েটার আমার মেধা খুব ভালো, তারপর নিজের পরিশ্রম আর ঋতুর টিউশনি এভাবেই বেঁচেছি আমরা,তারপর ও ভার্সিটিতে গেল,ও নিজের খরচ টিউশনি করে নিজেই চালাতো,ওকে ভালো জায়গায় যে বিয়ে দিবো সে সামর্থ্যও আমার ছিলো না। তারপর আমার শরীরটাও‌ ভেঙে পরলো মেয়েটা তখন খুব কষ্ট করেছে পড়াশোনা,টিউশনির পাশাপাশি একটা বাচ্চাদের স্কুলে ঢুকলো,এভাবেই ওর পড়াশোনা আর আমাদের সংসারটা চলতো।তারপর ওর পড়াশোনা শেষ হলে ভগবানের অশেষ কৃপায় প্রথম চান্সেই তোমাদের ওখানের ওই সরকারি কলেজের চাকরিটা পেয়ে গেল।আসলে ও জীবনে অনেক কষ্ট করেছে,অনেক ঝড় ঝাপটা গেছে ওর উপর দিয়ে। তোমাকে আমার অপছন্দ না,এগুলা বললাম যাতে তুমি বুঝতে পারো আমরা কেমন পরিবেশে বেড়ে উঠেছি,সেখানে তোমার আর ওর মাঝে আকাশ পাতাল তফাদ,তাই আবেগ দিয়ে না বাস্তবতা দিয়ে ভেবে তোমরা তোমাদের সিদ্ধান্ত নিয়ো। আমি তোমাদের সাথেই আছি।
 

Users who are viewing this thread

Back
Top