What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মে-২০১৯ মাসের হাজিরা থ্রেডের ফলাফল (1 Viewer)

Status
Not open for further replies.
আপনার সাহিত্যিক হওয়া উচিৎ ছিল... এত সুন্দর উপস্থাপনা!! দারুন... দারুন....
বা... বানাইছেন তো গার্মেন্টস কামলা, আপনের মুখে এমন কতা মানায়?
 
০২ তারিখের ব্যাপারটা মাথায়ই আছিলো না। হাজিরার ফলাফল প্রকাশের পর খোঁজ কইরা দেখলাম, ভুলটা আমিই করছি, ছোট মামায় না ! আর ২৪ তারিখের ব্যাপারটা তো ছাড় দিতেই পারতেন। এতো দূর থাইক্যা ঢাকায় গিয়া সবতের লগে সরাসরি হাজিরা দিয়া আইছি, এই ওসিলায় তো আমারে ওইদিনের ডাবল হাজিরা দিয়া দেওনের কথা... ডাবল হাজিরাটা পাইয়া গেলেই তো আমি @imranhimi মামার লগে সামনের সিটে বইয়া যাইতে পারতাম... যাউকগা, এইবার দিছেন না দেইখ্যা কি হইছে ? পরেরবার অফলাইন আড্ডার দিন ডাবল হাজিরা দিয়া পোষাইয়া দিয়েন !!
অ্যাঁই আন্নের লগে একমত। আফনে এতুদুর থাইকা গেছিলেন, আফনের তো ডাবল হাজিরাই দেয়া উচিত আছিল। তাইলে আমি সারা মাস আপ্নাগের হাজিরা কাউন্ট করতেয়াচি, আমি হাজিরা না দিলেও তো সারা মাস আমার হাজিরা থাকার কতা নাকি?
 
‌বিজয়ী সকল‌কে অভিনন্দন।
 
mama onek dhonnbad..toy katha oilo amar num ta kono hajira bhumika tei neye hoyna.....ata ki sojon priti??omuk mamay ata korse tomuk mamay aseni..r ami j puran kamla rod bristy jhor toofan a daily hajira dey ata ki apnego chokke porena? jahok dil a niyenna katha gula just kidding..

এইবার ঈদের পরের মিলন মেলায় আপনেরে দেখতে চাই, মামা !
এইবার আর ফাঁকি দিলে কইলাম মানমু না !!
 
আপনার সাহিত্যিক হওয়া উচিৎ ছিল... এত সুন্দর উপস্থাপনা!! দারুন... দারুন....

ওনি তো মিয়া সাহিত্যিকই...
খালি সেই সাহিত্যগুলান আমাগোর কাছে ফাঁকে ফোঁকে দিয়া প্রকাশ পায় !!
 
অ্যাঁই আন্নের লগে একমত। আফনে এতুদুর থাইকা গেছিলেন, আফনের তো ডাবল হাজিরাই দেয়া উচিত আছিল। তাইলে আমি সারা মাস আপ্নাগের হাজিরা কাউন্ট করতেয়াচি, আমি হাজিরা না দিলেও তো সারা মাস আমার হাজিরা থাকার কতা নাকি?

ওইখানেই তো সুবিধা...
কাউন্ট করতে যাইয়া নিজেরটা মাইরা দিবার পারেন... হে হে হে...
 
ধন্যবাদ মামা, ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। সংশোধন করা হয়েছে, একটু চেক করে দেখবেন মামা। আমি নিশ্চয়ই ভুলের উর্ধে নই, সো...
ধন্যবাদ মামা। কেউই ভুলের ঊর্ধে নয়।
 
দ্বিতীয় তালিকার প্রথমেই নিজের নাম দেখিয়া আনন্দ অনুভব করছি মামারা। ঘটনা হইল আমি তো ৩০/৩১ দিনই নির্জন মেলায় লগ ইন করে হাজির থাকি। কিন্তু ওই হাজিরা খাতাটা আমার কাছে কি রকম যেন গোলমেলে লাগে। যেমন ধরুন, ১৫ তারিখে হাজিরা খাতায় গিয়ে দেখি এক এক জন হাজিরা দিয়ে বিভিন্ন তারিখ লিখে রেখেছে। এখন আমি কি লিখতে গিয়ে আবার "ফোরাম রুলস" এর এ্যাকশনে পড়ি তাই মাঝে মধ্যে উপস্থিত থাকলেও হাজিরা লিখি না। মাঝে মাঝে ভুলেও যাই। মামারা, অটো হাজিরার কোন ব্যবস্থা করণ যায় না? এই ধরুন, যে তারিখে লগ ইন করলাম সেই তারিখে হাজির খাতায় অটোমেটিক্যালি উঠে গেলুম আর কি! সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।
 
দ্বিতীয় তালিকার প্রথমেই নিজের নাম দেখিয়া আনন্দ অনুভব করছি মামারা। ঘটনা হইল আমি তো ৩০/৩১ দিনই নির্জন মেলায় লগ ইন করে হাজির থাকি। কিন্তু ওই হাজিরা খাতাটা আমার কাছে কি রকম যেন গোলমেলে লাগে। যেমন ধরুন, ১৫ তারিখে হাজিরা খাতায় গিয়ে দেখি এক এক জন হাজিরা দিয়ে বিভিন্ন তারিখ লিখে রেখেছে। এখন আমি কি লিখতে গিয়ে আবার "ফোরাম রুলস" এর এ্যাকশনে পড়ি তাই মাঝে মধ্যে উপস্থিত থাকলেও হাজিরা লিখি না। মাঝে মাঝে ভুলেও যাই। মামারা, অটো হাজিরার কোন ব্যবস্থা করণ যায় না? এই ধরুন, যে তারিখে লগ ইন করলাম সেই তারিখে হাজির খাতায় অটোমেটিক্যালি উঠে গেলুম আর কি! সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।
আপনার তো মাথায় মেলা বুরুদ্দি। রাতে ঘুম হয়?
মামা, হাজিরার নিয়ম হল, আপনি যেদিন হাজির থাকবেন হাজিরা খাতায় গিয়ে শুধু লিখবেন 'নির্জন মেলায় হাজির আছি মামা'। আপনার হাজিরা আমি তুলে নিব। চেস্টা করবেন একই দিনে দুইবার হাজিরা না দেয়ার।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top