What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ (1 Viewer)

মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬টি সারিতে অবস্থিত। প্রতিটি সারিতে ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। পাথরগুলো আনা হয়েছিল ভারতের উড়িষ্যার রাজমহল থেকে। প্রচলিত মিথ হচ্ছে- হযরত খানজাহান আলি তাঁর অলৌকিক ক্ষমতা বলে পাথর গুলি জলে ভাসিয়ে বাগেরহাটে নিয়ে এসেছিলেন। মসজিদের গম্বুজ সংখ্যা সর্বমোট ৮১টি হলেও ধারণা করা হয় এই ৬০ পিলারের কারণেই এর নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ।


 
b7vxLl4h.jpg




 
ষাট গম্বুজ মসজিদের পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। প্রবেশ পথের উপরে পোড়ামাটির কারুকাজ করা আছে।


 
আমি মূলত গিয়েছিলাম পরিবার নিয়ে সুন্দরবন সফরে। সুন্দরবনে ৩ দিনের সফর শেষে বাকিদের সাথে ঢাকায় না ফিরে থেকে গিয়েছিলাম খুলনায়। আমি যখন ষাট গম্বুজ মসজিদটি দেখতে গিয়েছিলাম তখন এটিতে কাজ চলছিলো। ভিতরের পাথরের পিলারগুলি প্লাস্টার করে ঢেকে দিচ্ছিলো। ছাদের উপরে উঠার ইচ্ছে থাকলেও তেমন কোনো সুযোগ পাইনি। আমি প্রথম বার যখন বাগেরহাট গিয়েছি তখন আমার বয়স ছিলো সম্ভবতো ৬ বছর। আগামীতেও আবার যাওয়া হবে ইনশাআল্লাহ।


ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ইং
অবস্থান : বাগেরহাট, খুলনা, বাংলাদেশ
GPS coordinates : 22°40'28.2"N 89°44'30.6"E
পথের হদিস : ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস যায়। ভাড়া নন এসি ৪৫০ টাকার মত। বাসের হেলপারকে বলে রাখলে ষাট গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। বাস স্টেশন থেকে ষাট গম্বুজ মসজিদ প্রায় ৬ কিলোমিটার দূরে, ইজিবাইক নিয়ে অনায়াসেই চলে যাওয়া যায়।

তথ্য সূত্র : উইকিপিডিয়া ও ইন্টারনেট।
 

Users who are viewing this thread

Back
Top