What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মার্চ-২০১৯ মাসের হাজিরা থ্রেডের ফলাফল (1 Viewer)

Status
Not open for further replies.
সময় এসেছে খুঁটিনাটি বিষয়গুলিতে নজর দেয়ারঃ দেখে নেই এক ঝলকে

H4m77sb.jpg
 
সবচেয়ে বেশিদিন, দিনের শুরুতে হাজিরা দিয়ে "ফার্স্ট এন্ড ফিউরিয়াস" হয়েছেনঃ

image.jpg

মরুভূমির জলদস্যু (১৬ দিন)


ছোটভাই এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
congratulations-typography-handwritten-lettering-greeting-card-banner_7081-766.jpg
 
আমি ছোটভাই শুভেচ্ছা জানাচ্ছি তাদের যারা মার্চ মাসে প্রথম হয়েছেন কিম্বা পুরষ্কার বিজয়ী হয়েছেন। আপনাদের শোকেসে ঝোলানোর জন্য ভার্চুয়াল গিফটের জন্য আমি নিজে সুপারিশ জানাচ্ছি আমাদের এডমিন মহোদয়গণকে। যিনি এই পুরস্কার পাননি, হতাশ হবেন না! এই বৈশাখে আপনার অফুরন্ত সুযোগ। চেস্টা করেন, আশাকরি সফল হবেন।

আবারো বলছিঃ
১। নিজের এবং নিজের পরিবারের স্বাস্থের দিকে নজর দিন।
২। পরিবহনে সাবধানে চলাচল করুন।
৩। বাইরের খোলা খাবার বর্জন করুন।
৪। রাস্তার পাশের বরফ মিশ্রিত যেকোন ঠান্ডা পানি, সরবত, জুস পরিহার করুন।
৫। আপনার পরিবার কে পর্যাপ্ত সময় দিন।

ভাল থাকুন
আল্লাহ হাফেজ
 
প্রতি মাসে অধীর আগ্রহে ফলাফল ঘোষনার অপেক্ষায় থাকি। নির্দিস্ট সময়ের পরে শুধু উৎকন্ঠা বাড়তেই থাকে... মনের ভিতর একটা কি হয়, কি হয় ভাব এসে জমা হতে থাকে। শেষ পর্যন্ত অবস্থানটা ধরে রাখতে পারলাম কিনা, সেটাই থাকে চিন্তার মাঝে সব সময়...ফলাফল হাতে পেলে যদি এমন ফলাফল হয়, তবেই স্বস্তির নিঃশ্বাসটা বেরিয়ে আসে বুকের গভীর থেকে...
ধরে রাখতে পেরেছি এমাসেও আগের অবস্থান...
তবে আর বেশীদিন মনে হয় এভাবে চালাতে পারবো না। সামনের দিনগুলোতে পুরস্কারের ভাগিদার হতে পারবো কিনা সে বিষয়েও রয়ে গেছে যথেষ্ঠ সংশয়...
বিকেল থেকে বার বার নেট সমস্যায় আজ তেমন কিছুই করতে পারছি না। সে জন্য মামাদের পুরস্কার আজ দিতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি, সেই সাথে আগাম দুঃখ প্রকাশ করছি আগামিকালকের জন্যও। কালও হয়তো দেয়া সম্ভব হবে না, দৌড়ের কারনে। তবে কথা দিচ্ছি, যদি দৌড় থামাতে পারি, তবে কালই পুরস্কার বিলি-বন্টন করে দেবো। না হলে পরের দিন অবশ্যই দেবো যদি বেঁচে থাকি...
সুন্দর কারুকার্য্য মন্ডিত হাজিরার ফলাফল প্রকাশের জন্য ছোট মামাকে ধন্যবাদ দিয়ে আরো ছোট করতে চাই না। শুধু বলবো- আমরা আপনার কাছে এই সৌন্দর্য্যের জন্য কৃতজ্ঞ, মামা।
 
সুন্দর কারুকার্য্য মন্ডিত হাজিরার ফলাফল প্রকাশের জন্য ছোট মামাকে ধন্যবাদ দিয়ে আরো ছোট করতে চাই না। শুধু বলবো- আমরা আপনার কাছে এই সৌন্দর্য্যের জন্য কৃতজ্ঞ, মামা।
আমি পুরাপুরি @arn43 মামার সাথে একমত। সাথে বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছে।
প্রতি মাসে অধীর আগ্রহে ফলাফল ঘোষনার অপেক্ষায় থাকি। নির্দিস্ট সময়ের পরে শুধু উৎকন্ঠা বাড়তেই থাকে... মনের ভিতর একটা কি হয়, কি হয় ভাব এসে জমা হতে থাকে। শেষ পর্যন্ত অবস্থানটা ধরে রাখতে পারলাম কিনা, সেটাই থাকে চিন্তার মাঝে সব সময়...ফলাফল হাতে পেলে যদি এমন ফলাফল হয়, তবেই স্বস্তির নিঃশ্বাসটা বেরিয়ে আসে বুকের গভীর থেকে...
ধরে রাখতে পেরেছি এমাসেও আগের অবস্থান...
তবে আর বেশীদিন মনে হয় এভাবে চালাতে পারবো না। সামনের দিনগুলোতে পুরস্কারের ভাগিদার হতে পারবো কিনা সে বিষয়েও রয়ে গেছে যথেষ্ঠ সংশয়...

কেন মামা শরীর খারাপ হল নাকি আবার আপনার??

বিকেল থেকে বার বার নেট সমস্যায় আজ তেমন কিছুই করতে পারছি না। সে জন্য মামাদের পুরস্কার আজ দিতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি, সেই সাথে আগাম দুঃখ প্রকাশ করছি আগামিকালকের জন্যও। কালও হয়তো দেয়া সম্ভব হবে না, দৌড়ের কারনে। তবে কথা দিচ্ছি, যদি দৌড় থামাতে পারি, তবে কালই পুরস্কার বিলি-বন্টন করে দেবো। না হলে পরের দিন অবশ্যই দেবো যদি বেঁচে থাকি...
তা মামা যখন সময় পাবেন দিয়েন, ওনিয়ে আমার মনে হয় কারোর মাথা ব্যথা নাই।
আর @ছোটভাই মামা উপস্থিতির এক্সেল চার্টে প্রায় সবার একটা দিন করে লাল আছে, এটা কি!!!
আর আমার সাথে কারচুপি চলসে একে ত এক রাতে উপস্থিতি দিতে এসে সাইট পেলাম অফ (১.৫দিন),:rolleyes: যদিও একদিন নিজে এসেই দিতে ভুলে গেসি।:whistle:

ভাবতাসি অন্য মামারা কেমনে দিল। o_O
 
আমি পুরাপুরি @arn43 মামার সাথে একমত। সাথে বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছে।

কেন মামা শরীর খারাপ হল নাকি আবার আপনার??

তা মামা যখন সময় পাবেন দিয়েন, ওনিয়ে আমার মনে হয় কারোর মাথা ব্যথা নাই।
আর @ছোটভাই মামা উপস্থিতির এক্সেল চার্টে প্রায় সবার একটা দিন করে লাল আছে, এটা কি!!!
আর আমার সাথে কারচুপি চলসে একে ত এক রাতে উপস্থিতি দিতে এসে সাইট পেলাম অফ (১.৫দিন),:rolleyes: যদিও একদিন নিজে এসেই দিতে ভুলে গেসি।:whistle:

ভাবতাসি অন্য মামারা কেমনে দিল। o_O

আপনার রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ মামা।
উপস্থিতির এক্সেল চার্টে প্রায় সবার একটা দিন করে লাল আছে, এটা কি!!!
নরমাল দিনগুলিতে যখন হাজিরা দিয়েছেন তখন আপনার নামে একটি করে ১ লেখা হয়েছে। যদি আপনি দিনের শুরুতে হাজিরা দিয়ে থাকেন তাহলে ১ লেখাটির ফিল গাড় হয়েছে আর যদি হাজিরা না দিয়ে থাকেন তাহলে একখান গোল্লা দিয়ে লাল করে দেখানো আছে। আর একটা ব্যাপারও আছে আপনি যদি একই দিনে একবারের বেশি হাজিরা দিয়ে থাকেন তাহলে ১ লেখাটি লাল থাকবে আর নিচে আন্ডার লাইন দেয়া থাকবে।
 
কেন মামা শরীর খারাপ হল নাকি আবার আপনার??

শরীর খারাপ তো আছেই, সেই সাথে মনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, মামা !
সব থেকে বড় কথা সময় ! সময় সম্ভবত আমাকে আর বেশীদিন সময় দিবে না !
 
শরীর খারাপ তো আছেই, সেই সাথে মনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, মামা !
সব থেকে বড় কথা সময় ! সময় সম্ভবত আমাকে আর বেশীদিন সময় দিবে না !
উপর ওয়ালা আপনাকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দিক।
 
বিজয়ী দের আমার পক্ষ থেকে অভিনন্দন। অংশগ্রহনকারী দের জন্য শুভেচ্ছা।
ছোটভাই মামা কে এই চমৎকার কর্মযজ্ঞটি সুন্দরভাবে করার জন্য অনেক ধন্যবাদ।
 
বিজয়ী দের আমার পক্ষ থেকে অভিনন্দন। অংশগ্রহনকারী দের জন্য শুভেচ্ছা।
ছোটভাই মামা কে এই চমৎকার কর্মযজ্ঞটি সুন্দরভাবে করার জন্য অনেক ধন্যবাদ।

মামা কি আড্ডার ঘরের কথা ভুলেই গেছেন !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top