What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মাকে নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া গান (2 Viewers)

Miss my mom🥹 I live abroad so it’s quite difficult to be in contact with her on daily basis.
* এমন একটা মা দে না
গানটি গেয়েছেন জনপ্রিয় পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। নাসির আহমেদের কথা ও সুরে ‘এমন একটা মা দে না’ গানটি ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর বিটিভির একটি অনুষ্ঠানে প্রচার হয়।

গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ স্মৃতিচারণ করে বলেন, ‘আমি তখন কলেজে পড়ি। প্রয়াত শিল্পী ফিরোজ সাঁই আমাকে জানান, মাকে নিয়ে একটা গান করতে হবে। গানটি আমার কণ্ঠে ভালো মানাবে। বর্তমানে দেশের বাইরে অবস্থান করা গীতিকার ও সুরকার নাসির আহমেদ আমাকে গানটি শোনান। খুব ভালো লেগে যায় গানটির কথা ও সুর। ফিরোজ সাঁই আমাকে বললেন, গানটি রেকর্ডিয়ের জন্য পয়সা জোগাড় করতে। রেকর্ডিংয়ের জন্য খরচ পড়বে ৩৩০ টাকা।

ছাত্র মানুষ, এতো টাকা পাই কই। টাকার অভাবে গানটি করা হচ্ছে না শুনে এগিয়ে এলো আমার চার বন্ধু সাইফ, রুমী, শামীম ও এনায়েত। টিফিনের টাকা বাঁচিয়ে কাকরাইলের ইপসা স্টুডিওতে গানটি রেকর্ড করালাম। গানটির সেই গল্প মনে পড়লে আজও কান্না চলে আসে। তবে স্বস্তি পাই এই ভেবে তখন অনেক কষ্ট করে গানটি গেয়েছি বলেই হয়তো মাকে নিয়ে এমন একটি গান গাইতে পেরেছি। এটাই আমার সংগীত জীবনের বড় প্রশান্তি।’

* মায়ের এক ধার দুধের দাম
গানটির শিল্পী ফকির আলমগীর। একদিন মাকে নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন ফকির আলমগীর। আরিচা ঘাটে অন্ধ এক বাউল দোতারা বাজিয়ে ভাঙা গানটি গাইছিলেন। গানটির প্রথম লাইন শুনেই ফকির আলমগীরের ভাল লেগে যায়। নিজের সঙ্গে থাকা রেকর্ডারে গানটা ধারণ করে ফেলেন।

* মাগো মা, ওগো মা
খুরশীদ আলমের কণ্ঠে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা দিলীপ বিশ্বাস পরিচালিত ‘সমাধি’ ছবির গান এটি। পর্দায় ‘মা গো মা’ গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন নায়করাজ রাজ্জাক। মাকে নিয়ে অসাধারণ এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। এটি মায়ের জন্য পাগল সন্তানের আবেগ তুলে ধরা গান।

* আমার স্বাদ না মিটিলো
মূলত শ্যামাসঙ্গীত হিসেবে তৈরি হলেও বাংলা গানের শ্রোতাদের কাছে গানটি মায়ের জন্য গভীর আবেগের গান। অতুল কৃষ্ণ মিত্রের লেখা এই গানটি পঞ্চাশ দশকে প্রকাশ হয় পান্নালাল ভট্টাচার্য। পরে আরও অসংখ্য শিল্পী এই গানে কণ্ঠ দিয়েছেন।

* মায়ের মতো আপন কেহ নাই রে
রুমানা ইসলামের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান এটি। এই গানের কথা লিখেছেন এবং সুর করেছিলেন শিল্পীর বাবা খান আতাউর রহমান। ‘দিন যায় কথা থাকে’ অ্যালবামের এই গানটি প্রকাশিত হয় ১৯৭৯ সালে।
 
এই গান গুলি সবসময়ই সবার প্রিয় থাকবে
 
মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,পাপষ বানাইলেও রিনের শোধ হবে না।
গানটা ভালো লাগছে।
আসলে গানটার ভাবার্থ অনেক।
 

Users who are viewing this thread

Back
Top