What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মজার জোকস। (1 Viewer)

রেলের সিগন্যালম্যান পদের জন্য যুবক শিক্ষাথীর ইন্টারভিউর সময় প্রশ্ন করলেন
-আচ্ছা মনে কর একই লাইনে দুটো ট্রেন দু দিকে থেকে আসছে , তখন তুমি কি করবে?
– আমি তখন পয়েন্ট সিগন্যাল ঊঠিয়ে গাড়ি দুটো দাড় করার চেষ্টা করবো
– ঠিক বলেছে – ষ্টেশন মাষ্টার বলে কিন্তু মনে কর এমন কুয়াশা হয়েছে যাতে সিগন্যাল দেখায় যাচ্ছে না তখন কি করবে?
-আমি লাল পতাকা দেখিয়ে ট্রেন থামাবার চেষ্টা করবো
-কিন্তু তখন যদি রাত্রি হয় ?
– তাহলে আমি লন্ঠন নাড়াতে থাকব। প্রাথী উত্তর দিয়ে যাই ।
– কিন্তু ধরো তোমার লন্ঠনে তখন তেল নেই যুবকটি প্রশ্নকালে কাৎ করে ফেলবার জন্য পরীক্ষকের অসাধ্য সাধনায় প্রয়াস ।
– ধরো তোমার কাছে তখন দেশলাই নেই ।
– তাহলে আমি ছুটে গিয়ে আমার ছোট বোনটাকে ঘটনা স্থলে আনবো ।
– তোমার বোনকে কিসের জন্য ? – অবাক হয়ে জিজ্ঞেসা করলেন ।
– স্যার , আমার বোনের বহুদিনের সাধ , চোখের সামনে একটা বেশ বড় গোছের রেল দুঘটনা দেখবে ।
 
১ম বন্ধু : জানিস, আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না।
২য় বন্ধু : তাই নাকি? তোর বাবা বুঝি বড় অফিসার?
১ম বন্ধু : আমার বাবা অফিসের দারোয়ান।
 
রোগী : ডাক্তার সাহেব আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি। দয়া করে আমাকে একটা ওষুধ দিন।
ডাক্তার : দোকান থেকে এই ওষুধটা কিনে নিন।
রোগী : এতে কি চুলকানি সেরে যাবে?
ডাক্তার : আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন।
 
এক লোকের গরু হারিয়ে গেছে- কোথাও সে খুজেঁ পাচ্ছেনা,
খুজঁতে খুজঁতে ক্লান্ত হয়ে পার্কের এক কোনায় এসে বিশ্রাম করছে।
পার্কের অপর এক কোণে বসে ‘কপত কপতি আলাপ আলোচনায় বিভোর,
কপত কপতিকে বলছে – আমি তোমার চোখে চোখ রাখলে পুরো প‌ৃথিবীটাকেই দেখি।
এমন সময় পাশে বসে থাকা গরু হারানো লোকটি উঠে এসে বলে – আমি আমার গরুটা খুঁজে পাচ্ছিনা, ভাই দয়া করে ওনার চোখে চোখ রেখে খুঁজে দেখে বলুন তো আমার গরুটা কোথায় আছে।
 
শিক্ষকঃ- ঐ মদন, পড়া
শিখছোস??
.
মদনঃ- জি স্যার
শিখছি ।
:
স্যারঃ- আচ্ছা
টুইংকেল টুইংকেল
কবিতাটা বলো ।
.
মদনঃ- টুইংকেল
টুইংকেল লিটেল
স্টার
আমার টাকা মেরে
দিসে হেড মাস্টার
:
আপ এভোবদা ওয়ার্ল্ড
সো হাই
আমার টাকা মেরে তুই
পালাবি কোথা
 
বল্টু একটা ফেইক আইডি
খুললো । নাম
দিল ” নুসরাত
জাহান ” । . কিছু মেয়ে frnds
এড
দিলো । অনেকজনে
একসেপট ও করলো । . এর মধ্যে
“অপর্ণা
ইসলাম “
নামে একটা মেয়েকে ওর খুব
ভালো
লাগলো । বল্টু
সবসময় ওর সাথে চ্যাট করতো
, ওর আসল
পরিচয় টা
না বলেই । . তো আস্তে
আস্তে ওর
সাথে অনেক ভালো friendship
করলো
। . একদিন তারা দেখা
করার সিদ্দান্ত নিল। বল্টু
“অপর্ণা
ইসলাম “কে অনেক
ভালোবেসে ফেলেছিল । .
বল্টু ভাবল
দেখা করার পর
সব সত্য বলে দিবে । পরে যা
হওয়ার
হবে। তো যে
জায়গায় ” অপর্ণা ইসলাম “
দেখা
করার কথা বলেছিল ,
বল্টু ওই জায়গায়ই গিয়ে
দেখল ……… . .
. . . . ওই জায়গায় ওর ছোট ভাই
সল্টু
দাড়িয়ে আছে । বল্টু তো
অবাক। . ওর কাছে গিয়ে বলল
তুই
এখানে কী
করছ ???. . সল্টু : আমি ” নুসরাত
জাহান “
এর সাথে
দেখা করতে আসছি । বল্টু :
মানে ?? .
সল্টু : আমি
ফেসবুকে একটা ফেইক আইডি
দিয়ে
একটা মেয়ের সাথে
চ্যাট করছি পরে ওকে
ভালোবেসে
ফেলেছি । আমি ওর সাথেই
দেখা
করতে এসেছি । . বল্টু : তোর
ফেইক
আইডির নাম কি ??? . সল্টু : “
অপর্ণা
ইসলাম “
****
বল্টু বেহুঁস
 
রাস্তা দিয়ে বোরকা পরা এক মেয়ে
হেঁটে যাচ্ছে।

চায়ের দোকানে বসে আড্ডা দেয়া
ছেলেদের মধ্যে একজন বাজি ধরে
বললো,
আমি যদি মেয়েটির ফোন নাম্বার
এনে দিতে পারি তাহলে আমাকে কী
দিবে…?

অন্যরা- পুরা একটা গ্রিল খাওয়াব!
– আচ্ছা ঠিক আছে!
.
মেয়ের পিছুনিলো ছেলেটি। ফাকা
রাস্তায় সুযোগ বুঝে মেয়েটাকে
সরাসরি বললো,
আমি কী আপনার ফোন নাম্বার
পেতে পারি…?
মেয়েটি কিছুটা ভয় পেয়ে গেল!

একটু চুপ থেকে উওর দিলোঃ-
১৮-১২,২৪-৩০
.
ছেলেটি বিস্মিত হয়ে প্রশ্ন করলো,
এটা কোন অপারেটর…?
মেয়েটি বললঃ- এই অপারেটরের নাম
‘‘ইসলাম’’।
কোরআনের ১৮ (আঠারোতম)
পারার, ১২ (বারো) নং পৃষ্ঠা, ২৪
(চব্বিশ) নাম্বার সূরার, ৩০ (ত্রিশ)
নাম্বার আয়াত।

বাড়ি গিয়ে ডায়াল করবেন!
.
ছেলেটি ব্যর্থতার চিহ্ন মুখে নিয়ে
বন্ধুদের কাছে ফিরলে সবাই তাকে
নিয়ে রসিকতা শুরু করলো।

সে বন্ধুদের সাথে রাগ করে বাড়ি চলে
গেলো। এবং কোরআনের নির্দিষ্ট
স্থানটি বের করে দেখলো তাতে
লেখা রয়েছেঃ–
হে নবী
“মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের
দৃষ্টি নত রাখে এবং তাদের
যৌনাঙ্গর হেফাযত করে। এতে
তাদের জন্য খুব পবিত্রতা আছে।
নিশ্চয় তারা যা করে আল্লাহ তা
অবহিত আছেন।” [সূরা আন-নূর
( মদীনায় অবতীর্ণ ), আয়াত নং-৩০]
.
অতপর ছেলেটি কুদৃষ্টির বদলে
মেয়েটিকে সম্মান করতে শুরু
করলো।
,
বোঝার ব্যাপারহলো, সকল
সমস্যার
সমাধান মহান গ্রন্থ ‘‘আল-কুরআন’’
যদি কেউ তার যথাযথ ব্যাবহার
করতে জানে!
,
আল্লাহ পাক আমাদের সবাইকে
আমল করার তাওফিক দান করুন,
( আমিন
 
ক্লাসে স্যার কবিতা
লিখতে দিয়েছে
এখন বল্টু লিখছে…
মার্ক: 20
*ছাগলের লেজ ছোট
ছোট*
*কুকুরের লেজ বাঁকা*,
*ঐ মেয়ে তোর*
*চেহারাটা*
*দারুণ ঝাঁকানাকা*
.
মোটরসাইকেল দুই
চাক্কা
ভ্যানের চাক্কা তিন,
*বউয়ের জ্বালায়
সকল*
*স্বামীর জীবন*
*কেরোসিন* !
.
ব্রয়লার মুরগীর দাম
কম
দেশী মুরগীর বেশি,
গয়না-শাড়ী কিনে
দিলে
*মেয়েরা* অনেক খুশি !
.
কিল মারে পিঠেতে
আর
ঘুষি মারে নাকে,
পার্লারেতে মেয়েরা
মুখে
ময়দা-সুজি মাখে !
.
বিড়াল ডাকে ম্যাঁও
ম্যাঁও
কুকুর ডাকে ঘেউ,
মেয়েদের মন বোঝার
মতো নাই রে দুনিয়ায়
কেউ !
.
*সাপে কামড়ায়
পায়েতে*
*আর*
*মশা কামড়ায়*_গালে*
কল না দিয়ে *মেয়েরা*
*থাকে*
*মিসকল দেয়ার তালে*
বল্টুকে কত নাম্বার
দেওয়া যায়..
 
ঘড়িতে ১২ টা বেজে ৭০২ মিনিট
আর শুরু হয়ে গেলে আজকের
ব্রেকফেল নিউজ॥ খবর
পরিবেশিত
হচ্ছে,মায়ের দোয়া চাইনিজ
কুড়াল (কোপে কোপে শান্তি) এর
সৌজন্যে।
খবর
পড়ছি আমি কানকাটা বল্টু …..
* ছাদে উঠে পাশের বাসার
ভাবির
সাথে টাংকি মারতে গিয়ে
পানির
টাংকিতে পড়ে গুরুত্বর নিহত হলেন
বাংলা সিনেমার
জনপ্রিয় নায়ক লুঙিম্যান
মখলেছ।
মখলেছকে বাচাতে ভাবী ও
পানিতে ঝাপ দিলে এক
রোমান্টিক ঘটনার সূত্রপাত ঘঠে।
ভাবীকে প্রেগন্যাট অবস্থায়
থুক্কু
জীবিত অবস্থায় উদ্ধার
করে ডুবুরীরা।
* সংসদে একটি পিঁপড়ার
ঘুসিতে একটি হাতির অকাল
মৃত্যু।
অবিশ্বস্ত
সুত্রে জানা গেছে হাতিটি
পিঁপড়ার
বউ জলহস্তিনিকে চোখ টিপ
মারায় এই রোমান্টিক
দুর্ঘটনা ঘটে।
* ৮০ বছরের এক
চটপটে যুবতি বুড়ি জিতলেন
এবারের মিস ওয়ার্ল্ড
প্রতিযোগিতা। তার রুপের রহস্য
সম্পর্কে তিনি বলেন- প্রতিদিন
আমি গরুর গোবর দিয়ে ফেসওয়াশ
করতাম।
* বুড়িগঙ্গা পুকুরের উপর অনুষ্ঠেয়
এক
অপ্রিতীকর ফুটবল
ম্যাচে আমেরিকা ও আমাদের
পাড়ার বল্টু ক্রীড়া সংঘের
সহিংসতার
খবর
পাওয়া গেছে।
পরাজয় ঠেকাতে আমেরিকার
অধিনায়ক গোলপোষ্ট নিয়ে দৌড়
দিয়েছেন। আমেরিকার
অধিনায়ককে গুগল দিয়ে সার্চ
করা হচ্ছে।
আমাদের হায়হায় টিভির
প্রতি ঘন্টার বুলেটিন
পেতে আপনার মোবাইলের
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
“আপনার প্রেমিকার নাম ” আর
পাঠিয়ে দিন আপনার বাবার
নাম্বারে যত খুশি ততবার আর
শুনতে থাকুন ব্রেকফেল নিউজ ___
 
বল্টু এফএম রেডিও স্টেশনে কল
করল: “হ্যালো, এটা কী এফএম
৯৭.৫ ??”
.
RJ : জি, বলুন।
.
বল্টু : আমার
কথা কী পুরা শহরে শোনা যাচ্ছে ? .
.
RJ : হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে বলুন।
.
.
বল্টু : তারমানে আমার
বোন যে রেডিও শুনছে,
সেও শুনতে পাচ্ছে ?
.
RJ : (রাগতস্বরে)
আরে বেকুব
হ্যাঁ।
.
.
.
.
.
.
বল্টু :
হ্যালো পিংকি,
যদি আমার কথা শুনতে পাস
তাহলে জলদি পানির
মোটর চালু কর।
আমি টয়লেটে বইসা আছি আর
পানি শেষ। তোর নাম্বারটাও বন্ধ।
জলদি কর।,
 

Users who are viewing this thread

Back
Top