What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

প্রাণিজগতের মজার ছবি (1 Viewer)

Kangaroos truly are born fighters with their muscular bodies! These remarkable creatures have evolved to be incredibly strong and agile.
 
আগে ডিসকভারি প্রচুর দেখতাম



বন্ধুর কাজকর্মে একদম বিস্মিতই হয়ে গেছে এই সিল মাছটা! বিস্মিত সিল মাছ এবং তার বন্ধুর এই ছবিটি তোলা হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে। ছবিটি তুলেছেন আলোকচিত্রী জর্জ ক্যাচকার্ট।
পোজ দিতেছে নিজস্ব ভাষায় আরকি



এবার কুংফু মাস্টার হবে ক্যাঙ্গারুও! সকালবেলা ঘুম থেকে উঠে কুংফু ট্রেইনিংয়ে মগ্ন এই ক্যাঙ্গারুকে পাওয়া গেল অস্ট্রেলিয়ায়। ছবিটি তুলেছেন আলোকচিত্রী অ্যান্ড্রি গিলজভ।
ড্যান্সিং ক্যাঙারু বললেও ভুল হবেনা



শুয়ে থাকা রোগী বানরের বুক পরীক্ষা করে দেখছে যেন চিকিৎসকের ভূমিকায় থাকা বানরটি৷ ইটালির ফটোগ্রাফার ফ্যাডেরিকা ভিনসি দেশটির বাফুওন মন্দিরের কাছে ছবিটি তোলেন৷ ১১ শতকের মন্দিরটি বানরের রাজত্বের জন্য সবার কাছে পরিচিত৷
কাতুকুতু দিচ্ছে একটা আরেকটাকে
 
একজন ফটোগ্রাফার জানে কি পরিমাণ পরিশ্রমের ফলে এমন ছবি তুলতে পারে।ধন্যবাদ এমন ফটোগ্রাফারকে।
 
রহস্য ও বৈচিত্রে ভরা আমাদের এই প্রাণিজ
 


হাতের ভঙ্গিমায় সঙ্গীকে কি এমনটা বলছে পেঙ্গুইনটি। অ্যামেরিকান ফটোগ্রাফার জেনিফার হাডলি ফকল্যান্ড দ্বীপ থেকে তুলেছেন এই ছবিটি, যা পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে৷
hahaha dure thakte boltese
 

Users who are viewing this thread

Back
Top