What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কেন ইউরোপীয়রা এক সময় ধরে আলু খেতনা (2 Viewers)

আমাদের খাদ্যতালিকার একটি অবিচ্ছেন্দ্য অংশ আলু। তবে সারাবিশ্বে বর্তমানে অনেক জনপ্রিয় হলেও আলু নিয়ে এক মজার কাহিনী রয়েছে।
বলা হয় ১৬ খ্রিষ্টাব্দে স্প্যানিশরা সর্বপ্রথম ইউরোপে নিয়ে আসে আলু। তবে আলু খাওয়া শিখতে ইউরোপীয়দের লেগে গেছে ২ শতাব্দী! হ্যাঁ প্রায় দুইশত বছর।

১৮ শতকে আলু ইউরোপে প্রচুর জনপ্রিয় হয়ে উঠে, সাথে এই গ্রহের প্রধান খাদ্যর একটি।

শুরুতে, আলু জনপ্রিয় ছিল না। মানুষজনের আলুকে এড়িয়ে যাওয়ার অনেক কারণ ছিল।

স্প্যানিশরা বিশ্বাস করত যে আলু তাদের জন্য অযোগ্য এবং শুধুমাত্র নেটিভ আমেরিকানদের খাওয়া উচিত।

অনেকে আবার বিশ্বাস করতো আলুগুলো খ্রিস্টান নয়। এগুলো খেলে পাপ হবে।

রাশিয়ানরা এই আলুকে বলতো শয়তানের আপেল! যেহেতু আলু মাটির নিচে জন্মাতো তাই রাশিয়ানদের মনে এমন উদ্ভট চিন্তা ভর করেছিল, শয়তানের আপেল খাওয়া মানে শয়তান কে সঙ্গ দেওয়াই তাই রাশিয়ানরা আলু থেকে সবসময় দূরেই রেখেছে।

তবে পরবর্তীতে তারা এই আলুকেই বেছে নিয়েছে অন্যতম প্রধান খাবার হিসেবে। তাদের বর্তমান খাবারের তালিকায় আলু ও আলুর তৈরি খাদ্য অবিচ্ছেদ্য।
 
আলু এমন একটা সবজি,যেটা সকল তরকারি রান্না করার কাজে ব্যবহার করা যায়।তবে অতীতে আলুকে নিয়ে এত কুসংস্কার প্রচলিত ছিল জেনে অবাক হলাম।
 
ইউরোপে এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে, ব্লাইট রোগে এই আলুর ফলন নষ্ট হওয়াতে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছিল! আয়ারল্যান্ডের এক চতুর্থাংশ জনসংখ্যা কমে যায় ওই দুর্ভিক্ষে!!!
ঐ সময়ে অটোমান সুলতান আব্দুল আজিজ প্রায় ১০ লাখ অটোমান লিরা আয়ারল্যান্ডকে সাহায্য পাঠিয়েছিল তবে বৃটেনের রাণী সেই সাহায্য আটকে দিয়েছিল কারণ নিজেদের ইগু সমস্যা। পরবর্তিতে সুলতান গোপনে একটি ত্রাণভর্তি জাহাজ সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছিল
 
ইংরেজ শাসনকালে নেদারল্যান্ডস থেকে প্রথম আলু নিয়ে আসা হয় এ উপমহাদেশে।
 
আমাদের খাদ্যতালিকার একটি অবিচ্ছেন্দ্য অংশ আলু। তবে সারাবিশ্বে বর্তমানে অনেক জনপ্রিয় হলেও আলু নিয়ে এক মজার কাহিনী রয়েছে।
বলা হয় ১৬ খ্রিষ্টাব্দে স্প্যানিশরা সর্বপ্রথম ইউরোপে নিয়ে আসে আলু। তবে আলু খাওয়া শিখতে ইউরোপীয়দের লেগে গেছে ২ শতাব্দী! হ্যাঁ প্রায় দুইশত বছর।

১৮ শতকে আলু ইউরোপে প্রচুর জনপ্রিয় হয়ে উঠে, সাথে এই গ্রহের প্রধান খাদ্যর একটি।

শুরুতে, আলু জনপ্রিয় ছিল না। মানুষজনের আলুকে এড়িয়ে যাওয়ার অনেক কারণ ছিল।

স্প্যানিশরা বিশ্বাস করত যে আলু তাদের জন্য অযোগ্য এবং শুধুমাত্র নেটিভ আমেরিকানদের খাওয়া উচিত।

অনেকে আবার বিশ্বাস করতো আলুগুলো খ্রিস্টান নয়। এগুলো খেলে পাপ হবে।

রাশিয়ানরা এই আলুকে বলতো শয়তানের আপেল! যেহেতু আলু মাটির নিচে জন্মাতো তাই রাশিয়ানদের মনে এমন উদ্ভট চিন্তা ভর করেছিল, শয়তানের আপেল খাওয়া মানে শয়তান কে সঙ্গ দেওয়াই তাই রাশিয়ানরা আলু থেকে সবসময় দূরেই রেখেছে।

তবে পরবর্তীতে তারা এই আলুকেই বেছে নিয়েছে অন্যতম প্রধান খাবার হিসেবে। তাদের বর্তমান খাবারের তালিকায় আলু ও আলুর তৈরি খাদ্য অবিচ্ছেদ্য।
বর্তমানে আলুও ফেলনা নয়।আলুর দামও অনেক
 
tokhon dar dine, european ra gobadi pashu derkei kebol alu kete dito. middle ages(500 - 1500) e european ra alu keto na.
 

Users who are viewing this thread

Back
Top