What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

জুন-২০১৯ মাসের হাজিরা থ্রেডের ফলাফল (2 Viewers)

Status
Not open for further replies.
এবার একদিনের অতিথিদের পরিচিতিঃ

@irfan_j মামা, @Devil King মামা, @tanshid মামা, @deidara মামা, @Nakatudo মামা, @munnambbs49 মামা, @pathik69 মামা, @azhar মামা, @Micky মামা, @বাউন্ডুলে মামা, @Bad Boyes Dhaka মামা, @Marufabd39 মামা, @pinuram মামা, @joyjkt মামা, @mon মামা, @চাতক পাখি মামা, @dirty boy মামা, @Rony Raj মামা, @Marufabd39 মামা, @Fantasy4 মামা, @arun মামা, @Aaban মামা, @Big Broos মামা, @hipoo মামা, @bigsmoke মামা, @nostokobi মামা, @Aryaputra মামা, @Rahad420 মামা, @Asif771 মামা, @xem bhai মামা, @Sihan মামা, @Lalbabu007 মামা, @byomkesh মামা, @Aban মামা, @Maxman মামা, @Jonny276 মামা, @Vutnath91 মামা, @mkm_abeer মামা, @Koishik sporsho মামা, @sam008 মামা, @Amir jaan মামা, @মাইন মামা, @abc12345 মামা, @Raynor মামা, @kashem1168 মামা, @Babu1287 মামা, @refatmahamud মামা, @rudra মামা, @Flight pray মামা, @sabiha sultana মামা এবং @rokibislam8888 মামা
 
সময় এসেছে খুঁটিনাটি বিষয়গুলিতে নজর দেয়ারঃ দেখে নেই এক ঝলকে

Attendance9c6ac80e7627dd94.jpg


 
সবচেয়ে বেশিদিন (২০ দিন), দিনের শুরুতে হাজিরা দিয়ে "ফার্স্ট এন্ড ফিউরিয়াস" হয়েছেনঃ

image.jpg


মরুভূমির জলদস্যু (২০ দিন)


ছোটভাই এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
 
বড়ই চাপের ভেতরে দিন পার হচ্ছে। হাজিরার ফলাফল তৈরী করতে হিমশিম খেয়ে গেছি। ভুলভ্রান্তি থাকবে এটাই স্বাভাবিক। একটু ধরিয়ে দিলে কারেকশন করে দিব। অহেতুক গালাগালি করে কি হবে বলুন?

যারা প্রথম হয়েছেন ও যারা যারা পুরষ্কার পেয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

আজকের মত আল্লাহ হাফেজ
 
আরো যারা আমাদের সাথে ছিলেনঃ
@Black Knight মামা (৫ দিন),
আইয়ে পা চ দিন ছিলাম, কেমবা??
তয় @ছোটভাই মামা বরাবরের মত এক অসাধারণ সূচনা দিসেন, একেবারে ছক্কা মারসেন। 🍻 🆒
আসলেই মামা গরমের ফাপরে জীবন কয়লা হয়ে গেছে। 👻

আর বিজয়ী ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা। 🤘
 
Last edited:
মানুষের ভুল হতে পারে। না না এটাও ঠিক না । মানুষের ভুল হবেই। না হলে সে মানুষ না ! কিন্তু মেশিন বা প্রযুক্তিও যে তাদের জন্য নির্দ্ধারিত প্রোগ্রামের বাইরে গিয়ে নিজেরা ভুল করা শুরু করেছে সেটা আমার জানা ছিলো না। প্রথমে পই পই করে না করে দিয়ে রাত দুপরে হুট করে বলে দিলেন কাল ঈদ। এটা যে কতোবড় একটা ফ্যাসাদের সৃস্টি করেছিলো আমার সে শুধু আমিই জানি। রাত দুটোয় শেষ পর্যন্ত গ্রামের বাড়িতে গিয়ে হাজির হতে পেরেছিলাম। আর এই ফ্যাঁসাদের কারনেই মানুষ হিসাবে বেশ কিছু ভুল করেছিলাম ঐ রাত্রীরে। এর মাঝে একটা হলো সাথে করে মডেম নিয়ে যাবার কথা ভুলে যাওয়া। আমার এন্ড্রোয়েড মোবাইল নেই সেটা তো আপনারা সবাই জানেনই। ফোরামে লগইন হবার একটাই মাধ্যম- মডেম ! মডেম ফেলে রেখে যাওয়ার কারনে ঈদের পরেরদিন ইচ্ছা থাকা স্বত্বেও ফোরামে ঢুকতে পারিনি। ফলাফল একটি দিনের জন্য হাজিরা বঞ্চিত হয়ে যাওয়া। যদিও অনেক বিকল্প পদ্ধতিতেও দুস্তর চেস্টা ছিলো অন্তত হাজিরাটা দেয়া যায় কিনা... আশেপাশের সবার মোবাইল দিয়েই প্রায় সারাদিন প্রচেষ্ঠা অব্যাহত ছিলো। কিন্তু নাকাম থাকতে হয়েছে শেষ পর্যন্ত নেটওয়ার্ক আর সার্ভারের ব্যস্ততার কারনে। জানা মতে ঐ একদিনই আমি হাজিরা দিতে পারি নাই।
কিন্তু ১০ তারিখেও আমার নামে হাজিরা উঠে নাই । ওইদিন আমি যে কি করছিলাম সেটাই মনে পড়তেছে না। যা হউক, কি করেছিলাম সেটা অনুসন্ধান করাটা জরুরী মনে হলো। শহিদ আফ্রিদীর মতো উল্টা দৌড়ে গেলাম ১০ তারিখের ঘরে। দেখলাম আমার হাজিরাটা বেশ জ্বলজ্বল করছে... তার মানে ছোট মামা তার মানুষ হবার প্রমান দিয়ে দিলেন। মানুষ না হলে তো আর এই ভুলটা ওনি করতেনই না। ভুল হলে যেনো গালি না দেই সেটা ওনি আগেই জানিয়ে দিয়েছিলেন। গালি দেবো কেনো, মামা ? এটা তো গর্বের বিষয়, আমাদের ছোট মামা একজন শতভাগ মানুষ !
পুরস্কার বিলি করার জন্য এসেছিলাম। এসে ফলাফলের এই গড়মিল দেখে হুট করেই সিদ্ধান্ত নিলাম, আমার প্রাপ্য যদি আমাকে বুঝিয়ে দেয়া না হয়, তবে পুরস্কার দিবো না। প্রকৃতি আর প্রযুক্তি মিলে মিশে আমার সাথে যে বেঈমানী করা হয়েছে তার একটা বিহিত হওয়া দরকার...
এখন আমি ছোট মামার দিকে তাকিয়ে আছি...
 
মানুষের ভুল হতে পারে। না না এটাও ঠিক না । মানুষের ভুল হবেই। না হলে সে মানুষ না ! কিন্তু মেশিন বা প্রযুক্তিও যে তাদের জন্য নির্দ্ধারিত প্রোগ্রামের বাইরে গিয়ে নিজেরা ভুল করা শুরু করেছে সেটা আমার জানা ছিলো না। প্রথমে পই পই করে না করে দিয়ে রাত দুপরে হুট করে বলে দিলেন কাল ঈদ। এটা যে কতোবড় একটা ফ্যাসাদের সৃস্টি করেছিলো আমার সে শুধু আমিই জানি। রাত দুটোয় শেষ পর্যন্ত গ্রামের বাড়িতে গিয়ে হাজির হতে পেরেছিলাম। আর এই ফ্যাঁসাদের কারনেই মানুষ হিসাবে বেশ কিছু ভুল করেছিলাম ঐ রাত্রীরে। এর মাঝে একটা হলো সাথে করে মডেম নিয়ে যাবার কথা ভুলে যাওয়া। আমার এন্ড্রোয়েড মোবাইল নেই সেটা তো আপনারা সবাই জানেনই। ফোরামে লগইন হবার একটাই মাধ্যম- মডেম ! মডেম ফেলে রেখে যাওয়ার কারনে ঈদের পরেরদিন ইচ্ছা থাকা স্বত্বেও ফোরামে ঢুকতে পারিনি। ফলাফল একটি দিনের জন্য হাজিরা বঞ্চিত হয়ে যাওয়া। যদিও অনেক বিকল্প পদ্ধতিতেও দুস্তর চেস্টা ছিলো অন্তত হাজিরাটা দেয়া যায় কিনা... আশেপাশের সবার মোবাইল দিয়েই প্রায় সারাদিন প্রচেষ্ঠা অব্যাহত ছিলো। কিন্তু নাকাম থাকতে হয়েছে শেষ পর্যন্ত নেটওয়ার্ক আর সার্ভারের ব্যস্ততার কারনে। জানা মতে ঐ একদিনই আমি হাজিরা দিতে পারি নাই।
কিন্তু ১০ তারিখেও আমার নামে হাজিরা উঠে নাই । ওইদিন আমি যে কি করছিলাম সেটাই মনে পড়তেছে না। যা হউক, কি করেছিলাম সেটা অনুসন্ধান করাটা জরুরী মনে হলো। শহিদ আফ্রিদীর মতো উল্টা দৌড়ে গেলাম ১০ তারিখের ঘরে। দেখলাম আমার হাজিরাটা বেশ জ্বলজ্বল করছে... তার মানে ছোট মামা তার মানুষ হবার প্রমান দিয়ে দিলেন। মানুষ না হলে তো আর এই ভুলটা ওনি করতেনই না। ভুল হলে যেনো গালি না দেই সেটা ওনি আগেই জানিয়ে দিয়েছিলেন। গালি দেবো কেনো, মামা ? এটা তো গর্বের বিষয়, আমাদের ছোট মামা একজন শতভাগ মানুষ !
পুরস্কার বিলি করার জন্য এসেছিলাম। এসে ফলাফলের এই গড়মিল দেখে হুট করেই সিদ্ধান্ত নিলাম, আমার প্রাপ্য যদি আমাকে বুঝিয়ে দেয়া না হয়, তবে পুরস্কার দিবো না। প্রকৃতি আর প্রযুক্তি মিলে মিশে আমার সাথে যে বেঈমানী করা হয়েছে তার একটা বিহিত হওয়া দরকার...
এখন আমি ছোট মামার দিকে তাকিয়ে আছি...

আমি নত মস্তকে আমার ভুল স্বীকার করছি সাথে অনুতপ্ত এবং লজ্জিতও।
মামা একটা জিনিষ খেয়াল করেছেন কিনা জানিনা, আপনাকে কিন্তু ওইদিন অনুপস্থিত দেখানো হয়নি বরং ওইদিন হয়তো কোন কারনে আপনার নামে ১ লেখার পরিবর্তে শুন্য লেখা হয়েছে আমার নিজের টাইপিং মিস্টেকের কারনে। আর আমি কোন সফটওয়্যার ব্যাবহার করিনা যে অটোমেটিক্যালি সেখানে ১ লেখা হয়ে যাবে বা সেটা লাল রঙের হয়ে যাবে। উপরন্তু সেখানে আমাকে ১ এবং ০ লিখে দিতে হয় আর সাথে ওই ঘরটি লাল রঙ করে দিতে হয় যেন বোঝা যায় যে ছাত্র ওই দিন ইস্কুলে হাজিরা না দিয়ে টকি দেখতে গেছে তাও আমাদের না জানিয়ে। আপনি এই বুড়া বয়সে কার সাথে টাঙ্কি মারতে গিয়ে ১ দিন হাজিরা দেননি সে বিবরন বিস্তারিত আমাদের না জানালেও চলত, যাহোক শাক দিয়ে যখন মাছ ঢাকতে চেয়েছেন তখন কিছু বলার থাকলে @monipuri মামাই বলবে। এখন ভুল শোধ্রানোর পালা, আমি পুরো ফলাফলটিই রিভিউ করে দিব সেক্ষেত্রে কিছু সময় প্রয়োজন। মেহেরবানী করে সময়টুকু যদি দেন!
 
খাইছে !
এইবার কি আমার থলের কালো বিড়ালটাও বাইর হওনের লাইগ্যা মাথা উচাইছে নাকি !!
ছোট মামায় যে শেষ পর্যন্ত হাঁড়িটা হাটে ভাঙ্গেন নাই তাতেই আমি খুশী।
ফলাফল পরিবর্তন হবার পরে মেহেরবানী কইরা আমারে একটু টোকা দিয়েন, মামা। তাইলে আমি মামাগোর পাওনা পরিশোধে ঝাপাইয়া পড়তে পারুম !!
 
প্রতিবারের মত জটিল এই কাজটি চমৎকার ভাবে করার জন্য ছোটভাই মামাকে অনেক অনেক ধন্যবাদ।
বিজয়ীদের অভিনন্দন এবং সকলের জন্য শুভকামনা । ধন্যবাদ ।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top