What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ঝটিকা সফরে নারায়ণগঞ্জ - বন্দর শাহী মসজিদ (1 Viewer)

চমৎকার আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ মামা।
মসজিদ ছোট বলেই হয়তোআর ব্যবহার করছে না। পাশে বড় করে তৈরি করে নিয়েছে।
গম্বুজের ছবি তোলা হয়নি। জুতা খুলে ঢুকেছি, মসজিদতো। তবে ভিতরেআর মুজা পরে যাবার অবস্থা ছিলো না। তাই ভিতরে ঢুকিনি। ফলে .....

এইবার আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে ! আসলে সচারাচর আপনার ভ্রমণ থ্রেডগুলোতে এই ধরনের ফাঁক সাধারণত আমি পাই না। সব খুঁটিনাকি বিষয়ই আপনে ক্যামেরার চোখ দিয়ে আমাদের দেখান। মসজিদের বেহাল অবস্থার জন্যই যে এইবার ফাঁকটা তৈরী হইছে আপনার কথায় বিষয়টা জানতে পারলাম !
 
মূল টোন অক্ষুন্ন রেখেই এই ধরণের স্থাপনাগুলো আমরা সংস্কার করতে পারি। অস্মভব মেধাবী আর্কিটেক্ট আছে আমাদের (প্লাস দুইটা পয়সা তোরা এখান থেকে মারতে পারিস)। কিন্তু এদিকে তাদের নজর নেই কেন, আল্লাহই জানেন!
 
এইবার আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে ! আসলে সচারাচর আপনার ভ্রমণ থ্রেডগুলোতে এই ধরনের ফাঁক সাধারণত আমি পাই না। সব খুঁটিনাকি বিষয়ই আপনে ক্যামেরার চোখ দিয়ে আমাদের দেখান। মসজিদের বেহাল অবস্থার জন্যই যে এইবার ফাঁকটা তৈরী হইছে আপনার কথায় বিষয়টা জানতে পারলাম !
অবশ্য বেশীরভাগ ক্ষেত্রেই গম্বুজের ভিতরের অংশে তেমন কিছু থাকে না। অনেক যায়গায় আবার প্লাস্টার করে ফেলে। আর সবচেয়ে কমন বিষয় হচ্ছে। মাঝবরাবর টানা মোটা লোহার এ্যাঙ্গেল টানিয়ে দুই তিনটা ফ্যান লাগানোর ব্যবস্থা করে ফেলে। ফলে ছবি তোলার বা দেখার কিছু থাকে না।
 
মূল টোন অক্ষুন্ন রেখেই এই ধরণের স্থাপনাগুলো আমরা সংস্কার করতে পারি। অস্মভব মেধাবী আর্কিটেক্ট আছে আমাদের (প্লাস দুইটা পয়সা তোরা এখান থেকে মারতে পারিস)। কিন্তু এদিকে তাদের নজর নেই কেন, আল্লাহই জানেন!
একটা জিনিস হচ্ছে এই সব প্রাচীন স্থাপনা গুলি শহরের বাইরেই বেশী। সেখানে জমির দাম অতি অল্প। চাইলেই পাশে জমি কিনে বড় করে নতুন স্থাপনা তৈরি করা সম্ভব। কিন্তু সেটা না করে তারা পুরনোটা ভেঙ্গে সেখানেই নতুন করে কাজ করবে। অথচ পুরানাটা ভাংতে যে টাকা খরচ হচ্ছে তার সাথে আর কিছু মিলিয়ে নতুনটার জন্য জমি কেনা সম্ভব।
 
একটা জিনিস হচ্ছে এই সব প্রাচীন স্থাপনা গুলি শহরের বাইরেই বেশী। সেখানে জমির দাম অতি অল্প। চাইলেই পাশে জমি কিনে বড় করে নতুন স্থাপনা তৈরি করা সম্ভব। কিন্তু সেটা না করে তারা পুরনোটা ভেঙ্গে সেখানেই নতুন করে কাজ করবে। অথচ পুরানাটা ভাংতে যে টাকা খরচ হচ্ছে তার সাথে আর কিছু মিলিয়ে নতুনটার জন্য জমি কেনা সম্ভব।
এটার একটা মজার ব্যাখ্যা আছে। বাঙালী মানসিক গঠন anti-establishment টাইপের। খেয়াল করে দেখবেন আমরা শুরুর দিকে হিন্দু উচ্চ বর্গীয়দের যন্ত্রণায় বৌদ্ধ হয়েছিলাম, এরপর ধীরে ধীরে মুসলমান হলাম। ভারতীয় ছিলাম, ব্রিটিশ হলাম, হলাম পাকিস্তানী। সেখানেও না টিকতে পেরে হলাম বাঙালী। অবস্থা এই পরিবর্তন গুলো কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় নি। এই জন্য আমরা কখনোই পুরান, ঐতিহাসিক কিংবা আরও সোজা করে বললে শিকড়ের টান খুব একটা অনুভব করি না। একটা জিনিস গড়তেই আমারা খুব একটা ভাবি না, ভাঙার আগে তো ভাবার প্রশ্নই ওঠে না।
 
এটার একটা মজার ব্যাখ্যা আছে। বাঙালী মানসিক গঠন anti-establishment টাইপের। খেয়াল করে দেখবেন আমরা শুরুর দিকে হিন্দু উচ্চ বর্গীয়দের যন্ত্রণায় বৌদ্ধ হয়েছিলাম, এরপর ধীরে ধীরে মুসলমান হলাম। ভারতীয় ছিলাম, ব্রিটিশ হলাম, হলাম পাকিস্তানী। সেখানেও না টিকতে পেরে হলাম বাঙালী। অবস্থা এই পরিবর্তন গুলো কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় নি। এই জন্য আমরা কখনোই পুরান, ঐতিহাসিক কিংবা আরও সোজা করে বললে শিকড়ের টান খুব একটা অনুভব করি না। একটা জিনিস গড়তেই আমারা খুব একটা ভাবি না, ভাঙার আগে তো ভাবার প্রশ্নই ওঠে না।
অসাধারণ বলেছে ভাই, খুব মনে থাকবে এই কথা।
 

Users who are viewing this thread

Back
Top