What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ইনফ্লুয়েঞ্জা (Influenza) আর COVID-19 কি একি পেথোলজী? (1 Viewer)

NJ1

Member
Joined
Aug 14, 2021
Threads
3
Messages
109
Credits
809
q83vNf6.jpg


করোনা (covid-19) এ মহামারীর সময় আমারা অনেকে সাধারণ "ফ্লু" হলেও ভয় বা আতংকিত হয়ে যায় কোনটা ফ্লু কোনটা covid তা আইডেন্টিটিফাই করতে পারিনা। তাই চিন্তা করলাম প্রতিদিন আপনাদের কে রেগুলার ফ্লু গুলোর সাথে পরিচয় করিয়ে দিব। আজকে প্রথম পর্বে আমরা ইনফ্লুয়েঞ্জা (Influenza) সম্পর্কে জানবো।

(ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

A) ইনফ্লুয়েঞ্জা (Influenza) কী?

ইনফ্লুয়েঞ্জা একটি নির্দিষ্ট রােগ যার কারণ হচ্ছে এক ধরনের Myxovirus, এটি সাধারণত
এপিডেমিক (Epedemic) আকারে হয়, কখনো কখনো Pandunic আকারেও দেখা যায়।
দেহে ভাইরাস প্রবেশের ২৪-৪৮ ঘন্টার মধ্যে লক্ষণ দেখা যায় (Incubation period).

B) ইনফুয়েজার লক্ষণ গুলো কি কি?

১. হঠাৎ জ্বর শুরু হয়। তার সাথে মাথাধিরা, সারা শরীর ব্যথা-বেদনা।
২. অরুচি, বমি বমিভাব ও বমন।
৩. বুকের লক্ষণ-সাধারণত কাশি থাকে, তবে কাশিতে কফ ওঠে না।
৪. গলার ভিতর লাল হয়ে যায়। বুক পরীক্ষা করে সাধারণত কোনাে অস্বাভাবিকতা
পাওয়া যায় না।
৫. রক্তে শ্বেত কণিকার সংখ্যা কম হতে পারে।
৬. কোনাে জটিলতা দেখা না দিলে একবার আক্রমণ ৩-৫দিনের মধ্যে সেরে যায়।
ইনফ্লয়েঞ্জা পরবর্তী দুর্বলতা কয়েক সপ্তাহ থাকতে পারে।

C) ইনফ্লুয়েঞ্জা হলে কি কি জটিলতা দেখা দিতে পারে?

ইনফ্রুয়েঞ্জার নানা রকম জটিলতা দেখা দিতে পারে।
১. ট্রাকিয়ার প্রদাহ (Tracheitis)
২. ব্রংকাইটিস (Bronchitis)
৩. ব্রংডিকওলাইটিস (Bronchilitis)
৪. a aae (Bronchopneumonia)
৫. Strept. Pneumonae, H. influenzae এবং কখনো কখনো Staph
aurens দ্বারা মাধ্যমিক সংক্রমণ হতে পারে।
৬. কার্ডিওমারােপ্যাথি (Cardiomyopathy)
৭. এনকেফ্যালাইটিস (Encephalitis)
৮. পেরিফেরাল নিউরােপ্যাথি (Peripheral
৯. ইনফ্লুয়েঞ্জা পরবর্তী দুর্বলতা (Asthemia,
১০. বিষন্নতা (Depression) ইত্যাদি।
 

Users who are viewing this thread

Back
Top