গরু রচনা
সানি আর রবিনের দোস্তী সেই ছোট বেলা থেকেই। একই পাড়ায় দুজনার বাড়ি হওয়াতে এই দোস্তীটা দিন দিন শুধু বেড়েই চলেছে। আর সেজন্যই স্কুলে তারা দুজন সব সময় পাশাপাশি বসতো। সেদিন বাংলা স্যার তাদের পরীক্ষার খাতা ফেরত দেয়ার সময় সানিকে জিজ্ঞেস করলেন,
"কিরে সানি, তোর আর রবিনের গরুর রচনা গুবহু একই হলো কি করে ? তোরা একে অপরের খাতা দেখে লিখিসনি তো ?"
সানি দাঁড়িয়ে বললো, "না, স্যার ! আমি আর রবিন তো একই গরু দেখে লিখেছি, তাই হয়তো একই রকম হয়ে গেছে..."