What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

পাইলট ম্যাডাম: হ্যালো কন্ট্রোল টাওয়ার, ফ্লাইটে প্রবলেম আছে।
কন্ট্রোল টাওয়ার: কী প্রবলেম?
পাইলট ম্যাডাম: কিছু না।
কন্ট্রোল টাওয়ার: দয়া করে প্রবলেমটা বলেন।
পাইলট ম্যাডাম : থাক, বাদ দেন।
কন্ট্রোল টাওয়ার: দয়া করে বলেন।
পাইলট ম্যাডাম: না, ঠিক আছে। বাদ দেন। আপনি বুঝবেন না।
কন্ট্রোল টাওয়ার: দোহাই লাগে পাইলট, প্লীজ বলেন।
পাইলট ম্যাডাম: আমাকে একা থাকতে দেন।
কন্ট্রোল টাওয়ার: পাগল নাকি আপনি? ২০০ লোক আছে ফ্লাইটে।
পাইলট ম্যাডাম: হুম। কেউ আমার কেয়ার করে না। আমার কথা ভাবে না। আপনিও শুধু ঐ ২০০ লোকের কথাই ভাবলেন। কথা বলবো না আমি আর আপনার সাথে! যান!
 
এক ভদ্র মহিলা ডাক্তারকে ফোন করে জানালেন যে তার স্বামী করোনায় আক্রান্ত। ডাক্তার লক্ষণ জানতে চাইলেন।
মহিলা বললেন, "শুষ্ক কাশি, দূর্বলতা, শ্বাসকষ্ট, পেট ব্যথা..."
পিপিই পড়ে ডাক্তার দ্রুত ছুটে এলেন। এসে দেখলেন কোনও সমস্যা নেই। সব ঠিক।
ডাক্তার অবাক হলেন।
ভদ্রমহিলা ডাক্তারের জন্য নাস্তা তৈরি করতে গেলেন। এই ফাঁকে ডাক্তার ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, " বলুন তো ব্যাপার কী?"
ভদ্রলোক বললেন, "ফোনটা পাচ্ছিলাম না। হঠাৎ দেখি ওটা আমার স্ত্রীর হাতে। তখনই আমার শরীর খারাপ হলো। ও যখন আপনাকে ফোন করছিল তখন আমি আমার ফোনটা চুপিচুপি নিয়ে নিয়েছি। সাথে সাথে অসুখটা সেরে গেছে।"
 
হবু প্রেমিকা— আমি কিন্তু অ্যানিমেল লাভার। যারা পশুপাখিদের কথা ভাবে তাদেরকে আমার খুব ভালো লাগে।
হবু প্রেমিক— বলেন কী? আরে আমার কারবার তো পশুপাখি নিয়েই। আমার দোকানের সামনে যে কুকুরগুলো আসে ওদের আমি রোজ খেতে দিই।
চার চোখের মিলন ঘটল। কিছুদিন পর...
প্রেমিকা— অ্যাই, তোমার দোকানে কি পাখির খাঁচা, মাছের অ্যাকুরিয়াম এগুলো পাওয়া যায়?
প্রেমিক— না তো!
প্রেমিকা— তোমার কারবার না পশুপাখি নিয়ে? কীসের দোকান তোমার?
প্রেমিক— ইয়ে মানে, আমি হলাম গিয়ে কসাই।
প্রেমিকা— কী??? আর কুকুরদের খাবার দেয়ার ব্যাপারটা?
প্রেমিক— ওই তো, গরু-ছাগলের হাড়গোড়, নাড়িভূড়ি...
 
লোকটি সিগারেট খেতে খেতে আমাকে বুঝাচ্ছে_
মোবাইল টিপা_স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
 
এক মুরগি ডিম পেড়েছে ১ কেজি ওজনের। এ বিষয়ে ব্রিফ করার জন্যে সংবাদ সম্মেলনের হাজির হলো মুরগি ও মোরগ।
মুরগিকে জনৈক সাংবাদিক বললেন— ১ কেজি ওজনের ডিম পেড়েছেন, যা এক কথায় অবিশ্বাস্য। আপনার অনুভূতি কী?
—দারুণ!
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা?
—(গর্বিত ভঙ্গিতে) ২ কেজি ওজনের ডিম পাড়া।
এবার মোরগকে জনৈক সাংবাদিক বললেন—
অভিনন্দন

! জনাব মোরগ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
—(দাঁত কিড়মিড়িয়ে) গায়ের জোর বাড়ানো, যাতে ঐ বদমাশ উটপাখিটাকে উচিত শিক্ষা দিতে পারি।
 
~পুকুর খোড়া~
গোপাল ভাঁড়ের বাড়িতে পুকুর খোড়া হচ্ছে। কাজ শুরুর কিছুক্ষণ পরই কামলা সর্দার ছুটে এল গোপালের কাছে। গোপাল তখন নেশা করছিল।
সর্দার: কর্তা, মাটি কোথায় ফেলবো সেটা তো বললেন না!
গোপাল: পুকুরটা একটু বড় করে খোড়, তাহলেই তো হয়। এটাও বুঝিস না!
নেশা না করেই কামলা সর্দারের মাথা ঘুরতে লাগলো
 
ছোটো বেলায় যখন আমার বাড়ি এসে কেউ আমার প্রশংসা করত
😎
😎
,
মাকে বলতে শুনেছি,"চারদিন ঘরে নিয়ে রাখ নিজের কাছে, টের পাবি কত ভালো"
🤔
🤔

গত কাল বউ এর বান্ধবী বাড়ি এসেছিল, কত প্রশংসা করল আমার, বলল "তোর বর কি ভালো রে
🕵
",
বউ এর মুখে কোনো কথা ফুটলো না, একবারও বলল না দুদিন নিয়ে গিয়ে নিজের কাছে রাখ!
🤣
🙊

মা, মা ই হয়, মায়ের মতোন কেউ হয়না
 
কিছুদিন থেকেই আমাদের বাড়ীতে একটা জার্মান সেফার্ড এসে ঘুমাচ্ছে। তাকে খেতে দিলে খাচ্ছে না। ঘন্টা দুই পর নিজেই আবার উঠে চলে যাচ্ছে। আমি একটু আদর করে দিচ্ছি সেটা লেজ নাড়িয়ে সহ্য করে নিচ্ছে। গলায় বেল্ট আছে দেখেই বুঝতে পারছি , কুকুরটি গৃহপালিত। কিন্তু ,এই ব্রিডের কুকুরকে সচরাচর এই ভাবে তো কেউ ছেড়ে দেয় না।
ব্যাপারটা একটু রহস্যময়। তাই কালকে একটা চিঠি লিখে, কুকরের বেল্টে লাগিয়ে দিয়েছিলাম।
তাতে লেখা ছিল,
দাদা/দিদি, আপনি কি জানেন । আপনার কুকুর রোজ আমার বাড়িতে দুপুরে এসে ঘুমায়।
আজকে, সেই চিঠির উত্তর পেলাম।সেই একই ভাবে বেল্টে ঝুলানো। তাতে লেখা ছিল
দাদা, জানি। এখন লকডাউন বউ এত বেশি কিচ কিচ করে যে,আমার কুকুর শান্তি মত ঘুমোতে পায় না। তাই আপনার ওখানে চলে যায়। আপনি অনুমতি দিলে,কাল থেকে আমার কুকুরের সঙ্গে আমিও আসতে চাই
 

Users who are viewing this thread

Back
Top