What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

বাবলু নতুন টেলিভিশন কিনেছেন। বাড়ি ফিরেই তিনি টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিলেন। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।


প্রতিবেশী : আরে, করছো কী?


বাবলু: আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা বুঝি আমায় ঠকিয়েছে। তাই পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি-না।​
 
প্রেমিকা: জনি, তুমি কেমন স্ত্রী পেতে চাও?


জনি: চাঁদের মতো।


প্রেমিকা: খুব সুন্দর। তুমি কি চাও তোমার স্ত্রী চাঁদের মতো সুন্দর আর শান্ত হবে?


জনি: না, আমি চাই সে রাতে আসবে আর সকালে চলে যাবে।​
 
গার্লফ্রেন্ডের পরপর ২টা মেসেজে বয়ফ্রেন্ডের পরপর ২ বার হার্ট অ্যাটাক হলো!


প্রথম মেসেজ: ‘চলো, আমাদের রিলেশন ভেঙে দেই। আমি তোমার প্রতি মন থেকে আগের মতো আর ফিলিংস পাচ্ছি না।’


দ্বিতীয় মেসেজ: ‘সরি! সরি! এই মেসেজটা তোমার জন্য না। ভুলে তোমার কাছে চলে গেছে!’​
 
প্রেমিকা: মাই সুইট হার্ট, রিয়েলি আর ইউ লাভ মি?


প্রেমিক: আই লাভ ইউ সো মাচ বেবি!


প্রেমিকা: তুমি আমার জন্য কী কী করতে পারবে?


প্রেমিক: অনেক কিছু করতে পারবো!


প্রেমিকা: তাহলে আমাকে ওই চাঁদটা এনে দাও!


প্রেমিক: ঢঙ একটু কমাইয়া করো, বুঝছো? ঈদ কি তোমার বাপের চেহারা দেইখা করমু?​
 
প্রেম হওয়ার পর প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে-


প্রেমিক: অ্যাই, বলো না, আমিই কি তোমার জীবনে প্রথম?


প্রেমিকা: অবশ্যই।


প্রেমিক: ও গড, থ্যাঙ্কস!


প্রেমিকা: আচ্ছা, আমি বুঝি না, সব পুরুষ কেন একই প্রশ্ন করে!​
 
প্রেমিকার বাবা: তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?


প্রেমিক: জ্বি, পারবো।


প্রেমিকার বাবা: এত শিওর হচ্ছো কী করে?


প্রেমিক: আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া আর কিছুই চায় না!​
 
ছেলে: বাবা, গাড়ির চাবিটা দাও।


বাবা: কেন? চাবি দিয়ে কী করবে?


ছেলে: পার্টিতে যাবো। তোমার ২০ লাখ টাকার গাড়িতে চড়ে গেলে আমার প্রেস্টিজ অনেক হাই হয়ে যাবে।


বাবা: এই নে ২০ টাকা। ৫০ লাখ টাকার বাসে চড়ে গেলে তোর ইজ্জত আড়াই গুণ বেড়ে যাবে।​
 
এক মাতাল সন্ধ্যায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পোস্টের মধ্যে চাবি ঢুকিয়ে তালা খোলার চেষ্টা করছে। তা দেখে একজন পথচারী মজা করে জিজ্ঞাসা করলেন-


পথচারী: ও দাদা, কোথায় ঢুকবেন? বাড়িতে তো কেউ নেই বলে মনে হচ্ছে।


মাতাল: কে বলেছে নেই? তাকিয়ে দেখ, উপরের তলায় আলো জ্বলছে।​
 
ফল নিচে পড়ে কেন?


শ্রেণিকক্ষে ছাত্রকে জিজ্ঞাসা করছে শিক্ষক-


শিক্ষক: বলো তো হাবু, যে কোনো ফল উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন?


হাবলু: উপরে খাওয়ার লোক নেই তাই।​
 
আগের দিনের পূর্ব জার্মানিতে এই জোকটা চালু ছিলো। এক জার্মান সাইবেরিয়াতে একটা চাকরি পাইছে। সে জানতো তার সব চিঠি সেন্সরের লোকজন দেখবো। সে তার দোস্তরে কইলো, আসো আমরা একটা কোড ঠিক করি, যদি নীল কালিতে লেখি তাইলে সত্যি, আর যদি লাল কালিতে লেখি তাইলে বুঝবি মিথ্যা। এক মাস পরে তার দোস্ত চিঠি পাইলো, নীল কালিতে লেখা: এইখানে সবকিছু খুবই ভালো, দোকান সবসময় জিনিসপত্রে ভরা থাকে, অনেক খাবার-দাবার আছে, বিশাল বড় এপার্টমেন্ট আর হিটিং-এর ব্যবস্থা আছে, মুভি-থিয়েটারে ওয়েস্টার্ন সিনেমা দেখায়, অনেক সুন্দরী মেয়ে বইসা রইছে প্রেম করার লাইগা, খালি একটাই সমস্যা, লাল কালি কিনতে পাওয়া যায় না।
 

Users who are viewing this thread

Back
Top