What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

  • মাতলামির জন্য কোন চাকরিই এক দুই মাসের বেশি স্থায়ী হয় না গফুরের। একটার পর একটা চাকরি যেতে যেতে শেষমেশ সে চাকরি পেল একটা কটন মিলে। কিন্তু প্রথম দিন কাজ করতে গিয়েই একটা পার্টস ভেঙে ফেলল। ফোরম্যান এসে ধমক দিল।
  • ওই পার্টস ভাঙার দরুন প্রতিমাসে তোমার মাইনে থেকে দুইশ টাকা করে কেটে রাখা হবে। এভাবে পাঁচ বছরে পার্টস এর দাম শোধ হবে, বুঝেছ?
    হ্যাঁ , বুঝেছি। শুনে খুশি হলাম। বউকে বলতে পারব পাঁচ বছরের আগে চাকরি যাচ্ছে না।
 
  • বসঃ যেদিন
    থেকে আমি তোকে চাকরি থেকে
    বরখাস্ত করেছি,
    সেদিন থেকে প্রতিদিন তুই আমার
    বাড়ির
    সামনে পায়খানা করিস! কারন কি?
    তোকে পুলিশে দেয়া উচিত!
    বল্টুঃ স্যার, আমি শুধু আপনাকে এতটুকু
    মনে করিয়ে দিতে চাই
    যে, বরখাস্ত করেছেন
    বলে আমি না খেয়ে মরে যাইনি!!!
 
  • রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক।
    শফিকের স্ত্রী বললেন, ‘কী হলো? আজ এত চটে আছো কেন?’
    শফিক: আর বোলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর
    ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!
 
  • একদিন এক ক্লাক তার এক বন্ধুকে বলল , জানিস কাল থেকে আমার অফিস দু সপ্তাহ ছুটি । বন্ধুটি জানতে চাইল , কি ভাবে ? কাল থেকে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি । তার পরের সপ্তাহে আমার বস ছুটিতে যাচ্ছেন।
 
আগের রাতে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পরের রাতে লিওনেল মেসির চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়। রাতারাতি এমন বিদায় অনেক ফুটবলভক্তকে হতাশার সাগরে ডুবালেও মেসি-রোনালদোর মা–বাবাকে ভাসিয়েছে আনন্দের সাগরে। কারণ, তাঁদের সন্তানেরা যে আসন্ন বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। একটি নয় দুটি নয়, চার–চারটি অবিশ্বস্ত সূত্র ‘একটু থামুন’কে বিষয়টি নিশ্চিত করেছে।
চ্যাম্পিয়নস লিগের গত ১৬ বছরের ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে মেসি কিংবা রোনালদোকে ছাড়াই। মেসিভক্ত এবং রোনালদোভক্তরা এটা মেনে নিতে না পারলেও বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক এবং নীলক্ষেতের বই ব্যবসায়ীরা দারুণ খুশি। তাদের বই ও সাজেশন পেপার পড়েই ১৯ মার্চ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেবেন এই দুই মহাতারকা।
চ্যাম্পিয়নস লিগ জয় বিসিএসের চেয়ে বড় হতে পারে না।
ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগিজ ফুটবলার
অবিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, মেসি-রোনালদো—দুজনই এখন আছেন বাংলাদেশে। গতকাল নীলক্ষেতের এক বইয়ের দোকানের সামনে পায়চারী করার সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে চ্যাম্পিয়নস লিগ থেকে হঠাৎ এ রকম বিদায়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমাদের এক অবিশ্বস্ত সূত্রকে তিনি বলেন, ‘আসলে ইচ্ছা করেই দলকে কোয়ার্টার ফাইনালে নিইনি। কোয়ার্টার ফাইনালে গেলে দলের সঙ্গে ইউরোপেই থাকতে হতো আমাকে। এদিকে ১৯ তারিখে আমার বিসিএস পরীক্ষা। ইউরোপ থেকে তো আর জুমে পরীক্ষা দেওয়া যেত না! তাই এক সপ্তাহ ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্যই চ্যাম্পিয়নস লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আর যাহোক, চ্যাম্পিয়নস লিগ জয় বিসিএসের চেয়ে বড় হতে পারে না।’
চারবার চ্যাম্পিয়নস লিগ জিতলেও একবারের জন্য বিসিএস ক্যাডার হয়ে ওঠা হয়নি এখনো! তাহলে বুঝুন, কোনটা বেশি দামি?
লিওনেল মেসি, আর্জেন্টাইন ফুটবলার
রোনালদোর সঙ্গে কথা বলে ফেরার পথেই ওই অবিশ্বস্ত সূত্র নিউমার্কেট–সংলগ্ন ওভারব্রিজের নিচে বই হাতে বাসের জন্য অপেক্ষারত মেসির দেখা পান। আপনি কেন চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেন? এই প্রশ্ন করার আগেই মেসি জানান, ‘চ্যাম্পিয়নস লিগ তো প্রতিবছরই খেলতে পারি। কিন্তু বিসিএস কি প্রতিবছর দিতে পারব? চারবার চ্যাম্পিয়নস লিগ জিতলেও একবারের জন্য বিসিএস ক্যাডার হয়ে ওঠা হয়নি এখনো! তাহলে বুঝুন, কোনটা বেশি দামি? চাইলে আমিও বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে পারতাম। কিন্তু এর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যেত আমার বিসিএসের স্বপ্ন। আমার মা–বাবা, আত্মীয়, পাড়া–প্রতিবেশী—সবাই আমার দিকে তাকিয়ে আছে, কবে আমি ক্যাডার হব। আর তাদের সেই ইচ্ছা জলাঞ্জলি দিয়ে আমি কোয়ার্টার ফাইনাল খেলব? এতটাই অমানবিক আমি?’
ফুটবল খেলার পাশাপাশি বিসিএসের প্রতি রোনালদো এবং মেসির এমন আগ্রহ দেখে দেশের অনেক ফুটবলভক্ত এবং ফুটবলার ফুটবল ছেড়ে দিয়ে নীলক্ষেতের দিকে যাত্রা করছেন বলে জানা গেছে। তেমনই একজন নীলক্ষেতগামী পথিকের সঙ্গে মেসি-রোনালদোর চ্যাম্পিয়নস লিগ ছেড়ে চলে আসার প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে তিনি বরং উল্টো প্রশ্ন করে বসেন, ‘আচ্ছা ভাই, গত বছর যেন কোন দল চ্যাম্পিয়নস লিগ জিতেছিল? এটা তো বিসিএসে আসতেও পারে।’
অবশ্য তার পাশের পথিক অনুভূতি জানাতে ভুল করেননি, ‘ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ফুটবলার হব। যে মেসি-রোনালদোকে দেখে এ রকম ইচ্ছার উদয় হয়েছিল, তারা এখন চ্যাম্পিয়নস লিগ ছেড়ে বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন। তাদের ফুটবল দেখে যদি ফুটবলার হওয়ার ইচ্ছা জাগ্রত হয়, তাহলে তাদের বিসিএসের প্রতি আবেগ দেখে ক্যাডার হওয়ার ইচ্ছা জাগ্রত হওয়া স্বাভাবিক নয় কি?’
নিঃসন্দেহে হতাশ ভক্তরা এখন জেনে গেছেন মেসি-রোনালদোর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার মূল কারণ। পরীক্ষার কেন্দ্র কোথায় পড়েছে এবং পরীক্ষার দিন কেন্দ্রে কীভাবে যাবেন, এ বিষয়ে জানতে মেসি-রোনালদোকে ফোন করা হলে তারা উভয়ই জানান, ‘পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। ১৯ তারিখের পরে ফোন দেন।’
 
ঘটনা সত্য। সুতরাং সতর্ক থাকুন। সাবধানের মাইর নাই।
ভ্যাকসিনের ২য় ডোজ নিয়ে ঘরে ফিরার পথেই রোগী চোখে আন্ধার দেখা শুরু করছে। তারপরও উবার ড্রাইভারকে নিয়ে কোনো রকমে রোগী ঘরে ফিরে । সময় যায় কিন্তু তার চোখের ঝাপসাতো যায়না।
সে ভ্যাকসিনেশন সেন্টারে ফোন করে জানতে চায়- সে কি প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে যাবে । নাকি জরুরী ভিত্তিতে হাসপাতালে যাবে।
তাকে বলা হলো- ডাক্তারের কাছেও যাওয়ার দরকার নেই। হাসপাতালেও যাওয়ার দরকার নেই। সে যেন তাড়াতাড়ি করে ভ্যাকসিনেশন সেন্টারে এসে নার্সের সাথে দেখা করে। নার্সের সাথে আলগা পিরিত করতে গিয়ে নিজের চশমা রেখে ভুল করে সে নার্সের চশমা চোখে পরে চলে গেছে।

সুতরাং সাবধানে থাকুন। সবসময় আলগা পিরিত থেকে দূরে থাকুন :) :) :)
 
এক সমবয়সী দম্পতি ছিল, দুজনেরই বয়স ৬০ বছর।
একদিন এক পেত্নী এসে তাদের বলল. . .
পেত্নী : আমি তোদের দুজনের একটা করে ইচ্ছা পূরণ করতে পারি, বল কে কি চাস?
স্ত্রী : আমি আমার স্বামীর সঙ্গে সারা পৃথিবী ঘুরতে চাই।
পেত্নী চুটকি বাজিয়ে দুটো প্লেনের টিকিট বউটাকে দিয়ে দিল। তারপর লোকটিকে বলল. . .
পেত্নী : এবার তুই বল কি চাস?
স্বামী : আমি আমার থেকে ৩০ বছরের ছোট বউ চাই।
পেত্নী এবারও চুটকি বাজালো, আর লোকটিকে ৯০ বছরের করে দিল।
 
প্রোফাইল করিয়া লক
দুয়ারে দিয়াছো নক
কিভাবে চিনিবো
কাউয়া নাকি বক!
 
এক মাসের বেশি সময় নতুন কিছু দেখতে পেলাম না
 
ভিড়ে ঠাসা বাসে নারী কণ্ঠ এ কী, করছেন?
পুরুষ কণ্ঠ, জানি অসন্তুষ্ট হবেন। কিন্তু এই ভিড়ে এর থেকে বেশি কীইবা করতে পারি, বলুন?​
 

Users who are viewing this thread

Back
Top