What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (2 Viewers)

নবদম্পতি খোশগল্প করছে-
নববধূ : সপ্তাহে অন্তত একদিন মার্কেটিংয়ে নিবা। শনিবার মহল্লার দোকানে ফুচকা-চটপটি খাব। রবিবার রাতে বিরিয়ানি-মোগলাই, সোমবার কাবাব-বারবিকিউ, মঙ্গলবার মেক্সিকান আর স্প্যানিশ ডিশ, বুধবার ইতালিয়ান আর চাইনিজ, বৃহস্পতিবার ইন্ডিয়ান আর দেশি হলেও চলবে।
বর : আর শুক্রবার আমরা গুলিস্তানে গোলাপশাহ মাজারের সামনে যাব!
নববধূ : কেন? কেন? ওখানে কেন?
বর : ভিক্ষা করতে। কারণ তোমার সপ্তাহের খরচ তো তুলতে হবে।
 
স্বামী-স্ত্রী ইংরেজি চর্চা শুরু করেছে। যখন-তখন ইংরেজিতে এসএমএস করছে তারা। ফোন করে বলছে, তাড়াতাড়ি উত্তর দিতে। একদিন স্বামী এসএমএস করেছে স্ত্রীকে-


স্বামী: হাই! হোয়াট আর ইউ ডুয়িং ডার্লিং?


স্ত্রী: আই অ্যাম ডায়িং…


স্বামী: সুইট হার্ট, ডোন্ট ডাই, প্লিজ! হাউ ক্যান, আই লিভ উইদাউট ইউ?


স্ত্রী: ইউ ডাফার, ইডিয়ট! আই অ্যাম ডায়িং মাই হেয়ার।​
 
স্ত্রী : তোমাকে একটা বলবো?
স্বামী : হুম বলো
স্ত্রী : মারবে না তো?
স্বামী : আরে জান মারবো কেন?
স্ত্রী :আমি না মা হতে চলেছি
স্বামী : আরে বলো কি এটাতো অনেক খুশির খবর, এজন্য তোমাকে মারতে যাবো কেন?
স্ত্রী : না মানে কলেজে থাকতে বাবাকে এই কথা বলাতে বাবা অনেক মেরেছিল
 
রবিন নতুন হোটেল করেছে। হোটেলের নাম কী দেওয়া যায় তা নিয়ে স্ত্রী, বাবা-মা, শ্বশুর-শাশুড়ির নানা জল্পনা-কল্পনা। অবশেষে হোটেলের নাম দিলো ‘মা হোটেল’।

তারপর নিজের মাকে গিয়ে বলল—
রবিন : মা, তোমার জন্যই হোটেলের নামকরণ করলাম।

তারপর শাশুড়িকে গিয়ে বলল—
রবিন : আমাদের দু’জনের ইচ্ছায় আপনার জন্য হোটেলের এই নাম দিলাম।

তারপর স্ত্রীকে গিয়ে বলল—
রবিন : ছেলে-মেয়েরা খুব করে চাইল, তাই তোমার নামেই হোটেলের নাম দিলাম।
 
বুদ্ধি হওয়ার পর থেকে পিন্টুর একান্ত ইচ্ছা ছিল কয়েকটি-
প্রথমত, সঙ্গে থাকবে টাকাভর্তি বাক্স।
দ্বিতীয়ত, একটি মোটামুটি ঝামেলা ছাড়া চাকরি।
তৃতীয়ত, শান্তির ঘুম।
চতুর্থত, কাজ করার স্থানটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত।





পিন্টুর সব ইচ্ছাই আজ পূরণ হয়েছে। সে এখন এটিএম বুথের সিকিউরিটি গার্ড।​
 
এক নারী জ্যোতিষীর কাছে গিয়ে স্বামীর বিষয়ে জানতে চাইলেন-


নারী: আমার স্বামী সম্পর্কে কিছু বলুন।


জ্যোতিষী: আপনি কি আপনার স্বামীর ভবিষ্যৎ জানতে ইচ্ছুক?


নারী: রাবিশ! ওর ভবিষ্যৎ তো আমি ঠিক করব।


জ্যোতিষী: তাহলে কী জানতে চাইছেন?


নারী: তার অতীত জানতে চাইছি!​
 
স্বামী তার স্ত্রীকে রাগানোর জন্য বলছে :
স্বামী : কাল রাতে আমার স্বপ্নে খুব সুন্দরী একটি মেয়ে এসেছিলো।
স্ত্রী : মেয়েটা নিশ্চয়ই একা এসেছিলো?
স্বামী : হ্যাঁ! কিন্তু তুমি কিভাবে জানলে?
স্ত্রী : কারণ, তার স্বামী আমার স্বপ্নে এসেছিলো।
 
স্বামীঃ এই ড্রাইভারকে আজই বিদায় করে দেব। বেপরোয়া গাড়ি চালায়। ছয়–ছয়বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমি। আজ ও আমাকে প্রায় মেরেইফেলেছিল।
স্ত্রীঃ না, না, লক্ষীটি। ওকে বিদায় কোরো না। আর একটা সুযোগ অন্তত দাওতাকে।
 
নববিবাহিত দম্পতির মধ্যে কথা হচ্ছে।
স্ত্রীঃ যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো বাঁধানো, তবে কি তুমি রাগকরবে?
স্বামীঃ মোটেই না, আমি তবে নিশ্চিন্তে আমার পরচুলা আর কাঠের পা টা খুলেরাখতে পারব।
 
অফিস থেকে ফিরে স্বামী খুশি মনে স্ত্রীকে বলল, আজ আর বলতে পারবে নাআমার ভুলো মন।
– কেন?
– আজ তোমার চিঠি ঠিকমতো ডাকে ফেলেছি; ঠিক সময়ে অফিসে গেছি; অন্যদিনের মতো ছাতাও ফেলে আসি নি। সঙ্গে নিয়ে এসেছি।
– বল কি! আজ তো অফিসে যাওয়ার সময় তুমি ছাতাই নাও নি।
 

Users who are viewing this thread

Back
Top