What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (3 Viewers)

ফোনে নান্টু তার স্ত্রীকে বলছে-
নান্টু: জানপাখি, তুমি কোথায়?
স্ত্রী: আমি তো তোমার হৃদয়ে বাস করি!
নান্টু: তা ভালো, ওখানেই থাকো। কিন্তু সেখানে অন্য যারা আছে তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ো না আবার।
স্ত্রী: ওরে হারামি! শয়তানের হাড্ডি! আইজকা তুই বাড়ি আয়, তারপর দেখাইতাছি!
 
স্বামী : আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কি জানতে চাও বলো?
স্ত্রী : আমিও। আচ্ছা আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল?
স্বামী : না, তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!
স্ত্রী : তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!
 
কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে বললেন বিচারক-
বিচারক : তুমি গত ১০ বছর ধরে স্ত্রীকে ভয় দেখিয়ে নিজের বাধ্যগত করে রেখেছ?
আসামি : মান্যবর, আমি আসলে সে রকম কিছুই করি নাই। ঘটনা হচ্ছে গিয়ে…
বিচারক : আমি তোমার ব্যাখ্যা শুনতে চাইনি। কী কায়দায় কাজটা করো, সেটা বলো আমকে তাড়াতাড়ি…
 
স্ত্রী : মেহমান আসতেছে, কিন্তু ঘরে ডাল ছাড়া কিছু নাই, কী করবো এখন?
স্বামী : যখন উনি আসবেন, তখন কিচেনে একটা বাসন ফেলে দিবে।
স্ত্রী : ফেলে দিলে কী হবে?
স্বামী : আমি জিজ্ঞেস করবো, ‘কি হইছে?’ তুমি তখন বলবে কোরমা পড়ে গেছে।
স্ত্রী : গেল কোরমা। তারপর?
স্বামী : এরপর আরেকটা বাসন ফেলবে। তুমি তখন বলবে, ‘বিরিয়ানি পড়ে গেছে’। তখন আমি বলবো, ‘ঠিক আছে, ডালই নিয়ে আসো’। মেহমান তখন কিছু মনে করবে না।

তো মেহমান আসার পর কিচেন থেকে বাসন পড়ার শব্দ আসল-
স্বামী : কি হয়েছে?
স্ত্রী : ডালই পড়ে গেছে!
 
অফিসে বের হওয়ার সময় বিরক্ত স্বামী। তাড়াহুড়া করে টাই বাঁধতে বাঁধতে স্ত্রীকে বলল-
স্বামী : না জানি আজ কার মুখ দেখে ঘুম ভাঙছে! সাড়ে ১০টা বাজতে চলল, এখনো নাস্তা কপালে জুটল না!
স্ত্রী : আমাদের খাটের পায়ের দিকের দেয়াল থেকে বড় আয়নাটা সরাও। তা না হলে রোজ একই অভিযোগ করতে হবে তোমাকে!
 
স্ত্রী স্বামীকে বলছে-
স্ত্রী : শুনছো, দরজার লকটা নষ্ট হয়ে গেছে। একটু ঠিক করে দাওতো।
স্বামী : আমি কি কাঠমিস্ত্রী নাকি?

কিছু সময় পর-
স্ত্রী : শুনছো, ড্রয়িংরুমের লাইটা জ্বলছে না। দেখতো কী হয়েছে?
স্বামী : আমি কি মেকানিক নাকি?

বিকেলে অফিস থেকে এসে স্বামী দেখে দরজা আর লাইট ঠিক হয়ে গেছে-
স্বামী : এগুলো কে ঠিক করল?
স্ত্রী : আমাদের প্রতিবেশী। বিনিময়ে তিনি বার্গার অথবা একটা চুমু দিতে বললেন।
স্বামী : তুমি নিশ্চয়ই তাকে বার্গার দিয়েছ?
স্ত্রী : আমি কি ফাস্টফুডের দোকান নাকি।
 
স্কুল থেকে ক্লান্ত-অসুস্থ হয়ে বাড়ি ফিরল মিথুন। একপাল ছাত্র পড়িয়ে ভীষণ মাথাব্যথা তার। বউকে ডেকে বলল-
মিথুন : হ্যাঁ গো ট্যাঁপার মা, পাশের বাসার ওদের কাছ থেকে একটু টাইগার বাম নিয়ে আসো না।

কিছুক্ষণ পর বউ রাগে গজগজ করতে করতে ফিরে এসে বলল-
বউ : মা গো মা, কী কিপটের কিপটে? একটুখানি টাইগার বাম, তা-ও দিলো না!
মিথুন : কী আর করবে ট্যাঁপার মা! মানুষ আর মানুষ নেই এখন! যাও, আলমারি থেকে আমাদের টাইগার বামটাই বের করে আনো।
 
স্কুল থেকে ক্লান্ত-অসুস্থ হয়ে বাড়ি ফিরল মিথুন। একপাল ছাত্র পড়িয়ে ভীষণ মাথাব্যথা তার। বউকে ডেকে বলল-
মিথুন : হ্যাঁ গো ট্যাঁপার মা, পাশের বাসার ওদের কাছ থেকে একটু টাইগার বাম নিয়ে আসো না।

কিছুক্ষণ পর বউ রাগে গজগজ করতে করতে ফিরে এসে বলল-
বউ : মা গো মা, কী কিপটের কিপটে? একটুখানি টাইগার বাম, তা-ও দিলো না!
মিথুন : কী আর করবে ট্যাঁপার মা! মানুষ আর মানুষ নেই এখন! যাও, আলমারি থেকে আমাদের টাইগার বামটাই বের করে আনো।
 
এক লোকের স্ত্রী বেড়াতে এসে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখল। তাতে লেখা- ‘বিশাল মূল্য ছাড়। সিল্কের শাড়ি ১০ টাকা, জামদানি ৮ টাকা ও সুতি শাড়ি ৫ টাকা’ দেখে সে তার স্বামীকে বলল-
স্ত্রী : দেখো জান, কী বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য। এখনই আমাকে ৩০০ টাকা দাও। ইচ্ছেমতো শাড়ি কিনে আনি।
স্বামী : এতো উত্তেজিত হওয়ার কিছু নেই। ওটা লন্ড্রির দোকান।
 
জাহাজ থেকে বলা হলো ডুবুরিকে—
ক্যাপ্টেন: জলদি উঠে এসো!
ডুবুরি: কেন, কোনো সমস্যা?
ক্যাপ্টেন: হুম। আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে…
 

Users who are viewing this thread

Back
Top