What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (2 Viewers)

স্বামী তাঁর স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন—
স্বামী: আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।
আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?
স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।
আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।
 
সদ্য বিবাহিত এক পাবলিক বাসর ঘরে যাবার আগে তার বন্ধুর সাথে কথা বলতেছে:
বর: দোস্ত ঘরে ঢুইকা প্রথমে বউরে কি বলবো রে ?
বন্ধু : প্রথমে তার প্রশংসা করবি যেমন: তোমার মত সুন্দরি আমি আর দুইটা দেখি নাই….
বর : ঠিক আছে আমি তাইলে ভিতরে যাই
বাসর ঘরের দরজার কাছে গিয়া বর আবার বন্ধুর কাছে ফেরত আসল
বর: ঐ তার পরে কি বলবো রে ?
বন্ধু : তারপরে বউকে জড়ায়ে ধরে বলবি “I LOVE U”
বর : (ব্যাপক নার্ভাস ) ঠিক ঠিক বলছিস, আমি ভিতরে যাই
কিন্তু সে আবার দরজার কাছে গিয়া বন্ধুর কাছে ফেরত আসল
বর: তারপরে কি বলবো রে?
বন্ধু : (রেগে গিয়ে) তোরে আর কিছু কি বলতে হবে, এক কাজ কর তুই থাক, আমি বাসর ঘরে যাই
 
স্ত্রী: আমার এই ব্যাগভর্তি জামাগুলো অনাহারী গরিব মানুষদের দান করতে চাই।
স্বামী: এত ঝামেলা না করে এগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াটাই ভালো।
স্ত্রী: তুমি মানুষ না আর কিছু! এই শীতে গরিব মানুষ এগুলো পরে উপকার পাবে।
স্বামী: যাদের গায়ে তোমার জামাগুলো ফিট হওয়ার কথা তারা অনাহারী হতে পারে না।
 
বিবাহিত এক ব্যক্তির সাথে এক অবিবাহিত ব্যক্তির কথোপকথন :

বিবাহিত ব্যক্তি: লাভ ম্যারেজ আর আ্যারেন্জ ম্যারেজ এর তুলনা করাটা হাস্যকর..
অবিবাহিত ব্যক্তি: কেন??
বিবাহিত ব্যক্তি: কারণ এটা আত্বহত্যা আর খুন হবার মতো তুলনা
 
বিবাহিত এক ব্যক্তির সাথে এক অবিবাহিত ব্যক্তির কথোপকথন :

বিবাহিত ব্যক্তি: লাভ ম্যারেজ আর আ্যারেন্জ ম্যারেজ এর তুলনা করাটা হাস্যকর..
অবিবাহিত ব্যক্তি: কেন??
বিবাহিত ব্যক্তি: কারণ এটা আত্বহত্যা আর খুন হবার মতো তুলনা
 
গভীর রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে আছে। হঠাৎ স্ত্রী স্বপ্ন দেখে চেঁচিয়ে বলতে লাগলো-
স্ত্রী : ওঠো, পালাও তাড়াতাড়ি। আমার স্বামী এসে গেছে! হায় হায়! এখন কী হবে?
স্বামী দ্রুত জানালা খুলে দোতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে খেয়াল হলো নিজের বেডরুমের জানালা থেকেই লাফ দিয়েছে সে! কিন্তু ততক্ষণে মাথা ফেটে গেছে তার, পা-ও ভেঙেছে একটা।
এমন অবস্থায় দু’জনই এখন ভাবছে, দোষটা আসলে কার?
 
সংসারের ঝামেলায় বিরক্ত স্ত্রী বলছে-
স্ত্রী : একজন নারী একা আসলে কয় দিক সামলাবে, বলো! তোমার বাচ্চা-কাচ্চাকে, তোমার আত্মীয়-স্বজনকে, তোমার সংসার, নাকি তোমাকে? বলো! ইনসাফ করে বলো!
স্বামী : শুধু মুখটা সামলাও তোমার। বাকি সব এমনি এমনি সামলে যাবে।
 
সন্ধ্যার মুহূর্তে স্বামী-স্ত্রীর আড্ডা চলছে-
স্ত্রী : আমার সৌন্দর্য না আচার-ব্যবহার কোনটা তোমার বেশি পছন্দ?
স্বামী : আমার তো তোমার ঠাট্টা করার এই কায়দাটা খুবই পছন্দ। অনেক মজা পাই।
 
স্ত্রী : ধোঁকাবাজ, শয়তান, ইতর!
স্বামী : কী হয়েছে জান আমার, প্রিয়া আমার? তোমার জ্ঞাতীগোষ্ঠীর নাম নিয়ে ডাকছ কেন সকাল সকাল?
স্ত্রী : এগুলো তোরই নাম! তুই একটা ধোঁকাবাজ!
স্বামী : কী ধোঁকা দিলাম তোমাকে আবার!
স্ত্রী : বিয়ের আগে কেন বলিসনি যে, তোর রানি নামে একটা বউও আছে!
স্বামী : আমি তো তোমাকে বারবার বলেছি- তোমাকে রানির মতো রাখব। কি, বলিনি?
 
নতুন গাড়ির দোকানে ঢুকেছে আরিফ সাহেব ও তার স্ত্রী। ঘুরে ঘুরে গাড়ি দেখছে।
রোম্যান্টিক কণ্ঠে স্ত্রী বলছে আরিফকে: আমাকে কি এমন কিছু উপহার দেবে, যেটায় পা দিয়ে একটু চাপ দিলেই ৩ সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শুন্য থেকে একশোতে।
আরিফ কিছু বলল না। কথাটা মনে রাখল।
পরদিন আরিফ সাহেব কিনে নিয়ে এলো একটি ওজন মাপার যন্ত্র।
বলল: তুমি তো এটাই চাইছিলে! উঠে দাঁড়ালেই এক সেকেন্ডে কাঁটা উঠে যাবে ১০০তে
 

Users who are viewing this thread

Back
Top