What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (2 Viewers)

৮১টি চাঁদের সমান আমাদের পৃথিবীর ওজন।
 
3০ টি মজার মজার ও আজব! আজব! সব
তথ্য ...জানার মাঝে অজানা কিছু মজার
তথ্য……………+ এই সম্পর্কিত একটি ই-
বুক…!
পড়ে দেখুন ভালো লাগবে ...
01) প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের
বিশেষ পোশাক পরত, এখন মেয়েদের
কাছে ওই
বিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়।
পোশাকটার নাম স্কার্ট।
02) ৮১টি চাঁদের সমান আমাদের পৃথিবীর ওজন।
03) আঙুলের মতো একজন মানুষের ঠোঁটের
ছাপও
অন্য মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা।
04) আয়না দেখে নিজেদের
চিনতে পারে শিম্পাঞ্জি ও ডলফিন। 05) আয়নার সামনে গিয়ে জিহ্বা বের
করে দেখুন।
জিহ্বার রঙ যদি গোলাপি হয়
তাহলে বুঝা যাবে জিহ্বায় কোনো জীবাণু
নেই। আর
যদি সাদা হয়, তাহলে ব্যাকটেরিয়া জমেছে।
06) আপনার দাদুর বয়স কি সত্তর?
তাহলে তিনি এ
পর্যন্ত ৯ হাজার গ্যালন পানি পান
করেছেন।
07) আপনার নাকের দৈর্ঘ্য ও বুড়ো আঙুলের দৈর্ঘ্য মিলে গেছে? যদি মিলে যায়
তবে আপনি স্বাভাবিক। আর
যদি না মেলে তবে আর কী করা? এমন
ব্যতিক্রম
খুব কমই হয়।
0 আমাদের মস্তিষ্কে আছে প্রায় ১০০ বিলিয়ন
নার্ভ সেল।
সবচেয়ে ক্ষমতাশালী কম্পিউটারের
চেয়েও বেশ জটিল আমাদের একেকটি নার্ভ
সেল।
09) আমাদের শরীরে পেশী আছে ৬০০ টিরও
বেশি।
10) আমেরিকার ব্ল্যাক
উইডো মাকড়সা এতই
বিষাক্ত যে এক
কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে। 11) আমরা যাদের কালো ভালুক বলে চিনি,
এরা কিন্তু মোটেও কালো নয়। এদের
রং বাদামি,
হলুদ, দারুচিনি এবং কখনো কখনো সাদা।
12) আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ
শেষ। এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ
সময়
লাগে জানেন? প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
13) ঈল মাছ পিছন দিকে সাঁতার
কাটতে পারে।
14) উটপাখি দৌড়াতে পারে ঘণ্টায় ৪৩ মাইল
বা ৭০ কিলোমিটার বেগে। এ
পাখি উড়তে পারেনা।
15) একজন মানুষ কোনো খাবার
না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু
পানি পান না করলে এক সপ্তাহের
বেশি বাঁচতে পারে না।
16) একটা বোয়িং ৪৭৪-৪০০ বিমানে ৬০
লাখ
যন্ত্রাংশ আছে।
17) একটি আনারস পূর্ণাঙ্গ হতে সময় লাগে দুই
বছর।
1 কিছু পিঁপড়ে বোমার মতো নিজেদের বিস্ফোরিত করতে পারে।
19) কচ্ছপের কিন্তু দাঁত নেই।
20) কুমির চিবোতে পারে না।
21) খুব জোরে হাঁচি দিলে পাঁজরের
হাড়ে চিড়
ধরতে পারে। আবার চেপে রাখলে মাথা বা ঘাড়ের
শিরা ছিঁড়ে যেতে পারে। সামান্য হাঁচির
কী জোর
রে বাবা!
22) ও, আরেকটি কথা। আপনি কিন্তু চোখ
খোলা রেখে হাঁচি দিতে পারবেন না। 23) চার হাঁটুওয়ালা একমাত্র জন্তু হাতি।
জীবনের
অন্তত দুই সপ্তাহ সময় ট্রাফিক
সিগন্যালের
লাল
বাতিতে কাটায় একজন মানুষ। আর ঢাকার বিখ্যাত
জ্যামে পড়লে তো অন্য হিসাব।
24) চোখের একটা পলক ফেলতে কত সময়
লাগে জানো? শূন্য দশমিক চার সেকেন্ড।
25) যখন আমরা কোনো কিছু স্পর্শ করি, তখন
ঘণ্টায় ১২৪ মাইল বেগে তথ্যটা মস্তিষ্কে পৌঁছায়।
26) টাইটানিক জাহাজ বানাতে খরচ
হয়েছিল
সাত
মিলিয়ন বা ৭০ লাখ ডলার। অর্থাৎ প্রায়
সাড়ে ৫২ কোটি টাকা। আর দুনিয়াজুড়ে আলোড়ন
সৃষ্টিকারী ‘টাইটানিক’
সিনেমা বানাতে খরচ
হয়েছে ২০০ মিলিয়ন ডলার, মানে ১৫০০
কোটি টাকারও বেশি।
27) ডান পাশের ফুসফুস বাম পাশের চেয়ে বেশি বাতাস গ্রহণ করে।
2 থাইল্যান্ডে ঘুড়ি ওড়ানো এক ধরনের পেশাদার
খেলা।
29) ধরা যাক একটা সিংহ এবং ভালুকের
মধ্যে লড়াই হলো।
কে জিতবে ভাবো তো একবার?
বনের রাজা হলেও ওই লড়াইয়ে কিন্তু ভালুকই
জিতবে।
30) নাকই হচ্ছে আমাদের ব্যক্তিগত
শীতাতপ
নিয়ন্ত্রকযন্ত্র। কারণ এটা শীতল
বাতাসকে গরম করে, আবার গরম বাতাসকে শীতল
করে এবং ময়লা-
আবর্জনা ছাঁকুনি দিয়ে বিশুদ্ধ বাতাস
টেনে নেয়।
 
বর্তমান প্রচলিত ডায়ালগ সমূহঃ # আমারে মাইরালা !
# চাপা মারবি না !
# দূরে গিয়া মর ।
# আরাম পাইলাম না ।
# কস কি মমিন ?
# ইউ পম গানা । # তোর মায় ঘুমায় ।
# মারবো এখানে লাশ পড়বে বুইঝা নে ।
# হাতে না ভাতে মারুম ।
# কিরে নোয়াখাইল্লা ?
# তুই রাজাকার ।
# চৌধুরী সাহেব ? # আপনি মানুষ নাকি আওয়ামিলীগ ?
# ভাইজান বিবাহিত নাকি জীবিত ?
# প্যারাসিটেমল দুই বেলা ।
# কিরে মাইকেল ?
# আবার জিগস ।
# ঝাকি আক্কাস=ঝাক্কাস । # আই এম মোখলেছ ।
# পুরাই চেইত্তা খুশি ।
# কিরে মামা !
# ঝাঁকি দিয়া বিল্ডিং ফালায়া দিমু ।
# পাকনামী করিস না,সালা ।
# পুরাই বিজলী ! # অস্হির ।
# অচাম মামা ।
 
এক Unmarried মেয়ের
পেটে বাচ্চা হয়েছে...
বাবাঃ প্রচন্ড রেগে,
খামোশ!!!
কোন হারামজাদার কাজ
এটা?? . . .
.
.
. .
. .
. .
. মেয়েঃ missed call তো সবাই
মারত,
জানি না কার টা
 
মন্টু টেলিফোনে বিয়ে করানোর
ব্যুরো খুলছে।
প্রচার করছে এভাবে,
পাত্র/পাত্রী দেখার জন্য এক ১
টিপুন।
Engagement এর করার জন্য ২ টিপুন। আর, বিয়ে করার জন্য ৩ টিপুন।
তখন একজন লোক বলল,
ভাই আমি দ্বিতীয় বিয়ে করার জন্য কি টিপুম?
.
.
. .
মন্টু:- দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর
গলা টিপুন।
 
শিক্ষকঃ বল্টু,নিউটন কে,
জানো?
বল্টুঃ জানি স্যার!
শিক্ষকঃ বলো দেখি,কি
জানো?
• • • •


• •
বল্টুঃ বিজ্ঞানীটি Newton, তার কাজ ছিল
রহস্য উদঘাটন।
তার বাড়ি ছিল ওয়াশিংটন,
তার বাপের নাম কটন, তার ভাইয়ের
নাম
ছোটন, তার ছেলের নাম প্রোটন, তার প্রিয়
হোটেল শেরাটন, প্রিয়.খাবার মাটন, তার
ফ্রিজের নাম.ওয়ালটন, প্রিয় বন্ধুর
নাম রতন, প্রিয়
খেলার নাম ম্যারাথন . . .
স্যার আর কিছু ???
 
পুরাতন জোক্স তবুও পড়ে মজা পেলাম।

এরকম করার দরকার ছিলো আমারও।

বিয়ের পরে তো মানুষ স্বর্গ খুঁজে পায়।

এই কৌতুক আগেও শুনেছি কিন্তু আবার নতুন করে শুনলাম।
 
এক ভদ্রমহিলা পত্রিকায় বিজ্ঞাপন দিলেন যে, তিনি একজন পাত্র খুঁজছেন.. যে তাকে কখনও ছেড়ে যাবে না, কখনও গায়ে হাত তুলবে না এবং সব সময় ভালোবাসায় ভরিয়ে রাখবে।

পরদিন কলিংবেল বেজে উঠল। ভদ্রমহিলা দরজা খুলতেই দেখলেন... হাত-পা বিহীন এক লোক দরজায় বসে আছে। পরিচয় জিজ্ঞেস করতেই লোকটি বললো, সে পাত্র হিসেবে ইন্টারভিউ দিতে এসেছে।

ভদ্রমহিলা লোকটিকে তার শর্তগুলো মনে করিয়ে দিতেই লোকটি বললো... যেহেতু আমার পা নেই তাই চলে যেতে পারব না, হাতই নেই গায়ে হাত তোলার তো কোন প্রশ্নই ওঠে না।

কিন্তু তৃতীয় শর্ত! ওইটার কী হবে?
পাল্টা প্রশ্ন করলেন মহিলা।

লোকটি হেসে বললো... এইটা তো কোন ব্যাপারই না! আমি না পারলে পৃথিবীর কেউই আপনাকে সুখ দিতে পারবে না!

--- তা কি করে সম্ভব?
🤔


লোকটি হেসে উত্তর দিলো...
ম্যাডাম, আমার তো হাত নাই, পাও নাই,
এখন একটু চিন্তা কইরা দেখেন তো....

"আমি কলিংবেল টিপলাম কি দিয়া!"
 
লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম-
‘অামি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?
:
মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল,
আমার সাথে রাত কাটাতে চাও?
এত্ত বড় সাহস?
লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে
তাকালো
আমি সাংঘাতিক লজ্জা পেলাম
:
ঘন্টা খানেক পর মেয়েটা আমার কানে কানে এসে
বলল, ‘আমি সাইকোলজির স্টুডেন্ট,
কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়,
সেটা খুব ভালো করে জানি..!!
:
আমি চিৎকার করে উঠে বললাম,,
এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও?
এটা অনেক বেশি,
লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার
দিকে তাকাল,

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল??
আমি তার কানে কানে গিয়ে বললাম-
আমি আইনের ছাত্র.
কীভাবে বিনা অপরাধে দোষি বানাতে হয়,
সেটা আমি খুব ভালো করে জানি ৷
 
বল্টু ঘুমোচ্ছে।
এমন সময় যমরাজ এসে
বল্টুকে ডেকে তুলে বলল,
- নে উঠে পড় বল্টু।
তোর সময় এসে গেছে।
বল্টু হাউমাউ করে উঠলো।
- কিন্তু আমি তো এখনো...
- কিছু করার নেই রে,
লিস্টে সবার প্রথমে তোর নামই আছে।
বল্টু বলল,
- ঠিক আছে,
আপনি তাহলে একটু বসুন।
এত দূর থেকে এসেছেন যখন একটু চা করে
খাওয়াই।
এই বলে বল্টু চায়ের মধ্যে
ঘুমের ওষুধ মিশিয়ে যমরাজকে খাইয়ে
দিয়েছে।
যমরাজ তো ঘুমিয়ে কাদা।
এই সময়ে বল্টু লিস্ট নিয়ে
তার মধ্যে থেকে প্রথম থেকে নিজের
নামটা কেটে লাস্টে নামটা বসিয়ে
দিয়েছে কয়েক ঘণ্টা পর যমরাজ ঘুম থেকে
উঠে বল্টুকে বলে।
- তুই আমাকে চা খাওয়ালি,
তোর বিছানায় শুতে দিলি, এতো খাতির
করলি।
-
-
-
- ঠিক আছে,
আমি লিস্টের শেষ থেকে শুরু করছি।
 

Users who are viewing this thread

Back
Top