What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

একবার গ্রামের দুই জন অশিক্ষিত লোক মহাকাশ ভ্রমন নিয়া কথা বলছে।

১ম জন: আম্রিকানরা চান্দে গেছে।

২য় জন: তো কী হইসে? আমরা সুর্যে যামু ।

১ম জন: সম্ভব না । সুর্যের ১৩ মিলিয়ন মাইলের মধ্যে আইলে রকেট গইলা যাইবো।
২য় জন (মাথা চুলকায়া): ঠিক আছে । রাইতে শিডিউল ফেললে রকেটের কিছু হইবো না।
 
পরীক্ষায় নকল করে অনেক লোক সফল হয়েছেন। কিন্তু এর উলটোটার উদাহরণও প্রচুর।

পরীক্ষায় প্রশ্ন এলো – শাহজাহান সম্বন্ধে দু-লাইনে লেখো।

ক্লাসের ফার্স্টবয় লিখলো, “যুদ্ধে হারিয়া শাহজাহান ভাঙ্গিয়া পড়িতেন না।”

তার ঠিক পেছনে বসে পচাদা লিখলো, “যুদ্ধে হারিয়া শাহজাহান জাঙ্গিয়া পড়িতেন না।”
 
Wife: attokhon dhore oi kagojtite ki dekso?

Husband: koi kisu nah to.

Wife: Are, a je dehi daha mittha bolse. tume pary char gonta dhore amader mabin nama ato khutiye khutiye deksota ki suni?

Husband: tmn kisu nah. onnek khon dhore khujao keno jani kabin namar meyad urtirninner date khuje palem nah.
 
বনের রাস্তার ঠিক মাঝখানটায় এক সিংহ শুয়ে আছে। তা দেখে খুবই ভয়ে ভয়ে একটা শেয়াল তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, “মহারাজ, আপনি এই অবেলায়, রোদের মধ্যে, মাঝরাস্তায় শুয়ে আছেন যে?” সিংহ কাতর ভাবে বললো, “আরে সাধে কি শুয়ে আছি? গুলি লেগেছে উঠতে পারছি না।” এটা শুনেই শেয়াল জোর গলায় বললো, “তাই বলে তোর বাবার রাস্তা মনে করে শুয়ে থাকবি নাকি? রাস্তা থেকে সরে গিয়ে মর!”
 
দেখছ যাকে ভোলাভালা ভাবছ ভীষণ পর যাকে
সেই আমিই খুলব তোমার বন্ধ হৃদয় দরজাকে।
 
বিমান চলছে, এক পেসেঞ্জার হঠাৎ করে হুরমুর করে প্লেনের চালকের ঘরে ঢুকে পড়লো। চালকতো অবাক, চালককে আরোও অবাক করে দিয়ে লোকটা চালকের হেডফোনটাকে ছিনিয়ে নিল। তারপর লোকটা বলল, “হারামজাদা! আমরা টাকা দেব আর তুমি এইখানে বইসা কানে হেডফোন লাগাইয়া গান শুনবা!!!”
 


স্বামীর মোবাইল টা ঘাটতে গিয়ে স্ত্রী দেখলো কন্টাক্ট লিস্টে Covid 19 লেখা! সঙ্গে সঙ্গে কল করতেই নিজের মোবাইল টা বাজতে শুরু করলো।


স্বামী এখন আইসোলেশনে আছেন।​
 
ভিড়ে ঠাসা বাসে নারী কণ্ঠ এ কী, করছেন?
পুরুষ কণ্ঠ, জানি অসন্তুষ্ট হবেন। কিন্তু এই ভিড়ে এর থেকে বেশি কীইবা করতে পারি, বলুন?​
 
শিক্ষক: হ্যা রে পচা, তাের মুখ দিয়ে ধোঁয়া বেরােচ্ছে কেন রে, বিড়ি-টানছিলি বুঝি?
ছাত্র: (বিড়ি লুকিয়ে) না মাস্টারমশাই। সকালে খেতে চাইলাম। মা রেগে গিয়ে বললে, তাের পেটে কী আগুন লেগেছে! তাই জল খেয়ে এসেছি। আগুন নিভে এখন ধোঁয়া বেরােচ্ছে।​
 
কলকাতার এক রেস্টুরেন্ট-এর নববর্ষের বিজ্ঞাপন: আমাদের এখানে যে
কেউ খেয়ে যাবেন, বিল মেটাবার দায় রইল আপনার নাতির।
এমনতর বিজ্ঞাপন দেখে এক ভদ্রলোক মােগলাই আর কষা মাংস খেয়ে
মুখ ধুয়ে বের হতে যাবেন, এমন সময় বেঁয়ারা এসে বিল পেশ করল।
ভদ্রলােক বললেন, 'সে কী? তােমাদের বিজ্ঞাপনে তাে এমন কথা লেখা নেই।
বেয়ারা হেসে বলল, 'ঘাবড়াবেন না, এটা আপনার নয়, আপনার ঠাকুদার
বিল।​
 

Users who are viewing this thread

Back
Top