What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (3 Viewers)

গব্বর সিং এর চরিত্র চিত্রাঙ্কনইতিহাস পরীক্ষায় প্রশ্ন এসেছিল, শ্রদ্ধেয় শ্রী গব্বর সিং এর চরিত্র চিত্রাঙ্কন করো । ( প্রশ্ন ভুল ছিল ওটা ভগত্ সিং হবে কিন্তু সংশোধনী আসতে দেরী হয়)
প্রশ্ন দেখে সবাই মুখে পেন দিয়ে বসে থাকলেও জনৈক ছাত্র লিখতে থাকে।
…এক ছাত্র প্রশ্নের উত্তরটা এভাবেই লিখেছিল ।



  1. সরল জীবন……
    মেট্রো সিটি শহরের ভীড় থেকে বহু দূরে এক পাহাড়ি এলাকায় বসবাস করতেন এই মহান মানুষটি। শুধু মাত্র এক সেট জামা কাপড় পরে বছরের পর বছর কাটিয়ে দিতেন। দাড়ি গোঁফ কামানোর প্রয়োজন অনুভব করতেন না তিনি। দাঁত মেজেও ফালতু পয়সা নষ্ট করতেন না।
  2. সখ সাধ…..
    খুবই সামান্য । একমাত্র খৈনী খেতে তিনি খুব পছন্দ করতেন । মাঝে মধ্যে কেউ একটু মদ্ অফার করলে না বলতে পারতেন না। আর শুধু অস্ত্র কিনতে গিয়ে বাধ্য হয়ে নোংরা নাচ দেখতেন।
  3. অনুশাসনময় জীবন……
    কালিয়া আর তার দলবল ওনার শস্য আদায়ের প্রজেক্ট ইন-কমপ্লিট রাখার অপরাধে গুলি করে হত্যা করেছিলেন তাদের। কারণ অনুশাসন বজায় রাখা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য।
  4. দয়ালু মন……
    ঠাকুর সাহেবকে তিনি নিজের কব্জায় নেওয়ার পরেও শুধুমাত্র হাত কেটে ছেড়ে দিয়েছিলেন। তিনি চাইলে তার গলাও কেটে ফেলতে পারতেন।
  5. নৃত্য সঙ্গীত প্রেমী মন…..
    ওনার কার্যালয়ে গান বাজনার আসর চলতেই থাকতো।
    উদাহরণ-
    1-মেহেবুবা মেহেবুবা।
    2- যব তক হে জান, জানে জাঁহা।
    বাসন্তী কে একবার দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই মেয়ে নৃত্যাঙ্গনা।
  6. রসবোধ….
    কালিয়া আর তার দলবলকে তিনি হাসিয়ে হাসিয়ে মেরেছিলেন। সবসময় হাসতে হাসতে পরপারে যেতে দিতেন শত্রুদের। এছাড়া প্রায়ই তিনি নিজেই হেসে মাটিতে লুটিয়ে পড়তেন। তিনি হলেন এই যুগের লাফিং বুদ্ধ ।
  7. নারীর সম্মান….
    নারীদের বেশ সম্মান করতেন তিনি। বাসন্তী কে অপহরণ করে তিনি শুধুমাত্র ওনাকে নৃত্য পরিবেশন করার জন্য অনুরোধ করেছিলেন। সেটাও দিনের আলোয়। আজকাল আধুনিক ভিলেনরা প্রথমেই যে বিশেষ কাজটা করতে চান, তিনি সেটা করেননি ।
  8. ভিক্ষুক জীবন….
    ওনার অনুচররা খাবারের জন্য গ্রামে গিয়ে শুকনো খাবার চাইতেন। কখনও মিষ্টি, পিৎজা, বারগার, মটন এসব ডিমান্ড করতেন না।
  9. ভোলা মন….
    খুব সম্ভবত বিয়ে না করার জন্য তারিখ সময় এসব মনে রাখা প্রয়োজন মনে করতেন না। নিজের কাজ কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করতেন ।
  10. সমাজ সেবা…
    বাচ্চা ছেলেদের ঘুম পাড়ানোর কাজে ওনার নাম ডাক যথেষ্ট ছিলো ।
    সংশোধনী আসার পর ছাত্রটি খাতা জমা দিয়ে চলে যায়। ফলাফল বেরুলে দেখা যায় সে শুধু পুরো নম্বর পেয়েছে তাই নয়, তাকে শিক্ষামন্ত্রী বাংলার গর্ভ মেধাস্রী তে ভূষিত করেন—
 
কাজের মেয়ের বোনাস বন্ধ হলেও হাসির বোনাস চালু আছে আপনার এখানে
if know how to smile the world can be different for you
 
বাদাম ভিজিয়ে রেখেছিলাম
খেয়ে স্মৃতি শক্তি বাড়াবো বলে,
এখন আর মনে পড়ছে না কোথায়
ভিজিয়ে রেখেছি
 

তিরিশটি লুচি কি মানুষ খেতে পারে​

রাজশেখর বসু( পরশুরাম) গেছেন চিত্তরঞ্জন দাশের বাড়ী, চায়ের নেমন্তন্ন।


চায়ের আগে দেওয়া হয়েছে গোটা তিরিশ লুচি, সঙ্গে অনেক কিছু।

আঁতকে উঠে উনি বললেন,”করেছেন কি? তিরিশটি লুচি কি মানুষ খেতে পারে? একটা তুলে নিন।”
 

অনলাইন ক্লাস​

লক ডাউন সবাই ঘর বন্দী, অফিসের ওয়ার্ক ফার্ম হোম এর সাথে আরো একটা কাজ জুটেছে ছেলের অনলাইন ক্লাস।
ছেলের বয়স সাড়ে ৩ বছর হয়নি এখনো, কিন্তু এনার্জি তার অফুরন্ত। একমুহুর্ত স্থির নেই সারাক্ষণ দৌড়চ্ছে না হয় লাফাচ্ছে। ওর মা অনেক ভাবে চিন্তে এই অফুরন্ত এনার্জির একটা কারণ বের করেছে। ছেলে যখন ৬ মাস এর পেটে তখন আমি আর বউ ঘুরতে গেছিলাম নর্থ বেঙ্গল, dooars এর জঙ্গলে। সেখানে প্রচুর হরিণ, bison আর বানর দর্শন হইছে, ছেলে পেটের থাকে ওই সব দেখে নাকি খুব উদ্বুদ্ধ হয়েই এখন এই সব লম্ফ ঝম্ফ।

যাই হোক ছেলের এই দুরন্তপনা কমাতে স্কুলে ভর্তির চিন্তা ভাবনা,ভর্তির পরে তো করোনা দাপটে সব বন্ধ তারপরে শুরুহলো ছেলের ক্লাস অনলাইনে।
এমনই একদিন ছেলে কে নিয়ে ক্লাস করতে বসেছি, সকাল ১১:১০ থেকে ১১:৪০ পর্যন্ত ক্লাস।

সবাই কে গ্রিট করে ক্লাস শুরু হলো, এপারে আমি আর আমার কোলে ছেলে আর ওপারে ছেলের দিদিমণি মাঝে মোবাইল ফোন।

দিদিমণি একে একে সব রাইমস বলে চলেছে আমি আর ছেলে শুনছি, এরপর দিদিমণি শুরু করলো

This is colour red.
This is colour green.
This is colour ……

নিজের অজান্তেই বলে ফেললাম “blue”.

বলেই দেখি সামনে বউ দাড়িয়ে আছে চোখ বড় বড় করে, বললো “ছেলে কোথায়?”
তাকিয়ে দেখি সে কখন কোলের থেকে উঠে পালিয়েছে কে জানে।
কিছু বলতে যাবো বউ থামিয়ে বললো – “থাক কাল থেকে তোমার আর অনলাইন ক্লাস করতে হবে না, ছেলে কে নিয়ে আমিই বসবো”
 
টানা ৮ মাস চ্যাটিং করার পর মেয়েটা কাল রাতে আমায় বলল,
“বিশ্বাস করুন দাদা, মেয়ে হলে আমি এতদিনে ঠিকই পটে যেতাম।”
 

অনূকুল ঠাকুরের দীক্ষা​

খাসির মাংস 740 টাকা কিলো। মুরগি 280 টাকা ,মাছ 300 টাকা বলছিলাম অনূকুল ঠাকুরের দীক্ষার ফর্ম কোথায় পাওয়া যাবে বলতে পারেন?
 
মিডিয়া আজকাল এতো খবর জানে, শুনলাম অমিতাভ বচ্চন নাকি নিজের শরীরের অবস্থা টিভি নিউজ চ্যানেল দেখে জেনে নিচ্ছে.
 
যারা ১-২লাখ টাকার বাইক কিনতে পারে তারা ৮০টাকার তেলও ভরতে পারে।
চিন্তায় তো তারা পড়েছে যারা বিয়েতে শ্বশুরের থেকে বাইক নিয়েছে।
 
সুমন-এর বিয়ে হয়ে গেলো!

ফুলশয্যার পরের দিন সুমনের স্ত্রীকে বাড়ির বৌদিরা জিজ্ঞেস করল, “কাল রাত্রে কি হলো?”

সুমনের স্ত্রীর উত্তর,
“ওই যা হয়, ঘন্টাখানেক সঙ্গে সুমন”!!
 

Users who are viewing this thread

Back
Top