What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (2 Viewers)

“কক্সবাজার যামু , ভাড়া কত?? :/
– ১৩০ টাকা .
পেছনের সিটে বসে গেলে ৫
টাকা কম
হবে না??
– আচ্ছা দিয়েন । আচ্ছা আমি যদি অর্ধেক
সিটে বসে যাই
তাহলে ভাড়া অর্ধেক হবে না??
– আচ্ছা অর্ধেক ই দিয়েন ।
আচ্ছা আমি যদি দাড়িয়ে যাই
তাহলে ভাড়া আর ও কম হবে না?? – অই
মিয়া টাকা পয়সা নিয়া বাস এ
উঠেন
নাই ?? এমন করতাছেন কেন ???
তুমি কি ভেবেছ
আমি ওখানে ঘুরতে যাচ্ছি ?? মাসুম
বাচ্চা ,
রেজাল্ট খারাপ হওয়ায়
বাসা ছেড়ে যাচ্ছি ,
যাতে বাবা মা খুজে না পায় ।
ওখানে বন্ধুদের সাথে ডাব বেচবো !!!
-,ভাই থামেন,
পালাইতে চাইলে অই
সামনের বাসে উইঠা নারায়নগঞ্জ
যান,
কেউ খুইজাও পাইব না, গুম হইয়া যাবেন !!! :v :v :v lo lo lo
 
বিরাট ধনীর আদুরে কন্যা পরীক্ষার হলে গিয়ে দেখল গরীবদের ওপর রচনা লিখতে হবে ।
সে লিখতে শুরু করল : এক দেশে একটি খুবই গরীব পরিবার ছিল । বাবা গরীব , মা গরীব , বাচ্চারাও গরীব । বাড়িতে ৪ জন কাজের লোক ছিল , তারাও গরীব। তাদের BMW গাড়িটাও ভাঙ্গাচোরা ছিল । বাচ্চাদের ছিল পুরনো আইফোন মোবাইল । বাড়িতে ছিল মাত্র ৪টা সেকেন্ড হ্যান্ড এসি । পুরোপরিবারটা সত্যিকা অর্থেই গরীব । আসলেই গরীব ।
 
২টা অতি উচ্চমানের ভদ্র ছাত্র গরমের মাঝে রাত জেগে বারান্দায় পড়ছিল।
১জন জিজ্ঞেস করলো “কয়টা বাজেরে?”
আরেকজন একটা পাথর নিয়ে প্রতিবেশীর টিনের চালে মারল। সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল…”হারামির দল রাত ৩টা বাজে…এখনো ঘুমাসনি ?:
 
পরীক্ষার আগের রাতে এক ছাত্র
পয়সা দিয়ে টস করতেসে —
যদি শাপলা আসে তাইলে ঘুমায়া যামু
যদি মানুষ আসে তাইলে টিভি দেখমু
যদি খারায়া থাকে তাইলে গেইমস
খেলমু
.
আর যদি পয়সাটা আকাশে ভাসে তাইলে খোদার
কসম……সারা রাত পরমু
 
আমির খানঃ- * হাসতেছে *
টিচারঃ- আপনি হাসছেন কেন ?
আমির খানঃ- অনেক দিন ধরে পেইজের
এডমিন হতে চেয়েছিলাম । হয়ে গেছি ।
এখন অনেক মজা লাগতেছে।:P
টিচারঃ- এত মজা নেওয়ার প্রয়েজন নেই
। বলেন , What is post ?
আমির খানঃ- Anything that is posted
on
Facebook is Post Sir..
টিচারঃ- Can you Please elaborate??
আমির খানঃ- স্যার , ফেইসবুকে মানুষ
যা দেয় তাই পোস্ট ।
ঘুরতে গেলে ফটো দেয় , ওই টা পোস্ট
স্যার । ম্যাচ দেখতে গেলে স্কোর দেয় ,
ওইটা পোস্ট স্যার। ক্যাটরিনার পিক
থেকে রোনালদোর কিক পর্যন্ত পোস্ট
স্যার ! সব কিছুই পোস্ট স্যার , এক
সেকেন্ডের মধ্যে
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট।
টিচারঃ- হেই চাতুর । তুমি বল ?
চাতুরঃ- ” Pictures, texts or Videos
posted through Mobile or Tablet
or
laptop or desktop via Different
Operating system using Internet
on
Facebook is called a Post..
টিচারঃ- অসাধারণ !
আমির খানঃ- স্যার , আমিও তো তাই
বলছিলাম ! সহজ শব্দে !
টিচারঃ- সহজ শব্দে বলতে চাইলে অন্য
পেইজের এডমিন হন ।
আমির খানঃ- কিন্তু স্যার ……
টিচারঃ- Get out!
আমির খানঃ- কেন স্যার ?
টিচারঃ- সহজ শব্দে বের হয়ে যান ।
* আমির খান গিয়ে আবার
ফিরে এসেছে *
টিচারঃ- কি হয়ছে ??
আমির খানঃ- কিছু ভুলে গেছি স্যার ।
টিচারঃ- কি ??
আমির খানঃ- ” An Utility button given
us to protect our Private data.. i.e
pictures, messages or personal
Information for being stolen or
Used
for bad purpose byhackers or
anyone
else
টিচারঃ- কি বলতে চাও ??
আমির খানঃ- Log out , Log out স্যার
টিচারঃ- সহজ ভাষায় বলতে পারো না??
আমির খানঃ- একটু আগেই
চেষ্টা করেছিলাম , আপনার তো পছন্দ
হয় নি।
 
বাবা : তর পরিক্ষার রেজাল্ট কিরে.???
ছেলে : ওই পাসের বাড়ির ডাক্তর সাবের পোলা পেল করছে…
বাবা : তর রেজাল্ট কি…???
… ছেলে : ওই আরো দুই বাড়ি পর ওকিল সাবের পোলা ভি পেল করেছ…
বাবা : আরে আমি জিগাই তর রেজাল্ট কি হইচে…???
ছেলে : ওও মা, তুমি কি লাট সাব নি, যে তোমার পোলা পাস করব…???
 
বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—
বাবা: পরীক্ষায় এবার তুমি পাস-ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব।
ছেলে: বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি?
… বাবা: পাস করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব।
ছেলে: আর যদি ফেল করি?
বাবা: তাহলে ভাঙাচোরা একটি সাইকেল কিনে দেব।
ছেলে: কেন?
বাবা: বাজারে ঘুরে ঘুরে যাতে তুমি দুধ বিক্রি করতে পারো।
 
গরুকে মানুষ বানানোর শিক্ষা
ছাত্র : স্যার আমাগো গরুটারে মানুষ বানাইয়া দেন। এইটায় খাইতে চায় না। হালচাষে যাইতে চায় না। কামে নিতে গেলেই ল্যাডাইয়া পড়ে। এইটারে একটু মানুষ বানাইয়া দেন স্যার।
শিক্ষক : বেটা বেয়াদব। আমি কি গরুর ডাক্তার, না গরুর শিক্ষক? ফাজলামি আর জায়গা পাস না। বেয়াদব কোথাকার…
ছাত্র : স্যার আপনি না ক্লাসে আমাগোর পিটানোর সময় কন_ জীবনে আপনি বহুত গরুরে মানুষ বানাইয়া ছাড়ছেন। সেইটা চিন্তা কইরাই…….
 
শিক্ষক : মানুষ পরিবর্তনশীল এটার প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র : আমি পারব স্যার?
শিক্ষক : বল।
ছাত্র : আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিত তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন, এখন তিনি দুলাভাই।
 
মাষ্টরঃ তোমরা নিশ্চিই বুঝতে পেরেছো মানুষ কি ভাবে সৃষ্টি হয়েছে ?
এক ছাত্রঃ কিন্তু মাষ্টার মশাই বাবা যে বললো আমাদের সৃষ্টি হয়েছিল বানরের থেকে ।
মাষ্টারঃ এ বিষয়ে আমি কিছু বলতে চাই না । কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার
 

Users who are viewing this thread

Back
Top