What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

দেবশ্রী - এক স্বর্গীয় অনুভূতি (3 Viewers)

জুপিটার দা, আশা করি ভালো আছেন। দেবশ্রী-কৌশিকের আপডেটটি পড়লাম আজকে আবার।আমার কাছে মনে হয়েছে,আপনার লেখার সবথেকে ভালো দিক টা হলো আপনি বাস্তবতার একদম কাছ দিয়ে গল্প লিখে যান।
সুন্দর শহর কিংবা এটা দুটোই বাংলা ইরোটিকা জগতের উজ্জলতম তারা।
তবে মা-ছেলের পরমতম মিলনের পর গল্পগুলো সাধারণত আগ্রহ/খেই হারিয়ে ফেলে। আপনার ক্ষেত্রে তা ব্যাতিক্রম। সুন্দর শহরের প্রথম মিলন থেকে হাজার গুণে ভালো লেগেছে দেবশ্রী-কৌশিকের মিলন। আর মিলন পরবর্তী দুজনের সাইজোলজিও মারাত্মক ভাবে মানানসই।
তবে সুন্দর শহরে যেমন সুমিত্রাকে সঞ্জয় একান্তই নিজের করে নিয়েছে এখানে এরকম কোনো সম্ভাবনা আছে কি না?
এরকম একটা মিলন হলে ভালো হবে মনে হয়, যেখানে সব বাধা পাশ কাটিয়ে, সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে দেবশ্রীকে একান্ত নিজের করে নিবে কৌশিক।
আর এই পর্বেও বরারবরেও মত মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন আপনি।

এর আগে একবার বলেছিলেন, দেবশ্রী-কৌশিকের গল্প কিভাবে এগুবে। এ পর্যায়ে সামনের দিনগুলোতে কি হতে পারে তার একটা ধারণা দেওয়া যায় কি?
আর এবছর মাত্র ২ টি আপডেট এসেছে সম্ভবত, পরবর্তী আপডেট কবে নাগাদ আসবে একটু জানিয়ে দিন দয়া করে।

ধন্যবাদ ও শুভকামনা।
 
যে ভয় পায়, তার জন্য সময় খুব দ্রুত,
যে দুঃখে থাকে, তার জন্য সময় খুব দীর্ঘ,
যে অপেক্ষায় থাকে, তার জন্য সময় খুব ধীর-গতির,

কিন্তু যে মন থেকে ভালোবাসে তার জন্য সময় অনন্তকাল।

এই গল্পটা হৃদয়ের অনেক কাছের, অনেক ভালোবাসার একটা গল্প। তাই বারে বারে ফিরে আসি এই আশায়, আপডেট এলো কিনা। কিন্তু প্রতিবারই ভগ্নহৃদয়ে ফিরে যাই। লেখক মহাশয় কাজের চাপে অনেক ব্যস্ত। তাই তাকেও কিছু বলতে পারিনা। হাজার হলেও তিনি কোনো কিছুর বিনিময় ছাড়াই এই মাস্টারপিসটির ২২ টি পর্ব উপহার দিয়েছেন। কিন্তু এই মন যে বড় অশান্ত, বড় চঞ্চল। এতকিছু মানতে চায়না। তাই লেখকের কাছে করজোড়ে মিনতি ও অনুরোধ, অনেক অনেক দিন তো হয়ে গেলো। এবার কী একটা আপডেট দেয়া যায় না প্লিজ? এই অশান্ত, অতৃপ্ত, তৃষ্ণার্ত হৃদয়ে একটু জল পড়ুক না সেই আপডেট পেয়ে। একটু তৃষ্ণা মেটাই। অপেক্ষার দিনগুলো এবার ফুরোক? জুপিটারের জাদুকরী কলমের ঝড়ে আমরা লণ্ডভণ্ড হই আবার, আরেকবার? খুব বেশী কিছু কি চাওয়া হয়ে গেলো জুপিটার দা ?
 
দাদা। অনেকদিন তো অপেক্ষা করলাম। আর কতো অপেক্ষা করবো বলেন?প্লিজ প্লিজ নেক্সট আপডেটটা দিয়ে দিন।
 
জুপিদা একটা রিপ্লাই ও কি দেওয়া যায় না? এতদিন হয়ে গেলো আপডেট তো দূরের কথা আপনার দেখাই নাই!
🥲
 
জুপিটার দাদা কী ওয়েব সাইট আছে।যদি কারো কাছে থেকে থাকে তো কেউ দয়া করে লিংকটা শেয়ার করবেন
 
ভাই গল্প লিখে কেউ এখানে পয়সা পায় না তাই আমরা কাউকে জোর করতে পারি না জুপিটার একটা পার্সোনাল লাইফ আছে। সবাই তার জীবনে ব্যস্ত
ব্যস্ততার মধ্যে সময় বের করে গল্প লেখা ভাই
সময় আর মাথা দুটোই লাগে আমরা জুপিটার দাকে
আপডেটের জন্য রিকোয়েস্ট করতে পারি বাট গালি দিতে পারি না তার যখন লেখা হবে সে নিজেই আপডেট দিয়ে দেবে আমরা তাকে গালি দিয়ে যেন নিজের পরিচয় না দি,
 
কমেন্ট দেখে ভদ্র ঘরের সন্তান বলে মনে হচ্ছে না। এরকম অহেতুক গালাগালি করার কারণ কী Ronaldo সাহেব? নিজের নামটাও আইডি তে দেয়া নাই। একজন স্টারের নাম ব্যবহার করে নিজের হীন কাজ দ্বারা তার নামটাও কলঙ্কিত করছেন। বিবেক বলতে কি কিছু আছে আপনার??
 
যে ভয় পায়, তার জন্য সময় খুব দ্রুত,
যে দুঃখে থাকে, তার জন্য সময় খুব দীর্ঘ,
যে অপেক্ষায় থাকে, তার জন্য সময় খুব ধীর-গতির,

কিন্তু যে মন থেকে ভালোবাসে তার জন্য সময় অনন্তকাল।

এই গল্পটা হৃদয়ের অনেক কাছের, অনেক ভালোবাসার একটা গল্প। তাই বারে বারে ফিরে আসি এই আশায়, আপডেট এলো কিনা। কিন্তু প্রতিবারই ভগ্নহৃদয়ে ফিরে যাই। লেখক মহাশয় কাজের চাপে অনেক ব্যস্ত। তাই তাকেও কিছু বলতে পারিনা। হাজার হলেও তিনি কোনো কিছুর বিনিময় ছাড়াই এই মাস্টারপিসটির ২২ টি পর্ব উপহার দিয়েছেন। কিন্তু এই মন যে বড় অশান্ত, বড় চঞ্চল। এতকিছু মানতে চায়না। তাই লেখকের কাছে করজোড়ে মিনতি ও অনুরোধ, অনেক অনেক দিন তো হয়ে গেলো। এবার কী একটা আপডেট দেয়া যায় না প্লিজ? এই অশান্ত, অতৃপ্ত, তৃষ্ণার্ত হৃদয়ে একটু জল পড়ুক না সেই আপডেট পেয়ে। একটু তৃষ্ণা মেটাই। অপেক্ষার দিনগুলো এবার ফুরোক? জুপিটারের জাদুকরী কলমের ঝড়ে আমরা লণ্ডভণ্ড হই আবার, আরেকবার? খুব বেশী কিছু কি চাওয়া হয়ে গেলো জুপিটার দা ?
প্রিয় জুপিটারদা, এই কমেন্টটা করেছিলাম প্রায় ৭৫ দিন পার হলো। অপেক্ষা করতে করতে হৃদয়টা ধু ধু মরুভূমির মত তৃষ্ণার্ত হয়ে খা খা করছে। অনেক সময় তো পার হলো, এবার একটু তোমার জাদুকরী হাতের লেখা দিয়ে শ্রাবণের জল হয়ে আমাদের একটু ভিজিয়ে দাও না প্লিজ। আর কত ধৈর্যের পরীক্ষা নেবে আমাদের?? এতটা কষ্ট দিও না প্লিজ। এবারে আপডেট টা দাও না প্লিজ।
 
শ্রদ্ধেয় লেখক মহোদয়, আপনার লেখা পাওয়া জন্য অধীর অপেক্ষায় আছি, যদি না আসেন বলে দিন আর কিছু পাবার আশা করবো না,
লেখা পড়ে চলে যাবেন না, কিছু বলে মান, ,

ধন্যবাদ সেই মহান লেখককে
 

Users who are viewing this thread

Back
Top