What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

চলুন জানি কিছু অজানা অপারেটিং সিস্টেম সম্বন্ধে। Linux as an Operating System (1 Viewer)

choto79

Forum God
Elite Leader
Joined
Mar 8, 2019
Threads
2,943
Messages
228,911
Credits
1,182,315
Euro Banknote
Strawberry
Doughnut
Billed Cap
Hamburger
Tokyo Tower
Windows XP, কে না যানে, আমরা যারা বেস কিছুদিন অর্থাৎ ১৯৯০-২০০০ সাল বা কিছু আগে থেকে কম্পিউটার ব্যবহার করে আসছি, এটা তাদের কাছে অতি পরিচিত একটা নাম, কারন আমার মত অনেকের কম্পিউটার হাতে খরি Windows XP দিয়ে, তারপর মাইক্রোসফট এর বহুল প্রচলিত Windows 7 and Windows 10 সাধারনের ভালবাসা পায়।
কিন্তু আপনারা জানেন কি এই Microsoft এর তৈরি Windows ছারাও আরেকটি অল্প পরিচিত বা সাধারনের অজানা অপারেটিং সফটওয়্যার আছে যেটি ছাড়া বর্তমান সময় অ এই সময়ের ইন্টারনেট এর দুনিয়া অচল, এবং সেই Operating System হল এই Linux.

Linux, এটি একটি Open Source, Free to use ও সুরক্ষিত OS.


আপনি হয়ত ভাবছেন এটা কি, বা কোথায় বা কে ব্যবহার করে এটি, এটি ছাড়া ইন্টারনেট কেন অচল।

আসুন একটু যেনে নেই।

আমি আপনি হয়ত এটি আমাদের ঘরের কম্পিউটার বা ল্যাপটপে এটি ব্যবহার করি না, তাহলে?????

ইন্টারনেট বলতে আমরা কি বুঝি, যেমন ইন্টারনেট অর্থাৎ Google, FaceBook, Youtube, Tuiter , বা আমাদের এই NirjonMela.com তাই না,
আর এগুল চলে কোথা থেকে?? অতি সহজ, সার্ভার তাই না! তাহলে বলুন তো সেই সারভারে কি OS ব্যবহার হয়????
সেই সার্ভারে ব্যবহার হয় Linux,
জানেন কি, আপনি যে Android ফোন ব্যবহার করছেন, সেটাও আসলে একটা Linux.
আপনি যে Smart Watch ব্যবহার করছেন, তার OS সেটিও Linux.
এবং সবচে বড়, আমরা Smart Device বলে যা জানি, তার সবার মস্তিস্ক হল এই লিনাক্স।


তাহলে আমরা আমাদের ল্যাপটপ বা পিসি সেখানে লিনাক্স ব্যবহার করি না কেন??????
কারন আমাদের অভ্যাস, হাঁ, ওই যে বললাম, আমাদের হাতে খরি Windows XP, তাই তারপর আমরা সেই থেকেই আমাদের দৈনন্দিন জিবনে Windows OS ব্যবহার করে আসছি।

এত হল Linux এর পরিছয় পর্ব।

এখানে কিছু বিখ্যাত Linux OS er ScreenShot দিলাম, আপনাদের ভাল লাগলে আরও বিস্তারিত আলোচনা করব।

Ubuntu OS

এটি সরবাধিক প্রচলিত একটি Linux, এর সবচে বড় বিশেষত্ব হল প্রচুর অন্ন Linux একে ভিত্তি করে তৈরি।

Ubuntu-Linux.png


উবুন্তু এর পর সবচে প্রচলিত হল এই Linux Mint,
মজার বাপার এই যে এই Linux আসলে Ubuntu এর অপর ভিত্তি করে তৈরি।

Linux-Mint.png


Elementary OSযারা Apple এর MAC OS দেখেছেন বা ব্যবহার করেছেন তারা
এটিকে সহজেই
আপন করে নিতে পারেন তাই এটি অনেকের কাছে প্রিয়।

elementary-OS.png


Kali Linux, এটি একটি খুবি বিখ্যাত বা কুখ্যাত linux কারন যারা কম্পিউটার
হাকিং এর সাথে জুক্ত এটি তাদের একটি হাতিয়ার বলা যায়।

kali.png


Puppy OS, বলাহয় এটি যে কোন ধরনের কম্পিউটার এ চলতে সক্ষম
সে আজ থেকে ৫০ বছর পুরনো পেন্টিয়াম ২ হোক Ram ১২৮ এম বি হোক

puppy.png
 
আসুন একনজরে দেখেনেই Microsoft Windows এর সাথে এই Linux এর কি কি পার্থক্য।

১. Paid, অর্থাৎ এটি ব্যবহার করার জন্য আমাদের এটি কিনতে হয়, অথবা এটি Pirated বলে গণ্য হয়।.১. Free, হ্যাঁ, এটি সম্পূর্ণ বিনামুল্লে আপনি যত খুসি, যতগুলি খুসি PC তে এটি ব্যবহার করতে পারেন।
২. Closed Source. অর্থাৎ এর সমস্ত development Code সুধু একটি সংস্থায় সীমাবদ্ধ।২. Open Source. এর সমস্ত Code সবার জন্য উন্মুক্ত, এবং কেউ চাইলে তার নিজের প্রয়জনে এটি পরিবর্তন কর নিতে পারেন।
৩. Virus সমসসা, অর্থাৎ আপনার PC সবসময় একটি Virus সঙ্ক্রমনের ভয়ে থাকে, আর সুরক্ষার জন্য আবার টাকা খরছ করে AntyVirus ব্যবহার করতে হয়।৩. No Virus. কারন প্রচলিত সব Virus Windows এর জন্য তৈরি, তাই সেগুলি এর কোন ক্ষতি করতে পারে না, তাই কোন AntyVirus এর প্রয়োজন নেই।
৪. Stability. অনেকের বেক্তিগত অভিজ্ঞতা আছে, Windows Hang, the Blue Screen of Death. এবং আরও অন্যান্য সমসসা যা আমরা প্রায় সন্মুখিন হই।৪. Highly Stability, অর্থাৎ Hang হয় না, বিনা format বা Reinstall করে বছরের পর বছর চালিয়ে যেতে পারেন, কোন সমসসা নাই।
৫. Hardware Requirment, অর্থাৎ বর্তমান Windows 10 চালাতে আপনাকে নতুন প্রসেসর ৪ জিবি র‍্যাম, ইত্যাদি অনেক বেসি নতুন hardware প্রয়োজন হয়, এবং আপনার কাছে যদি পুরান পেন্টিয়াম ৪ /৩ PC বা পুরাতন ল্যাপটপ থাকে সেখানে নতুন Windows 10 সঠিক ভাবে চলতে পারে না।৫. Hardware Requirement এখানে খুবি কম, অর্থাৎ আপনার নতুন পিসি অবশ্যই linux খুব ভাল চলবে কিন্তু আপনার পুরাতন হয়ে যাওয়া পিসি গুলকে আপনি নতুন জীবন দিতে পারেন, Puppy linux, AntiX Linux জেনন পুরাতন পেন্টিয়াম ৩/৪ ২৫৬ MB র‍্যাম নিয়ে চলতে সক্ষম।
৬. Cost a lots of money হ্যাঁ, সুধু উইন্ডোজ কিনলে হবে, সাথে আপনাকে কিনতে হবে অফিস সফটওয়্যার, Adobe এর যা দাম, সবি কিনতে হয় নাহলে চুরি করে Pirated ব্যবহার করতে হয়।৬. আবার এখানে আপনি সব ধরনের Paid Software এর কিছু না কিছু সম্পূর্ণ বিনা খর্চায় সফটওয়্যার পেয়ে যাবেন। নিচে একটা পুর লিস্ট দেব যেখানে windows এর Paid Software এর ফ্রী Linux Vertion গুল দেব। দেখবেন তারপর বুঝতে পারবেন।
 
খুবই চমৎকার হয়েছে, মামা।
যেটুকু দিয়েছেন তাতেই অনেক নতুন কিছু জানতে পেরেছি। এই ব্যাপারে আরো জানার আগ্রহ বেড়ে গেলো। আপনি দিতে থাকুন, মামা। চমৎকার এই থ্রেডটা চালিয়ে নিবেন সে প্রত্যাশা রাখছি...
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এরকম সুন্দর একটা থ্রেড চালু করার জন্য !
 
এবার একবার দেখেনেই আমাদের দৈনন্দিন বাবহারের কিছু Software যা দুটো যায়গায় ফ্রী পাওয়া যায়
এবং কিছু অতি প্রয়োজনীয় সফটওয়্যার যা Windows vertion Paid ও এদের Linux Free Alternative.






১. Google Chrome : Windows / Linux Free
২. Mozilla Firefox : Windows / Linux Free
৩. Opera Browser : Windows / Linux Free
৪. VLC Media Player : Windows / Linux Free
৫. 7Zip : Windows / Linux Free
৬. qBitTorrent : Windows / Linux Free

ও আরও অন্যান্য।


Windows
Linux
Microsoft Office Libre Office/ Open Office ( Pree install )
Anty Virus ( So Many) Not Needed
Adobe AuditionAudacity
Adobe Premium Pro / Pinacle StudioOpen Shot / Kdenlive / DaVinci
Adobe PhotoshopGimp / Blender
WinRarArchive Mannager
 
বর্তমানে আমি প্রধানত Windows 10 ব্যবহার করি ঠিক, কিন্তু আমি আমার পুরাতন একটি ল্যাপটপ এ একটি
বিশেষ Linux ব্যবহার করি, যেটি হল MX Linux, কারন ল্যাপটপ টি অনেক পুরনো, Windows 10 সেটাতে চলে
না, Windows XP/Windows 7 বর্তমানে End of Life, তাই এখানে নতুন সফটওয়্যার install করা সম্ভব নয়। আপনি
Windows XP তে Latest Version of Firefox/Chrome, Antyvirus কিছুই চালাতে পারবেন না, Windows 7 বর্তমানে

এগুল চলছে, কিন্তু আগামিতে চলবে না,
আমার ল্যাপটপ টি Pentium Dual Cote 1.3 Ghz, 2GB Ram, Intel G31 Integrated Grafix, অর্থাৎ Windows 10
এর জন্য এটি অযোগ্য, কিন্তু MX Linux দিব্বি চলছে, এর Latest Version 19.1 , Preinstalled with Libre Office Suite
Firefox Latest Version, PDF Reader সমেত খুব সুন্দর কাজ করছে, আমি Google Chrome, qBitTorrent ও কিছু

দরকারি সফটওয়্যার লোড করে নিয়েছি, নিত্য দিনের বাবহারে কোন সমস্যাই হচ্ছে না।

MX-Linux.png
 
আরও কিছু প্রচলিত Linux সমগ্র।


1. Fedora


fedora.png



2. Zorin OS

zorin-OS.png



3. Pop OS ( System76 )

Pop-OS.png


4. Debian OS

Debian.png



5. Arch Linux

arch-KDE.png
 
যদি কেউ জানতে চান, কিকরে আপনি আপনার ল্যাপটপ বা পিসিতে Linux Instal করবেন বা কিভাবে ব্যবহার করবেন
আপনারা অবশ্যই এখানে সেটি আমাকে যানাতে পারেন বা কোন প্রশ্ন থাকলে সেটিও এখানে জিগ্যেস করতে পারেন।
 
বাহ, দারুন তথ্যবহুল থ্রেড খুলেছেন মামা। কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্বন্ধে এই তথ্যগুলো একেবারেই অজানা ছিলো। আরো বিস্তারিত কিছু থাকলে পোস্ট করেন মামা। বিশেষ করে এটা ইন্সটল করার পদ্ধতি ও এতে যে প্রয়োজনীয় ফাইলগুলো প্রস্তুত করা হবে তা windows দ্বারা চালিত কম্পিউটারে চলবে কিনা... এমন আরো বিস্তারিত তথ্য
 

Users who are viewing this thread

Back
Top