What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মন্দের ভালো by nextpage (1 Viewer)

Ochena_Manush

Special Member
Elite Leader
Joined
Aug 12, 2022
Threads
503
Messages
28,699
Credits
547,458
LittleRed Car
Automobile
Strawberry
Audio speakers
স্মৃতিচারণ




পড়ার টেবিলে বসা ছেলেটির ছোট কিপ্যাড মোবাইলের স্ক্রিনে উন্মত্ত যৌন লীলার ভিডিও চলছে। বয়সে অনেক বড় লোকটার প্রকান্ড লিঙ্গটা বাচ্চা মেয়েটার যোনীছিদ্রে বারবার ঢুকছে আর বেরোচ্ছে। লোকটার লিঙ্গটা মেয়েটার প্রথম সঙ্গমের রক্তে লাল হয়ে আছে। হাত দিয়ে মুচড়ে দিচ্ছে মেয়েটার টেনিস বলের মত স্তন গুলো। মেয়েদের স্তন খোলাখুলি আজই প্রথম দেখতে পাচ্ছে ছেলেটি। যতটুকু মনে পড়ে শৈশবে নিজের মায়ের স্তন ছাড়া আর কারোরটা এত পরিষ্কার কখনো দেখা হয়নি। হাতের মুচড়ে ধবধবে সাদা স্তন দুটো রক্তিম হয়ে উঠেছে। লোকটা একবার তার লিঙ্গটা পুরো বের করে আবারও আগের থেকেও জোরে ভিতরে ঢুকিয়ে দিলো। মেয়েটার গগনবিদারী চিৎকারে কানে গুজা হেডফোনে মাথাটা ঝা ঝা করে উঠছে।

অপলক দৃষ্টিতে স্ক্রিনে ঘটে যাওয়া ঘটনা গুলো প্রত্যক্ষ করে যাচ্ছে। আচ্ছা কারও লিঙ্গ কি আসলেই এত বড় হতে পারে। মোবাইল হাতে বসা ছেলেটির নিজের মনে প্রশ্ন করে উঠে। কৌতূহল বশত নিজের হাত চলে যায় প্যান্টের ভিতর। নিজের উদ্ধত লিঙ্গে হাত বোলাতে থাকে। কিন্তু না ভিডিও র লোকটির মত ওত বড় নয় তার। সে ভাবে লোকটি হয়তো বয়সে বড় তাই তার লিঙ্গও বড়। সে যখন বড় হবে তখন তারটাও এমন বড় হবে হয়তো। হাত বোলানোর ফলে নিজের শরীরের সব রক্ত বিন্দু যেন সব তার লিঙ্গের দিকে ছোটো যাচ্ছে। এ এক অসহ্য সুখ।ছেলেটি একমনে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। তার পেছনের ছায়ামূর্তি টা সম্পর্কে তার কোন জ্ঞান নেই। ছায়ামূর্তি টা দাড়িয়ে দাড়িয়ে ছেলেটির কর্মকান্ডে নজর রাখছে।

-জানোয়ার ছেলে কোথাকার এই দিন দেখার জন্য তোকে বড় করছি, তর এত অধপতন হয়েছে। তোকে আজ মেরেই ফেলবো।
বলেই হাতের সামনে থাকা বিছানা ঝারার শলার ঝাড়ুটা ধপাধপ মারতে থাকে ছেলেটির পিঠে। অতর্কিত পিটুনির চোটে হাত থেকে মোবাইলটা ছিটকে চলে যায় টেবিলের নিচে। দুহাত দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে থাকে। কিন্তু অপরদিকে রেগে চন্ডীমূর্তি ধারণ করা নারীর কাছ থেকে সহসাই মুক্তি পাওয়া অসম্ভব। ঝাড়ুর শলা গুলো ফুটতে শুরু করেছে সারা শরীরে। যন্ত্রণায় কুঁকড়ে ওঠছে ছেলেটির মুখ।

-মা, মাআআআ, ও মাআআ আর মেরো না। আর এমন ভুউউভুল আররর হবে না। মাগো খুব লাগছে আমা....মার। প্লিজ মাআআ তোমার পা ধরছি।

ছেলের আকুতির দিকে কোন খেয়াল নেই। রক্ত আজ মাথায় উঠেছে। ছেলে যে এভাবে নষ্ট পথে চলে যাচ্ছে সেটা কল্পনাতেও ভাবতে পারে নি। চোখ মুখ লাল হয়ে আছে, যেন গরম ভাপ বের হচ্ছে নাক মুখ দিয়ে। প্রায় মিনিট পাঁচেক পর থেমে হাত থেকে ঝাড়ুটা ছুড়ে মারে। হাঁপাতে থাকে এই মিনিট কয়েকের চোটপাটে।

-এই মোবাইল কোথায় পেয়েছিস তুই৷ এসব ছাইপাঁশ কবে থেকে শুরু করলি তুই। এমন দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন। ছি ছি এসবের জন্য লেখাপড়া শেখাচ্ছি তোকে। আজ আসুক তোর বাবা, সে এটার হ্যাস্ত ন্যস্ত করবে।(যন্ত্রনায় কাঁদতে কাঁদতে) মা, আর এমন হবে না। প্লিজ তুমি বাবাকে কিছু বলো না। বাবা আমাকে মেরেই ফেলবে। তোমার পায়ে ধরি আর এমন হবে না। এই মোবাইল এখনি আমি ফেলে দিয়ে আসছি।

হন্তদন্ত হয়ে মোবাইল টা খুঁজতে থাকে বাবু। টেবিলের নিচ থেকে ব্যাকপার্ট খুলে যাওয়া মোবাইলটা কোন ক্রমে একত্রে করে হাতে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বেশ দূরে কড়ই তলায় এসে হাঁপাতে থাকে সে। দু হাতের কয়েক জায়গায় ঝাড়ুর দাগ ফুটে উঠেছে। শলার ফুটে যাওয়া জায়গা গুলো দিয়ে রক্তের ছোট বিন্দু দেখা যাচ্ছে। জামার নিচে এমন আরও কত গুলো আছে কে জানে। অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে, দাগের জায়গা গুলোতে রক্ত জমে গেছে।

সব হয়েছে ঐ জয়ের জন্য ভাবতে থাকে বাবু। ওর পাল্লায় না পড়লে আজ এমনটি ঘটতো না। বারবার না করেছিল মোবাইলটা দিতে তারপরও জোর করে মোবাইলটা ব্যাগে ভরে দিয়ে বললো ভিডিও গুলো দেখতে অন্যরকম ফিলিংস হবে। আর ঐ জয়কে দোষ দিয়েই লাভ কি, বাবুর নিজেরও তো কেমন একটা আকর্ষণ হয়ে গিয়েছিল। নইলে মোবাইল টা ব্যাগ থেকে বের করে এসব ভিডিও দেখতে যাবে কেন। সত্যি বলতে অবৈধ জিনিসের প্রতি টান টা বরাবরই বেশিই থাকে। না বাবা যার মোবাইল তাকেই ফিরিয়ে দেই। আজ কপালে কি আছে কে জানে। বাবা বাসায় আসলে মা যদি সব বলে দেয় তবে আর রক্ষে নেই। আজ ওর মরা মাত্র বাকি, কেন যে এই কাজ টা করতে গেলো। এখন আফসোস করে চলেছে। জয়ের বাসার দিকে দৌড়াতে শুরু করে। হেঁটে গেলেই পাঁচ মিনিটের পথ, দৌড়ে মিনিটের মাঝেই পৌঁছে যায় বাবু। জয়ের ঘরে ঢুকে মোবাইলটা ছোড়ে মারে ওর বিছানায়।

-শালা তোর জন্য আজ আমাকে এত মার খেতে হলো।

-(শোয়া থেকে উঠে বসে) আমি আবার কি করলাম রে। আমার উপর চেচাচ্ছিস কেন?

-তোর পাল্লায় পড়ে ওসব ভিডিও দেখতে গিয়ে আজ মায়ের কাছে ধরা খেয়েছি। কি মার টাই না খেলাম। দেখ হাতে পিঠে দাগ পড়ে গেছে।(জামাটা উঠিয়ে পিঠ দেখায়)আমার দোষ কি? তুই দরজা বন্ধ করে নিলি না কেন। শালা মনে রাখবা চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা।

-আর জ্ঞান বাক্য ঝারতে হবে না তোর। তুই রাখ তোর মোবাইল৷ আমার কপালে কি আছে কে জানে। বাবাকে বলে দিলে আমি তো শেষ। এখন যাই রে। বাসায় গিয়ে বই নিয়ে বসে পরি। এতে যদি একটু কাজ হয়।

ভীত মনে চোরের মত বাসায় ঢুকে নিজের রুমে চলে যায় বাবু। পরিস্থিতি বুঝার জন্য দরজা একটু ফাঁক করে চারদিকে চোখ বুলায়। রান্না ঘরের দিক থেকে কান্নার একটা আওয়াজ কানে আসে। চুপি চুপি পা টিপে রান্না ঘরে দিকে এগিয়ে যায়। এবার নিশ্চিত মা কান্না করছে। মাথা নিচু করে পাশে গিয়ে দাড়ায়।

-মা, ও মা। এমন ভুল আমি আর কখনো করবো না। তুমি কেঁদো না মা। দরকার হলে তুমি আমাকে মারও তবু আর কেঁদো না। প্লিজ মা এবারের মত ক্ষমা করে দাও।(কন্ঠ ভার হয়ে আসে)

-(লম্বা দম টেনে ছেলের দিকে তাকিয়ে) এক্ষুনি যা এখান থেকে নইলে আমার হাতে কোন অনর্থ হয়ে যাবে বলে দিলাম। ইচ্ছে হচ্ছে গরম খুন্তি তর পিঠে বসিয়ে দেই।

মায়ের এমন চন্ডী রূপে ভয় পেয়ে যায় বাবু। ছোট পা ফেলে বেরিয়ে যায় রান্না ঘর থেকে। নিজের রুমে গিয়ে টেবিলে বই খুলে বসে পড়ে। সন্ধ্যায় বাবা অফিস থেকে বাসায় ফিরে আসে। নিজের রুমে যাবার আগে একবার ছেলের রুমে উকি দিয়ে তো হতবাক, একি দেখছে সে।

-কিগো অঞ্জলি আজ কি আমি নেশা করে এসেছি নাকি ঠিক দেখছি। ছেলে আমার এই সময়েই পড়তে বসে গেছে। ঘটনা কি?

-(মায়ের চড়া গলা শুনতে পায় বাবু) কিছু তো ঘটেছেই। আগে জামা কাপড় পাল্টে বসার ঘরে এসো, সব বলছি।
মিনিট বিশেক পর বাবার ডাক শুনতে পায় বাবু।

-বাবু একবার এদিকে আয় তো।

বাবু তো মনে মনে আধমরা হয়েই আছে, আজ ওর কপালে কি আছে সে যেন সব দেখতে পারছে। হাত পা এরইমধ্যে কাঁপতে শুরু করছে। কাচুমাচু হয়ে কোন মতে বাবার কাছে গিয়ে দাড়ায়।
 
Last edited:
বর্তমান
[HIDE]


এলার্ম-ঘড়ির প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় রুদ্রর। মাথা ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ। এ মা রাতে ঘুমানোর সময় তো এলার্ম দিলাম সকাল ৭ টার এটা এখন ৮ টা হয়ে গেল কি করে। ধড়ফড়িয়ে উঠে বসে রুদ্র। আজ যদি ঠিক টাইমে মিটিংয়ে এ্যাটেন্ড না করতে পারে তবে বসের ঝারি তো শুনতেই হবে সে সাথে সামনের মাসে যে প্রমোশন হবার কথা সেটাই হাত ছাড়া হবে। কোনমতে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বাইকে করে অফিসের দিকে রওনা দেয় সে। শহরের পিক আওযারের জ্যামের কথা যত না বলা যায় ততই ভাল। এই ভোগান্তি কাটাতে গত মাসে বাইকটা কিনতেই হলো। বেশি জ্যাম থাকলে আইন কে বুড়ো আঙুল দেখিয়ে ফুটপাতে বাইক উঠিয়ে ছুট দেয় অফিসের দিকে।

আজ অফিসে কিছু ইন্টার্ন জয়েন করবে। আজ ওদের কে একজন প্রজেক্ট ইনচার্জের কাছে হ্যান্ড ওভার করা হবে আর ওদের সাথেই নতুন একটা প্রজেক্ট নিয়ে মিটিং। হুড়মুড় করে কনফারেন্স রুমে ঢুকতে গিয়ে রুদ্র হতবাক, সে ছাড়া বাকি সবাই যে মিটিং এ হাজির হয়ে গেছে। বসের মুখশ্রী দেখেই বুঝে গেছে আজ কি হবে। আচ্ছা দুনিয়ার সব বস গুলোই কি দেখতে এমন হয়। কেমন একটা যেন দেখেই মনে হয় রগচটা আর ভোঁতা মুখ। যেন জন্মের পর কখনো হাসে নি।

-লেটস মিট উইথ আওয়ার মোস্ট ট্যালেন্ট এমপ্লয়ি মি. রুদ্র। হি ইজ এ জিনিয়াস বাট ক্যায়াররেস এবাউট টাইম। অল অব নিউ ইন্টার্ন ডু দেয়ার ওর্য়াক আন্ডার হিম। ইউ মাস্ট ট্রাই টু টেক সাম বেসিক নলেজ ফ্রম হিম। আই থিংক রুদ্র ইজ এ পারফেক্ট চয়েজ ফর অব অল ইন্টার্ন।

রুদ্র যেন স্বপ্ন দেখছে। আজ একি রূপ দেখলো বসের। সবার সামনে কোথায় ভেবেছিল আজ অপমানিত হবে উল্টো প্রশংসার বৃষ্টিতে ভিজিয়ে দিলো পুরো৷ একটু আগেই যে বসকে মনে মনে গালি দিচ্ছিলো এখন সেই বসের সাখে হাসি মুখে হ্যান্ডশেক করছে। বস কে থ্যাংকস জানাচ্ছে। পঞ্চাশ জন ইন্টার্ন ওর আন্ডারে কাজ শিখবে। অনেক গুলো মেয়ে আছে ইন্টার্ন দের মাঝে শিকারী যেমন শিকারের তালাস চালায় সেইভাবে চোখ ঘুরতে থাকে সবার দিকে। তবে একজন কে আলাদা করেই চোখে পড়লো রুদ্রর। সাদা শার্ট আর কালো প্যান্ট সাথে হিল জুতো, বব কাটিং চুল, চিকন ফ্রেমে চশমা, কানে নরমাল পালকের দুল সবকিছু মিলিয়ে পুরো ঝাকাস। আরেকটু নিচের দিকে চোখ দিতেই মেয়েদের আসল সৌন্দর্য কলার বোনের আরেকটু নিচেই মাঝারি আকারের স্তনের দেখা পায়। এতদিনের অভিজ্ঞতায় রুদ্র বুঝতে পারে পুশআপ ব্রায়ের ব্যবহারে স্তন দুটোকে একটু উদ্ধত দেখাচ্ছে। তবে শেইপ টা চোখে পড়ার মতই। চোখ বন্ধ করে একবার স্তনগুলোকে কল্পনা করে নেয় রুদ্র শার্টের ভিতর থেকেই চুম্বকের মত আকর্ষণ করে যাচ্ছে। চিকন কোমড়ের সাথে মানানসই হালকা উঁচু নিতম্বের কম্বিনেশন। চেহারাটার মাঝেই একটা সেক্সি সেক্সি ভাব আছে। সাদা কাচের দেয়াল ভেদ করে হঠাৎ খেয়াল করলো মেয়েটি ওর রুমের দিকেই এগিয়ে আসছে। ডান হাতের ঘড়িটাতে আলো পড়ে সেটা চোখে লাগছে। ভদ্রতার খাতিরে নজর সরিয়ে নেয় রুদ্র। দরজা টা খোলা ছিল আগে থেকেই, হিলের শব্দ টেবিলের সামনে এসে থেমে যায়। বাধ্য হয়েই সামনে তাকাতেই হয়।
-হ্যালো স্যার, আমি তনয়া নিউ ইন্টার্ন। আপনার মত এক ট্যালেন্ট মানুষের আন্ডারে কাজ করতে পারবো জানতে পেরে খুবই ভালো লাগছে। সবাই বলা বলি করছে বর্তমান সময়ে আপনার মত জিনিয়াস খুব কম আছে। গত বছরে আপনার হাত ধরেই অনেক গুলো প্রজেক্টে কাজ করছে এই কোম্পানি।

-আরে না। ওসব বাড়িয়ে বলছে৷। আমি বাকিদের মতই সাধারণ। তবে চেষ্টা করবো নিজের সবটুকু দিয়ে তোমাদের কিছু সেখাতে।

-সেটা আপনার বদান্যতা। আপনি নিজে কিছু শেখাবেন সেটাই অনেক কিছু। ধন্যবাদ স্যার৷

-এসব স্যার স্যার আমার ভাল লাগে না। আমার একটা নাম আছে তো। আমাকে রুদ্র বলেই ডেকো। ফ্রেন্ডলি ওয়েদারে কাজের স্পিরিট বাড়ে সেটাই আমি বিশ্বাস করি।

-রিয়েলি! ইউ আর সো ফ্রেন্ডলি, আই উইল ট্রাই। এখন ডেস্কে যাই।

যাবার আগে দুজনের হ্যান্ডশেক হয়। রুদ্রের জহুরি চোখ বুঝতে পারে এই সেক্সি তো পটেই আছে। কথা বলার ফাকে যেভাবে ঢলে পড়ছিলো, একে বিছানায় তুলতে বেশি সময় লাগবে না। যাক কদিন ধরে অভুক্ত বাঘটার শিকারের ব্যবস্থা হয়ে গেছে।


নেশাতুর মন
কই ভেবেছিল সামনে প্রমোশনে উঁচু পদে এসি ঘরে বসে বসে পা দুলাবে আর বাকিদের উপর রোয়াব ঝাড়বে। কিন্তু বিধাতা তো উল্টো কিছু লিখে রেখেছেন। কদিন ধরে দম ফেলার সময় পাচ্ছে না রুদ্র। নিজের কাজের আপডেট দেয়া সেই সাথে ঐ ইন্টার্ন দের খবর নেয়া ওদের উপর রিপোর্ট তৈরী করা, প্রজেক্ট সাইটে দৌড়াদৌড়ি করা। সারাদিন পর অফিসের চেয়ারে গা এলিয়ে দেয় রুদ্র। কেমন একটা হাসফাস লাগছে, ভিতরে যেন গরমটা আটকে গেছে। উপরের দিকে শার্টের বোতাম গুলো খোলে দিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে চোখ বুজে দেয়৷ গলাটা শুকিয়ে যাচ্ছে, ঠোঁট গুলো রুক্ষ লাগছে। জিভ বুলিয়ে দেয় শুকনো ঠোঁটে। শুকনো ঘামে জিভে নোনতা স্বাদ দেয়। টেবিলে রাখা গ্লাস থেকে ঢকঢক করে জল খেয়ে আবার এলে পড়ে চেয়ারে। ব্যস্ততার চাপে তনয়ার সাথে তেমন ভাবে ঘনিষ্ঠতা টা করা হয়ে উঠলো না। তবে আড় চোখে যে রুদ্রর উপর ওর নজর থাকে সেটা শিকারীর চোখে ঠিকি ধরা পড়েছে। একটু ফুসরত পেলেই শিকার কে বাগে আনতে হবে। মনে মনে বস কে গালি দিয়ে যাচ্ছে। শালা ঐদিন এত সুনাম করে যে এভাবে ফাঁসাবে আগে জানলে আরও দেরি করে অফিসে যেত সেদিন। কত্ত সুনাম করে এভাবে যে কাজের বোঝা টা চাপিয়ে দিবে কে জানতো। ঐদিন যতটা না বসের প্রতি ভালবাসা জেগেছিল আজ তার চেয়ে বেশি রাগ জন্মাচ্ছে। বাগে ফেলে হয়তো আজ মার্ডার করে ফেলবে রুদ্র। শালা দুনিয়ার সব বস গুলোই এত হারামি হয় কেন।

(দরজায় ঠকঠক আওয়াজ)
-স্যার আসবো কি?

রুদ্র অল্প করে চোখ খুলে মুখটা বিকৃত করে ফেলে
-(মাগী আর আসার সময় পেল না) অব কোর্স, কম ইন।

-ডিস্টার্ব করলাম মনে হয়। তুমি দেখা যায় বিশ্রাম নিচ্ছিলে।

-না না, ডিস্টার্ব করবে কেন, বসো। তা কোন কাজ ছিল কি রুপালি?

-(মুচকি হেসে) না তেমন কোন কাজ নেই তাই ভাবলাম একটু কথা বলে আসি
(আড় চোখে রুদ্র ওর দৃষ্টি পরিমাপ করছে)

-ভালই করেছো৷ তা কেমন চলছে দিনকাল।

-যাচ্ছে আর কি। তুমি কিন্তু দিনদিন আরও সুন্দর হয়ে যাচ্ছো। শার্টের উপরের দুটো বোতাম খোলা রাখলে তোমাকে আরও জোশ লাগে।


(আজ আবার মাগীগিরি শুরু করে দিয়েছে) তাই নাকি। আগে বললে না তো কোনদিন। তাহলে সবসময়ই খোলা রাখতাম।(চোখ টিপে বলে যায়)

-আমার কথার ইমপোর্টেন্স আছে তাহলে তোমার কাছে।

-থাকবে না কেন। বরাবরই আছে।

-তাহলে আজ অফিসের পর কি ফ্রি আছো।

-কেন?

-দরকার আছে। ফ্রি থাকলে বের হবার আগে একটা কল করো আমি অপেক্ষা করবো।

-ওকে।

-এখন আসি তাহলে।( সেক্সি হাসি দিয়ে বের হয়ে গেল রুম থেকে)

প্রথম যেদিন অফিসে জয়েন করে সেদিনই রূপালির সাথে পরিচয়। গা পড়া ভাবটা রুদ্রর পছন্দ না। কিন্তু ওটাই রূপালির প্রধান অস্ত্র। প্রথম দিন থেকেই রুদ্রর দিকে হেলে ছিল। একটা টগবগে যুবক এমন মেয়েকে আর কতদিন হেলা করতে পারে, রুদ্রও পারে নি। সেদিন দুপুরে প্রচন্ড বৃষ্টির কারণে চারদিকে রাস্তায় জল থই থই করছে। বিকেলে অফিস থেকে বেরিয়ে দেখে সামনের রাস্তায় হাটু অব্দি জল। বাস গুলোতে মানুষ ঠেসে আছে। জলের জন্য সিএনজি গুলোও আসছে না। হঠাৎ পিছন থেকে রুপালি ডেকে উঠে।

-কি গাড়ি পাচ্ছো না?

-পেলে কি আর দাড়িয়ে থাকতাম।

















[/HIDE]
 
Last edited:
[HIDE]তাই তো। তুমি চাইলে আমার স্কুটিতে যেতে পারো।

-সে যাওয়া যায়।

স্কুটিতে যাবার সময়ই ওর শরীরটা মেপে নেয় রুদ্র। হালকা ভারী স্বাস্থ্য সে সাথে ভারী নিতম্ব স্কুটির সিটে চেপে বসেছে, ভাঙা রাস্তায় স্কুটির সাথে নিতম্বটাও কেঁপে উঠছে বারবার। সামনের দিকে মাঝারী সাইজের দুটো জাম্বোরা ওড়নার আড়ালে নেচে চলেছে যেটা মিররে দেখে চলেছে রুদ্র। হেলমেটের বাইরে থাকা চুল গুলো উড়ে আসছে রুদ্রের মুখে। আজই হয়তো শ্যাম্পু করেছে সেটার সুবাস পাচ্ছে রুদ্র।
মাঝপথেই আবার বৃষ্টি পড়া শুরু হলো৷ অফিস থেকে রুপালি বাসা কাছে তাই বৃষ্টি থেকে বাঁচতে সেখানেই যাওয়া হলো ওদের। দুতলা বাসার উপরের তলায় যাবার জন্য বাইরের দিকে সিঁড়ি ধরে ওরা উপরে চলে যায়। উপরের তলায় তিনটে রুম। বসার ঘরে রুদ্র কে রেখে রুপালি ভিতরের ঘরে চলে যায়। একটু পর একটা তোয়ালে দিয়ে আবার অন্য একটা রুমের দিকে চলে যায়। তোয়ালে দিয়ে মাথা মোছার সময় বাসনের আওয়াজে বুঝতে পারে রুপালি রান্না ঘরে আছে। মাথা মুছে শার্টের দুটো বোতাম খুলে ঘাড়টা মুছতে থাকে রুদ্র। হাতে দুটো কফি মগ হাতে পাশের সোফায় বসে রুপালি। ভিজে এলোমেলো চুল, আধখোলা শার্টে আড়ালে প্রশস্ত বুক, গাঢ় বাদামি রঙের চোখের ছেলেটিকে চোখ দিয়েই শুষে নিচ্ছে রুপালি, এইতো সেই মেয়েদের সুপ্ত মনের কামনার পুরুষ। রুদ্রের চোখ এদিকে পড়তেই নজর ঘুরিয়ে নেয় রুপালি। কফির মগটা এগিয়ে দেয় রুদ্রের দিকে। কফি মগে চুমুক দিতে দিতে রুপালিকে দেখতে থাকে। মাথায় তোয়ালে প্যাচানো। বুকের ওড়না আর নেই। হালকা ভিজে যাওয়া জামাটা বুকের উপর চেপে বসেছে, নিচের ব্রা লাইনগুলো স্পষ্ট বুঝা যাচ্ছে। শ্বাস নেবার তালে তালে স্তন গুলোও উঠা নামা করছে। মেয়েদের চোখ ফাঁকি দেয়া বড্ড কঠিন সে মেয়ে যদি কামুকী হয় কবে তা তো আরও কঠিন। রুপালি এগিয়ে আসে রুদ্রের দিকে।

-কফিটা কেমন হলো বললে না তো।

-বেশ ভালো, কবে আরেকটু মিষ্টি হলে ভালো হতো।

-তাই বুঝি। আমি তো চিনি মেপেই দিয়েছি। তুমি হয়তো মিষ্টি একটু বেশিই খাও হয়তো। দাড়াও মিষ্টির ব্যবস্থা করছি।
কথা শেষ করেই নিজের ঠোঁট দুটো পুরে দেয় রুদ্রের মুখে।
এবার দেখো তো মিষ্টি ঠিক আছে কিনা।

-(অভুক্ত বাঘের কাছে এসে হরিন যেন জিজ্ঞেস করছে খিদে পেয়েছে কিনা) যে মিষ্টি দিলে তারপর আর কফিতে মন বসবে না।

শিকারীর মত ঝাপিয়ে পড়ে রুদ্র। পাগলের মত ঠোঁট চালায় রুপালির ঠোঁটে। সোফাতেই রুদ্রের শরীরের নিচে পিষ্ট হতে থাকে রুপালি। কড়া চুম্বনে দম বন্ধ হবার জোগাড়। ওদিকে রুদ্রের ছাড়ার কোন ইচ্ছেই নেই। দুহাতে যত সরাতে চাইছে ততই আরও শক্ত করে চেপে ধরছে। কিছুক্ষণ পর যখন রুদ্রের ঠোঁট ওকে মুক্তি দিলো তখন হাফ ছেড়ে বাচলো রুপালি।

-পাগল নাকি তুমি?

-পাগলামির কিছুই তে দেখলে না।
বলেই রুপালির ঘাড়ে ঠোঁট বসিয়ে দেয়। হালকা ভিজে ভাবটা রয়েছে সেখানেই জিভ দিয়ে চেটে দেয়৷ জিভের স্পর্শে পুরো শরীর সিউরে উঠে রুপালির। রুদ্রের জিভ ঘাড় থেকে কানের লতিতে পৌছে যায়। কানের মত অনুভূতি প্রবন এলাকায় ধূর্ত শিকারীর আক্রমনে রুপালি আর নিজেকে ঠিক রাখতে পারে না, রুদ্রের মাথা চেপে ধরে নিজের কাধে। রুদ্রের মাথা ধীরে ধীরে নেমে আসে বুকের কাছে। জামার উপর দিয়ে মুখ ডুবিয়ে দেয় রুদ্র। বুকের কাছে জমে থাকা ঘাম বিন্দুতে ঠোঁটের স্পর্শে পাগল হয়ে উঠে পুরো শরীর। লোহা গরম হয়ে গেছে এবার হাতুরি মারার পালা। রুপালিকে বসিয়ে কুর্তিটা টা খুলে নেয় রুদ্র। ব্রায়ের হুক খুলতেই মাঝারী জাম্বুরা দুটো লাফিয়ে উঠে। রুপালির শরীর অবশের মত লাগছে বসে থাকতে পারে না আবার শুয়ে পড়ে সোফার উপরে। ক্ষুধার্ত হায়েনার মত ঝাপিয়ে পড়ে রুদ্র, ডান দিকে স্তনের বৃন্ত টা মুখে পুরে নেয় আর ডান হাতে বাম স্তনে সুড়সুড়ি দিতে থাকে। দুদিকে সাড়াশি আক্রমণে রুপালি বন্দী হরিণীর মত অবস্থা। রুদ্র জিভ বুলিয়ে দেয় বাদামী স্তন বোটায়৷ আর থাকতে পারে না রুপালি ধনুষ্টংকার রোগীর মত বেকে উঠে রুদ্রে মাথা চেপে ধরে নিজের খোলা বুকে। স্তন চটকাতে থাকে সমান তালে, চটকানো স্তনের চামড়ার নিচে রক্ত জমা হতে থাকে। বাচ্চাদের মত চোষণে রুপালির যোনী ভিজে উঠে। রুদ্রের একটা হাত নেমে যায় নিচের দিকে, পায়জামার উপর দিয়ে রুপালির যোনী বেদিতে হাত চালায়। অস্পৃশ্য জায়গায় হাত পড়তেই কাটা গরুর মত ছটফট করতে থাকে রুপালি। রুদ্র উঠে বসে পায়জামা টা নামিয়ে দেয়, কামরসে ভিজে উঠা প্যান্টির উপর দিয়ে রুপালির ক্লিট টা চেপে ধরে। নিজেকে আর ধরে রাখতে পারে না রুপালি।


আমি আর পারছি না। প্লিজ কিছু করো রুদ্র, আর কষ্ট দিও না।

-কষ্ট কি বলছো, এতো সুখের আগের একটু সুখ যন্ত্রণা আর কি। এর পরেই তো শুধু স্বর্গ সুখ পাবে। প্যান্টি টা নামিয়ে দিয়ে মুখ বসিয়ে দেয় রুদ্র। হঠাৎ আক্রমণে ছটফটিয়ে উঠে রুপালি। অসহ্য সুখে নখ বসিয়ে দেয় রুদ্রের পিঠে। সারা শরীরে কামনার জোয়ার এসেছে রুপালির শরীরে৷ হাজারটা পিপড়ের কামড়ের অনুভূতির সাথে অন্যরকম একটা সুখে পাগলের মত অবস্থা। নিজের যোনীর কাছের শিরশিরানি টা বেড়েই চলছে। যেন ওর ভিতরের সবকিছু কেউ শুষে নিচ্ছে। রুদ্রের মাথে চেপে ধরে নিজের যোনীর কাছে। কিছুক্ষণের মাঝেই কেঁপে উঠে অর্গাজমে কামরস ছেড়ে দেয়। হাঁফাতে হাঁফাতে নিজেকে সোফায় এলিয়ে দেয় রুপালি।

এবার হাতুড়ি মারার সময়টা এসে গেছে। রুদ্র নিজের প্যান্ট আন্ডারওয়্যার খুলে ফুঁসতে থাকা কামদন্ডটা বের করে আনে। মদনরসে কামদন্ডের মাথাটা ভিজে আছে। রুপালির কোমরের নিচে কোশন টা দিয়ে দেয়৷ পজিশন টা ঠিক করে কামদন্ডটা বার কয়েকবার ক্লিটে ঘসতে থাকে রুদ্র। কামদন্ডের ছোঁয়া পেয়ে যোনীতে আগুন জ্বলতে শুরু করে।

-প্লিজ আর আমাকে এভাবে জ্বালিও না, এবার ঢুকাও। আর থাকতে পারছি না।
রুপালির কথা ফেলতে পারে না। নইলে আরেকটু খেলতো ওকে নিয়ে। কামরসে ভিজে যোনীপথে কামদন্ডটা রেখে হালকা করে চাপ দিতে শুরু করে রুদ্র। হিসিয়ে উঠে রুপালি, নিজের কোমরটা আরও চেপে ধরে রুদ্রের দিকে৷ এবার জোর ধাক্কায় পুরোটা গেধে দেয় রুদ্র। গরম কিছু প্রবেশের যন্ত্রণায় চিৎকার করে উঠে রুপালি। চিৎকার থামাতে ঠোঁটে ঠোঁট চেপে ধরে রুদ্র। আর তালে তালে কোমড় চালাতে থাকে। অনেকদিন পর এমন আয়েশ করে শিকার করছে রুদ্র। আজ মনটা অনেক খুশি, তাই বেশি কষ্ট না দেবার চিন্তা করে। সারা শরীরে কামনার আগুন জ্বলছে সেটাকে একদিকে ধাবিত করে চলেছে। নিচ থেকে কোমড়টাকে আরও উঁচু করে পুরো সুখটা নেবার চেষ্টা করে রুপালি। সারা শরীর অদ্ভুত এক সুখে মোচড়াতে থাকে৷ এই শিহরণ প্রতিদিন পাওয়া যায় না, উত্তেজনার পারদে অসীম সুখের সন্ধানে নিয়ে যায়। এমন সুখের জন্য বারবার এমন যন্ত্রণা উপভোগ করতে রাজি। স্তন বোটা চুষতে চুষতে কোমর চালানো বাড়াতে থাকে। অন্যহাতে মুক্ত থাকা স্তনের বোটা হালকা করে চিপে ধরে শরীরের আগুনে ঘি ঢালতে থাকে। রুপালির যোনি রুদ্রের কামদন্ডটা কামড়ে ধরে আছে। ধীরে ধীরে যোনী দেয়াল সংকুচিত হয়ে আমছে। নিজের কামদন্ড টা ভিজে লাগছে এর মানে রুপালির আবার অর্গাজমের সময় হয়ে এসেছে। সীৎকার করতে করতে কয়েক বার কেঁপে উঠে রুপালি আর নিস্তেজ হয়ে পড়ে পুরো শরীর। এবার রুদ্রও খেলা সমাপ্তি টানতে চায়। জোরে জোরে কোমড় চালিয়ে শেষবারের মত শক্ত গাথুনিতে বীর্য ঢালতে শুরু করে রুপালির প্লাবিত যোনিতে। নিজেকে এলিয়ে দেয় রুপালির উন্মুক্ত বুকে উপর।






[/HIDE]
 
স্মৃতুচারণ



জয় স্কুল গেটের সামনে অপেক্ষা করছে বাবুর জন্য। আজ এখনো আসছে না কেন, ও দিকে ঘন্টা বাজাতে শুরু করেছে দপ্তরি কাকা। না এবার ক্লাসে ঢুকতে হবে ভেবেই ক্লাসের দিকে পা বাড়ায় জয়। এর মাঝেই নতুন একটা সাইকেল এসে দাড়ায় ওর সামনে। চালকের আসনের মানুষটা তার চেনা।

-কিরে ব্যাটা? সাইকেল কার এটা?

-কার আবার হবে, আমি চড়ে এসেছি তবে তো আমরই হলো তাই না।

-কাকু তোকে কিনে দিয়েছে বুঝি।

-হুম। আজই দোকান থেকে কিনে সরাসরি স্কুলে চলে এলাম। তাই একটু দেরি হলো। এখন চল ক্লাসে যাই।

-চল চল, এমনিই দেরি হয়ে গেছে।

নতুন ঝকঝকে কালোর উপর হলুদ শেডের ফনিক্স বাইসাইকেল থেকে নেমে আসে বাবু। অনেকদিনের ইচ্ছে সাইকেল কিনবে। এবার সেই ইচ্ছে টা পূর্ন হলো। অবশেষে বাবা রাজি হলো সেটাও মা চাপ দিয়ে রাজি করালো বলে।

সেদিন অফিস থেকে ফিরে বাবা ডাকলো, বাবু তো আগের ঘটনার জন্য পিটুনি খাবার প্রস্তুতি নিয়েই রেখেছিল।

-কিরে তোর নাকি সাইকেল লাগবে? তা এটার জন্য আমার মন গলাতে আজ তাড়াতাড়ি পড়তে বসে গেলি নাকি, কিন্তু আমি তো এত সহজে গলছি না। এবারের সেমিস্টারের রেজাল্ট কার্ড কই, সেটা তো আগে দেখি।
বাবু দৌড়ে গিয়ে রিপোর্ট কার্ড টা নিয়ে এসে বাবার কাছে দেয়।

-এবারও দ্বিতীয় হয়েছো। যে প্রথম হয়েছে সে তোর থেকে ২৫ নম্বর বেশি পেয়েছে। না, তোকে দিয়ে হবে না। (গলা উঁচিয়ে) শোন অঞ্জলি তুমি যতই বলো না কেন ওকে সাইকেল কিনে দিতে, কিন্তু পরিক্ষায় প্রথম না হলে তো কিছুই কিনে দেয়া যাবে না।
শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে রান্না ঘর থেকে মা বেড়িয়ে আসে।

-ওগো শুনো না। তুমি ভালো করে দেখো গতবারের চেয়ে এবার বাবু নাম্বার বেশি পেয়েছে। সেমিস্টারে প্রথম/দ্বিতীয় দিয়ে কি হবে বলো। ফাইনালে ও ঠিক ফার্স্ট হবে। কিরে আরও ভালো করে প্রস্তুতি নিবি তাই না বল তোর বাবাকে(বাবুর দিকে তাকিয়ে)

-(জড়সড় হয়ে) সত্যি বাবা সামনে পরিক্ষাতে আরও ভালো করবো। দাও না বাবা সাইকেল কিনে দাও না।

-(মা মুখে হাসি এনে) শুনছো তো ছেলে নিজে বলেছে সামনে আরও ভালো করবে। দিয়ে দাও না কিনে। আমি খেয়াল রাখবো যদি দেখি পড়া বাদ দিয়ে সাইকেল চালাচ্ছে তবে আমি নিজে তালা মেরে দিবো।

-তোমরা মা ছেলে দেখি যুক্তি করে রেখেছো আচ্ছা ঠিক আছে, দুদিন পর বেতন হাতে পেলেই ওকে সাইকেল কিনে দেব ঠিক আছে। যাও এখন পড়তে বসো গিয়ে।

যাক যে ভয়টা পেয়েছিল সেটা থেকে মুক্তি পেয়েছে বাবু। মা বাবাকে ঐ ঘটনা সম্পর্কে কিছুই বলে নি। উল্টো বাবাকে সাইকেল কিনে দিতে রাজি করিয়ে নিল। এবার নিশ্চিন্ত হয়ে পড়তে পারবে সে। ভালো করে পড়তে হবেই নইলে তো আবার সাইকেল থেকেও থাকবে না। পড়ার মাঝে ডুবে যায়, হঠাৎ টেবিলে গ্লাসের শব্দে পাশে তাকায়। মা দুধ নিয়ে নিয়ে এসেছে।

-নে দুধটা খেয়ে নে।

-থ্যাংকস মা। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো।(মায়ের চোখে চোখ মেলাতে পারে না)

-এখনি করি নি। তবে আপতত যদি কথা মত চলিস তবে ভেবে দেখবো।

-মা তুমি যেমন ভাবে বলবে তেমন ভাবেই চলবো।

-তাহলে দিব্যি কর আর কোন দিন ওসব খারাপ জিনিস দেখে সময় নষ্ট করবি না, সবসময় মন দিয়ে পড়াশোনা করবি। বাজে চিন্তা ভাবনা নিয়ে মশগুল থাকবি না। আগে পড়াশোনা করে বড় হ বড় চাকরি কর।
(মাথা নিচু করে কি যেন ভেবে চলেছে বাবু)
-ঠিক আছে মা। আমার দিব্যি কাটছি, এমন কিছুই আমি করবো না যাতে আমার পড়াশোনার ক্ষতি হয়। তোমার সব কথা মেনে চলবো।

-মনে থাকে যেন।(মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বের হয়ে যায়)

ক্লাসে পাশাপাশি বসে বাবু আর জয়। স্যার ক্লাসে এমে গেছে। জয় ব্যাগ থেকে বই বের করতে গিয়ে সাথে ছোট্ট আরেকটা বই নিচে পড়ে যায়। হকচকিয়ে সেটা তুলে নিয়ে ব্যাগে পুড়ে দেয়৷

-কিরে এটা কি ছিল রে, এমন চোরের মত কি লুকালি।

-এটা ঐসব গল্পের বই। এটাকে চটি গল্পের বই বলে, দেখবি নাকি তুই। সাথে নায়ক নায়িকার ছবিও আছে।

-না না, আমি আর এসবে নেই। আগের বার যে শিক্ষা হইছে আমি আর এদিকে পা মাড়াবো না।
(মুখে না না বললেও মনটা বলছে বইটা নিতে। ভিতরে কি গল্প আছে, কি ছবি আছে সেটার প্রতি অবৈধ আকর্ষণ টা জেগে উঠে। ছো মেরে গল্পের বইটা জয়ের ব্যাগ থেকে নিজের ব্যাগে চালান করে দেয় বাবু।

একেই হয়তো বলে,
"চোরে না শুনে ধর্মের কাহিনি "






বর্তমান

তাড়না



সেদিন অফিস থেকে বের হবার আগে রুপালি কে ফোন করে জানিয়ে দেয়৷ যেখানে সে উপযাচক হয়ে রুদ্র কে বলে গেছে সেখানে এড়িয়ে যাবার সুযোগটা নিতান্তই কম। এসব ক্ষেত্রে মেয়েরা একচুল ছাড় দিতে নারাজ। গ্রাউন্ড ফ্লোরে এসে সেটাই সত্য হয়ে ধরা দেয়। রুপালি আগে থেকেই রুদ্রের বাইকের কাছে দাড়ানো। রুদ্র কাছে এসে দাঁড়াতেই স্বভাব সুলভ ভঙ্গিতে যুদ্ধ জিতে নেয়া হাসি ফুটে উঠে রুপালি ঠোঁটের কোনে আর ধীরে ধীরে সেটার রেশ ছড়িয়ে পরে সমস্ত মুখমন্ডলে। বাইক স্টার্ট করে রুপালি কে জিজ্ঞেস করে কোথায় যাবে৷ রুপালির উত্তর শোনে অনেকটা ভীমড়ি খাওয়ার অবস্থা, এমন কিছু বলবে সেটা চিন্তাতেই আনে নি। তবে মনে মনে খুশি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। সত্যি বলতে আজ ওর মন বা দেহ কোনটাই সঙ্গমের জন্য প্রস্তুত না। বাইক এগিয়ে চলে ফুড কোর্টের দিকে৷ রুপালি কফি খাওয়ানোর আবদার করেছে। যেটা অফিস ক্যান্টিনেই পাওয়া যেত। অনেক কিছুই অনেক জায়গায় ঘটে না, যদি ঘটতো তবে জীবন এত বিচিত্র হতো না। সত্যিই মেয়েদের মন বুঝা খুবই মুশকিল। এক্ষেত্রে পুরুষের দোষটাও নেহাত কম নয়, কাম মানসিকতা বরাবরই বিপরীতের নারীটাকে ভোগের বস্তু হিসেবেই কল্পনা করে এসেছে। কাম রিপুর তাড়নায় ভোগ করে গেছে কিন্তু তখন চেতনায় আসেনি ঐ প্রাণটারও একটা মন আছে সেটাতেও কিছু ইচ্ছে আছে কিছু অনুভূতির নিত্যকাল মৃত্যু ঘটে। আজ হয়তো খোলা বাতাসে নিজেকে ভাসাবার কোন আকাঙ্খা জেগে উঠেছে আনপ্রেডিক্টেবল মেয়েটার মনে। বাইকের মিররে রুপালির মুখটা বারবার দেখছিলো রুদ্র। ওর মুখ জুড়ে আষাঢ়ের মেঘ জমে আছে। উসকোখুসকো চুল গুলো এলোমেলো উড়ছে, দুরন্ত চোখ গুলোতে অনেক কিছুর উত্তর খোঁজে চলার চাপ৷ আনমণে যেভাবে বসে আছে যেকোন সময় ব্যালেন্স বিগড়ে পড়ে যেতে পারে। সতর্ক করতে কাঁধ টাকে নাড়িয়ে রুপালির ঘোর ভাঙে রুদ্র। ফুড কোর্টে পৌঁছে কফি আর স্যান্ডউইচের অর্ডার দেয় দিয়ে টেবিলে ফিরে আসে। ওর মনে কি চলছে সেটা জানার চেষ্টা চালায় রুদ্র তবে বারবারই বিষয়টা এড়িয়ে গেছে রুপালি। আজ আর সেটা নিয়ে কোন কথা হবে না অন্য কোনদিন বলবে সাফ জানিয়ে দেয়।


ভীষন গরম পড়েছে কদিন ধরে। এক পশলা বৃষ্টি হলে গরমের গুমোট ভাবটা একটু কাটতো। এর মাঝে জ্যামে বসে থাকা নরকের চেয়ে কম কিছু না। আজও একটু লেট হয়ে গেছে অফিসে পৌঁছাতে। নিজের রুমে গিয়ে টেবিলে বসতে না বসতেই পিয়ন এসে জানিয়ে যায় বসের রুমে যেতে৷ বস অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। গ্লাস থেকে দুই ঢোক জলে গলা টা ভিজিয়ে বসের রুমের দিকে অগ্রসর হয়৷ যাওয়ার পথে তনয়ার সাথে চোখাচোখি হয়। মিষ্টি হাসিতে গুড মর্নিং এর উইশ জানায়। মিষ্টি কালারের শার্টে ওকে পুড়ো তামান্না ভাটিয়ার মত লাগছে। ম্যাচিং করে লিপস্টিক দেয়া ঠোঁটে দৌড়ে গিয়ে একটা চুমো খাবার শখ জেগে উঠে। তবে আপতত এই ইচ্ছে টাকে সাইড পকেটে রেখে বসের রুমে ঢুকে যায় রুদ্র। মিনিট দশেক পর বড় একটা ফাইল হাতে রুম থেকে বেরিয়ে আসে। ফাইলটাতে ইন্টার্নদের বায়োডাটা সহ সব কাগজ পত্র আছে। ওদের কাজের উপর একটা ব্রিফ রিপোর্ট তৈরী করতে হবে আর সে অনুযায়ী আলাদা আলাদা ডিপার্টমেন্টে ওদের ট্রান্সফার করা হবে। এর মাঝেই বস জানিয়ে রেখেছে কিছু দিনের মাঝেই নতুন ম্যানেজার জয়েন করবে। তাকে যেন রুদ্র সব চলমান প্রজেক্টের আপডেট গুলো দেখানোর জন্য আগেভাগেই ফাইল গুলো গুছিয়ে রেডি করে রাখে।
টেবিলে বসে একে একে সব ইন্টার্নদের কোয়ালিফিকেশন গুলোতে চোখ বুলাচ্ছিলো রুদ্র। এবারের ব্যাচ টা সত্যিই মেধাবী স্কুল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত নজরকাড়া মার্কস এচিভ করেছে৷ এদের প্র্যাক্টিক্যাল ট্যালেন্ট টা কাজে লাগাতে পারলে সেরা আউটপুট বের করে আনা সময়ের ব্যাপার মাত্র। তবে নতুন ম্যানেজার কেমন হয় সেটাই ভাবাচ্ছে রুদ্র কে, এতদিন ধরে ওর কাজের কোয়ালিটির জন্য অফিসে অনেক ছাড় পেত সেটা কি পরেও বজায় থাকে কি না সেটাই দেখার বিষয়। যদি হিতে বিপরীত হয় তবে ওর জন্য ভারী সমস্যা বটে।
 
স্মৃতিচারণ




স্কুল ছুটির ঘন্টা পড়া শুরু হয়ে গেছে। ধীরে ধীরে সবাই ক্লাস থেকে বের হচ্ছে৷ ভীড় এড়াতে ইচ্ছে করেই একটু পরে ক্লাস থেকে বের হয় বাবু আর জয়৷ কথা বলতে বলতে এগোতে থাকে সাইকেল রাখার জায়গাটার দিকে৷

-ভাই বইটা সাবধানে রাখিস। আগের বারের মত যদি ধরা পড়িস তবে কিন্তু আবার আমাকে দোষ দিতে আসিস না বলে দিলাম। এবার কিন্তু আমি জোর করিনি, তুই নিজের ইচ্ছেতে নিয়েছিস।

-এত সাধু সাজার চেষ্টা করিস না। এসবের প্রথম কে দেখাতে এনেছিল শালা সেটা মনে রাখবি আগে৷ তর প্যাঁড়া তেই পরেই তো এই সর্বনাশ টা হয়েছে৷ কিযে নেশা হলো কে জানে৷ সবসময় চোখের সামনে দৃশ্য গুলো ভাসতে থাকে। তুই নষ্টের মূল।

কথা বলতে বলতে সাইকেলের কাছে পৌঁছে যায়। দুজন দুজনের সাইকেল নিয়ে বের হয়ে যাবে এমন সময় পিছন থেকে কেউ একজন ডেকে উঠে

-সাইকেল কিনলি সেটা বললি না একবারও। আমাকে বললে কি আমি নিয়ে নিতাম নাকি।

-(পিছন ফিরে) না জানানোর কি আছে। আজই বাবা কিনে দিয়েছে সেটা নিয়ে স্কুলে আসতে দেরি হয়ে গিয়েছিল। তুই তো তোদের সেকশনে চলে গিয়েছিলি নইলে তো ঠিকি দেখাতাম।

-নতুন সাইকেল কিনলি কিছু খাওয়াবি না?

-কি খাবি চল, মোড়ের দোকানে যাই।

-তোর সাইকেলে করে নিয়ে যাবি?

-(অবাক হবার অভিনয় করে) এ আমি কি শুনছিরে। ক্লাসের ফার্স্ট গার্ল নাকি আমার সাইকেলে চড়বে। তোর সম্মান থাকবে তো নাকি।

-(মুখ গুমড়া করে) তুই সবসময় আমাকে এভাবে খোঁটা দিস কেন রে? আমি ফার্স্ট হয়েছি যেমন তুইও তো সেকেন্ড হয়েছিস আমি কি তাতে কিছু বলেছি৷ যা সামনের সেমিস্টারে আমি কম করে লিখবো তুই ফার্স্ট হয়ে যাবি খুশি তো।(বলেই হনহন করে হাটতে শুরু করে)

-কিরে চললি কোথায়? সাইকেলে যাবি না?

-থাক তোর সাইকেল নিয়ে, আমি হেঁটে চলে যাব।
(সাইকেল থেকে নেমে দৌড়ে গিয়ে হাত ধরে ওকে থামায়)

-বাপরে রাই! তুই কবে থেকে এতো গোসা করা শিখলি? আমার ভুল হয়ে গেছে এই কান ধরছি৷ এবার চল সাইকেলে উঠে মোড়ের দোকানে যাবি।(টানতে টানতে সাইকেলের কাছে নিয়ে আসে)

-(পিছনের ক্যারিয়ারে বসেই বাবুর কান ধরে টান দেয়) মাঝে মাঝে মনে হয় তোর কান দুটো টেনে ছিড়ে দেই৷

-






একবারে কান দুটো ছিড়ে দিলে পরে আর কিসে ধরে টানবি৷ (বলেই হু হু করে হাসতে থাকে বাবু যেই হাসি ক্ষণিকের মাঝেই ছড়িয়ে পড়ে তিনজনের ঠোঁটে)
দুটো সাইকেলে তিনজনে স্কুলের মাঠ পেরিয়ে রাস্তায় উঠে যায়।



বর্তমান



এক কাপ কফি চলবে কি?
(ফাইলটা বন্ধ করে মাথা তুলে তাকিয়ে মুচকি হাসি দিয়ে)

-এমন অফার অগ্রাহ্য করে কফি মগ হাতে দাড়ানো সুন্দরীর মন ভাঙার মত পাপ এই পাপী সইতে পারবে কি।

-(হাসতে হাসতে) ফ্লার্ট করছেন নাকি?

-যদি সেটা মনে করো তবে সেটাই। তুমি বুদ্ধিমতী মেয়ে তোমাকে ডিঙিয়ে যাওয়া কি চাট্টি খানি ব্যাপার।

-না না বাবা আপনার সাথে পারা যাবে না। এর চেয়ে কফিতে মনোনিবেশ করুন।

-যথা আজ্ঞা। তবে একটা কথা বলতেই হচ্ছে, আজ তোমাকে দারুণ লাগছে। সাউথের নায়িকা তামান্না তোমার কাছে ফেল।

-এটা বেশি বেশি হয়ে গেল। আমি মোটেও এতটা সুন্দর না।

(মেয়েরা তাদের সম্পর্কে সুন্দর কমপ্লিমেন্ট শুনলে চেহারার মাঝে একটা ব্লাশিং করে সেটা তনয়ার চেহারাতেও ফুটে উঠেছে)
-বিশ্বাস করলে না তো, বাইরে গিয়ে বাকিদের জিজ্ঞেস করো দেখো তারা কি বলে।

-ওটার আর দরকার নেই৷ একজন বলেছে সেটাই অনেক।

-বারে, এই মাত্র না বললে আমি বাড়িয়ে বললাম।

-তা একটু বলেছেন বৈকি। তবে আমি এতেই খুশি। আর কারও কমপ্লিমেন্ট লাগবে না।

-এই কারণেই ইন্টেলিজেন্ট গার্লদের আমি পছন্দ করি। খোলাখুলি কথা বলার মজাই আলাদা। তা আজকের প্ল্যান কি?

-কিসের প্ল্যান বুঝলাম না তো?

-আরে, বলছি অফিস আওয়ারে পরে কি কোন প্ল্যান আছে নাকি।

-না তো। অফিস শেষে সোজা বাড়ি। আপনার আছে কি?

-একা একা কি প্ল্যান হয়? তুমি রাজি থাকলে প্ল্যান হয়ে যাবে।

-কি প্ল্যান সেটা তো আগে জানি তারপর ভেবে বলছি।

-তেমন কিছুই না বাইকে একটা সর্ট ড্রাইভ হয়ে যাবে, দারুন একটা স্পট আছে সেটা তোমাকে দেখাতে নিয়ে যেতে পারি।

-ওয়াও দারুন একটা প্ল্যান। (হঠাৎ মুখটা চুপসে) তবে একটা প্রবলেম আছে।

-আবার কি প্রবলেম।

-আমার সাথে আরেকজন আছে একসাথে যাওয়া আসা করি ওকে ম্যানেজ করতে হবে।

(আরে মেয়ে তোমাকে আজ বাইকে তুলতে একটু তো ম্যানেজ করতেই হবে, আজ বাইকে তুলি কদিন পর খাটেও তুলবো)
-ও এই ব্যাপার। ওটা আমি দেখে নেব। তুমি মেন্টালি প্রিপারেশন নিতে থাকো।

-(স্ফীত হাসি দিয়ে) ওকে, আমি ওয়েট করবো।

শিকার কে আয়ত্ত সীমার মাঝে আনার পর শিকারীর চোখে মুখে প্রথম পদক্ষেপ সম্পূর্ণ করতে পারার খুশির আবহটা ফুটে উঠেছে। তনয়া চলে যাবার পর কফির মগটা নিয়ে স্বচ্ছ কাঁচের দেয়ালটার কাছে গিয়ে দাঁড়ায় রুদ্র। দিগন্তের ঈশান কোনটা অন্ধকার হয়ে আছে। এক পশলা বৃষ্টি নামলে শহুরে জীবনে একটু প্রাণ ফিরে পাবে। মূহুর্তের মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বৃষ্টি দেখার ফাঁকে ভিতরের সুপ্ত সত্তা টার প্রভাবে চোখ দুটো হঠাৎ ছলছল হয়ে উঠে। পকেট থেকে মোবাইলটা বের করে একটা গান প্লে করে


পুরনো কিছু স্মৃতি ভেসে উঠে চোখের পাতায়। আজ সব আছে তবে কিছু একটা নেই। সে সময়য়টাতে সেই কিছু একটা ছিল তবে সেটা ধরে রাখার সামর্থ্য ছিল না। হয়তো তখন সেই সুযোগটাই ছিল না। বয়স আর কত হবে তখন, সেই বয়সে এত বড় সিদ্ধান্ত নেবার মত সাহসটা জোগাতে পারে নি৷ অন্তত বলতে তো পারতো কিন্তু সেটাও তো বলে হয়ে উঠে নি। তারপর সবকিছু কেমন পাল্টে গেল। বদলির চাকরিতে ঠিকানা বদলে গেল সাথে বাড়লো দূরত্ব টা। আচ্ছা শারীরিক দূরত্ব টাই ম্যাটার করে নাকি মনের।




স্মৃতিচারণ




সন্ধ্যাবেলা খেলার মাঠ থেকে বাসায় ফিরে সোজা কলপাড়ে চলে যায় বাবু। হাত মুখ ধুয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে ঠাকুর ঘরে মাকে ধুপ আর প্রদীপ ধরাতে দেখে এগিয়ে যায়। ঠাকুর ঘরে ঢুকে হাঁটু গেড়ে প্রণাম করে নেয়। পাশ ফিরে ছেলেকে দেখে ঠোঁটের কোনে চিলতে হাসির রেখা ফোটে উঠে। পরম মমতায় হাত বোলায় বাবুর মাথায়। মায়ের হাতের স্পর্শে যে শান্তি যে ভালবাসা পাওয়া যায় সেটার কাছে পৃথিবীর ভূ গর্ভে থাকা হীরে মানিকের মূল্য নিতান্তই তুচ্ছ। অঞ্জলি দেবী দু'হাতে ধুপতি আর প্রদীপ নিয়ে প্রতি ঘরে ঘরে সন্ধ্যা বাতি দেখায় সাথে ওলো ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে দেয়ালে দেয়ালে। বাবু নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলনা থেকে গামছাটা নিয়ে হাত পা মুছতে থাকে। বড় মুখ করে বাবাকে বলেছে সামনের সেমিস্টারে প্রথম হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে নইলে কোন মুখে বাবার সামনে দাঁড়াবে। সবচেয়ে বেশি ভয় নিজের থেকে মা কে নিয়ে। মা তো বড় আশা নিয়ে ওর পক্ষ নিয়ে কথা বলেছে। অঞ্জলি দেবী দুধের গ্লাস আর বিস্কুটের প্লেট নিয়ে ঘরে ঢুকে।

-কিরে বাবু এভাবে বসে আছিস কেন? শরীরটা খারাপ লাগছে নাকি?

-না মা, এমনি বসে।

-এই যে বলি প্রতিদিন এতোক্ষণ খেলার কি দরকার। সকাল থেকে স্কুল টিউশন করে বিকেলে এতো ছোটাছুটির পর শরীরে কি আর কুলোয় নাকি। নে বাবা বিস্কুট আর দুধ টুকু খেয়ে নে।

(ছোট্ট কামড়ে বিস্কুট মুখে নিয়ে দুধের গ্লাসে চুমুক দেয়, খেতে খেতে আড় চোখে মায়ের দিকে তাকায়। আটপৌরে শাড়ি পরিহিতা সাধারণ মধ্যবিত্ত ঘরের মায়েরা যেমন হয়। কোন চাকচিক্য নেই চেহারায় কিংবা সাজসজ্জায়, কখনো হয়তো নিজেকে ঠিকমত আয়নায় দেখার সুযোগটাই হয়ে উঠে না। সন্তান, স্বামী, সংসার সামলাতেই দিন গুলো পাড় হয়ে যায়। অন্যদের সুখ গুলোতেই নিজের সুখ খোঁজে নিয়েছে আজীবন। সন্তান কে একটু ভালো রাখতে তার শখ আহ্লাদ পূরণ রাখতে গিয়ে নিজের সবকিছু বিসর্জন দিতেও দ্বিতীয় বার ভাবে না)
-মা তুমি আমাকে বড্ড ভালোবাসো তাই না।

-সে কিরে তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো। তুই আমার সাতরাজার ধন৷ (এক হাতে মুখটা ধরে আরেক হাতে চুল গুলো ঠিক করতে থাকে) আমার সবকিছুই তো তুই। তোকে ভালবাসবো না তো কাকে ভালবাসবো। (কপালে ছোট্ট চুমু) নে নে এখন পড়তে বস। তোর বাবার আসার সময় হয়ে গেছে। এসে যদি তোকে পড়তে না দেখে তবে আবার চেচামেচি করবে (বলেই মিষ্টি হাসির ধারা ছুটায়)।

মা বেরিয়ে যাবার পর বাবু বিছানা ছেড়ে উঠে টেবিলের কাছে গিয়ে চেয়ার টা টেনে বসে টেবিলের পাশ থেকে সন্তপর্ণে ব্যাগটা বের করে নিয়ে আসে। গতকয়েকদিনে ব্যাগটাকে খুব সামলে রাখছে সে। ভিতরের নিষিদ্ধ বইটাকে নিয়ে খুব আগ্রহ তার কিন্তু এখনো সব দেখা হয়ে উঠেনি। চেইন খুলে ভিতর থেকে অন্য বইগুলো সরিয়ে ঐ বইটা বের করার জন্য হাতড়াতে থাকে কিন্তু একি বইটা কোথায়?
ব্যাগটা উল্টে পাল্টে বারবার দেখতে থাকে৷ কিন্তু না বইটা তো নেই। বাবুর আত্মা শুকিয়ে কাঠ। বইটা কোথায় যেতে পারে৷ ওর টেবিলে তো কেউ হাত দেয় না। তবে গেল কোথায়, বইয়ের তো আর পাখা গজায় নি। আবার মায়ের হাতে পরলো নাতো। যদি পরে থাকে তবে তো আর রক্ষা নেই। একি ভুল বারবার ক্ষমা করবে না মা। নিজের উপর রাগ হচ্ছে বাবুর কেন যে আবার এই বইটা আনতে গেল। কি যে হবে মাথা কাজ করছে না। আর কিছু ভাবতে পারছে না, মন খুঁত খুঁত করছে কখন না আবার মা ছোটে আসে আর আগের দিনের মত মারতে থাকে। উপায় থাকলে বাসা থেকেই এখনি পালিয়ে যেত৷ পুরো ঘরটা আবার ভাল করে খোজ করে কিন্তু না কোথাও নেই বইটা। হাত পা কাঁপছে বাবুর টেনশনে, শরীরটা ছেড়ে বসে পরে চেয়ারে। রাত বাড়ছে কিন্তু বাবুর সেদিকে খেয়াল নেই, ওর নজর দরজার দিকে কখন না আবার বেত হাতে এগিয়ে আসে ওর দিকে। হঠাৎ অঞ্জলি দেবীর হাঁক শোনা যায়৷ বাবুকে ডাকছে রাতের খাবার খেয়ে নিতে। ওর শরীরে উঠে দাড়াবার শক্তি নেই তবুও মায়ের ডাক ফেরাতে পারে না। গুটি গুটি পায়ে কাঁপতে কাঁপতে চাটাই টা টেনে বাবার পাশে বসে পরে। প্লেটে আঙুল ঘুরিয়ে যাচ্ছে বারবার মুখে খাবার তুলতে পারছে না। ছেলেকে এভাবে বসে থাকতে দেখে অঞ্জলি দেবী

-কিরে বাবু খাচ্ছিস না কেন, ভাত টা ঠান্ডা জল করবি নাকি। তোকে তো একটা কথা বলাই হলো না (এটা শুনে বাবুর প্রাণ ওষ্ঠাগত হবার উপায়)

-ক..কি..কিইই কথা?

-বিকেলে রাই এসেছিল তোর কাছে কি একটা বইয়ের জন্য। তুই তো বাসায় ছিলি না, কাল একবার দেখে আসিস গিয়ে তো বইটা পেল কিনা।
 
বর্তমান


বাইকে অপেক্ষা করছে কখন থেকে মেয়েটার আসার নাম নেই, পাখি আবার ফুড়ুৎ করে উড়াল দিলো নাতো। মোবাইল টা বের করে একটা কল করে তনয়ার নাম্বারে৷ রিং হচ্ছে, কানে একটা রিংটোনের আওয়াজ আসে৷ পাশ ফিরে তাকাতেই তনয়া মিষ্টি হাসি দিয়ে নিজেরে আগমনের বার্তা জানায়৷ কল টা ডিসকানেক্ট করে মোবাইলটা পকেটে পুরে তনয়াকে বাইকে উঠার আমন্ত্রণ জানায়। দুদিকে পা দিয়ে তনয়া চড়ে বসে, বাইকটা মেইন রোডে উঠে গেছে। দুপুরের বৃষ্টির সাক্ষী বহনে রাস্তায় এখনো জল জমে আছে। এই এক সমস্যা আধ ঘন্টার বৃষ্টিতে আধ বেলা রাস্তা গুলো জলের নিচে চলে যায়। তনয়া বাইকে রুদ্রের থেকে একটু গ্যাপ রেখে বসে। এই নখরামি টা রুদ্রের ভাল লাগে না। স্পিডটা বাড়িয়ে হঠাৎ কষে ব্রেক ধরে, তাল সামলাতে না পেরে সামনের দিকে রুদ্রের পিঠে ধাক্কা খায় তনয়া। নারীর কোমল স্তনের পরশ পিঠে কেমন অনুভূতি আনে সেটা আর বলার আপেক্ষা রাখে না। বুকের উন্নত নরম মাংসপিণ্ডদ্বয়ের ছোঁয়াতে সারা শরীর শিহরিত হয়। এমন অনুভূতির জন্য বারবার ব্রেক কষা কোন অন্যায় কাজ হতেই পারে না। এটা পুরুষ সত্তার মৌলিক অধিকার।

-(নেকি রাগী ভাব এনে) এটা কি হলো?

-দুজনে একটা রাইডে যাচ্ছি এতো দূরে দূরে থাকলে চলে? নাকি মাঝখানে অন্যকারও জন্য জায়গা রেখেছো।

-অন্যকারও জন্য জায়গা রাখতে যাবো কেন? আমি কি গা ঘেসে বসবো নাকি।

-বাইকে উঠে একটু গা ঘেসে না বসলে চালকের কত কষ্ট হয় সেটা বুঝবে না তো।

-তাই নাকি? তাহলে তো আর কষ্ট দেয়া চলে না।(রুদ্রের পিঠের সাথে নিজের বুক মিশিয়ে দেয়, দু হাত সামনে এনে রুদ্রের বুকের কাছে জড়িয়ে ধরে) এবার তো ঠিক আছে।

-একদম খাপে খাপ।

বাইক আবার ছোটে চলে দুরন্ত গতিতে। কাঁধে মাথা রেখে সামনের দিকে তাকায় তনয়া। বাতাসের ঝাপটা এসে লাগছে মুখে, কনের দুল গুলো বাতাসে নাচছে। বাতাসের তোড়ে ঠিকমত চোখ খোলে তাকাতে পারছে না। চুলের খোপা থেকে কাঠি টা বের করে নিতেই ঘন কালো কেশ বাতাসে ভেসে বেড়াতে থাকে। রুদ্রের শরীরের উষ্ণতা নিজের গায়ে অনুভব করে। বাইকে চড়ার এমন অভিজ্ঞতা আগে কখনো হয় নি। মন চাইছে দু হাত মেলে দিয়ে মুক্ত বিহঙ্গের মত উড়ে যেতে। মনে হচ্ছে যেন ঘুড়ির মত আকাশে উড়ছে সে। চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে থাকে।

শার্টের ভিতরে থাকা তনয়ার নরম স্তন দুটি চেপে আছে রুদ্রের পিঠে। বাইকের চলার গতিতে মাঝে মাঝে স্তন গুলো উপর নিচ করে ঘসে যাচ্ছে। নারীদেহের কোমর স্পর্শে শরীর গরম হতে শুরু করে৷ তনয়ার হাত দুটি রুদ্রের বুকের কাছে, আঙুল গুলো ওর বুকে মৃদু খেলা করছে। ইচ্ছে করে মাথে ঘুরিয়ে ওর কাধে থাকা তনয়ার গালে চুমু খেতে। তবে তাড়াহুড়ো করার কোন কারণ নেই রুদ্রের কাছে। এর মাঝেই ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। বাইকটা কষে থামতেই চোখ খোলে তাকায় তনয়া। চারপাশে নানা জাতের গাছগাছালির সমাবেশ। দেখে মনে হচ্ছে এটা কোন নার্সারি প্রজেক্ট এরিয়া। তবুও কৌতূহল মেটাতে রুদ্রকে জিজ্ঞেস করে

-এটা কোথায় নিয়ে এলে, এত গাছগাছালি অপূর্ব লাগছে সবকিছু।

-খামারবাড়ি। এদিকের দিকটা নার্সারি, ভিতরে দিকে গবাদিপশুর খামার আর এর পিছনে বাগান।

সারি সারি করে রাখা নানা জাতের গাছের চারা। ফুল গাছের চারা গুলোতে নানা রঙের ফুল ফোটে আছে। লাল, হলুদ, সাদা নানা রঙের ফুলের সমারোহে মন ভ্রমরী নেচে উঠে। হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের দিকে। ফুল বাগনের দিকে দৌড়াতে থাকে, গাছ গুলোর সামনে গিয়ে দু হাত ছড়িয়ে দিয়ে বাচ্চাদের মত ঘুরপাক খেতে থাকে।

-আরে কি করছো পড়ে যাবে তো৷ চলো সামনে যাই কৃষ্ণচূড়া বাগানে আরও ভাল লাগবে।

রুদ্রের হাত ধরে
-তাড়াতাড়ি চলো, আমার আর তর সইছে না। এতো সুন্দর একটা জায়গায় আমি আগে কখনো আসেনি কেন।

-তাতে কি, আজ তো আমি নিয়ে আসলাম।

কৃষ্ণচূড়া বাগানে এসে তো তনয়ার চোখ ছানাবড়া হবার জোগাড়৷ এমন মনোহর রূপ সে আগে কখনো দেখেনি। কৃষ্ণচূড়ার লাল ফুলে পুরো বাগান রক্তিম আভায় রেঙে আছে। ঝরে পড়া ফুল গুলো মাটিতে লাল কার্পেটের মত লাগছে। সেই ফুলের কার্পেট ধরে এগিয়ে যায় তনয়া হাত ধরা অবস্থায় পিছন পিছন রুদ্রও চলছে। একটা গাছের নিচে এসে দাড়ায়।

-এখানে দাঁড়াও তোমার কয়েকটা ছবি তুলে দেই৷
মোবাইলটা বের করে পটাপট কতগুলো নানা ভঙিতে ছবি তুলে তনয়ার। ছবি তোলা শেষে কেমন হলো ছবি গুলো দেখার জন্য রুদ্রের কাছে ছোটে আসে। ছবি গুলো দেখতে দেখতে রুদ্রের বুকে সেধিয়ে যায় তনয়া। রুদ্রও ডান হাত প্রসারিত করে তনয়াকে আরও কাছে আসার পথ করে দেয়। ছবি দেখা শেষেও সরে দাড়ায় না তনয়া।

-তোমার কেমন লাগলো জায়গাটা?

-(মাথা টা উঁচু করে) বলে বুঝাতে পারবো না। এমন সুন্দর জায়গায় আগে কখনো আসেনি। আজকের দিনটা স্পেশাল হয়ে থাকবে।


তোমার খুশি দেখে নিজেকে ধন্য লাগছে। কারও খুশির কারণ তো হতে পারলাম এই ব্যার্থ জীবনে।

রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়া। চোখের পাতা পড়ছে না। চোখের পাতা গুলো হালকা নড়ছে হয়তো বাতাসে নয়তো অন্য কিছুর উসকানিতে। পুরো চেহারা জুড়ে খুশির ছটা সেই সাথে অন্যরকম এক আভার প্রকাশ যেটার আবেশে রুদ্রকে কাছে টানছে। ঠোঁট গুলো হালকা নড়ছে, আর সময় নেয় না রুদ্র। নিজের ঠোঁটের মাঝখানে পুরে নেয় তিড়তিড় করে কাঁপতে থাকা তনয়ার স্পর্শকাতর ঠোঁট গুলো। পরম আবেশে উষ্ণতা ছড়িয়ে দেয় একে অপরকে। চুম্বনের প্রথম ঝটকায় শক্ত করে নেয়া তনয়ার শরীর ধীরে ধীরে নরম হতে থাকে৷ ওর শরীর এবার উত্তর দিতে থাকে। পায়ের আঙুলে ভর দিয়ে নিজেকে আরেকটু উঁচু করে নেয় যেন আরও ভালো করে চুম্বনের স্বাদ টা ভাগ করে নিতে পারে। তনয়ার দিক থেকে আরো গভীর হতে থাকে ঠোঁটের খেলা। ঠোঁটে ঠোঁটে ঘর্ষনে বাড়তে থাকে শরীরের তাপ। মস্তিষ্কের সব মনোযোগ যেন ঐদিকে ছোটে চলেছে। রসগোল্লা মুখে পুরে যেমন আয়েশে খাদক বন্ধু সেটার স্বাদ নিতে থাকে রুদ্র তনয়া উভয়েই নিজেদের ঠোঁটের স্বাদ ভাগ করে নিতে থাকে৷ নারী ঠোঁটে যে কি অমৃত সঞ্চিত আছে সেটা যে আহরন করে সে ব্যতীত এর মর্ম বুজতে পারা অতীব কঠিন। জিভের স্পর্শে শরীরে বিদ্যুৎ খেলতে থাকে। রুদ্রের জিভে তনয়ার জিভ আরও ভিজে উঠতে থাকে প্রেমরসে। রুদ্রের হাত এতক্ষণ শক্ত করে ধরে রেখেছিল তনয়ার বাহুমূল। সেখান থেকে হাত সরিয়ে হালকা করে স্পর্শ করায় নরম উন্নত বক্ষে। হঠাৎ এমন স্পর্শ শরীরে শিউরে উঠে৷ একটু সরে যায় রুদ্রের বুক থেকে। ঠোঁট গুলো আলগা হয়ে যায়। একটু সরে গিয়ে মাথা নিচু করে নেয় তনয়া।

-(চুম্বনের আবেশ তখনো শরীরের রন্ধে রন্ধে দৌড়াচ্ছে, সেটার প্রভাবে তনয়ার শরীর থর থর কাপছে। উত্তেজনা উষ্ণতায় কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমছে, এর মাঝেই কাঁপা কাঁপা গলায়) দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার বাসায় ফিরতে হবে। বেশি দেরি হলে মা টেনশন করবে।

-তাইতো, সন্ধ্যা হয়ে আসছে। চলো তোমাকে পৌঁছে দিই।

বাইকের দিকে এগোতে থাকে রুদ্র পিছন পিছন সদ্য কাম শিহরনে জর্জরিত তনয়া।
 
স্মৃতিচারণ

 গ্রাস





হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছে বাবু৷ আজ যেন পথ শেষ হচ্ছেই না। পাঁচ মিনিটের পথ পাঁচ ক্রোশের মত লাগছে। ঐতো জয়দের বাড়ি এসে গেছে। ওর সাথে শলাপরামর্শ না করে কিছু করতে পারবে না, বাবুর মাথাই তো কাজ করছে না। কাল রাতে যখন বইটা খুঁজে পাচ্ছিলো না তখন একরকম টেনশন হচ্ছিলো। ভেবেছিল হয়তো সেটা মায়ের হাতেই পড়েছে। আবারও বেদম প্রহার সহ্য করার প্রস্তুতি নিয়ে নিয়েছিল মনে মনে। কিন্তু টেনশন টা আরও বাড়লো যখন মায়ের কাছে রাইয়ের নামটা শুনলো। কোনভাবে যদি ঐটা রাইয়ের হাতে পড়ে থাকে তবে তো কেল্লাফতে। আর মুখ দেখানোর জায়গা থাকবে না। তবে রাই তো ওর ব্যাগে হাত নাও দিতেও পারে৷ না আর পরছে না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। আগে জয়ের সাথে দেখা হোক ওর সাথে পুরোটা বললে ও কোন একটা বুদ্ধি ঠিকই দিতে পারবে। জয়ের ঘরে ঢুকে হাঁফাতে থাকে বাবু৷ সকাল সকাল বাবুর এমন অবস্থা দেখে চমকে উঠে জয়। ওকে বসতে দিয়ে বাইরে বেরিয়ে যায় জল আনতে। একটু পরেই গ্লাস ভর্তি জল নিয়ে ঘরে ঢুকে। জয়ের হাত থেকে ছো মেরে গ্লাস টা নিয়ে ঢকঢক করে জল পান করতে থাকে বাবু৷ জলটা শেষ করে এবার লম্বা লম্বা শ্বাস নিতে নিতে নিজেকে একটু শান্ত করে।

-কিরে তোর হলোটা কি? এই সকাল বেলা এমন অবস্থা কেন, সব কিছু ঠিকঠাক আছে তো।

-নারে কিচ্ছু ঠিক নেই। বড় বিপদ হয়ে গেছে৷ ঐদিন যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে, বইটা বেহাত হয়েছে।

(বাবুর কথা শুনে আকাশ থেকে পড়ার মত অবস্থা জয়ের। ওকে যেন কেউ ছাদের কার্নিশে দাঁড় করিয়ে দিয়েছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে)

- বলছিস কিরে তুই। কিভাবে হলো এটা? আবার কি আন্টির হাতেই পড়লো নাকিরে। এখন কি হবেরে

কাল রাতের সব কথা একে একে বলতে থাকে। সব শুনে জয় কিছুক্ষণ চুপচাপ হয়ে থাকে৷ ভাবতে থাকে কি হবে এরপরে। বাবুকে কিছু একটা পথ দেখাতেই হবে।

স্কুলে আসা অব্দি মায়ের আচরণে তেমন কোন পরিবর্তন চোখে আসলো না৷ প্রতিদিনের মতই সকালে নাস্তা দিয়েছে, স্কুল ড্রেস পড়ার পর মা নিজে চুল আঁচড়ে দিয়েছে, টিফিন বক্স টা ব্যাগে ভরে দিলো। একদিক থেকে একটু নিশ্চিত লাগছে বইটা মায়ের হাতে পড়ে নি। যদি পড়তো তবে এতোক্ষণে এ্যাকশন আর রি অ্যাকশন দুটোই শুরু হয়ে যেতো। তবুও ভয়টা মাথা চাড়া দিচ্ছে বইটা কোন ভাবে রাই এর হাতে পড়লো না তো। এক এক করে ক্লাস হয়ে চলেছে কিন্তু বাবুর মন আজ আর ক্লাসের পড়াতে নেই। মাথায় অন্যকিছু ঘোরে চলেছে। আজ কোনভাবে রাই কে এড়ানোর প্ল্যান করতে থাকে মনে মনে। ছুটির পর একটু দেরি করে বের হলেই সবাইকে ফাঁকি দেয়া যাবে। ছুটির ঘন্টা পড়ছে, একে একে সবাই বের হতে শুরু করেছে। নিজের ছক মত ও অনেক পরে ক্লাস থেকে বের হয়। স্কুল মাঠ পুরো ফাঁকা, যাক বাবা আজ হয়তো বেঁচে গেছে। নিজের সাইকেলের দিকে হাঁটা শুরু করে। কাছাকাছি আসতেই বাবুর পা দুটো যেন মাটির সাথে আটকে গেল। শত চেষ্টাতেও আর এগোচ্ছে না। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রাই তো বাবুর সাইকেলে বসে বেল বাজাচ্ছে।

বর্তমান


অনেকক্ষণ ধরে টেবিলে কাজ করে কোমড় টা ধরে গেছে। একটু হাত পা টা টান টান করে চেয়ার ছেড়ে বাইরের দিকে হাটতে থাকে রুদ্র। এক কাপ কফি খেয়ে নিজেকে চাঙা করতে ক্যান্টিনের দিকে পা বাড়ায়। যেতে যেতে নতুন ম্যানেজারের রুম ডেকোরেশনে চোখ বুলিয়ে যায়। সামনের মাসে প্রমোশন হয়ে গেলে এমন একটা ঘর রুদ্রেরো হবে। এত ঠাটবাট না হলেও অফিসেই কাজ থাকবে। আর বাইরে তেমন একটা দৌড়াদৌড়ি করতে হবে না, এটাই বা কম কিসে। পা চালিয়ে ক্যান্টিনে পৌছে একটা প্যাটিস আর কফির অর্ডার দিয়ে পকেট থেকে মোবাইল টা বের করে কর্নারের একটা টেবিলে বসে পড়ে। এক চোখ মোবাইলে তো আরেক চোখ চারদিকটা পরিমাপ করতে থাকে। কেউ আসছে কেউ যাচ্ছে কেউবা টেবিলে বসে চা বা কফির কাপে চুমুক দিতে দিতে অন্য কলিগের সাথে আড্ডায় মেতে উঠেছে। এতো জনের ভীড়ে চোখের স্নায়ু তন্ত্রে সুন্দরী রমনীদের জন্য আলাদা করে রিফ্লেক্স অনুভব হয়। বারবার দৃষ্টি আটকে যায় রমনীদের চাঁচাছোলা ফিগারের দিকে। সুসজ্জিত উন্নত বক্ষদেশে তো চোখ আঠার মত আটকে থাকে। হাটার তালে তালে ক্লাসিকাল নৃত্য পরিবেশন করতে থাকে স্তনদ্বয়। এমনে নৃত্যে যে বিভুর না হবে তার চোখের ডাক্তার দেখানো অতি আবশ্যক। সদা চঞ্চল চোখদুটো মাঝে মাঝে হারিয়ে যায় নিতম্বের ধারাবাহিক সারগামে। ইঞ্জিনের পিস্টনের মত বারবার উপরনিচের এক অদ্ভুত ছন্দে দোলতে থাকে। আর আদি কাল থেকেই জাগ্রত কাম রিপুর বশ্যতা স্বীকার করা পুরুষ জাতি ঐদিকে নিজের ধ্যান জ্ঞান মনযোগ সব নিবন্ধিত করে রাখে। আহা এমন স্তন নিতম্বের ভারসাম্যতায় পুরুষ কেবলি রিপুর তাড়নায় জ্বলে পুড়ে ছাড়খার।
কফির কাপ আর প্যাটিস এসে গেছে। এক কামড়ে কিছুটা প্যাটিস মুখে পুড়ে কফির মগে ঠোঁট লাগায়। আশপাশ টা দেখতে দেখতে হঠাৎ চোখে আটকায় শেষদিকে এক কোনার টেবিলে। উল্টো দিকে বসে থাকলেও চেনা যাচ্ছে। পেছন থেকে যতটুকু উপলব্ধি হয় চেয়ারে বসা মানুষটার দৃষ্টি জানালার কাচ গলে বাইরের খোলা আকাশে এলোমেলো ঘুরাঘুরি করছে। নিজের কফি মগ আর প্যাটিস টা হাতে নিয়ে শেষ দিকের টেবিলের দিকে পা বাড়ায়। যতটুকু নিঃশব্দে কাজটা করা সম্ভব ততটুকুতেই চেয়ার টা হালকা টেনে তাতে বসে পরে রুদ্র।

-কি ব্যাপার এভাবে আনমনে বসে আছো যে, (মাইক্রো সেকেন্ডের মাঝেই ওদিকের মানুষটার চা কাপটা ছিনিয়ে চুমুক দিয়ে নেয়) এ বা চা টা তো পুরো ঠান্ডা করে দিলে।

(ঘটনার আকস্মিকতায় কিছুটা ঘাবড়ে যায় রুপালি, এভাবে হঠাৎ করে রুদ্রের আগমনে তড়িৎ গতিতে হাত চালিয়ে গাল বেয়ে নামা অশ্রুধারা মুছে নেয়। কিন্তু সেটা ততক্ষণে রুদ্রের দৃষ্টি সীমার মাঝেই এসে গিয়েছিল। ঘটনা প্রবাহের মোড় ঘোড়াতে মিছে হাসির রেখা ফোটায়)

-কই নাতো। এমনি বসে বসে চা খেতে খেতে বাইরেরটা একটু দেখছিলাম।

(হাত বাড়িয়ে রুপালির ঠোঁটের কোনে অসাবধানে লেগে থাকা বিস্কুটের গুড়োগুলো মুছে দেয়। আঙুলের স্পর্শে আড়ষ্টভাবের কারণে না চাইতেও দু'চোখ বুজে আসে। ভরসার জায়গা প্রাপ্তিে হোক কিংবা শরীরের ইন্দ্রিয়ের প্রভাবে একটু আগেও যে মুখে গম্ভীরতা ভর করেছিলো সেখানেই এক চিলতে হাসি ফোটে উঠে)

-আমার কাছে লুকাতে চাইছো?? আমি কি ভরসা করার মত বিশ্বস্ত নই নাকি নিজের মনের কথা বলার মতো কাছের হতে পারি নি। আমি কদিন ধরেই খেয়াল করছি তোমার এমন আনমনে ভাবটা। কিছু তো একটা হয়েছে। কোন কিছু নিয়ে কি টেনশন করছো। আমাকে বলো যদি কোন কাছে আসে এ অধম।

(হাত বাড়িয়ে নিজের দু হাতের মুঠোতে রুদ্রের বা হাত টা পুড়ে নেয়। কিছুটা এগিয়ে আসে সামনের দিকে)
-ব্যাপার টা সেরকম নয়। সত্যি বলতে নিজের কষ্টের কথা সমস্যার কথা কারো কাছে বললে কেউ সেটার মজা নেয় কেউ কেউ আবার অন্য সুযোগের সদ্ব্যবহার করতে চায়। তবে তোমাকে যতদিন ধরে চিনি সে দিক থেকে তোমার কাছে এ বিষয়ে বলতে তেমন দ্বিধা নেই তবে ব্যাপারটার সাথে টাকা জড়িয়ে আছে তাই তোমার সাথে শেয়ার করার মত মানসিক শক্তি পাচ্ছি না। পাছে তুমিও হয়তো অন্য কিছু ভাবতে পারো।

-সে না হয় বুঝলাম৷ হাতে পাঁচ যেমন সমান কা সবাইো তেমন না। তবে আমি নিজের গুনের ফিরিস্তি শুনাবো না। এইটুকু বলতে পারি তুমি তোমার সমস্যা টা শেয়ার করতে পারো।

-এখানে চাকরি করে যে বেতন পাই সেটা দিয়ে টেনেটুনে কিছু ভাবে পরিবারের খরচ আর ভাইয়ের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। কিছুতিন আগে বাবার শরীরটা খুব খারাপ করে, ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করে জানতে পারলাম কিডনিতে পাথর হয়েছে৷ দিন কয়েকের মাঝে অপারেশন করাতে হবে। কিন্তু হাতে তো একদম টাকা নেই৷ সেটা নিয়েই দুশ্চিন্তা করে যাচ্ছি।

-এই ব্যাপারটা নিয়ে তুমি আমার সাথে কথা বলতে দ্বিধাবোধ করছিলে৷ আমি কি এতটা মন্দ মানুষ? তা সব মিলিয়ে কত লাগবে বলো আমার কাছে জমানো টাকা আছে।

-তাড়াতাড়ি অপারেশন করতে গেলে প্রাইভেট হাসপাতালে করতে হবে সেদিক থেকে লাখের মত দরকার পরবে সব মিলিয়ে।



(কথা বলতে বলতে সামনের দিকে তাকাতেই খেয়াল করলো তনয়ার দুটি চোখ ওর উপর ক্ষুধার্ত বাজ পাখির মত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্রের সাথে চোখাচোখি হতেই সাথে সাথে চোখ নামিয়ে হনহন করে ক্যান্টিন থেকে বের হয়ে যায়)

-ঠিক আছে তুমি আঙ্কেল কে ভর্তির ব্যবস্থা করো আমি টাকা টা ব্যাংক থেকে তুলে দিচ্ছি। আর আমাকে এতোটাও সাধু ভেব টা টাকা তো তুমি পরে দিয়ে দিবে কিন্তু সুদটা আমি ঠিকই উশুল করে নিবো। (বা হাতে রুপালির গাল টিপে দেয়)

-তোমার সবকিছুতেই দুষ্টুমি।


রুদ্র স্যার রুদ্র স্যার বলে পিয়ন ছেলেটা এদিকেই এগিয়ে আসে। কাছে এসে জানায় নতুন ম্যানেজার ওকে তলব করেছে। এর মাঝে নতুন ম্যানেজার এসে জয়েন করতে না করতেই রুদ্র কে কেন তলব করলো সেটাই বোধগম্য হচ্ছে না৷ বস বলেছিল ফাইল গুলো রেডি করতে৷ রুপালিকে বিদায় জানিয়ে নিজের রুমে গিয়ে ফাইল গুলো হাতে তুলে ম্যানেজারের রুমের দিকে পা বাড়ায়৷ নতুন করে রঙচঙে রুমটা কাছে দাড়িয়ে নেমপ্লেটে চোখ বুলায় " রিদ্ধিমা চৌধুরী "। রঙিন অস্বচ্ছ কাচের দরজায় টুকা দেয়

-মে আই কাম ইন ম্যাডাম
ভিতর থেকে গুরুগম্ভীর একটা আওয়াজ

-ইয়েস কাম ইন মিস্টার রুদ্র।
 
স্মৃতিচারণ



তুই যা বলছিস তাতে তো ঘটনা খুব জটিল মনে হচ্ছে- বয়স্ক ব্যক্তির মত গুরুগম্ভীর ভাব এনে কথাটা বলে জয়। তবে একটা বিষয় পরিষ্কার বইটা আন্টির হাতে পড়ে নি। যদি পড়তো তবে এতক্ষণে তর ভবলীলা সাঙ্গ হয়ে যেত। যদি রাই এর বইটা পেয়ে থাকে তবে ও ওটা নিতে গেলে কেন?

-সেটা আমি কি করে বলবো। আমি কি জিজ্ঞেস করতে গেছি নাকি। বইটা নিশ্চিত রাই নিয়েছে। এখন কি করবো সেটা বল? স্কুলে গেলেই তো দেখা হবে।

(গালে হাত দিয়ে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে জয়)

-এত চিন্তার কি আছে ব্যাটা। যদি ও নিয়েই থাকে তবে দোষটা ওর তোর তো না।(মিচকে হাসি হেঁসে) তর মত নেশা লেগে হয়তো তাই নিয়ে গেছে। সেই হিসেবে তোর সামনে রাস্তা ক্লিয়ার।(হু হু করে হাসতে থাকে জয়)

-আরে শালা তুই কি বলছিস কিছুই মাথায় ঢুকছে না। চিবিয়ে চিবিয়ে না বলে খুলে বল।

-তুই কি আবাল নাকি। কি বলতে চাই বুঝে নিস না কেন। দেখ বইটাতে তোর যেমন নেশা হয়েছে ওর ও হয়েছে তাই নিয়ে গেছে। উত্তেজনা আমার তোর যেমন আসে রাই এর ও আসবে। আজ যখন দেখা হবে তখন এতদিন যা দেখেছিস পড়েছিস সেগুলো এপ্লাই করে দিবি, কেল্লাফতে।

-তুই কি আমাকে মার খাওয়াবার প্ল্যান করছিস নাকি? শালা আমি উল্টা পাল্টা কিছু করতে গেলে ও কি ছেড়ে দিবে। তুই অন্য কিছু ভাব।

-আমার মাথায় তো অন্য কিছু আসছে না। ভাবতে হবে, আচ্ছা স্কুলে দেখা হলে বলবো নে। এখন বাসায় গিয়ে স্কুলের জন্য রেডি হ গিয়ে।

রাই কে সাইকেলে বসে থাকতে দেখে খুব সন্তপর্ণে এগিয়ে যায় সেদিকে। ছোট বাচ্চাদের মত বারবার সাইকেলের বেল বাজিয়ে চলেছে রাই। কাছাকাছি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে এমনিতে গলা খাকড়ি দেয়। শব্দ শুনেই সামনের দিকে তাকায় রাই।

-কিরে তুই এখানে বসে কি করছিস? পুড়ো স্কুল তো ফাঁকা হয়ে গেছে।

-সেটা তো তোর দোষে৷ এত দেরি করলি কেন। আমি বসে আছি তোর সাইকেলে করে যাবো বলে।

(কি বলবে ভেবে পায় না, যেভাবই হোক ওকে এড়াতে হবে আজ)

-নারে আজ তো আমার যেতে দেরি হবে৷ আমার বাজারে একটু কাজ আছে। আগে সেখানে যাবো তারপর বাড়িতে। তুই আজ একাই চলে যা।

-তুই বাজারে যাবি তাহলে তো ভালই হলো। আমাকেও একটু লাইব্রেরিতে যেতে হতো। তাহলে এখনি তোর সাথে চলে যাবো।

(আচ্চা মুশকিল হয়ে গেল, কই ওকে এড়াতে চাইলো এখন আরও ঝামেলা বাড়লো)
-চল তাহলে।

সাইকেল স্কুল মাঠ পেরিয়ে বড় রাস্তা ধরে বাজারের দিকে এগোতে লাগলো। কেউ কোন কথা বলছে না। বাবু সাইকেল চালাচ্ছে ঠিকি কিন্তু ওর পুরো শরীর দরদর করে ঘামছে। হাত পা পিছলে যাচ্ছে ঘামে ভিজে। আর পিছনে শান্ত হয়ে চুপচাপ বসে আছে রাই। মাঝে মাঝে ভাঙা রাস্তার কারণে বাবুর শার্ট টা মুঠো করে ধরছে।

-বা দিকে চল।

-ওদিকে তো ভাঙা ব্রীজ। ওখানে গিয়ে কি করবো।

-এতো কথা বলতে পারবো না৷ যাবি নাকি আমি হেঁটেই চলে যাবো।

-আরে বাবা যাচ্ছি যাচ্ছি।

বাদিকে রাস্তা ধরে বাবুর সাইকেল ভাঙা ব্রীজটার দিকে এগিয়ে যায়৷ নদীর পাড়ে এসে সাইকেল থামে। পেছন থেকে নেমেই দৌড়ে পাড়ে ফোটা ঘাসগুলোর দিকে যেতে থাকে রাই। সাইকেল টা দাড় করিয়ে বাবুও ওর পিছু পিছু ছোটে। হাঁটু গেড়ে ঘাস ফুল তুলছে রাই আর পেছনে দাড়িয়ে নিজের আসন্ন বিপদের প্রহর গুনছে বাবু।

-তুই কি এসবের জন্য আমাকে এখানে নিয়ে আসলি। আমি চলে যাবো তাহলে।

-দরকার আছে তাই এসেছি। তোর একটা জিনিস আমার কাছে, সেটা দেব।

(কথাটা শুনা মাত্র বাবুর হাত পা ঠান্ডা হতে শুরু করে, ইচ্ছে করছে এখনি ছুটে পালাতে কিন্তু পায়ে সেই জোর পায় না)
-(কাঁপা কাঁপা গলায়) আ...মার আমার কি আবার তোর কাছে আছে, সে... সেটা তো স্কুলেই দিতে পার...তি।

-দেয়া যেত না বলেই এখানে আসলাম। এদিকে আয়।

ব্যাগের চেন খুলে সেই ছোট্ট বইটা বের করতে থাকে রাই। বাবু এদিক ওদিক তাকিয়ে ঘটনা টা কিছুভাবে শেষ করতে চাইছে। এখন সে কি করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে ওর।

-এসব কিরে তোর ব্যাগে পেলাম গতকাল? ছি ছি কি সব নোংরা নোংরা গল্প আর ছবি। কে দিয়েছে তোকে? নিশ্চয়ই জয় দিয়েছে তাই না। আন্টি জানে এসব ব্যাপারে?? যদি আন্টির হাতে পড়তো তবে তোর কি হতো ভেবে দেখেছিস।

(বলার মতো কিছুই পাচ্ছে না বাবু, জয় কত কি শিখিয়ে দিয়েছিল। কিন্তু মাথা থেকে সব উধাও হয়ে গেছে রাই এর রাগী রূপ দেখে। মা হলে না হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতো কিন্তু রাই কি বলবে। নিজের কাছেি নিজেকে একটা গাধা মনে হচ্ছে। ধীর পায়ে সামনে এগিয়ে যায় বাবু)
-শুন একটু আমার কথাটা। তুই যেটা ভাবছিস তেমন কিছুই না। (জয়ের শিখিয়ে দেয়া কিছুই কাজে লাগাতে পারছে না, দরকারের সময়ে সব ভুলে যাচ্ছে। মেয়েদের বশ করার জন্য কি সব করতে বলেছিল সব ভুলে বসে আছে। চোখ বন্ধ করে কি যেন ভাবছে বাবু। চোখ খোলে আরেকটু সামনে এগিয়ে যায়। তখনো বইটা হাতে নিয়ে রাগে কাঁপছে রাই। হঠাৎ বাবু দুই হাতে রাইকে আকড়ে ধরে ওর টেনিস বলের মত স্তন দুটো মুচড়ে দেয়। এই প্রথম কারও স্তনে হাত পড়লো বাবুর। মেয়েদরর স্তন এতো নরম হয় সেটা জানাই ছিল না। টিপে দিতেই নরম স্পঞ্জ বলের মত মিলিয়ে গিয়েছিল। মূহুর্তের বাবুর শক্ত মোচড়ে ব্যাথায় গুঙিয়ে উঠে রাই। ব্যাথা আর রাগে বাবুর কাঁধে শরীরের জোরে দাঁত বসিয়ে দেয়৷

বর্তমান
নতুন ম্যানেজার ম্যাডাম আসার পর থেকে রুদ্রের অবস্থা সংকটময়। দম ফেলার সময় নেই, একটার পর একটা কাজ দিয়ে চেপে রাখে। অফিসের কাজ, প্রজেক্ট সাইটের কাজ, নতুন প্রজেক্ট নিয়ে পার্টির সাথে মিটিং করা এসবে নাভিশ্বাস উঠে যাচ্ছে। রুদ্র বুঝে পায় না এই ম্যানেজারের কি সমস্যা আসার পর থেকে একটা খড়গ যেন ওর মাথার উপর ধরেই রেখেছে। আগে যাও একটু এদিক ওদিক ফুড়ুৎ করে উড়ে যেত সেটাো আজকাল বন্ধ হবার উপক্রম হয়েছে৷ বসের কাছে বলেও লাভ হয়নি, ম্যানেজমেন্ট থেকে সুপারিশে এই ম্যানেজার এসেছে এখানে তারও বলার কিছুই নেই। কাজের দিকটা না হয় কিছু ভাবে সামলে যাচ্ছে, কিন্তু ঐদিকে তনয়ার সাখে কয়েকদিন ধরে কথা বলার সুযোগ হয়ে উঠছে না। সেদিন ক্যান্টিনে রুপালির আমার হাত ধরে বসে থাকা দেখেই হিংসে তে জ্বলে পুড়ে মরছে। ডেস্কের কাছে গিয়ে



কথা বলার চেষ্টা চালালেও সেটাতেো ব্যর্থ হয়েছে। তবে রুদ্র হাল ছাড়ার ছেরে নয়। আর এই তনয়াকে তো ছাড়ার প্রশ্নই উঠে না। এতদিনের পরিশ্রম বিফলে যেতে দেয়া যাবে না।
অফিস ছুটি হয়েছে, যে যার মত বের হয়ে যাচ্ছে। রুদ্র ওর বাইকটা নিয়ে গেইটের কাছে দাড়িয়ে আছে। আরও কয়েকজনের সাথে তনয়া বের হয়ে আসছে। কাছাকাছি আসতেই রুদ্র পেছন থেকে ডাক দেয়, একবার পিছন ফিরে আবার সামনের দিকে হাটতে শুরু করে। এবার রুদ্র পেছন থেকে তনয়ার হাত টা ধরে নেয়। বাকিরা একবার থেমে রুদ্রের দিকে তাকায়, তনয়া ছাড়া বাকিরা চরে যায়। তনয়াকে টেনে বাইকের কাছে নিয়ে আসে।
 
[HIDE]



-কি ব্যাপার ডাকছি দেখেও ওভাবে চলে যাচ্ছিলে কেন?

-আমাকে ডাকার কি আছে। তোমার তো আরও অনেকেই আছে। আমাকে কি দরকার।

-এত রাগ আমার উপর? তবে রাগলে তোমাকে কিন্তু তোমাকে আরও সুন্দর দেখতে লাগে। দাঁড়া একটা ছবি তুলে দেখাই।(পকেট থেকে মোবাইল টা বের করতে থাকে)

-এত ঢং করতে হবে না( মুচকি হাসি চলে আসে ঠোঁটের কোনে) আমি চলে যাবো।

-এমন করছো কেন। আচ্ছা যত রাগ আছে সব উগরে দিও কিচ্ছু বলবো না। তবে এখন চলো ফুচকা খেতে যাবো। পরিচিত একজন দারুণ ফুচকা বানায়।

-মন গলাতে চাইছো।

-তা তো চাইছিই। যদি একটু গলে থাকে তবে বাইকে উঠে বসো।

রুদ্র বাইক স্টার্ট করে, তনয়া পিছনে উঠে বসতেই সাই করে বাইক ছোটে চলে। মিনিট পাঁচেক এর মাঝেই ফুচকার দোকানে পৌছে যায়৷ একের পর এক টক ঝাল ফুচকাতে তনয়ার কয়েকদিনের জমানো রাগ ক্ষোভ গলে জল হতে শুরু করে৷

-রাগ কমলো?

-কমেছে তবে একটু।

-একটু?? তুমি আচ্ছা ধড়িবাজ মেয়ে তো৷
হা হা করে হাসতে থাকে তনয়া৷ এ যেন হাসি নয় সদ্য ফোটা ফুল। উদিত সূর্যের রঙিন আভা।
চলো আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাই।

-আবার কোথায় যাবে? আমাকে বাসায় ফিরতে হবে।

-বেশিক্ষণ লাগবে না কাছেই আমার বাসা।(কাছেই রুদ্রর বন্ধুর বাসা, শুধু নামেই বন্ধুর বাসা। ওটাতে রুদ্রের আড্ডা, বেশির ভাগ সময় থাকা খাওয়া আর মাঝে মাঝে মেয়ে নিয়ে আসা চলে। প্রায় সময় বন্ধু থাকে না আর তখনি রুদ্র চলে আসে ফুর্তি করতে। আজ তনয়ার পালা)

-না না বাসায় যাবো না।

-প্লিজ না করো না। এক কাপ কফি খাবে ব্যাস। তুমি না গেলে আমি খুব মন খারাপ করবো।

রুদ্রের দিকে আগে থেকেই দুর্বল হয়ে পড়া তনয়াকে বেশিক্ষণ জোর করতে হলো না। শেষমেশ ও রাজি হতেই ফুচকার বিল মিটিয়ে বাইক স্টার্ট করে রুদ্র। মিনিট দশেকের মাঝেই বিশাল একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে বাইকটা দাঁড়ায়। বাইক থেকে নেমে লিফটে উঠে দুজনে ফোর্থ ফ্লোরের বোতাম চাপে। ফ্ল্যাটের দরজা খোলে ভিতরে ঢুকে সোফায় তনয়াকে বসিয়ে রান্না ঘরের দিকে চলে যায় রুদ্র। টিভি টা অন করে তনয়া একের পর এক চ্যানেল চেঞ্জ করতে থাকে৷ একা একা ভালো লাগছে না ওর। রুদ্রের মন রাখতে ঠিকি এখানে এসেছে কিন্তু এখন কেমন যেন লাগছে। দু'পায়ের বুড়ো আঙুল একটার সাথে আরেকটা ঘসে যাচ্ছে। মনটা কেমন উশখুশ করছে তখন থেকে। ভিতরে একটা চাপা উত্তেজনাও কাজ করছে তখন থেকে। একা একা রুদ্রের সাথে ওর ফ্ল্যাটে কত কিছুই তো ঘটতে পারে, সেসব ভেবে শরীরটা শিউরে উঠছে। যদি রুদ্র কিছু আবদার করে বসে তবে ওকে কি ফিরিয়ে দিতে পারবে তনয়া৷ মনে মনে ওকে ভালবাসার আসনে বসিয়ে রেখেছে সে। এত ভেবে কি হবে, যা হবার হবে। মানসিক প্রস্তুতি নিতে থাকে সে। ঘোর ভাঙে রুদ্রের ডাকে, উঁচু হয়ে তাকাকেই দেখে রুদ্র কফির মগ হাতে দাঁড়িয়ে। মিষ্টি হেসে ওর হাত থেকে একটা মগ নিজের হাতে নিয়ে নেয়।
নিজের কফি মগ হাতে তনয়ার পাশে বসে রুদ্র। তনয়া কিছু বলছে না, মাথা নিচু করে পায়ের আঙুল গুলো ফ্লোরে ঘসছে। রুদ্র আরেকটু সরে বসে তনয়ার দিকে। রুদ্রের হাত স্পর্শ করে যায় তনয়ার কোমল হাত। স্পর্শের মূর্ছনায় কেঁপে উঠা তনয়ার শরীর হালকা সরে যায়। কফির মগ টা টি টেবিলে রেখে দু'হাতে তনয়ার মুখমণ্ডল আজলা করে নিজের দিকে নিয়ে আসে৷ দু চোখ বন্ধ করা তনয়ার শরীর রীতিমতো কাঁপছে৷ সেই কাঁপুনি আরও বেড়ে যায় যখন নিজের কোমল নরম ঠোঁটের উপর উষ্ণ ছোঁয়া পায়৷ একবার চোখ খুলে রুদ্রের ওকে চুমো খাওয়া দৃশ্য টা দেখামাত্রই আবার চোখ বন্ধ করে নেয়। নিজেকে আরও এগিয়ে নেয় রুদ্রের দিকে। নিজের ঠোঁট গুলোকে আরও গভীর ভাবে চেপে ধরে। সে যেন আগে থেকেই মানসিক ভাবে তৈরী ছিল সবকিছুর জন্য। গতি বাড়তে থাকে ঠোঁটের খেলার। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ হচ্ছে যেটার শুরু আর শেষ হয়তো ঐ কাঙ্খিত ধীরে ধীরে তপ্ত হয়ে উঠা প্রেয়সীর ঠোঁটের কাছে। রুদ্রের হাত তনয়ার মাথা ছেড়ে পিঠের দিকে চলে যায় আরও কাছে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে তনয়ার নরম পালকের মত কাম উত্তেজনায় কাঁপতে থাকা দেহটাকে। তপ্ত জিভ বুলিয়ে দেয় তনয়ার নরম ঠোঁট পাপড়িতে। এমন কার্যকরী পরশে না চাইতেও গুঙিয়ে উঠে তনয়া ঠোঁটের পাপড়ি ফাঁকা করে নিজের জিভের সংযোগ ঘটায় রুদ্রের সাথে। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গের অনেকদিন ধরে অভুক্ত থাকা ক্ষুধার্ত ব্যাঘ্র শাবকের মত তনয়ার জিভ নিজের মুখে পুড়ে নেয়। পাগলের মত চুষতে থাকে যেন সদ্য মৌচাক থেকে কেটে আনা মধুভান্ডের নাগাল পেয়েছে। তনয়াও সমান তালে সাড়া দিয়ে যাচ্ছে রুদ্রের সাথে৷

রুদ্রের দুই হাত তনয়ার নিতম্বের কাছে নেমে যায়। নরম নিতম্ব নিয়ে খেলতে থাকে দুই হাত। নিতম্বে পুরুষ হাতের স্পর্শে শরীরে আগুন ধরে যায়, এ আগুন কামনার আগুন সহজে নিভে না। নিতম্বের নিচে হাত দিয়ে তনয়াকে উঠিয়ে নিজের কোলে নিয়ে আসে রুদ্র। কোলে বসিয়ে তনয়ার ঠোঁট ছেড়ে ঘাড়ে আর কানের লতিতে ভিজে জিভ বুলাতে থাকে রুদ্র। স্পর্শকাতর অঙ্গে এমন উষ্ণ পরশে শরীরের বাঁধে ভাঙন ধরে যায়। একহাতে রুদ্রের মাথা চেপে ধরে নিজের কাঁধে। হালকা সীৎকার বের হয়ে আসে মুখ দিয়ে। শ্বাস যেন আরো ঘন হয়ে আসছে। উত্তেজনার প্রবল আক্রমণে শরীরটা বাঁকা হতে থাকে৷ এমন তৃপ্ত অনূভুতির স্বাদ নারী জীবনে আগে কখনো পায় নি তনয়া। রুদ্রের মাথা নেমে আসে বুকের কাছে। তনয়ার বক্ষ বিভাজিকার কাছে এসে পরশ বুলায় গভীর চুম্বনে।

-প্লি...প্লিইইজ এখানে ন...নয় ঘরে যাই চল..লো।

এতোক্ষণে মুখে কিছু বললো তনয়া। রুদ্র চোখ মেলে ওর দিকে তাকায়। চোখ গুলো লালচে হয়ে আছে, উত্তেজনার জ্বরে জলছে সারা শরীর। শিকারীর কাছে পরাস্ত শিকার কে কোলে তোলে নেয় রুদ্র। এগিয়ে যায় বেডরুমের দিকে।


[/HIDE]
 

Users who are viewing this thread

Back
Top