জ্ঞানচর্চার ক্ষেত্রে শুধু আপন বিশ্বাসই নয়, সকল মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সকল ধ্যান-ধারণা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা দরকার প্রতিটি জ্ঞান পিপাসু মানুষের। শুধু সীমাবদ্ধ পরিমন্ডলে আবদ্ধ হলে চলেনা। সীমানাকে অতিক্রম করে যেতে হবে ক্রমান্বয়ে। এর মধ্যেই ক্রমশ অতিক্রম করা যাবে নিজেকে। (- আরজ আলী মাতুব্বর)
কি বলেন! তওবা তওবা! কি লজ্জা!
আসলে শরীরটা খুবই খারাপ যাচ্ছে আমার, সাথে ঘরের সকলেই অসুস্থ। আর আপিসের সাথেও বেশ ঝামেলা যাচ্ছে। সব মিলিয়ে আসলে সময়ের সাথে যুদ্ধ চলছে, বিপর্যস্ত কোনঠাসা একটা অবস্থা। আমি নিজেও আড্ডাঘর মিস করছি। দোয়া করবেন মামা।