What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বাংলা শব্দ গঠনের খেলা-২০২২ (2 Viewers)

আইলো দারুন ফাগুন রে
লাগলো মনে আগুন রে
একা একা ভালো লাগে না

বনে বনে ফুলের মেলা
ভ্রমর করে খেলা
তাই দেখিয়া আমার মনে
বাড়ে আরো জ্বালা

বসন্তেরই এমন দিনে
মনের বাগান খালি
কোথায় গেলে পাবো বলো
আমার সুজন মালি

———————————
মুভি: চন্দন দ্বীপের রাজকন্যা
অঞ্জু ঘোষ
রুনা লায়লা (?)
 
ওয়াসিম-অঞ্জু জুঁটি !
তখনকার দিনে লাখ লাখ লোক এই জুঁটিকে পছন্দ করতো...
 
আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত,
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

————–
আঞ্জুমান আরা বেগম ও বশীর আহমেদ
ছবি: আয়না ও অবশিষ্ট
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সত্য সাহা।
 
তথ্য সহ আপনার এই বাংলা গানের লিরিক্স দেখতে পেয়ে আমাদের অনেকেরই বেশ লাভ হচ্ছে...
 
আঁধারে আমি তোমায় খুঁজে মরি,
চলিতে যে হায় কাঁটা বেঁধে পায়
জলে আঁখি যায় গো ভরি।
তনুমন মম বিবশ বিরহে
কাটেনা বিভাবরী।
কেমনে প্রাণ তোমা বিনা রাখি—
মালা মোর যায় যে ঝরি।
জানিনা তো কেন আমারে কাঁদায়ে
সুদূরে গেলে সরি।
গগনে গগনে মত্ত ঘনঘটা
বিজুরী ওই ঝলকে,
সঘনে ডাকে দেয়া পবন উতরোল
নয়নে বারি ছলকে।
ভরিল আজি যেন নিবিড় মেঘছায়া
ব্যাকুল আঁখি পলকে,
জানিনা তো আজি আমারে কাঁদায়ে
আছ কোথা অলখে।

————-
‘বসন্ত বাহার\’ কথাচিত্রের গান।
শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুর : জ্ঞানপ্রকাশ ঘোষ।
 
বাহ, মামা তো দেখি লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছেন!
 
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার পাশে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চল যায়
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন

হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় নীল হবে অমনি
সেই আলোর পথ ধরে চলবে
সে যাত্রায় কেন হায়
ভয় হয় নিশিদিন

জোনাকীর গান বুঝি থামল
চাঁদনীতে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এ ভূবন যে নূতন
এ স্বপন চিরদিন

————
শিল্পী: কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি
মুভি: আমি সেই মেয়ে
 
নিশ্চিন্ত হয়ে গান লেখা খুবই সহজ। মাথায় চিন্তা থাকলে পারতেন কি?
 
আমার মন তো বসে না গৃহ কাজে
সজনি গো
অন্তরে বৈরেগীর লাওয়া বাজে ।।

সজনি গো….
কি করিব কোথা যাব
এ দুঃখ কারে জানাবো
মন মেলে তো মানুষ মেলে না ।।
ওরে কারো কথা কেউ শোনে না গো
হায়রে কারো কথা কেউ শোনে না
যার যেভাবে বোঝে
অন্তরে বৈরাগীর লাওয়া বাজে

সজনী গো…..
লাওয়া তিন তারে টানা
মধ্যের তারে আনাগোনা
প্রেম রসে মধুরও ঝংকারে ।।
আমি মধুরে বঞ্চিত হইলাম ভব রসে মজে
অন্তরে বৈরাগীর লাওয়া বাজে

আমার মন তো বসে না গৃহ কাজে
সজনি গো
অন্তরে বৈরেগীর লাওয়া বাজে ।।

————–
সুরকারঃ সুবল দাশ
গীতিকারঃ মনিরুজ্জামান মনির / মাসুদ করিম
 
নদী যদি বলে, "সাগরের কাছে আসবো না"তা কি হয়?
নদী যদি বলে, "সাগরের কাছে আসবো না"তা কি হয়?
মেঘ যদি বলে, "আকাশের বুকে ভাসবো না"তা কি হয়?
তা কি হয়?
 

Users who are viewing this thread

Back
Top