অনেক দিন পর বাড়িতে একজন মেহমান এসেছে। মেহমান দেখে বাড়ির মালিক বললেন, তা কেমন আছেন, অনেক দিন পর এলেন, আজ তো আর থাকবেন না, আবার কবে আসবেন? মেহমান : অনেক দিন পর এলাম, যেতে তো আর দিবেন না, লুঙিটা দিন গোসলটা সেরেই আসি।
জ্বর, ঠান্ডা, মাথাব্যথা, পেটব্যথা হলেও আজকাল কেউ বিশ্বাস করতে চায় না। আর তাই ছুটি পেতে চাইলে বসকে সরাসরি না বলে এভাবে বলা যেতে পারে। :স্যার, পেইনকিলার আছে আপনার কাছে? : না নেই। কেন, অসুস্থ নাকি? : না, তেমন না। একটু পর আবারও : স্যার, নাপা হলেও চলত। দেখেন তো, আছে কি না। : যান বাড়ি যান। নাপা খান, চাপা মারেন, যা খুশি করেন গিয়া।
রাসেল ইদানীং প্রায়ই দেরি করে অফিসে আসে। একদিন বস্ তাকে ডেকে জিজ্ঞেস করেই ফেললেন, 'তুমি প্রতিদিন এত দেরি করে অফিসে আস কেন?' উত্তরে রাসেল বলল, 'স্যার, যত দিন বেতন দিচ্ছেন না তত দিন দেরি হবেই।' তার উত্তর শুনে বস্ তো থ। তিনি জিজ্ঞেস করলেন, 'সময়মতো অফিসে আসার সঙ্গে বেতনের কী সম্পর্ক?' রাসেল বলল, 'সম্পর্ক তো অবশ্যই আছে। বেতন পেলে বাসে করে আসতাম, এখন হেঁটে আসি। দেরি তো হবেই।'
রোগীঃ ডাক্তার, এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট? ডাক্তারঃ শত ভাগ। সাধারণত এই রোগে প্রতি দশজনে একজন বাঁচে। আপনি আমার দশম রোগী। এর আগের নয়জনই মারা গেছে।
বন্ধুদের সঙ্গে ছেলেকে বেরুতে দেখে মা আপত্তি জানান-কোথায় যাচ্ছ এখন ? : সাঁতার শিখতে বন্ধুদের সঙ্গে যাচ্ছি। : ত্র্যাঁ, এই ভরদুপুর বেলায়। এটা কি সাঁতার শেখার সময় ? দেখো, যদি পুকুরে ডুবে যাও, তবে এ বাড়িতে আর তোমার ঠাঁই হবে না।
পৃথিবীতে যত গাড়িচোর আছে, তাদের ১০ শতাংশ বাঁ-হাতি। আবার পৃথিবীর সব মেরুভালুকই বাঁ-হাতি। সুতরাং আপনার গাড়ি চুরি হলে শতকরা ১০ ভাগ সম্ভাবনা, এটি কোনো মেরুভালুকের কাজ। —পরিসংখ্যানের আরেকটি গবেষণার ফল।