What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (2 Viewers)

শিক্ষক : ও কী, তুমি ক্লাসে হামাগুড়ি দিয়ে ঢুকছ কেন? ছাত্র : স্যার আপনিই তো বলেছিলেন “হোম ওয়ার্ক না করে এলে আমার ক্লাসে কে হেঁটে ঢোকে দেখে নেব।”
 
শিক্ষক : মালয়েশিয়ার রাজধানী কোথায় বলতে পার? ছাত্র : কুয়ালালামপুর স্যার। শিক্ষক : অহ্ বেশি কথা বল না। আমি জানতে চাচ্ছি তুমি জান কি না। হ্যাঁ অথবা না।
 
শিক্ষক : পৃথিবীর মধ্যে কোন জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বল তো? ছাত্র : ভল্লুক, স্যার। শিক্ষক : কেন? ছাত্র : আমার বাবা একটা ভল্লুক শিকার করেছিলেন। তিনি যখনই কারোর কাছে শিকারের গল্প করেছেন প্রতিবারেই সেই ভল্লুকের আয়তন দু ইঞ্চি করে বেড়ে যাচ্ছে।
 
শিক্ষক : পুর্ববাংলার ইংরেজি কী? ছাত্র : ইস্টবেঙ্গল। শিক্ষক : পশ্চিমবাংলার ইংরেজি কী? ছাত্র : মোহনবাগান।
 
শিক্ষক : ব্যাঙের পেট কেটে আমি তোমাদের দেখিয়ে দিলাম ভেতরে কোন কোন অঙ্গপ্রতাঙ্গ আছে। আচ্ছা, এইবার বল তো মানুষের পেট কাটলে তার মধ্যে কী কী দেখতে পাবে? এক ছাত্র : প্রথমে দেখব স্যার হাজত। তারপরে জেলখানা।
 
শিক্ষক : একটি মশা আর একটি হাতির তুলনা কর তো। ছাত্র : মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু হাতি মশার গায়ে কখনই বসতে পারে না।
 
শিক্ষক : তোমরা সবাই জান, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিস্কার করেছিলেন। বলতে পার, তাঁর সহকারী মি: ওয়াটসন কী করেছিলেন? ছাত্র : ফোনের বিল পরিশোধ করেছিলেন।
 
শিক্ষক : রাজু, তোমাদের বাড়িতে দেশপ্রেমী কে কে আছেন? রাজু : একমাত্র আমার বাবা। শিক্ষক : কী ভাবে? রাজু : বাবা দেশী খায়, বিলিতি ছোঁয় না।
 
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, ‘ইংল্যান্ডের সাইমন ডি মন্টফোর্ট যে পার্লামেন্ট গঠন করেছিলেন, তার নাম ম্যাড পার্লামেন্ট।’ এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, সাইমন দারুণ দূরদর্শী ছিলেন, তিনি বহু আগেই বুঝেছিলেন, কালক্রমে পৃথিবীর অনেক পার্লামেন্টই তাঁর আদর্শ অনুসরণ করবে।’
 
স্কুলে ১০০ শব্দে গরুর রচনা লিখতে দিল। একজন লিখল, ‘আমি একটা গরু কিনে ফিরছিলাম। গরুটা পথে এক লোককে গুঁতো মারল। সেই লোক আমাকে গালাগালি শুরু করল (বাকি ৮৩টি শব্দ গালাগালি যা লেখার অযোগ্য)।
 

Users who are viewing this thread

Back
Top