What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (2 Viewers)

জ্যামাইকার হেনরির দিনকাল বেশ খারাপ যাচ্ছিল। রাত দুইটায় মদ খেয়ে বদ্ধমাতাল সে। মড়ার ওপর খাঁড়ার ঘা, ঘরে ফেরার পথে একটা ডাস্টবিনে উল্টে পড়ে গেল সে। পুলিশ এসে ক্যাঁক করে ধরল তাকে, ‘বিষয়টা কী, এত রাতে এমন মাতলামি কিসের, যাচ্ছিলে কোথায়, শুনি?’ ‘যাব আর কোথায়! লেকচার শুনতে যাচ্ছিলাম, জনাব।’ পুলিশ তো সব শুনে মহাখাপ্পা, ‘পাগল পেয়েছ! এত রাতে কোন আহাম্মক তোমার জন্য লেকচার দেবে?’ ‘লেকচার তো একজনই দেয়।’ ‘কে সে?’ ‘আর কে! আছে না আমার বউ!’
 
ভোটার তালিকায় নাম উঠেছে, তাই নির্ধারিত ফরমে ছেলেপুলেদের নাম উল্লেখ করতে হবে। দক্ষিণ আফ্রিকার ন্যাজেলা মারফিউসের বয়স হয়েছে, তাই ধৈর্যের বাঁধটা অত শক্ত নেই। দশ-দশটা ছেলে তার। ফরম পূরণ করে জমা দিয়েছে, কাউন্টারে বসা ভদ্রমহিলা পিছু ডাকল, ‘তুমি তো তোমার সব ছেলের নামের জায়গায় শুধু লেরয় লিখেছ! ঘটনা কী?’ সব শুনে বুড়ো ন্যাজেলা বেজায় বিরক্ত, ‘আরে বাপু, ঠিকই তো আছে সব! ওদের নাম তো লেরয়ই!’ ভদ্রমহিলার ভুরুজোড়া আকাশমুখী, ‘আরেব্বাহ! তুমি লেরয় নামে ডাকলে সবাই ছুটে আসে। আলাদা করে একজনকে ডাকতে হলে কী করো?’ ‘কেন, ওদের নামের বাকি অংশ ধরে ডাকি!’ নির্বিকার ন্যাজেলার সোজাসাপ্টা জবাব।
 
মাঝনদীতে এসে নৌকার তলা ফুটো হয়ে গেছে। গলগল করে পানি উঠছে আর একটু একটু করে নৌকাটাও তলিয়ে যাচ্ছে সেই সঙ্গে। একজন বাদে নৌকার বাকি যাত্রীরা মহা আতঙ্কিত। পাগলের মতো এ-পাশ থেকে ও-পাশে ছোটাছুটি শুরু করে দিল সবাই। কিন্তু ওই একজন পায়ের ওপর পা দিয়ে বসে মিটিমিটি হেসেই চলেছে। তা দেখে তো বাকিরা অবাক, ‘ঘটনা কী, এমন বিপদেও গাধার মতো হাসছ কেন শুনি!’ ‘হাসব না! নৌকাটা তো আমাদের নয়! নৌকা ডুবলেই কী আর ভাসলেই বা কী!
 
চীনের এক কৃষক একবার গরু বর্গা নেওয়ার কথা ভাবলেন। তাঁর গ্রামের এক ধনী মাতবরের গোয়ালে বেশ কয়েকটি গরু। কৃষক একদিন গেলেন মাতবরের বাড়িতে। মাতবর সেদিন বেশ ব্যস্ত, কৃষকের সঙ্গে দেখা করার ফুরসত নেই। কৃষক উপায়ান্তর না দেখে মাতবরের এক চাকরকে দিয়ে খবর পাঠালেন, ‘একটা গরু বর্গা নিতে এসেছি আমি।’ চাকরের মুখে সব শুনেটুনে মাতবর একটা চিরকুট লিখে দিলেন। তাতে লেখা, ‘একটু অপেক্ষা করো, আমি নিজেই আসছি।’
 
গির্জায় কনফেশন চলছে— : ফাদার, আমি একটি মুরগি চুরি করেছিলাম। সেটা নিয়ে আপনি আমাকে পাপমুক্ত করবেন? : না, এভাবে হয়না, তুমি যার মুরগি তাকে ফেরত দিয়ে আসো। : ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুরগির মালিক ফেরত নিতে চায় না। : সে ক্ষেত্রে তুমি পাপমুক্ত। কারণ তুমি মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছিলে। মুরগিচোর খুশিমনে মুরগি নিয়ে বাড়ি চলে গেল। ওদিকে পাদ্রি বাড়ি ফিরে দেখেন তাঁর মুরগিটি নেই।
 
বুড়িদের নিয়ে জাপানে একটি গল্প প্রচলিত আছে। ছেলের বউকে গঞ্জনা দেয় শাশুড়ি। এক সন্ধায় পাড়ার এক সভা থেকে ছেলের বউ বাসায় ফিরলে শাশুড়ি ক্ষিপ্ত হয়ে জানতে চাইলেন, এত দেরি হল কেন ? কিসের মিটিং ছিল তোমাদের ? একটু ইতস্তত করে ছেলের বউ জবাব দিল, পাড়ার দুই খান্ডারী শাশুড়ির অত্যাচার কী করে বন্ধ করা যায় । এক মুহুর্ত কী যেন চিন্তা করলেন শাশুড়ি । তারপর চোখ পাকিয়ে জিজ্ঞেস করলেন, আরেকজন কে শুনি ?
 
ব্রিটিশ বালক : আমার দাদার মাথায় রানী ভিক্টোরিয়া ছুঁয়ে দিয়েছিলেন। আমেরিকান বালক : তারপর ? ব্রিটিশ বালক : তারপর তিনি ‘নাইট’ হয়ে যান। আমেরিকান বালক : এ আর এমন কী। আমার দাদার মাথা ছুঁয়ে দিয়েছিল একটা সামান্য ইট… ব্রিটিশ বালক : তারপর? আমেরিকান বালক : তারপর আর কী, তিনি এখন একজন এনজেল।
 
আমার এক বড় ভাই যেকোনো বিষয়ে প্রচুর হাসাহাসি করেন। ওনার হাসি দেখে আমরাও খুব মজা পাই। একবার তাঁর এই বেশি হাসির কারণ জানতে চাইলাম। উনি যা বললেন, তা এ রকম— ‘শুধু আমি না, পৃথিবীর অনেক মানুষই প্রচুর হাসেন। যাঁরা প্রচুর হাসেন, তাঁরা মূলত তিন কারণে হাসেন। প্রথমবার হাসেন কোনো কিছু না বুঝে, দ্বিতীয়বার হাসেন বুঝে আর তৃতীয়বার হাসেন প্রথমবার যে না বুঝে হেসেছিলেন, এটা ভেবে।’
 
দশতলা থেকে পড়া আর একতলা থেকে পড়ার মধ্যে পার্থক্য কী? দশতলা থেকে পড়লে আওয়াজ হয় আ আ আ আ আ আ আ আ আ আ আ আ ঢাশ! একতলা থেকে পড়লে আওয়াজ হয় ঢাশ আ আ আ আ আ আআ!
 
মাঝেমধ্যে সমুদ্রে বেড়াতে যাই। তখন এই কৌতুকটা মনে পড়ে। এক ব্যক্তি আরেকজনকে প্রশ্ন করছে। আচ্ছা সমুদ্রের মাছ কি কখনো ঘামে? —অবশ্যই ঘামে। না ঘামলে সমুদ্রের পানি লোনা হয় কী করে!
 

Users who are viewing this thread

Back
Top