What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (1 Viewer)

অপু বলছে শিহাবকে, ‘আর বলিস না, দোস্ত, মনটা খুবই খারাপ।’ শিহাব: কেন রে? অপু: আমার ধারণা ছিল ফেসবুকে আমি যথেষ্ট মজার স্ট্যাটাস দিই। আগে আমার সব স্ট্যাটাসেই কেউ না কেউ লাইক দিত। কিন্তু আমার সর্বশেষ ২০টা স্ট্যাটাসে কেউ লাইক দেয়নি। শিহাব: আহা রে! তা, কবে থেকে তোর স্ট্যাটাসে কেউ লাইক দিচ্ছে না? অপু: এই তো প্রায় ২০ মিনিট হয়ে গেল!
 
টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টে ফোন। —আমি গতকাল আপনাদের কাছ থেকে কম্পিউটার কিনেছি, কিন্তু এখন সেটা কাজ করছে না। —কখন থেকে, একটু বিশদভাবে বলবেন কি? —আজ কম্পিউটার অন করলাম যখন, তখন অনেক প্রোপ্রামের সঙ্গে নরটন কম্যান্ডারও লোড হলো। তাকিয়ে দেখি, বাঁ পাশে ড্রাইভ ‘সি’, ডান পাশেও ড্রাইভ ‘সি’। ভাবলাম, দুটো ‘সি’ ড্রাইভ দিয়ে আমি করবটা কী! দিলাম একটা ডিলিট করে!
 
প্রোগ্রামার পিতাকে শিশুর প্রশ্ন: —বাবা, স্বরলিপি কী? —কীভাবে যে বোঝাই… শোনো, স্বরলিপি হচ্ছে কাগজে লেখা midi ফাইল।
 
গদা: আচ্ছা পদা, গুগল কী ছেলে নাকী মেয়ে? পদা: অবশ্যই মেয়ে। একটা লাইনও শেষ করতে দেয় না। শুরু না করতেই আরো কত সব আইডিয়া সাজেস্ট করে বসে।
 
আমি আমার গার্লফ্রেন্ডের নাম মোবাইল ফোনে সেভ করেছি ‘ব্যাটারি লো’ নামে। সে যখন আমাকে ফোন করে আর আমি ফোনের আশপাশে থাকি না, তখন আমার মা ফোনে চার্জ নেই মনে করে চার্জে বসিয়ে যায়।
 
শফিক সাহেব বিলেত যাবেন। এয়ারপোর্ট পৌঁছে তিনি কর্তব্যরত কর্মকর্তাকে বললেন, মাফ করবেন। আমি আমেরিকা যাব। আপনারা কি আমার ব্যাগটা লন্ডনে পৌঁছে দিতে পারবেন? কর্মকর্তা: না, স্যার। সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। শফিক সাহেব: যাক, বাঁচা গেল। গতবারের মতো ঘটনা তাহলে ঘটাচ্ছেন না!
 
স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে। স্ত্রী: (ধমকের স্বরে) কোথায় তুমি? স্বামী: প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ইশ্! যদি এটা কিনতে পারতাম?’ স্ত্রী: (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে! স্বামী: আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।
 
একটি শপিং মলের অভিযোগকেন্দ্রে এসে এক ভদ্রমহিলা বলছেন, ‘আপনাদের শপিং মলের ফোন নম্বরে আমি অনেকবার ফোন করেও পাইনি।’ শপিং মলের কর্মকর্তা: দয়া করে বলবেন ম্যাডাম, আপনি কোন নম্বরে ফোন করেছেন? ভদ্রমহিলা: অবশ্যই। নম্বরটি হলো ০৭০০২৩০০। কর্মকর্তা: এটা তো আমাদের নম্বর নয়। এই নম্বর কোথায় পেয়েছেন? ভদ্রমহিলা: কেন? আপনাদের শপিং মলের দরজায়ই তো লেখা আছে! কর্মকর্তা: ম্যাডাম, ওটা তো ফোন নম্বর নয়। এর মানে হলো, আমাদের শপিং মল প্রতিদিন সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে!
 
বাবা বলছেন মেয়েকে, ‘কিরে, তুই তো ফোনে কথা বলা শুরু করলে দুই ঘণ্টার আগে ছাড়িস না! আজ মাত্র আধা ঘণ্টায়ই শেষ করলি। এটা কীভাবে সম্ভব? মেয়ে: রং নম্বর ছিল বাবা!
 
একটা অনুষ্ঠানে গিয়ে হঠা ৎ একটা মেয়েকে ভালো লেগে গেল তানিমের। পায়ে পায়ে মেয়েটির কাছে এগিয়ে গেল সে। ‘মাফ করবেন আপু, আমি কি আপনার টেলিফোন নম্বরটা পেতে পারি?’ মেয়ে: টেলিফোন নির্দেশিকায় খোঁজ করুন, পেয়ে যাবেন। তানিম: কিন্তু আপু, আপনার নামটা? মেয়ে: নম্বরের সঙ্গে নামটাও নির্দেশিকায় দেওয়া আছে, বোকা!
 

Users who are viewing this thread

Back
Top