What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (6 Viewers)

কিন্তু সেই রাস্তায় যে দীপু মামা আর পাখি মামা দাঁড়াইয়া আছে...
দেখছেন না অদিতির মামলা লড়ার লাইগ্যা ওনারা দুইজনেই ক্যামতে হুমড়ি খাইয়া পড়ছে...
রাস্তায় ট্রাক আসলে প্লাস্টিক এমনিতেই সাইড হইয়া যায়। আপনে শুধু রাস্তায় এসে দাঁড়ান একবার। দেখবেন সব কিলিয়ার।
 
প্ল্যান তো ভালোই।
অঙ্ক না বুঝলেও হিসেবটা বেশ সহজ !
তবে আমার কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিই বেশী প্রাধান্য পায়...
আশাকরি কোয়ালিটি বজায় রেখেই কোয়ান্টিটির অগ্রগতি হচ্ছে...
 
আপনি যা বলেছেন তা চেষ্টা করা যায়। একটা বিষয় খেয়াল করেন। আমি কিন্তু পেইজের হিসাব দিয়েছি, মেসেজের নয়। এক পেইজে ১০ টা মেসেজ থাকে। সেই মতে আপনার হিসেবে ২২৫০ মেসেজে ২২৫ পেইজ টার্গেট নেয়াই যায়। এই মুহূর্তে আমরা ৯৬৭ পেইজে আছি মাত্র, ৩৮২৯ পেইজ বহুদূর। কিন্তু ১৫০০ অসম্ভব কিছু না।
আমার হিসাবে একটা বিরাট ভুল হয়ে গেছে। তবুও কিছুটা বাড়ানো তো নিশ্চয়ই সম্ভব। দেখা যাক।
 
প্ল্যান তো ভালোই।
অঙ্ক না বুঝলেও হিসেবটা বেশ সহজ !
তবে আমার কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিই বেশী প্রাধান্য পায়...
নিশ্চয়ই। আমি তো আর মেসেজ বাড়ানোর জন্যে যা খুশি লিখতে বলছি না। আপাতত এখানে যাঁরা active আছেন তাঁরা কখনও অপ্রাসঙ্গিক মেসেজ করেন না, বরং প্রত্যেকের মেসেজই যথেষ্ট উপভোগ্য এবং সরস।
 
আপনে দেখি পাখি মামার ক্ষমতারে আন্ডার এস্টিমেট করলেন! হেই নদী কাইট্যা কুমির আনে, আর আপনে কইতাছেন খাল!

নদীর কুমির নাকি খেতে স্বাদ লাগে না।
তাই জন্যই পাখি মামা খাল কেটে কুমির আনছেন !
নদীর কুমিরের চাইতে যে খালের কুমিরের স্বাদ বেশী সেটা তো আপনিও অস্বীকার করতে পারবেন না !
খাল বড় হলে নদী হয় আর নদী বড় হয়ে হয় সাগর...
 
তাইওয়ানে জনপ্রিয় কুমিরের মাংস আর কুমিরের পা দিয়ে বানানো র‍্যামেন...
huHysbH.jpeg

আমার আবার বমি ভাব ফিরা আইছে...
 

Users who are viewing this thread

Back
Top