What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (6 Viewers)

ঐ সময়টায় সারা দুনিয়াতেই কোভিডের রাজত্ব ছিলো...
২০১৮ তে ২৩৭৮ পেইজ, আর ২০২১ এ ১১৫৬ পেইজ। ২০১৯-২০ আমরা ভুলে যাই কারণ ওটা অস্থির সময় ছিল। আর আমরা অলরেডি ২০১৯, ২০২২ ও ২০২৩ কে পিছনে ফেলেছি। আপাতত এই বছরের টার্গেট ২০২১ কে পিছনে ফেলে যতটুকু আগানো যায়। আর আগামী বছরের টার্গেট রেকর্ড ব্রেকের।
 
কয়বার পাইছেন?

অতো হিসাব কি মনে আছে নাকি ?
তাছাড়া আপনেরে কওন যাইবো না !
কইলে চাকরি থাকবো না ! হে হে হে...
 
যেইটা দেখতে আপনে দয়াগঞ্জ ব্রীজের নীচে যাইতেন।

ঐগুলান আসলেই দেখনের মতোই ছিলো।
এই যুগের লাহান না !
 
ওরে বাবা! সে তো বিরাট ব্যাপার। ২০২৪ এর টার্গেট বড়জোর ১৫০০ করা যায়। তবে Active member যদি আরও বাড়ে তাহলে বেশি হতেও পারে। এই মূহূর্তে নির্জনমেলার এই আড্ডায় Active member বেশ কম, ১০ জনেরও কম। মোটামুটি ৫জন বোধহয় active. কিন্তু তাও এখনও ৯০ দিন হাতে আছে। এখনও যদি প্রতিদিন এই ৫জন ৫টা করে মেসেজ করে তাহলে ৯০ দিনে মোট মেসেজ হয় ৫X৫X৯০=২২৫০। এটা করতে পারলে তো বিরাট ব্যাপার। অথচ এটা খুব একটা অসম্ভব মোটেই নয়। একটা কথাই মনে রাখতে হবে যে কেউ প্রতিদিন ৫টার কম মেসেজ করবে না। আর যদি কোন দিন না আসে তাহলে পরের দিন বেশি মেসেজ করে সেটা পুষিয়ে দেবে। আমরা কি এই লক্ষ্য নিতে পারি?

প্ল্যান তো ভালোই।
অঙ্ক না বুঝলেও হিসেবটা বেশ সহজ !
তবে আমার কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিই বেশী প্রাধান্য পায়...
 
শুধু কি কানের মেশিন? মনে তো হয় হেড আপিসেই শর্ট সাার্কিট হইছে উনার!

খাইছে !
তাইলে তো পাখি মামারে খুঁজতে হলে এখন আমাদের পাবনাতেই যাওয়া লাগবে...
 
না মামা, হয় নাই !
ঐটা আমাগোর যুগ ছিলো।
আপনেগোর যুগের শেষ অংশ না !
এক টিকেটে তিন ছবি।
আর কোনো কাটপিছ না, ডিরেক্ট ছবি...
আর তারপর আবারো ছবি...
আর ওইটা আমাগো যুগের
 
দোষে ভরা অবয়বে গুন খুঁজে পেলে তো ?
তবে আমার পোস্ট কোট কিরা পাখি মামারে কইছেন বইল্যা মনে হইছিলো !
হের লাইগ্যাই আপনেরে জিগাইছিলাম আরকি !
গুণে ভর-ভরান্ত থাকলে খুঁজে পাবেন কেমনে! আর বাই দ্য রাস্তা, আপনার অনুমান পুরোই সঠিক, এই তো ইশারা বুঝে গেছেন।
 

Users who are viewing this thread

Back
Top