What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (14 Viewers)

এতো গবেষণার কি দরকার ?
নিজে থেকে বলে দিলেই তো আমরা সবাই জেনে যেতে পারি !!




ভিক্ষা ও উপার্জন
বসুমতি, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস।
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
 
এটাই এই ফোরামের স্বার্থকতা মামা।
এইবার দিপুমামার একটা ওপেন সুনাম করি, গেট-টু-গেদারে যদি কোন সদস্য প্রথমবার আসেন ঠিক তখন থেকেই উনি সেই সদস্যর ফোরাম নাম, ধরেই ডাকে বা পরিচয় করিয়ে দেয় সেটা ফোরামের শৃঙ্খলার স্বার্থে হোক আর পরিচিতির স্বার্থে যেটা খুবই চিত্তাকর্ষক।
 
আমিও প্রথম অফলাইন আড্ডায় অংশ নিয়েছিলাম রমনাতে। যাওয়ার আগে ভীষণ অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু পৌঁছে সবার সাথে পরিচয় হওয়ার পর কথা বার্তায় মনে হলো আমাদের মাঝে অনেক দিনের পরিচয় এবং যেন আমারই আগমনের জন্য সকলে পথ চেয়ে বসে ছিলেন সকাল থেকে। কিভাবে যে সবার মাঝে মিশে গেলাম সেটা বুঝারই সুযোগ পাইনি। হয়তো একারণেই আমরা এখানে একে অন্যের প্রতি এতটা আত্মিক টান অনুভব করি। আমার গিন্নি তো অফলাইন আড্ডার কথা শুনলেই বলে এবার মামাদের জন্য কি নিয়ে যাবা? মহান স্রষ্টা আমাদের সকলকে দীর্ঘজীবী করুন
যারা একবারের জন্য হলেও অফলাইন আড্ডায় উপস্থিত হয় তারা কখনো এটার মজা মিস করতে চায়না।
 
ব্যস্ততার শেকল দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছি মামা। ইদানীং প্রাতিষ্ঠানিক ব্যস্ততার সাথে পারিবারিক ব্যস্ততাও কিছুটা বেড়েছে
দোয়া করি আপনার সকল সমস্যা দ্রুত শেষ হোক।
 
আহাহা !
কি রিপ্লাই !!
পড়ার পর দীপু মামার যে মাথা ঘুরানী শুরু হয়েছে সেটা এখনো আছে বলেই মনে হচ্ছে...
ঠিক কইছেন, হেই থেইকা মাথা ব্যাথা আর যাইতেছেই না।
 
তা সম্ভব।
তবে দীপু মামা সম্ভবত আপনাকে ওনার পেইনড্রাইভটা পাঠাতে চাচ্ছেন...
সব ড্রাইভ দিলেও পেন ড্রাইভ এতো সহজে পাঠানো যাইবোনা।
 

Users who are viewing this thread

Back
Top