What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (8 Viewers)

অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম মামা
গোপাল ভাঁড়ের ছোট বেলায় একটা গল্প ছিল মামু, আকাশের তারা গুনতে না পেরে ভেড়ার লোম গুনে :ROFLMAO: ঘটনা আবার কমন না পড়ে যায়।
 
উপদেশতো অনেকগুলা। কোনটা রাইখা কোনটা মানুম হেইডা লইয়া কনফিউজড।
সবগুলা করবেন। সবগুলা। এইটা কি মাল টি *ল চয়েজ প্রশ্ন নাকি যে বাছাবাছি করবেন?
 
অপেক্ষায় রইলাম। দেখি কবে চেষ্টা হয়, কবে তার ফল ধরে, পাকে, তারপরে না হয় পেড়ে খাবো।
আপনার কি গোঁফ আছে? গোঁফ থাকলে বলতাম গাছে কাঁঠাল পাতা (কাঁঠাল ও না), আর আপনার গোঁফে তেল।
 
পর্দা লাগায় দেন তাইলে।
পর্দার বিষয়ে হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম। পর্দা লাগানো ভাল। পর্দার আড়াল থেইকা উঁকি মাইরা কিছু দেখাটা ভাল না। এটা তো, খাইলাম মাগার দাম দিলাম না টাইপ হইয়া গেল। যেমন ধরেন, একটু আগে আমি সানগ্লাস পইড়া ঘুরতেছি। সামনে দিয়ে দর্শণীয় এবং সুডৌল গাঁথুনির এক রমনী হেটে গেল সামনে দিয়ে। আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে এমন ভাবে নিজের অবস্থান পরিবর্তন করলাম যাতে আমার চোখের দৃষ্টি বোঝা না গেলেও, দৃশ্য সম্পূর্ণ বোঝা যায়। হ্যা আপনি অনুমান করতে পারেন, প্রমাণ করতে পারেন না। তখন মনে পড়ল, আগে মেয়েরা পর্দা টানায়া আড়াল থ্রিকা সব ই দেখত, অথচ তাদের কেউ দেখত না৷ এই ব্যবস্থার প্রতিবাদ জানাই।
 
তাহলে কী দরকার? মানসিক উচ্চতা? কিন্তু আমার কাছে সেই স্কেল নেই তো। মাপি কী করে?
স্কেল থাকলেও তা ব্যার্থ হইতো বলেই আমার মনেহয় 🤪
 
সুপ্রভাত সকলকে। সকলে সুস্থ থাকুন। সকাল বেলার সূর্যের রাগ আমার রাগের চাইতেও বেশি আজকে। রগ ফেটে যাবার আগে পরিস্থিতি বাগে আনতে আগে কাছের মানুষদের হাগ করুন। ছাগ মাংস এড়িয়ে চলুন। এতে মাথা বিকৃত হয়ে বিবাগ চলে আসতে পারে।
কি করা উচিৎ চিন্তা করতে করতে খেই হারিয়ে ফেলেছি। খেই খুঁজে পাওয়ার জন্য কোন পন্থা অবলম্বন করা যায় এখন সেই চিন্তা করছি
 

Users who are viewing this thread

Back
Top