What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (3 Viewers)

E koydin sob kichui bhalo lagchilo. Kintu hotath ekhane kichu golpo ar lekha pore sorirer posom dariye gelo. Esob ki odvut lekha eo ki somvob. Ma chele niye tao abar dharmik ma niye mani na ami ar likhte parchi na lojjay
কাল্পনিক কাহিনী। অনেকের অনেক রকম ফ্যান্টাসি। একেক দিকে একেকভাবে ভালো লাগা, উত্তেজনা কাজ করে। সেই থেকেই লিখে। যেগুলো ভালো লাগবেনা এরিয়ে যাবেন।
তবে বাস্তবের সাথে মেলাতে যাবেন না খারাপ কোন কিছুই। তাহলেই হলো। এখানে শুধু মজা নিন, আনন্দ উপভোগ করুন।
 
আমাদের পূর্ব পুরুষরা এরকমই বলতেন।
আর আমাদের পরবর্তী প্রজন্মও এরকমই বলবে...
ঠিক তাই। এভাবেই প্রজন্ম থেকে প্রজম্ম চলে যাবে। আসলে একেক প্রজন্ম তার সময়ের সাথে আনন্দ খেলার পরিবেশ পায়।
 
Boyos sunle sobai hasbe je ei boyose ekhane ki kori. Etotuku boli amar sontanra boro hoye giyese. Somvranto muslim poribarer ekjon ami tai songoto karonei sob bolte chassi na. Porda ar privacy er bepare onek socheton thaki
ফোরামে এসেছেন আড্ডা দিবেন। বয়স যা ই হউক, আড্ডা দিতে শুধু মনের জোর র ইচ্ছা। এখানে সবাই ই গোপনীয়তা রেখেই আড্ডা দেয়। এটাতেই মজা। বয়সের গন্ডিতে আটকে থেকে, কে কি বললো এসব না ভেবে নিজের স্বাধীনতা নিয়ে বলা যায়, মজা করা যায়, উপভোগ করা যায়।
 
জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে নিজে একটা দিনের জন্য পুরাতন হয়ে যাওয়া !
কে চায় নিজেকে পুরাতন হতে দিতে ?
সেজন্যই যে দিন পেরিয়ে আসা হয়েছে সেটি জীবনের জন্য অমূল্য একটা দিন।
আর তাই অতীত সবার কাছেই মূল্যবান !!
চমৎকার বলেছেন। এজন্যে যেকয়টা দিন, বা সময় পাচ্ছি চেস্টা করি তার পুরো উপভোগ করার। এই আড্ডা, খাওয়া, সময় দেয়ক একটা সময় পরে হয়ত আর করতেও পারবনা। তাই সুযোগ ছাড়তে চাইনা আর।
 
E koydin sob kichui bhalo lagchilo. Kintu hotath ekhane kichu golpo ar lekha pore sorirer posom dariye gelo. Esob ki odvut lekha eo ki somvob. Ma chele niye tao abar dharmik ma niye mani na ami ar likhte parchi na lojjay
ফ্রয়েডের প্রমানিত "ইডিপাস থিয়োরি" থেকে সামাজিক সম্পর্ক জটিলতার কারণে "ইডিপাস কমপ্লেক্স" এর উৎপত্তি। আদিকাল থেকে এর চলন আসছে বলেই সামাজিক-পারিবারিক সম্পর্কে এই গল্প গুলোর উৎপত্তি। হ্যাঁ, এইগুলো গল্প হলেও "মূল থিম" বা উপজীব্যতা প্রতিনিয়ত বাস্তব জীবনে প্রতিয়মান।

গল্প গুলো খুব চিত্তাকর্ষক হলেও লজ্জার কিছু নেই । এই কারনেই আমরা সকলে মিলে নির্জনে আড্ডামারি।

খালা আপনি যদি আমাদের পুরনো সাইটের পরিবারের সদস্য থেকে থাকেন তাহলে প্রচুর গল্প পেতেন। আহা সেই দিন গুলো খুব মিস করি ২০১৩-১৫...


শুভ কামনায় ভাণ্ডারী।
 
কোথাও কোন কথা নেই, সবাই কি সুন্দর চুপচাপ!
সবারই একটা নিজস্ব সিডিউল থাকে তাইলে কি সেই সিডিউল আমাদেরই শুধু নেই!
 
Boyos sunle sobai hasbe je ei boyose ekhane ki kori. Etotuku boli amar sontanra boro hoye giyese. Somvranto muslim poribarer ekjon ami tai songoto karonei sob bolte chassi na. Porda ar privacy er bepare onek socheton thaki
ঠিক আছে, ধারনা নিলাম। এটুকু বলতে পারি যে, এখানে আড্ডার ঘরে আপনার পদচলা যদি নিজে না থামিয়ে দেন তবে খুবই সাবলীলভাবেই চলতে পারবেন। সবাই খুবই আন্তরিক। মজা পাবেন, এটা গ্যারান্টেড।
 

Users who are viewing this thread

Back
Top