আমি হয়তো সরাসরি কিছু বলিনি। কিন্তু আমার বিভিন্ন কথা আর মন্তব্যে আপনি/আপনারা বেশ ভালই ধারণা পেয়েছেন বলেই মানি। কারণ আপনাদের বিচক্ষণতা আর সমঝদারিতা প্রশ্নাতীত।
এরকম ফ্যান্টাসী অনেকেরই থাকে।
তারা সবাই জানে এটা অসম্ভব।
তবুও এটা নিয়ে স্বপ্ন দেখে, কল্পনা করে।
আর সেই স্বপ্নে অনেক অবাস্তব কিছুও দেখে।
যেহেতু পুরো বিষয়টাই অবাস্তব তাই অবাস্তব স্বপ্ন দেখতে তো এখানে কোনো বাঁধা নেই।
আমি সেই স্বপ্ন বা ইচ্ছের কথাই জানতে চেয়েছিলাম।
এর সাথে বাস্তবতার কোনোরূপ মিল খুঁজতে নয়। বরং ইচ্ছের ঘুড়িটা কতোটা ডানা মেলেছে আর সেটা আরো ডানা মেলতে পারে কিনা সেটা জানার ইচ্ছেতেই এই প্রশ্ন করা...
এক কথায় উত্তর দিই। একটা বাসযোগ্য ও সাম্য-ভ্রাতৃত্বের বাংলাদেশ আর পৃথিবী গড়তে চাই, মানুষের মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে চাই, সবার জন্য নিরাপদ ও স্বস্তির দুনিয়া করতে চাই।