What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (17 Viewers)

তবে মামা, ইচ্ছেটা কিন্তু দারুন। আমারও মাঝে মাঝে মন চায় যদি invisible বা hollow মানব হতে পারতাম! বা কমপক্ষে হ্যারি পটারের ওই অদৃশ্য হবার চাদরটা পেতাম!

এর পরের ঘটনা বলেন।
ধরেন সেরকম কিছু হবার আপনি যোগ্যতা অর্জন করলেন, সেক্ষেত্রে অদৃশ্য হয়ে আপনি কি করতে চান ?
 
আসল পরীক্ষাই চলছে তাহলে.. wish you good luck!

এতোদিনে এবেল মামারা দুজনে মিলে সে পরীক্ষা দেবার কথা।
কিন্তু দুঃখজনক হলেও সম্ভবত মামা এখনো একা একাই সেই পরীক্ষায় বসছেন...
 
মামা, জানেন না ব্যতিক্রম কখনও উদাহরণ হয় না। এজন্য চায়না আর নোয়াখালী কখনও উদাহরণ হয় না।

ভাগ্যিস নির্জন মামা নিয়মিত আড্ডা দ্যায় না !!
 
কাটা নয়, জুড়ে দেয়াই আমার কাজ আর দায়িত্বের মধ্যে পড়ে। এ প্রসঙ্গে অনেক আগের একটা ঘটনা মনে পড়লো। ইন্টার্নশীপ করছি তখন। সার্জারী ডিপার্টমেন্টে নাইট ডিউটি করছি, একা। রাত প্রায় ২টা। এক ২২-২৪ বছরের তরুণ এলো হাতে কাটা কান নিয়ে। ওয়ার্ডবয়কে সাথে নিয়ে একলাই ঢুকে গেলাম ওটিতে। কিন্তু কিছুতেই জোড়া লাগাতে পারছিনা। কারণ যতবার যতভাবেই চেষ্টা করি সেলাই করে সুতায় গিঁট দিলেই কান কেটে ছুটে যাচ্ছিল বার বার। কারণ কানের চামড়া ও হাড় এতই নরম আর পিছলা যে ওই সুতার ওজনটুকুই নিতে পারছিলো না। জিদ চেপে গেল। ছেলেটিকে বল্লাম তুই বাবা ভরসা রাখ আর একটু কষ্ট সহ্য কর। বাইরে এসে একটা বিড়ি ধরালাম। নিজেকে শান্ত করে আবার আরো মনোযোগে কাজে লেগে গেলাম। শেষে কিভাবে কিভাবে যেন হয়ে গেল প্রায় ৩ ঘন্টার চেষ্টায়। সকালে রাউন্ডে এসে সার্জারীর প্রফেসর আর ইএনটির প্রফেসর সেই ঝাড়ি আমাকে। আজাইরা কেন সেলাই দিতে গেলাম, কারণ কানে সেলাই টিকে না, তাও আবার লতির ওখানে। বলে ওই কান জোড়া লাগার নয়, জোড়া লাগাতে নেই। কিন্তু তারা ব্যান্ডেজ না খুলে ৭ দিন পর দেখবে বলল। তো ৭ দিন পর তারা খুলে চেক করে আমাকে খুঁজে। আমি তো হসপিটালের ত্রিসীমানায় নাই। মোড়ে বসে বিড়ি ফুঁকছি। ধরে নেয়া হলো। দুই স্যার জড়িয়ে ধরলেন, কি করেছিস তুই! এত ভালো রিপেয়ার আমরাও করতে পারতাম না! আমার দুচোখে তখন জলের ধারা। বলাবাহুল্য, দুই মাস পর ফাইনাল ফলোআপে ওর কান দেখে বুঝাই যায়নি যে ওখানে কিছু হয়েছে। ওই ছেলের দুচোখে যেই ভালোবাসা দেখেছি, পৃথিবীর কোন কিছুই তার কাছে মূল্যহীন। আফসোস, এখন আর প্র্যাকটিস করি না। এত কিছু বলে নিজেকে জাহির করছি না, শুধু এটাই বলতে চেয়েছি মানুষ চাইলে সব করতে পারে। প্রয়োজন আত্মবিশ্বাস আর একাগ্রতা। সাথে ভাগ্যের সহায়তা। আমি আসলেই ভয়ংকর মামা, নিজেকে নিজেই ভয় পাই...

লেখাটা পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে এসেছিলো !
কেনো এমন হলো তার কোনো ব্যাখ্যাই খুঁজে পাইনি।
ভালোবাসার কোনো কিছু কি এতে জড়িত ছিলো ?
গভীর ভালোবাসা নাকি চোখে জল এনে দ্যায়...
 
@arn43 মামার কলা কিন্তু খুবই উপাদেয়। উনার এলাকায় দেশি জাতের সাগর কলার চাষ হয়

শুধু দেশেই সেরা নয়,
আমার বাগানের কলা জগদ্বিখ্যাত !
 

Users who are viewing this thread

Back
Top