What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (24 Viewers)

মাঝে মধ্যে সন্দেহ হয়।
আপনি কি এখনো জীবিত আছেন ?
এতোদিন তো সেটি সম্ভব নয় !
ইতিমধ্যেই আপনি বিবাহিত হয়ে যাবার কথা !!
আমি জীবন্মৃত মামা...
 
এটা নিয়ে বেশ উদ্বেগ চলছে ইদানিং। যদ্দূর জানা গেছে এটা কোভিড ভ্যাক্সিনের একটা লংটার্ম সাইড এফেক্ট যেটা এতদিন পর ট্রিগার করেছে। যদিও প্রসপেক্টিভ অনুসন্ধান আর গবেষণা চলমান আরও বিস্তারিত জানার জন্য।

আমাকেও কেউ কেউ এরকম তথ্য দিয়েছে। শুরুতে যদিও বিশ্বাস করিনি তথাপিও বিষয়টা বেশ উদ্বগেরই বটে।
আমি এবং আমার মিসেস একটা করে কোভিডের টিকা নিয়েছিলাম। শুরু থেকেই এই টিকার প্রতি আমাদের দুজনের খুব একটা আগ্রহ ছিলো না। সবাই যখন তৃতীয় বা কেউ কেউ চতুর্থ ডোজ নিচ্ছিলো তখন আমরা কি একটা বিশেষ কারনে প্রথম ডোজটা নিয়েছিলাম। পরে সেই কারনটা উৎরে যাবার প্রেক্ষিতে আর দ্বিতীয় ডোজ নেয়া হয়নি। আমার ছেলের অবশ্য দুটো ডোজই নেয়া ছিলো। এখন আমাদের পরিবারের সবাই এই অস্বস্তিকর রোগে আক্রান্ত। প্রথমে ছেলে তারপর তার মা আর সব শেষে আমিও আক্রান্ত হই। এই পর্যন্ত দুজন স্পেসজালিস্ট সহ মোট চারজন ডাক্তারের স্মরনাপন্ন হয়েছি। প্রায় তিন মাসে ওষুধও খেয়েছি প্রচুর সেই স্থে লোশ্ন আর মলমের তো কোনো ইয়াত্তাই নেই। মিসেসের কিছুটা কমলেও আমাদের বাপ-বেটার অবস্থা তথৈবচ ! প্রচুর দামী ওষুধ সহ সাবান শাওয়্র জেল ব্যবহার করেও কিছুতেই কিছু হচ্ছে না ! এখন অনেকের বলা সেই কথা বিশ্বাস না করেও পারছি না ! এই ধরনের চর্মরোগ এতোদিন ধরে থাকার কথা নয়। এটা টিকার সাইড এফেক্ট হয়ে থাকলে এর প্রতিকারের একটা ব্যবস্থা শীঘ্রই দেখা উচিৎ । এই অবস্থা চলতে থাকলে দেশ আবারো ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কাছে পরাজিত হয়ে যেতে পারে...
 
উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো! কার কান আর কার মুখ থাকার কথা ছিল?

মাঝে মধ্যে এই উল্টাপাল্টাতেও বেশ সূখ পাওয়া যায়...
 
হাতাচ্ছিল? সে কী কাণ্ড! এরকম কাণ্ড তো লিয়ন ম্যাডামকেই করতে দেখি।

ওনাকে করতে দেখলে কি অন্য কারোর ব্যাপারে শুনতেও পারবেন না !!
 
আমাকেও কেউ কেউ এরকম তথ্য দিয়েছে। শুরুতে যদিও বিশ্বাস করিনি তথাপিও বিষয়টা বেশ উদ্বগেরই বটে।
আমি এবং আমার মিসেস একটা করে কোভিডের টিকা নিয়েছিলাম। শুরু থেকেই এই টিকার প্রতি আমাদের দুজনের খুব একটা আগ্রহ ছিলো না। সবাই যখন তৃতীয় বা কেউ কেউ চতুর্থ ডোজ নিচ্ছিলো তখন আমরা কি একটা বিশেষ কারনে প্রথম ডোজটা নিয়েছিলাম। পরে সেই কারনটা উৎরে যাবার প্রেক্ষিতে আর দ্বিতীয় ডোজ নেয়া হয়নি। আমার ছেলের অবশ্য দুটো ডোজই নেয়া ছিলো। এখন আমাদের পরিবারের সবাই এই অস্বস্তিকর রোগে আক্রান্ত। প্রথমে ছেলে তারপর তার মা আর সব শেষে আমিও আক্রান্ত হই। এই পর্যন্ত দুজন স্পেসজালিস্ট সহ মোট চারজন ডাক্তারের স্মরনাপন্ন হয়েছি। প্রায় তিন মাসে ওষুধও খেয়েছি প্রচুর সেই স্থে লোশ্ন আর মলমের তো কোনো ইয়াত্তাই নেই। মিসেসের কিছুটা কমলেও আমাদের বাপ-বেটার অবস্থা তথৈবচ ! প্রচুর দামী ওষুধ সহ সাবান শাওয়্র জেল ব্যবহার করেও কিছুতেই কিছু হচ্ছে না ! এখন অনেকের বলা সেই কথা বিশ্বাস না করেও পারছি না ! এই ধরনের চর্মরোগ এতোদিন ধরে থাকার কথা নয়। এটা টিকার সাইড এফেক্ট হয়ে থাকলে এর প্রতিকারের একটা ব্যবস্থা শীঘ্রই দেখা উচিৎ । এই অবস্থা চলতে থাকলে দেশ আবারো ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কাছে পরাজিত হয়ে যেতে পারে...
মামা, এত কিছু করা লাগবে না। ভরসা পাইলে আমাকে কল কইরেন, বলে দেবোনে কি করতে হবে।
 
আমি সাধারণ মানুষ। ভিআইপিদের সাক্ষাৎ তো আর সাধারণের জন্য নয়।

ভি আই পি আবার কি জিনিষ !!
এইখানে আমরা তো সব সমানে সমান...
 
তার মানে আপনি থালা-বাটি-বাসন-কোসনে জ্ঞান বিতরণ করেন!

যদি সেইটা জ্ঞান হইয়া থাকে আর যদি তা কেউ গ্রহন করতে চায় তবে সেটা রাখার জন্য তো একটা বাসন লাগবেই... হে হে হে...
 
আমাকেও কেউ কেউ এরকম তথ্য দিয়েছে। শুরুতে যদিও বিশ্বাস করিনি তথাপিও বিষয়টা বেশ উদ্বগেরই বটে।
আমি এবং আমার মিসেস একটা করে কোভিডের টিকা নিয়েছিলাম। শুরু থেকেই এই টিকার প্রতি আমাদের দুজনের খুব একটা আগ্রহ ছিলো না। সবাই যখন তৃতীয় বা কেউ কেউ চতুর্থ ডোজ নিচ্ছিলো তখন আমরা কি একটা বিশেষ কারনে প্রথম ডোজটা নিয়েছিলাম। পরে সেই কারনটা উৎরে যাবার প্রেক্ষিতে আর দ্বিতীয় ডোজ নেয়া হয়নি। আমার ছেলের অবশ্য দুটো ডোজই নেয়া ছিলো। এখন আমাদের পরিবারের সবাই এই অস্বস্তিকর রোগে আক্রান্ত। প্রথমে ছেলে তারপর তার মা আর সব শেষে আমিও আক্রান্ত হই। এই পর্যন্ত দুজন স্পেসজালিস্ট সহ মোট চারজন ডাক্তারের স্মরনাপন্ন হয়েছি। প্রায় তিন মাসে ওষুধও খেয়েছি প্রচুর সেই স্থে লোশ্ন আর মলমের তো কোনো ইয়াত্তাই নেই। মিসেসের কিছুটা কমলেও আমাদের বাপ-বেটার অবস্থা তথৈবচ ! প্রচুর দামী ওষুধ সহ সাবান শাওয়্র জেল ব্যবহার করেও কিছুতেই কিছু হচ্ছে না ! এখন অনেকের বলা সেই কথা বিশ্বাস না করেও পারছি না ! এই ধরনের চর্মরোগ এতোদিন ধরে থাকার কথা নয়। এটা টিকার সাইড এফেক্ট হয়ে থাকলে এর প্রতিকারের একটা ব্যবস্থা শীঘ্রই দেখা উচিৎ । এই অবস্থা চলতে থাকলে দেশ আবারো ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কাছে পরাজিত হয়ে যেতে পারে...
মামা, এত কিছু করা লাগবে না। আপাততঃ সব বাদ দিয়ে এগুলো ফলো করেন -
# Tab. Fexo (fexofenadine) 120 mg: ১ টা করে ১৫ দিন খাবেন।
# Oint. Pevisone: বেশি আক্রান্ত স্থানে দিনে ২ বার লাগাবেন (১৫ দিন)।
# আক্রান্ত স্থানে কোন ধরনের সাবান বা শাওয়ার জেল ব্যবহার করবেন না।
# হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন। পারলে নিমপাতা ভিজিয়ে নিতে পারেন।
# আক্রান্ত স্থানে ভুলেও চুলকানো যাবে না।
আশাকরি উপকার পাবেন। ১৫ দিন পর আমাকে আপডেট জানায়েন।
 

Users who are viewing this thread

Back
Top