What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (17 Viewers)

কিঞ্চিৎ তফাত আছে। একেবারে শুদ্ধ বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করলাম।
"আসক্তি" এবং "নির্ভরতা" শব্দ দু'টি একই রকম মনে হতে পারে, কিন্তু দু’টি ভিন্ন। আসক্তি এবং নির্ভরতা হল স্বতন্ত্র ধারণা। প্রত্যেকটির নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। নির্ভরতা ঘটে যখন শরীর শারীরিকভাবে একটি ওষুধের উপর নির্ভর করে। আসক্তির সাথে আচরণের পরিবর্তন জড়িত। একজন ব্যক্তির শারীরিক নির্ভরতা ছাড়াই আসক্তি থাকতে পারে। একইভাবে, একজন ব্যক্তি ড্রাগ ব্যবহার করতে বাধ্য না হয়েও সেটির উপর শারীরিক নির্ভরতা থাকতে পারে। যাইহোক, দু’ক্ষেত্রেই প্রত্যাহারের লক্ষণগুলি অনুভব করতে পারা যায়, যদি এটি গ্রহণ বন্ধ করে দেয়া হয়। মানুষের কেবলমাত্র শারীরিক নির্ভরতা, আসক্তি বা একই সময়ে উভয়ই থাকতে পারে। মানসিক নির্ভরতাও সম্ভব। এটি তখন হয় যখন একজন ব্যক্তি আবেগগতভাবে একটি পদার্থ বা আচরণের উপর নির্ভর করে, যেমন চাপের সময়। সঠিক চিকিৎসার সুপারিশ করার জন্য এই ধারণাগুলির মধ্যে পার্থক্য করা অপরিহার্য।

খুবই গুরুত্বপূর্ণ লেখা !
নির্ভরতা আর আসক্তির মাঝে তফাৎ বুঝার জন্য খুবই কার্য্যকর লেখাটি...
 
এতো গিনেজ বুকে নাম উঠে যাওয়ার কথা 🤪

এরকম একটা ঘটনা আমাদের বন্ধু মহলেও ঘটেছিলো।
নাইট শো দেখে ফেরার পথে আমার এক বন্ধু বাবুল ঘটিয়েছিলো বিখ্যাত সেই ঘটনা।
আড্ডার ঘরে আগেও একাধিকবার সেই ঘটনার বিবরণ দিয়েছিলাম...
 
সেই চেষ্টা তো অনেকদিন থেকেই করছে, কিন্তু উনার বরশি আর আধারে ভেজাল আছে তাই বার বার উনি ফেইল করছেন

তাতে কি ?
তাই বলে চেস্টা তো কিছুতেই থামানো যাবে না !
 
পুরো বাঁশঝাড় নেয়ার পরও কি আপনার অনুভূতি কিছু বাকি আছে! টের পাবেন কিছু!

সেজন্যই তো আমার পূবের বাঁশঝাড়টা খালি হয়ে গেছে...
তখন বুঝতে পারিনি এতো বাঁশ কোথা গেছে।
আপনার কথায় অন্তত বাঁশের হদিস পেলাম...
 
ভাইয়া, ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি না কেন

ইমেজ হোস্ট সমস্যার কারনে কিছু কিছু থ্রেডের ছবি আপাতত দেখা যাচ্ছে না।
তবে সব থ্রেডের ক্ষেত্রে এরকমটি হচ্ছে না !
আর ভিডিও দেখতে হলে তো আপনার থ্রেডে দেয়া লিঙ্কে গিয়ে দেখতে হবে।
ওটাতে কোনো সমস্যা থাকার কথা নয় !
 
ঠিক ঠিক, ছুঁচে সুতো পরানোর সময় কাঁপলে লক্ষভ্রষ্ট হওয়ার ভয় আছে, হয়তো কানে কাঠি গেলোই না।

ছুঁচের সূতোর সাথে কানের কাঠির কি সম্পর্ক !!
ছুঁচে সুতো না ঢুকলে থুতু দিয়ে সূতোটা একটু ভিজিয়ে নিতে হয়।
এটা তো সবাই জানে...
 
অনেক ক্ষেত্রে মনের জোরও একটা factor হয় এই আসক্তি বা নির্ভরতা দূর করার ব্যাপারে।
কষ্টকর তবে অসম্ভব নয়।

অনেক লোক যারা "নির্ভরতা" শব্দটি ব্যবহার করে তারা শারীরিক নির্ভরতাকে নির্দেশ করে। মানসিক বা মনস্তাত্ত্বিক নির্ভরতাও সম্ভব। মানসিক নির্ভরতা হল যখন একজন ব্যক্তি মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি পদার্থ বা আচরণের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যখন স্ট্রেস অনুভব করেন তখন অ্যালকোহল পান করতে পারেন, কিন্তু অন্যথায় পান করার জন্য কোন বাধ্যবাধকতা বোধ করেন না।

এটি আসক্তি হিসাবে একই নয়। অ্যালকোহল আসক্তি, বা গুরুতর অ্যালকোহল ব্যবহারের ব্যাধিতে, একজন ব্যক্তি কেবল নির্দিষ্ট পরিস্থিতিতেই নয়, বেশিরভাগ সময় মদ্যপান বন্ধ করা কঠিন বলে মনে করেন। ফলশ্রুতিতে একজন ব্যক্তি যে ওষুধটি গ্রহণ করছেন তার প্রতি উদাসীন বোধ করতে পারে। কিন্তু যেহেতু শরীর সেটার উপস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে, একজন ব্যক্তি নেতিবাচক প্রভাব অনুভব করতে পারেন যদি ডোজ কমিয়ে দেয়া হয় বা এটি সম্পূর্ণরূপে গ্রহণ করা বন্ধ করে দেয়া হয়।
 
আমরা সবাই দেখছি। কিন্তু কী আর করার আছে? মিঁয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজি?

আর সবার কথা জানি না !
তবে আপনার করার আছে।
আপনি তখন গীটার বাজাতে পারেন...
 
আপনি কি supply দেবেন বিদেশী পেপে?

রকি মামা আপনার এলাকাতেই থাকেন।
দেখেন ঠিকানা বের করতে পারেন কিনা।
তাতে অন্তত আপনার বিদেশী পেঁপে খাবার একটা সুযোগ মিলেও যেতে পারে !
 

Users who are viewing this thread

Back
Top