What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি- ২০২৩ (5 Viewers)

Status
Not open for further replies.
নিজের মত করেই লেখাই ভাল, কারণ তাতে যদি কোন এক শ্রেণীর পাঠক তৈরি হয় তবে নতুন ধারার লেখক ও তৈরি হতে বাধ্য !
Ha Tao thik abar Amar Golpo onekta real story based so ja ja sunesi segula diye likhsi
 
আজকে আমাদের @Kanizhaque খালার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা খালা। কোন এক মিলন মেলায় আপনি উপস্থিত হয়ে আমাদেরকে জন্মদিনের খাওন খাওয়াবেন এই প্রত্যাশায় রইলাম
 
আপনি আমারে এমনিতেই টপকাইয়া গ্যাছেন।
ইনফেক্ট আপনি আমার আগেই আছেন সবদিক থেকে।
তবে ভান্ডারী মামাকে চিনতে আমার তেমন সমস্যা হয়নি।
শুধু খেলাটা জমানোর চেস্টা করেছিলাম মাত্র.. হে হে হে...
বুঝলামনা ব্যপারটা 🤔
 
আজকে আমাদের @Kanizhaque খালার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা খালা। কোন এক মিলন মেলায় আপনি উপস্থিত হয়ে আমাদেরকে জন্মদিনের খাওন খাওয়াবেন এই প্রত্যাশায় রইলাম
Thanks A lot for wish.. and I wish I can meet
 
Ami asole pathok er na Nijer and ashe pasher kisu ghotona theke inspired hoye likhesi ekhn r lekhar dhorjo tao passina

যেকোনো লেখকই লেখেন তার নিজের তাগিদে, নিজের মন থেকে।
তবে লেখাটা যখন সরাসরি পাঠকদের কাছে পৌঁছায় তখন তাদের ডিমান্ডের দিকেও একটা চোখ রাখতে হয়।
আমি আসলে সেই চাপের কথা বলেছিলাম।
ওটা মেনে নিয়ে লেখাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয় !
এটা বেশ কঠিন একটা কাজ বলেই আমার কাছে মনে হয় !
 
আজকের খেলা করা দেখেছেন?
একটা মজার observation আছে। In fact, সোশ্যাল মিডিয়া তেই পাইলাম।

শেষ পর্যন্ত আপনার শঙ্কাই ফলে গেলো...
ব্যাপারটা দুঃখজনক হলেও "ইতিহাসের পূনরাবৃতি" যে ঘটে তার প্রমান হয়ে গেলো...
প্যাট কামিন্সের "বউ ভাগ্য " যে আসলেই ভালো তা আর বলার অপেক্ষা রাখে না !
 
নিজের মত করেই লেখাই ভাল, কারণ তাতে যদি কোন এক শ্রেণীর পাঠক তৈরি হয় তবে নতুন ধারার লেখক ও তৈরি হতে বাধ্য !

সহমত পোষণ করছি, মামা।
এদিক দিয়ে আমাদের কামদেভ মামা খুবই সিরিয়াস...
যতো যাই হউক, ওনি ওনার মতো করেই লেখা চালিয়ে যান।
 
দিয়ে দিলাম ০১৬৮০৯৩৭৪....

সেভ করে নিয়েছি।
তবে পাবলিকলি এভাবে নাম্বার দেয়াটা ঠিক না !
কে কখন কিভাবে বিরক্ত করে...
আমি এডিট করে ঠিক করে দিয়েছি।
অনেক ধন্যবাদ, মামা।
 
Ha Tao thik abar Amar Golpo onekta real story based so ja ja sunesi segula diye likhsi

ঠিক আমার মনের মতো !
গল্পের মাঝে বাস্তবতার ছোঁয়া না থাকলে আমি পড়তে পারি না।
পড়লেও কোনো মজা পাই না। সে যতো রগরগেই হউক না কেনো !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top