What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি- ২০২৩ (3 Viewers)

Status
Not open for further replies.
এই রিপ্লাই পইড়া হাসি আরো দ্বিগুন হইয়া যাওনের কথা...
ঐ রিপ্লাই যখন পড়ি তখন আমি মিটিং এ, হাসি চেপে রাখতে যেয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো
 
Porichito na hote chaile to r Adda sitam na but situation jeta setai bollam

আপনি এবার সত্যিই ভাবনায় ফেলে দিলেন...
একটা উপায় তো খুঁজে বের করা উচিৎ...
 
somajer map kathite meye hisebe ami amnitei valo na(lol) but tao onek kisui mante hoy na chaileo

আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন...
বিশেষ করে গ্রাম্য পরিবেশে অনেক সহজ বিষয়ও কঠিন হিসাবে সমাজপতিদের চোখে পড়ে...
 
আপনি আবার ঐ দলে কবে যোগ দিলেন 🙄

আমি কই নাই...
দীপু মামারে কইতে কইছিলাম...
যদি ওনার সন্দেহ থেকে থাকে তবেই !!
 
আমি কই নাই...
দীপু মামারে কইতে কইছিলাম...
যদি ওনার সন্দেহ থেকে থাকে তবেই !!
আবারও পিছলে গেলো
 
ঐ রিপ্লাই যখন পড়ি তখন আমি মিটিং এ, হাসি চেপে রাখতে যেয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো

ভাগ্যিস শেষ পর্যন্ত হাসিটা আটকে রাখতে পেরেছিলেন...
না হলে কর্তৃপক্ষ "পাগল " আখ্যা দিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আপনাকে পাবনায় পাঠানোর ব্যবস্থা করতো...
 
আপনার গ্রামের বাড়ি যদি ঢাকার আশেপাশে হয় তবে সে সমস্যার সমাধান হয়তো করা সম্ভব হলেও হতে পারে...
বাড়িটা কোথায় সেটা শুনলে তো হয়ে যায়, যদি উনি বলেন
 
আপনি এবার সত্যিই ভাবনায় ফেলে দিলেন...
একটা উপায় তো খুঁজে বের করা উচিৎ...
ভবন ভাবুন সবাই একসাথে ভাবুন, যদি কানিজ ম্যাম এর কিছু সুরাহা হয়
 
মোবাইলে বাংলাদেশী না, ইচ্ছে করলে আফ্রিকার কোনো অনুষ্ঠানও দেখা সম্ভব।
কিন্তু সেটা গ্লোবাল সম্প্রচারের অংশ।
দ্বিপাক্ষিক কোনো ব্যাপার না।
আমরা দ্বি-পাক্ষিক সম্প্রচারের বিষয়ে বেশ পিছিয়ে আছি...
বলা যায় একতরফা একটা নীতিতে আছি।
আমি শুধু সেই বিষয়টাকেই বুঝাতে চেয়েছিলাম।
খুব ভালো লাগলো, আপনি বাংলাদেশী নাটক দেখেন সেটা জেনে।
তবে অনলাইনে নাটক দেখতে যতোটা মজা পাওয়া যায়, টিভিতে ততোটা পাওয়া যায় না।
বিজ্ঞাপনের ভারে নাটক তখন গৌন হয়ে যায়...
আমি সবই বুঝি দাদা, দিপাক্ষীক ব্যাপার ও বুঝি, কিন্তু কিছু করার নেই, আপনারা বাঙালি হিসাবে একটা দেশের সার্বভৌম অধিকার ভোগ করেন, আমরা পশ্চিম বঙ্গের বাঙালীরা সেটা পারিনা, রাজনীতি একটা বড় বিষয়, পশ্চিম বঙ্গের সরকার রাজ্য সরকার মাত্র, দেশের নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার, বাঙালি আবেগ তাদের কাছে ওত মুখ্য নয় তাও দেখছি এখন যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ হচ্ছে,
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top