What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি- ২০২৩ (5 Viewers)

Status
Not open for further replies.
এই তাপমাত্রা বাড়তে বাড়তে কই গিয়া ঠেকে হেইডাই অহন দেখনের বিষয়।
আবহাওয়া পূর্বাভাস তো বলছে এই সপ্তাহের শেষের দিকে ৪৩° তে উঠতে পারে। তারমানে আগামী সপ্তাহের আগে বৃষ্টি বেগমের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ
 
বঙ্গবাজার, গুলিস্তান, নিউ মার্কেট, এর পর কোন মার্কেট ??

এটা কোন Coincidence নাতো?
এটা আসলে নির্দিষ্ট করে বলা মুস্কিল। আর আমাদের দেশে যে কোন ব্যপারে সঠিক তথ্য পাওয়া প্রায় অসম্ভব। তবে মূল বিষয় হচ্ছে আমাদের ভিতর সচেতনতার খুবই অভাব। আমরা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চাই। তাই বৈদ্যুতিক তার পুরাতন হলেও জোড়াতালি দিয়ে কাজ চালাই, কিন্তু পরিবর্তন করতে চাইনা। যার ফলে এই অতিরিক্ত গরমে স্বাভাবিক ভাবেই সবকিছু গরম হয়ে উঠছে, তার উপর চিকন তারে অধিক বিদ্যুৎ সঞ্চালনের ফলে উৎপন্ন তাপ তারের আবরণ গলিয়ে শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হতে পারে। স্বল্প বেতনে কর্মচারী রাখতে গিয়ে তাদের দোকানে থাকার যায়গা দেওয়ার ফলে তারা দোকানের ভিতরেই সিগারেট বা মশার কয়েল জ্বালানোর ফলে সেখান থেকে আগুনের সুত্রপাতের সম্ভাবনা থাকে। নতুন ভবন করার উদ্দেশ্যে উচ্ছেদের জন্য হতে পারে। আসলে আমাদের দেশে কারণ খুজলে এমন অনেক কারণ বের করা সম্ভব। কিন্তু প্রকৃত কারণ বিশ্বাস করাটা খুব কঠিন
 
যেটাই ঘটুক কিংবা ঘটাক, ক্ষতিটা কিন্তু দেশেরই হচ্ছে।
মানে আমার আর আপনারই হচ্ছে...
আমার আর আপনার ক্ষতি হচ্ছে সেটা ঠিক আছে। কিন্তু দেশ না কি যেন কইলেন, সেইটা আবার কি জিনিস 🙄
 
আবহাওয়া পূর্বাভাস তো বলছে এই সপ্তাহের শেষের দিকে ৪৩° তে উঠতে পারে। তারমানে আগামী সপ্তাহের আগে বৃষ্টি বেগমের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

যদিও বেশীরভাগ সময়ই আবহাওয়ার পূর্বাভাসের সাথে বাস্তবতার খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না, তথাপিও যদি এমনটা ঘটে তবে মধ্যবিত্ত অনেকেই বেশ বিপাকে পড়ে যাবে। এরকম গরম সহ্য করার মতো ব্যবস্থা এই শ্রেণীর লোকেদের প্রায় নেই বললেই চলে...
 
এটা আসলে নির্দিষ্ট করে বলা মুস্কিল। আর আমাদের দেশে যে কোন ব্যপারে সঠিক তথ্য পাওয়া প্রায় অসম্ভব। তবে মূল বিষয় হচ্ছে আমাদের ভিতর সচেতনতার খুবই অভাব। আমরা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চাই। তাই বৈদ্যুতিক তার পুরাতন হলেও জোড়াতালি দিয়ে কাজ চালাই, কিন্তু পরিবর্তন করতে চাইনা। যার ফলে এই অতিরিক্ত গরমে স্বাভাবিক ভাবেই সবকিছু গরম হয়ে উঠছে, তার উপর চিকন তারে অধিক বিদ্যুৎ সঞ্চালনের ফলে উৎপন্ন তাপ তারের আবরণ গলিয়ে শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হতে পারে। স্বল্প বেতনে কর্মচারী রাখতে গিয়ে তাদের দোকানে থাকার যায়গা দেওয়ার ফলে তারা দোকানের ভিতরেই সিগারেট বা মশার কয়েল জ্বালানোর ফলে সেখান থেকে আগুনের সুত্রপাতের সম্ভাবনা থাকে। নতুন ভবন করার উদ্দেশ্যে উচ্ছেদের জন্য হতে পারে। আসলে আমাদের দেশে কারণ খুজলে এমন অনেক কারণ বের করা সম্ভব। কিন্তু প্রকৃত কারণ বিশ্বাস করাটা খুব কঠিন

সবই ঠিক আছে।
আগুনের সূত্রপাতের জন্য উল্লেখিত বিষয়গুলোর সাথে আরো বেশ কিছু বিষয় হয়তো সংযোজন করা যাবে কিন্তু তাতে আগুন রোধে কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় না, এভাবেই চল্বে আমাদের দেশ।
তবে প্রশ্ন হলো, তিলোত্তমা নগরীতে অগ্নি নির্বাপনের ন্যূনতম ব্যবস্থাও রাখা হয়নি, যেটি ভবিষ্যতে এধরনের দূর্ঘটনা ঘটলে আরো ভয়াবহ রূপ ধারন করতে পারে। আর এজন্য অপরিকল্পিত নগর ব্যবস্থাপনাই দায়ী বলে অনেকেই মনে করছেন।
 
আমার আর আপনার ক্ষতি হচ্ছে সেটা ঠিক আছে। কিন্তু দেশ না কি যেন কইলেন, সেইটা আবার কি জিনিস 🙄

খুবই মজা পাইলাম, মামা !
 
সবই ঠিক আছে।
আগুনের সূত্রপাতের জন্য উল্লেখিত বিষয়গুলোর সাথে আরো বেশ কিছু বিষয় হয়তো সংযোজন করা যাবে কিন্তু তাতে আগুন রোধে কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় না, এভাবেই চল্বে আমাদের দেশ।
তবে প্রশ্ন হলো, তিলোত্তমা নগরীতে অগ্নি নির্বাপনের ন্যূনতম ব্যবস্থাও রাখা হয়নি, যেটি ভবিষ্যতে এধরনের দূর্ঘটনা ঘটলে আরো ভয়াবহ রূপ ধারন করতে পারে। আর এজন্য অপরিকল্পিত নগর ব্যবস্থাপনাই দায়ী বলে অনেকেই মনে করছেন।
কথা সত্য, তবে নিরাময় অযোগ্য (নিরাময় অযোগ্য বলতে নিরাময় হবেনা বোঝানো হয়েছে)
 
হের লাইগ্যাই তো আপনের শরীরের ওজন কমেও না আবার বাইড়াও যায় না !
কমে আবার বাড়েও, তয় ধরা যায়না সহজে।
 
আমাদের এখানে আজ সর্বোচ্চ ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠেছে।
আজ তেমন একটা বের হইনি।
যার কারনে অনুভুতিতে খুব একটা গরম নেই...
আজকে ঢাকায় ৪১ উঠার সম্ভাবনা আছে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top