What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২২ (5 Viewers)

Status
Not open for further replies.
ফিফা দেখতেছেন না মামারা?
দল কোনটা?

এই পর্যন্ত সব মিলায়া মিনিট দশেক খেলা দেখতে পারছি...
আমার কোনো নির্দিস্ট দল নাই।
পর্বে পর্বে আর ম্যাচ বাই ম্যাচ দল পরিবর্তন হয় !
 

এই পর্যন্ত সব মিলায়া মিনিট দশেক খেলা দেখতে পারছি...
আমার কোনো নির্দিস্ট দল নাই।
পর্বে পর্বে আর ম্যাচ বাই ম্যাচ দল পরিবর্তন হয় !
হু।
আমার অবস্থাও কিছুটা ওরকম। ফুটবল খেলা ভালো লাগে জন্য দেখি। প্রতিটা খেলায় যে দলের খেলা ভালো লাগে, ওটাই প্রিয় দল। তবে একাধিক প্রিয় দলের পরিবর্তে একটা দলের নাম জিজ্ঞেস করলে তখন বলবো ব্রাজিল। আবার ভালোলাগার একটা প্লেয়ারের নাম জিজ্ঞেস করলে, তখন হয়তোবা মেসির কথা বলবো।

খেলায় প্রিয় দল, প্রিয় খেলোয়াড় থাকা অস্বাভাবিক কিছু না। কিন্তু সেসব নিয়ে অতিরিক্ত উন্মাদনা করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার দরকারটা বুঝিনা। হয়তো তাদের মানসিক তৃপ্তি মিলে। কিন্তু আমি ওসব দেখতে দেখতে ক্লান্ত। হতেপারে আমার মতো আরো অনেকে আছে। ফেসবুকে ঢুকলে, প্রতিবার ওরকম একাধিক পোস্ট চোখে পড়বেই পড়বে।
 
ফুটবলের প্রতি দূর্বলতা সেই ছোটবেলা থেকেই। কারনও আছে যথেষ্ঠ। তখনকার সময়ে ফুটবল ছাড়া অন্য কোনো খেলার ততোবেশী প্রচলন না থাকায় কিংবা অন্যসব খেলা শুধুমাত্র ঢাকাকেন্দ্রীক হওয়াতে একমাত্র ফুটবলই ছিলো জনপ্রিয় খেলা। যদিও হাডুডু, দাঁড়িয়া বাঁধা এই ধরনের গ্রামীণ খেলাগুলোও যথেষ্ঠ জনপ্রিয় ছিলো। কিন্তু সেগুলো একান্তই গ্রামীণ খেলা হিসাবে পরিচিত ছিলো। নিজে এক সময় ফুটবল খেলতাম। আন্ত জেলা ফুটবল টুর্ণামেন্টগুলোতে নিয়মিতই অংশগ্রহণ করতে হতো সেসময়। এক সময় ফুটবলের "ধপ " শব্দে হৃৎপিন্ডে রক্তের প্রবাহ বেড়ে যেতো।
কালকে ঘানা আর পর্তুগালের সেকেন্ড হাফ পুরোটাই দেখেছি। ঘানার জন্য আফসোস লেগেছে। ঐ খেলায় আমি ঘানাকে সাপোর্ট করেছিলাম। আমার মতে ঘানা খুব ভালো খেলেছে। ডিফেন্সের ছোট্ট একটা ভুলে তৃতীয় গোলটা হজম করতে না হলে খেলার ফলাফল ভিন্ন হতে পারতো। আর প্রথম গোলটা তো ছিলো খুবই বিতর্কিত। এটা কোনো রাফ ট্যাকল ছিলো না। সর্ব্বোচ্চ ফিফটি ফিফটি চান্স ছিলো পেনাল্টির। খেলার এই অবস্থায় এটা কোনোভাবেই পেনাল্টি ঘোষনা করার উপযুক্ত ছিলো না। আর এতেই খেলার মোমেন্টাম ঘুরে যায়। অবশ্য এটা কোনো নতুন কিছু নয়। আফ্রিকার দেশগুলো বরাবরই বৈষম্যের শিকার হয়। ফিফা থেকে আগেই জানিয়ে দেয়া হয় আফ্রিকা আর এশিয়ার কোনো দল যাতে পরবর্তী রাউন্ডে যেতে না পারে। তারা সব সময়ই চায় ইউরোপীয়রা যেনো তাদের ফুটবল রাজত্ব ধরে রাখতে পারে। ল্যাটিন আমেরিকার দেশগুলো যদি এতে বখড়া বসাতে চায় তবে যেনো খুব বেশী বাঁধা দেয়া না হয়। তবে কিছুতেই আফ্রিকা কিংবা এশিয়ানরা যেনো এগিয়ে না আসতে পারে...
ব্রাজিলের খেলারও শেষ কয়েক মিনিট দেখেছি। তারা সব সময়ই ছন্দময় খেলা খেলে থাকে। আর তাদের সেই ছন্দময় নান্দনিক খেলাটা আমি সব সময়ই উপভোগ করি। ইনফেক্ট আমিও ব্রাজিলের একজন কড়া সাপোর্টার ছিলাম। তুরস্কের বিরুদ্ধে খেলার দিন রিভালদোর সেই বিখ্যাত অভিনয়ের আগে পর্যন্ত। বেবেতো, রবার্তো কার্লোসের খেলা আমার বেশ ভালো লাগতো। ভালো লাগতো ডুঙ্গার খেলাও... একসময় সক্রেটিসের বড় একজন ভক্ত ছিলাম। রবিনহো, রোনালদিনহো'র ছন্দময় খেলাটা খুবই উপভোগ্য ছিলো।
 
Ami ai site a notun.kew chat korben?

চ্যাট মানেই তো আড্ডা দেওয়া !
সেই হিসেবে আপনি ঠিক জায়গায়ই এসেছেন।
এই ঘরটা বানানোই হয়েছে আড্ডা দেয়ার জন্য...
আপনাকে নির্জনমেলায় স্বাগতম।
কোনো সমস্যা হলে এখানে আলোচনা করতে পারেন। কিংবা কোনো স্টাফকে সরাসরি ম্যাসেজ দিতে পারেন...
 
ফিফা দেখতেছেন না মামারা?
দল কোনটা?
দেখতেছিতো মামা।

আমি ব্রাজিলের সাপোর্টার, তবে মেসি প্রিয় খেলোয়াড়।
 
তা কি করে সম্ভব !
সেটা তো আমি জানিই না !!
ঐ যে, চার প্যাঁচরে ১৬ গুন কইরা মাঝে মাঝে যে ঢিল মারেন, সেইটা।
 
এই পর্যন্ত সব মিলায়া মিনিট দশেক খেলা দেখতে পারছি...
আমার কোনো নির্দিস্ট দল নাই।
পর্বে পর্বে আর ম্যাচ বাই ম্যাচ দল পরিবর্তন হয় !
বাসুদ = বাংলাদেশ সুবিধাবাদী দল।
 
দেখতেছিতো মামা।

আমি ব্রাজিলের সাপোর্টার, তবে মেসি প্রিয় খেলোয়াড়।

মেসির খেলা আমার কাছেও ভালো লাগে।
তবে মরহুম ম্যারাডোনার মতো না !
 
ঐ যে, চার প্যাঁচরে ১৬ গুন কইরা মাঝে মাঝে যে ঢিল মারেন, সেইটা।

সেইটা তো আন্ধাইরে ঢিল মারার মতো !
আমি কি জাইন্যা বুইজ্যা ঢিল মারি নাকি !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top