What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২২ (9 Viewers)

Status
Not open for further replies.
আমি আস্তিত্ব নিয়া অস্বস্তিতে আছি আর আপনি সেটাতে বড়াই খুঁজে পেলেন !
একেই বলে কপাল...
মনি মামার অবশিষ্ট টুকু ধার নিতে পারেন, এখন তো কোন কাজেই আসে না উনার।
অন্ততপক্ষে মূলধন আছে এই সান্তনা নিজেকে দিতে পারবেন।
 
মানে কি দাঁড়াইল?
আপনিও আরন মামার পাল্লায় পা তুলে ভার বাড়ায়ে দিলেন।
তাতে কি ১৫ তারিখে আরন মামা লুঙ্গী না এনে পারবেন?
আনতেই হবে।
 
আমি আসলেই কইতে পারি না, মামা।
আপনার মতো আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা হয় নাই !
তবে এই ব্যাপারে সব থেকে ভালো বলতে পারবেন পাখি মামা।
কারন কার কতোটা টান ওনি অনুভব করেন সে শুধু ওনিই জানেন...
জ্বলন্ত প্রমাণ বাইম মাছের।
 
Hlw sobai kamon achen?

Hi bondhu sobai bhalo

Nasa r lok onek bhoyonkor hoy

Ok sir bujhechi ami ami o to manus

Hlw amake khaoma korben admin ra 100 post korar jonno onek ki6u post korchi tobe kharap kichu noy

তাইতো মনে হচ্ছে।

কালকে খবরে দেখলাম এক পন্ডিত বলছে যে, ঢাকায় নাকি গত ৫ বছরে কোন শৈত প্রবাহ হয় নাই !!
Eta to notun khabar jantam na ti

দুঃখজনক ব্যাপার হলো ঘটনাটা এন এম আগে থেকেই জানে...
Sotti naki bhai bolen ki
 
আমি গতো রোযায় বেশ কিছু রোযা রেখেছিলাম দুধ-কলা সহযোগে ভাত খেয়ে।
এবারের রোযায় একদিনও সেটি হয়নি।
আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী কাল থেকে আবার কিছুদিনের জন্য শুরু করবো...
দুধ-কলা দিয়ে সেহরী খেলে আমারও বেশ ভালো লাগে।
আমার অভ্যাস হয়ে গেছে।
 
এটা কি আপনার নিজের জানার জন্য জিজ্ঞাসা ?
আমার যথেষ্ঠ সন্দেহ আছে।
ট্রাউজার ছেড়ে যদি লুঙ্গীতে আসেন, তবে এর সাথে যোগ করে আরো অনেক কিছুই জানতে পারেন।
প্রয়োজনে স্মার্ট লুঙ্গীর এমডিকে দিয়ে আপনার সব প্রশ্নের জবাব দেয়া হবে, মামা !!
জি না, আমার জন্য না। যিনি লিখেছিলেন, তার কাছে প্রশ্ন।
 
ইনশাআল্লাহ, মামা !
ছোট মামাকে সাথে করে নিয়ে আসার ইচ্ছে আছে...
তবে টঙ্গী থেকে নয়।
টঙ্গী থেকে হলে রাত দশটার আগে ইফতার সারা সম্ভব হবে না।
অতীত রেকর্ড অন্তত এরকমটিই বলে...
এইবার পারলে চলেন সবার বাচ্চা-কাচ্চা নিয়া ইফতার পার্টিটা করি।
 
বহুদিন পর দূর হতে তোমায় দেখলাম
চেহারাটা কিন্তু তোমার আগের মতোই আছে,
নাকি কিছুটা পরিবর্তন হয়েছে জানিনা,
অবশ্য জানার বা জানতে চাওয়ার ইচ্ছেও হচ্ছেনা।
দ্বিতীয়বার না তাকিয়েই অন্য প্রান্তে পা চালালাম
হৃদয়ের মাঝে কিছু অনুভূতি অনেক্ক্ষণ ধরে
হাতড়ে হাতড়ে খুঁজে না পেয়ে অবশেষে ক্ষান্ত দিলাম।
চলতি ভূবনেই হারিয়ে গেলাম নিজের অজান্তেই।

হঠাৎ করে একটা নারী কন্ঠ শুনে থমকে গেলাম
"দেখেও না দেখার ভান করে চলে এলে যে!"
ফিরে তাকিয়ে বললাম- কাছে যাওয়ার কোন প্রয়োজনীয়তা আছে কি!
"তোমার হৃদয়ে আমার প্রয়োজনীয়তা নিঃশেষ হয়ে গেছে!!"
- কেন নয়? অনুভবের সকল দরজা বন্ধ করে তবেই না বেঁচে আছি
নয়তো আজকের এই আমার দেখা পেতে কিভাবে!
আমার অনুভবের দরজায় তালা মেরে চাবির গোছাটা
অতীতের জঙ্গলেই ফেলে এসেছি
যেন অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের দায়ে সত্বা বিকোতে না হয়।
পুরোটা পড়লাম, দারুন হয়েছে মামা।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top